Rose Thumbs Up সূরা আল ফাতিহা Thumbs Up Rose ...... ভাবাংশ

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১২ জুন, ২০১৬, ০৭:০৫:০৩ সন্ধ্যা



পরম করুণাময় অসীম দয়ালু

মহান আল্লাহ্‌র নামে শুরু,

বিশ্বজাহান তোমারি সৃজন

শ্রেষ্ঠ মানবকূল ও গাছপালা তরু।

Rose

সকল প্রশংসা শুধুই জগতসমূহের

মেহেরবান প্রভূর তরে,

পরম করুণা ও অশেষ দয়া যিনি

দান করেছেন মোদের তরে।

Rose

বিচার দিনের মালিক তুমি

তুমিই মোদের প্রভূ,

সহজ সরল পথে চালিত করো

পথচ্যুত না হই যেন কভূ।

Rose

তোমাকেই ডাকি শুধু

করি তোমারিই বন্দেগী,

সাহায্যের প্রার্থনায় কাটে যেন

এ নশ্বর জিন্দেগী।

Rose

অভিশপ্ত ও পথহারাদের শামিল করে

করো না মোদের বিপথগামী,

ন্যায়ের পথে অবিচল রেখো সদা

হে মোদের অন্তর্যামী।



কৃতজ্ঞচিত্তে স্মরণে রেখে… RoseRose

অনেক দিন পূর্বে স্নেহাসু বৃত্তাপু ও প্রিয় সান হ্যারির মন্তব্যের প্রেক্ষিতে প্রেরণা ও উৎসাহ পেয়ে পাহাড়সম অজ্ঞতা-অযোগ্যতা সত্ত্বেও তাঁদের সন্মানার্থে আজকের এই ক্ষুদ্র প্রয়াস। তাঁরা দু’জনেই আশা পোষণ করেছিলেন আমি যেন কোরআনের তরজমার বিষয়টি নিয়ে চিন্তা করি।

Roseপরম শ্রদ্ধাভাজন সকল ব্লগারবৃন্দের বিজ্ঞ মতামত ও সংশোধনীমূলক যে কোন পরামর্শ সাদরে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। ইনশাআল্লাহ। Rose



বিষয়: বিবিধ

১৪০৪ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371790
১২ জুন ২০১৬ রাত ০৮:০১
শেখের পোলা লিখেছেন : আস সালামু আলায়কুম। চমৎকার! আমার মতে শংশোধনের কিছুই বাকী নেই, আমার ক্ষমতাও নেই। জাজাকাল্লাহু খাইরান।
১২ জুন ২০১৬ রাত ১১:২১
308551
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।

আপনার প্রথম সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

পোষ্ট করার সময় কেন জানি মনে হয়েছিলো আপনি, আবু সাইফ ভাইয়াসহ হয়তো কারো কারো কাছ থেকে মূল্যবান উপদেশ পেতে পারি।

উৎসাহ দানের জন্য অনেক আনন্দিত হলাম এবং লিখার সাহসও পাচ্ছি আলহামদুলিল্লাহ্‌।

এসব মূলতঃ আমার মালিকেরই অপরিসীম করুণা।

জাজাকাল্লাহু খাইর।
371808
১২ জুন ২০১৬ রাত ০৯:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। অনেক অনেক ধন্যবাদ।
১২ জুন ২০১৬ রাত ১১:২৩
308552
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।

আমীন! ছুম্মা আমীন!

আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
371813
১২ জুন ২০১৬ রাত ১০:২৪
দ্য স্লেভ লিখেছেন : এটা সত্যিই প্রশংসনীয়। আপনার যে মাত্রায় ভাষাজ্ঞান আছে তাতে এ্ইটা হবে উৎকৃষ্ট। আর আপনারও লিখতে সুবিধা হবে কারন রসদ রেডী। আর সওয়াবও হবে অনেক। জাজাকাল্লাহ দারুন লেখেন সিস্টার বোনHappy
১২ জুন ২০১৬ রাত ১১:৩৩
308553
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ছোট ভাই।

আপনার মন্তব্য দু’চোখে পানি এনে দিলো। আপনাদের অনিঃশেষ উৎসাহ ও প্রেরণা এই অধমাকে এখানে আনতে সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ্‌।

বৃত্তাপুর মন্তব্য অনেক দিন ভাবিয়েছে আমাকে! কোন সময় মনে হয়েছিলো পরম করুণাময় হয়তো তাকে দিয়ে আমাকে এই উদ্দেশ্য পূরণ করতে বলছেন। আবার ভেবেছি আমাকে দিয়ে এতো বড় কঠিন একটি কাজের আঞ্জাম দেয়া অসম্ভব।

অবশেষে অনেক সাহস করে কী বোর্ড স্পর্শ করলাম। আলহামদুলিল্লাহ্‌।

দোয়া করবেন ছোট ভাই।
১৩ জুন ২০১৬ সকাল ০৮:২২
308568
সন্ধাতারা লিখেছেন : দেখেন তো ছোট ভাই আপনার মনোঃপুত হয়েছে কিনা?

