বিধবার আর্তনাদ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৫ মে, ২০১৬, ০৮:৩১:০৩ রাত
ধরাপৃষ্ঠে ডুবে যায় অবেলায় সূর্য
নিশীথে গগণভেদী ক্রন্দন মৃত তূর্য।
বন্য পশুর তাণ্ডবে স্বপ্ন বিরান ভূমি
ফাঁসির দড়িতে ঝুলে প্রাণপ্রিয় স্বামী।
হৃদয় রাঙিয়ে আছে মেহেদীর দাগ
ব্যথাতুর দরিয়ায় অমলিন ত্যাগ।
কষ্টের পাঁপড়ি ঝরে প্রচণ্ড তুফান
সুখ লগ্ন শেষ হল ধূলিতে কিষাণ।
মুদিত আঁখি অসার দেহ ভাবনায় বিস্ময়
ব্যথার প্রাবাল্যে মরে আকণ্ঠ পিপাসায়।
বুকে আগ্নেয়গিরির জলন্ত দাবানল
হৃৎপিণ্ড ক্ষত বিক্ষত দগদগে রক্তলাল।
উত্তপ্ত দীর্ঘ নিঃশ্বাসে উড়ে বিধবার আঁচল
পাষাণে পাথর বেঁধে অপ্রতিরোধ্য যাত্রীদল।
বিবেকের দ্বার রুদ্ধ আজি নিগৃহীত শিকারী
লাঞ্ছনা নিরাপত্তাহীন দুঃস্বপ্ন রাখে সদা ঘিরি।
লুণ্ঠিত সম্মান, সভ্রম অসূয়ায় বিদ্ধ তীব্র দহন
মৃত্যুর প্রহর গুনে বিধবার দগ্ধ-বিষাক্ত মন।
নিষ্ঠুর পৃথিবীর নিকৃষ্ট হিংস্রতা শ্রেষ্ঠ উপহার
আর্তনাদ করে ডুকরে কাঁদে ভোরের মিনার।
বিষয়: বিবিধ
১৫০৯ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যার যায়
সে ই বুঝে কি হারাচ্ছে
আমরা তো শুধু হায়-হুতাস করে ই ক্ষান্ত
ঠিক বলেছেন আপু। এই বেদনার ভার ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বুঝবে না। একেবারে সত্যি কথা!
তারপরও ভীষণ খারাপ লাগে!
তো আপনি আছেন কেমন আপু?
আল্লাহ উনাদের সবর করার তৌফিক দিন । আমীন ।
নিদৃষ্ট হায়াত শেষে মানুষ তো মরবেই উনাদের মৃতু্্যটা তো গৌরবের , উনাদের জীবন সফল ।
আসলেই ভাবতে গেলেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠে।
তোমার হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।
সরব উপস্থিতিতে মনে হচ্ছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ্! প্রত্যাশাও তাই......
খুব দ্রত সময় শেষ হবে,তখন সব হারানো মানুষেরা সব পাবে,,,কিন্তু তাদের কি হবে !!
ঠিক বলেছেন ছোট ভাই। মহান রবের বাণী একশত ভাগ সত্যিই। কিন্তু এসব দুঃখী মানুষের অবর্ণনীয় যন্ত্রণা অসহনীয়।
তাদের কি হবে? কাদের? মানে কি যারা ফাঁসি দিচ্ছে??
পুটীর মায়ের খবর কি?
পুটির মা ভালো আছে। ইনশাআল্লাহ অঅগামী বছর আপনার কপালে দাওয়াত আছে কব্জী ডুবিয়ে খাবেন
বোঝাই যাচ্ছে আমার ছোট ভাইয়ের বউরাণী অনেক অনেক গুণী......
সবার মনের দুঃখ,কষ্টগুলোকে এতো চমৎকার ভাবে অনুভূতির শব্দে প্রকাশ করতে পারেন আপনি - সত্যি অভিভূত হয়ে যাই!
মজলুমদের পক্ষেই আল্লাহ আছেন।
জাযাকিল্লাহ!
অনেকদিন পর তোমার সরব উপস্থিতি মুগ্ধ করলো।
হারিয়ে যেওনাকো তুমি আর...... কেমন?
গুরুত্বপূর্ণ উপস্থিতি ও মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
তবে শেষ পর্যন্ত পড়ে বুঝলাম, লেখিকা অসাধারণ একটি কবিতা লিখেছেন।
অন্নেক দিন পর ধ্রব তারা হয়ে আবির্ভূত হলেন। তাও আবার অন্যের মন্তব্যে। উপস্থিতি আনন্দিত করলো।
জানিনা আপু! আমার কাছে তো মনে হয় অনেক......
কেমন আছেন আপু? নিয়মিত হবার অনুরোধ রইলো।
ঠিক বলেছেন। আল্লাহ্ পাক মজলুমের রক্ষক।
মূল্যবান উপস্থিতি ও মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
ভালোলাগাসহ আপনার মূল্যবান উপস্থিতি ও মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
ধ্রব নীল আসলেই অনেক দুস্প্রাপ্য!! তাইনা আপু?.........
আপনার মূল্যবান অভিব্যক্তিতে উৎসাহিতবোধ করছি। নিজের সীমাহীন দুর্বলতাকে আড়ালে রেখে।
আপনার আন্তরিক সরব উপস্থিতি মুগ্ধ করলো।
অন্নেক দোয়া রইলো আপনার জন্য। বোনের জন্য বেশী বেশী দোয়ার আবেদন রইলো।
ধ্রুব নীল নামের আড়ালের মানুষটি আপু নয়, ভাইয়া। তবে ছোট নাকি বড় ভাইয়া হবো বুঝতে পারছিনা।
হটাৎ মৃত্যু, এক্সিডেন্ট মৃত্যু মেনে নেওয়া যত সহজ, কিন্তু ফাঁসির মুত্যু মেনে নেওয়া অনেকটা কঠিন।
নিষ্ঠুর পৃথিবীর এটাই যেন বাস্তবতা। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন