সূরা আল ফাতিহা ...... ভাবাংশ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১২ জুন, ২০১৬, ০৭:০৫:০৩ সন্ধ্যা
পরম করুণাময় অসীম দয়ালু
মহান আল্লাহ্র নামে শুরু,
বিশ্বজাহান তোমারি সৃজন
শ্রেষ্ঠ মানবকূল ও গাছপালা তরু।
সকল প্রশংসা শুধুই জগতসমূহের
মেহেরবান প্রভূর তরে,
পরম করুণা ও অশেষ দয়া যিনি
দান করেছেন মোদের তরে।
বিচার দিনের মালিক তুমি
তুমিই মোদের প্রভূ,
সহজ সরল পথে চালিত করো
পথচ্যুত না হই যেন কভূ।
তোমাকেই ডাকি শুধু
করি তোমারিই বন্দেগী,
সাহায্যের প্রার্থনায় কাটে যেন
এ নশ্বর জিন্দেগী।
অভিশপ্ত ও পথহারাদের শামিল করে
করো না মোদের বিপথগামী,
ন্যায়ের পথে অবিচল রেখো সদা
হে মোদের অন্তর্যামী।
কৃতজ্ঞচিত্তে স্মরণে রেখে…
অনেক দিন পূর্বে স্নেহাসু বৃত্তাপু ও প্রিয় সান হ্যারির মন্তব্যের প্রেক্ষিতে প্রেরণা ও উৎসাহ পেয়ে পাহাড়সম অজ্ঞতা-অযোগ্যতা সত্ত্বেও তাঁদের সন্মানার্থে আজকের এই ক্ষুদ্র প্রয়াস। তাঁরা দু’জনেই আশা পোষণ করেছিলেন আমি যেন কোরআনের তরজমার বিষয়টি নিয়ে চিন্তা করি।
পরম শ্রদ্ধাভাজন সকল ব্লগারবৃন্দের বিজ্ঞ মতামত ও সংশোধনীমূলক যে কোন পরামর্শ সাদরে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার প্রথম সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
পোষ্ট করার সময় কেন জানি মনে হয়েছিলো আপনি, আবু সাইফ ভাইয়াসহ হয়তো কারো কারো কাছ থেকে মূল্যবান উপদেশ পেতে পারি।
উৎসাহ দানের জন্য অনেক আনন্দিত হলাম এবং লিখার সাহসও পাচ্ছি আলহামদুলিল্লাহ্।
এসব মূলতঃ আমার মালিকেরই অপরিসীম করুণা।
জাজাকাল্লাহু খাইর।
আমীন! ছুম্মা আমীন!
আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার মন্তব্য দু’চোখে পানি এনে দিলো। আপনাদের অনিঃশেষ উৎসাহ ও প্রেরণা এই অধমাকে এখানে আনতে সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ্।
বৃত্তাপুর মন্তব্য অনেক দিন ভাবিয়েছে আমাকে! কোন সময় মনে হয়েছিলো পরম করুণাময় হয়তো তাকে দিয়ে আমাকে এই উদ্দেশ্য পূরণ করতে বলছেন। আবার ভেবেছি আমাকে দিয়ে এতো বড় কঠিন একটি কাজের আঞ্জাম দেয়া অসম্ভব।
অবশেষে অনেক সাহস করে কী বোর্ড স্পর্শ করলাম। আলহামদুলিল্লাহ্।
দোয়া করবেন ছোট ভাই।
পুটীর মায়ের নেইকো জুড়ি
স্বপ্নাকাশে উড়াই ঘুড়ি।
দেখতে যেন হুর পরী
সারাবেলা তাকেই স্মরি।
আর পুটির মায়ের কবিতা সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ। পুটির মা আপনাকে শিং মাছের ঝোল খাওয়াবে। সাথে আলুভর্তা ,ডাল মাথা পর্যন্ত খাবেন কব্জী ডুবিয়ে
পুটীর মায়ের কবিতা পছন্দ হয়েছে জেনে খুশী হলাম। আসলেই পুটীর মায়ের হাতের রান্না অনেক লোভনীয় মনে হচ্ছে।
১৪ এবং ২০ শে জুনের বিষয়ে যে কিছুই বলে গেলেন না ছোট ভাই?
আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মহান আল্লাহ তায়ালা আপনার মহান উদ্যোগ কবুল করুক। আপনাকে সময় ও সুযোগ দিয়ে সহায়তা করুক। আপনার প্রচেষ্টা কবুল করুক।
আপনার মূল্যবান সুন্দর উপস্থিতি ও প্রেরণাপূর্ণ দোয়া ও অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার হৃদয়স্পর্শী আমীন! ছুম্মা আমীন!
বাকী অংশ মানে কোন সূরার?
আপনার সুন্দর উপস্থিতি ও প্রেরণাপূর্ণ অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
ফাতিমা মারিয়াম আপু নামে একজন ব্লগার ছিলেন যিনি ছন্দময় কুরআন লিখতেন। অনেকদিন ধরেই তিনি অনিয়মিত। আপনার ছড়া পড়ে আজ ওনার কথা মনে পরল।
ফাতিমা মারিয়াম আপুর সুন্দর লিখার সাথে আমিও পরিচিত ভাইয়া।
আপনার সুন্দর উপস্থিতি ও আপনার প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার মূল্যবান উপস্থিতি ও অনুপ্রাণিত করা মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাপূর্ণ অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মহান প্রভু সর্বাবস্থায় আপনার মঙ্গল করুণ এবং আপনার প্রত্যাশা পূরণ করার শক্তি ও সামর্থ্য দান করুণ। আমীন।
মন্তব্য করতে লগইন করুন