পুটীর মায়ের নেইকো জুড়ি
স্বপ্নাকাশে উড়াই ঘুড়ি।

দেখতে যেন হুর পরী
সারাবেলা তাকেই স্মরি।
১৩ জুন ২০১৬ সকাল ০৮:২৪
308569
সন্ধাতারা লিখেছেন : আর হ্যাঁ, ১৪ এবং ২০শে জুনের কথা ভুলবেন না যেন! আর হ্যাঁ, ১৪ এবং ২০শে জুনের কথা ভুলবেন না যেন!
১৩ জুন ২০১৬ রাত ১১:০২
308640
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম আস সালাম। আমি সত্যই বলেছি সিস্টার। আপনি এটা পারবেন। শব্দের গাথুনী আপনার বেশ ভালোই জানা আছে। আভিজাত্য রয়েছে আপনার লেখায়। আল্লাহর সন্তুষ্টির জন্যে লেখেন,দেখবেন আবেগেই লেখা চলছে.....

আর পুটির মায়ের কবিতা সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ। পুটির মা আপনাকে শিং মাছের ঝোল খাওয়াবে। সাথে আলুভর্তা ,ডাল Happy মাথা পর্যন্ত খাবেন কব্জী ডুবিয়ে
১৪ জুন ২০১৬ রাত ১২:০৬
308641
সন্ধাতারা লিখেছেন : আপনার সান্ত্বনামূলক কথাগুলো পড়ে অনেক শান্তি পেলাম। বেশী বেশী দোয়া করবেন বোনের জন্য।

পুটীর মায়ের কবিতা পছন্দ হয়েছে জেনে খুশী হলাম। আসলেই পুটীর মায়ের হাতের রান্না অনেক লোভনীয় মনে হচ্ছে।

১৪ এবং ২০ শে জুনের বিষয়ে যে কিছুই বলে গেলেন না ছোট ভাই?
১৪ জুন ২০১৬ রাত ১২:৫৭
308649
দ্য স্লেভ লিখেছেন : ১৪ এবং ২০ তারিখের লেখা রেডি করেছি আগেই। সময়মত পোস্ট দেব ইনশাআল্লাহ Happy
১৪ জুন ২০১৬ সকাল ১১:৪৬
308671
সন্ধাতারা লিখেছেন : শুধু লিখা দিলেই হবে না, পরিচালকের দায়িত্বও যথাযথভাবে সম্পাদন করা চাই কিন্তু ছোট ভাই!
371823
১৩ জুন ২০১৬ রাত ০৪:০৪
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো সকল প্রশংসা শুধুই জগতসমূহের الله ধন্যবাদ
১৩ জুন ২০১৬ সকাল ০৮:২৮
308570
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
১৩ জুন ২০১৬ সকাল ০৮:৩০
308571
সন্ধাতারা লিখেছেন : আর হ্যাঁ, ১৪ই জুনে আপনার স্বতঃস্ফূর্ত সাড়া মিলবে তো?
371849
১৩ জুন ২০১৬ দুপুর ০২:৫৯
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খালামনি।
মহান আল্লাহ তায়ালা আপনার মহান উদ্যোগ কবুল করুক। আপনাকে সময় ও সুযোগ দিয়ে সহায়তা করুক। আপনার প্রচেষ্টা কবুল করুক।
১৪ জুন ২০১৬ রাত ১২:১১
308642
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

আপনার মূল্যবান সুন্দর উপস্থিতি ও প্রেরণাপূর্ণ দোয়া ও অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনার হৃদয়স্পর্শী আমীন! ছুম্মা আমীন!
371855
১৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৩২
জ্ঞানের কথা লিখেছেন : ভালোই লিখেছেন। বাকি অংশ?
১৪ জুন ২০১৬ রাত ১২:১২
308643
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

বাকী অংশ মানে কোন সূরার?
371859
১৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু, মাশাহ্আল্লাহ। দারুণ হয়েছে।
১৪ জুন ২০১৬ রাত ১২:১৪
308644
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আপনার সুন্দর উপস্থিতি ও প্রেরণাপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
371863
১৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
১৪ জুন ২০১৬ রাত ১২:১৭
308645
সন্ধাতারা লিখেছেন : মাশাহ্আল্লাহ। অনেক আনন্দিত হলাম দেখে। আপনার প্রচেষ্টাকে অভিনন্দন।
371890
১৪ জুন ২০১৬ রাত ০৩:৪০
ধ্রুব নীল লিখেছেন : সুন্দর হয়েছে।
ফাতিমা মারিয়াম আপু নামে একজন ব্লগার ছিলেন যিনি ছন্দময় কুরআন লিখতেন। অনেকদিন ধরেই তিনি অনিয়মিত। আপনার ছড়া পড়ে আজ ওনার কথা মনে পরল।
১৪ জুন ২০১৬ সকাল ১১:৫১
308675
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

ফাতিমা মারিয়াম আপুর সুন্দর লিখার সাথে আমিও পরিচিত ভাইয়া।

আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
১০
372144
১৬ জুন ২০১৬ দুপুর ০১:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম। অনন্য, অসাধারণ । জাযাকাল্লাহ..
১৬ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪১
308992
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার মূল্যবান উপস্থিতি ও অনুপ্রাণিত করা মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
১১
372443
১৯ জুন ২০১৬ সকাল ০৫:১৩
হককথা লিখেছেন : আলহামদুলিল্লাহ, চমৎকার। এটা কী ভাবে নজর এড়ালো আমার? ভাবছি সেটাই। ধন্যবাদ। আরও বেশি লিখুন। এটা এখন সময়ের দাবী। এ দাবী মেটাতেই হবে।
১৯ জুন ২০১৬ দুপুর ০৩:৫৪
309262
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় হককথা ভাই।

আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

মহান প্রভু সর্বাবস্থায় আপনার মঙ্গল করুণ এবং আপনার প্রত্যাশা পূরণ করার শক্তি ও সামর্থ্য দান করুণ। আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File