স্বপ্নসাধ.....
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৯ মে, ২০১৬, ০৫:৪১:১৫ বিকাল
তীক্ষ্ণ তীরের ফলায় স্বদেশের মানচিত্র এঁকে,
লড়াইয়ের ময়দানে যাবো, হাসিমাখা মুখে।
..
বিজয়ের ঝাণ্ডা উড়াবোই, মাথায় কাফন বেঁধে,
কলঙ্কের বোঝা ঘোচাবোই, মৃত্যুকে সেধে।
..
প্রাণসত্ত্বায়, রক্ত মাংসে মিছে আছে মোর দেশ,
সুদূর প্রবাসে লালন করি কভু হবে নাকো শেষ।
..
চরম বৈরী আত্মবিভেদে আছি মোরা মেতে,
খুনের গঙ্গা বহে সদা, সোনার ফসলি ক্ষেতে।
..
আমি ভীরু অক্ষম নই, শাহাদাত মোর কামনা,
জিহাদের প্রাঙ্গণে রক্ত ঢেলে, করবো পূর্ণ বাসনা।
..
জিহাদী প্রেরণায় উজ্জ্বীবিত আমি, বিলাস প্রাণে সহে না,
তীর, তলোয়ার প্রিয় সাথী হোক এটাই কেবল সাধনা।
..
ইচ্ছে শত উথলে উঠে একান্ত বিজনে,
হে প্রভু মোর! দয়া করো স্বপ্নসাধ পূরণে।
বিষয়: বিবিধ
১৫৭২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখাটি পড়লাম, ভালো লাগলো।
শুভেচ্ছা গ্রহন করুন।
অনেক দিন পর আপনার উপস্থিতি ভালো লাগলো।
আপনাকেও শুভেচ্ছা। সবাই ভালো আছেন তো?
জি, আলহামদুলিল্লাহ! সকলকে আল্লাহপাক ভালো রেখেছেন।
জিহাদের কোন মনগড়া ভার্সন নেই। জিহাদের উপর আমার একটি লিখা আছে। কোরানুল কারীমের আয়াত থেকে নেয়া। পড়ার অনুরোধ থাকলো।
তুমি কী চাও আর কী চাও না সেটা তোমার ব্যক্তিগত অভিরুচি। আর আমার ব্যাপারে বলবো আমি আবেগী নই, হতাশদের দলভুক্তও নই। আমি একজন বাস্তববাদী মানুষ।
সিরিয়া, ইরাক, মিশর, আফগানিস্থানসহ দেশে দেশে যেসব লড়াই হচ্ছে তার চিত্ররূপ মুদ্রার এপিঠ ও ওপিঠের মত।
অনেক আলোচনা ও পর্যালোচনার দাবী রাখে। এতো স্বল্প পরিসরে তা সম্ভব নয়।
যারা অন্যায় ও জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছেন বা বিধ্বস্ত অবস্থায় আজো বেঁচে আছেন তাঁরা অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী। ভীরু কাপুরুষের মত ঘরে বসে আল্লাহ্কে জপলে কিংবা ইসলাম বিরুদ্ধ দালালদের সাথে আপোষ করলে কী ভাগ্যের পরিবর্তন হতো? সফলতা বয়ে আনতো?
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভয়ে ভীত মুসলমানদের জন্যই আজকের এই দুরাবস্থা। নিরীহ মানুষ নিরীহত্বের দোহাই দিয়ে আর কতকাল চেয়ে চেয়ে দেখবে??
দেশে যখন ছিলাম অনেক জুলুম অপশাসনের মুখামুখি হয়েছি তাই বলে প্রতিবাদ করা থেকে কখনোই পিছু হটিনি।
পালানোর প্রশ্নই বা আসে কেন??
মূল্যবান উপস্থিতিসহ প্রেরণা ও উৎসাহ দানের জন্য জাজাকাল্লাহু খাইর।
শুভ কামনা রইলো।
জিহাদের প্রাঙ্গণে রক্ত ঢেলে করবো পূর্ণ বাসনা। ভালো লাগলো ধন্যবাদ
মূল্যবান উপস্থিতিসহ প্রেরণা ও উৎসাহ দানের জন্য জাজাকাল্লাহু খাইর।
শুভ কামনা রইলো।
ধন্যবাদ আপু সুন্দর কবিতার জন্য ।
এরেস্ট-এ ডরাই না বোন। এক জীবনে অনেক অভিজ্ঞতা আছে।
মূল্যবান উপস্থিতিসহ প্রেরণা ও উৎসাহ দানের জন্য জাজাকাল্লাহু খা
জীবন বিসর্জন, জিহাদ আল্লাহর জন্য হবে, দেশের জন্য নয়। তবে জিহাদের আরেক মানে চেষ্টা সাধনা করা. তাই দেশকে রক্ষায় চেষ্টার সর্বোচ্চটা করে যেতে হবে। আর দেশ রক্ষা হলে আল্লাহর প্রিয় বান্দা মুসলমানেরা বেচেঁ যাবে। অতএব জিহাদ যে জন্যই করিনা কেন, উদ্দেশ্য পরিস্কার থাকতে হবে।
খুবই ভালো লেগেছে আপা
আপনার দুলাভাই সংগ্রামী চেতনার উৎসাহদাতা।
আল্লাহ্ প্রদত্ত আদেশ পালনেই জিহাদের গুঢ় রহস্য নিহিত। যা পাক কালামে অত্যন্ত বলিষ্ঠভাবে উপস্থাপিত হয়েছে।
মূল্যবান উপস্থিতিসহ প্রেরণা ও উৎসাহ দানের জন্য জাজাকাল্লাহু খাইর।
লড়াইয়ের ময়দান, হতে হবে সমানে সমান
শাহাদাত মনোবাসনা, অযথা নইলে যাবে প্রাণ!
----ধন্যবাদ..
মন্তব্য করতে লগইন করুন