নীতুর চেপে রাখা কষ্ট
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০১ মে, ২০১৬, ০৩:০১:০৪ রাত
কষ্টের কাঁটাগুলো বুকে আছে বিঁধে
বিশ্বাস খোয়া যায় ডাকাতির সিঁধে।
জীবনের সুর ছন্দে, শুরু হয় দ্বন্দ
অনন্ত দহনের রাত, বারুদের গন্ধ।
সুরের ব্যঞ্জনা, হয়ে যায় বেসুরা
প্রবল বর্ষণে ঘুচে নাতো খরা।
আশার আলয়ে, ছেয়ে থাকে নিরাশা
অকূল দরিয়ায় যেন মরণের দশা।
উতলা দ্বীপের হাজারো রঙিন স্বপ্নে
উত্তাল ঢেউ উঠে, প্রচণ্ড ঝড় তুফানে।
সাগরের পানি সদা ভরে থাকে চোখে
ভালোবাসা নয়, যন্ত্রণা চেপে রয় বুকে।
শক্ত বৃন্ত থেকে ঝরে যায় ফোঁটা ফুল
অতল সমুদ্রের মাঝে, হারায় দু’কূল।
ফোঁটা ফোঁটা রক্ত ঝরে অবিরত বুকে
মনে প্রশ্ন জাগে শত, নাহি আসে মুখে।
স্বপ্নের বাগিচায় অজগর সাপ
প্রতিহিংসায় মত্ত, পাহাড়সম পাপ।
বিজয়মাল্য গলে, কলঙ্কের বেশ
জলন্ত জীবনের হয়নিকো শেষ।
ভ্রান্তির ফুলে গাঁথা জীবনের মালা
সময় ফুরিয়ে যায়, বাড়ে শুধু জ্বালা।
বিষয়: বিবিধ
১৪৪৫ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখায় মন্তব্য নেই কেন?.........
তুমি ও তোমার পরিবারের জন্য নিরন্তর দোয়া ও শুভ কামনা।
সময় ফুরিয়ে যায়, বাড়ে শুধু জ্বালা। জী আপু সত্য কথা ।
অনেক ভাল লাগল ধন্যবাদ আপু ।
তুমি ও তোমার পরিবারের জন্য নিরন্তর দোয়া ও শুভ কামনা।
ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ
ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বি। বরাবরের ন্যায় আপনার উপস্থিতি আনন্দিত করলো।
মন্তব্য দিয়ে উৎসাহ ও প্রেরণা যুগিয়ে যাওয়ার জন্য নিরন্তর দোয়া ও শুভ কামনা।
সুন্দর!! জাযাকিল্লাহ..
ভালোবাসা নয় কেন সেটা ঠিক বুঝলামনা!!
হয়তো ভাবটা ঠিকমত ধরতে পারছিনা!
ভালোবাসা, যন্ত্রণা চেপে রয় বুকে। এটাই তো যথার্থ হতো মনে হয়!!
ভুলের খেসারত দিতে হচ্ছে বটে! কিন্তু ভালোবাসাও যদি হারিয়ে যায় তবে তো আরেকটা অপরাধ হয়!!
সত্যলিখন আপুর পোস্টে আপনার নীতুর সমস্যার সমাধান দেয়া হয়েছে-
"সর্বক্ষেত্রে ইসলামের জন্য প্রয়োজন নারী জাগরণ"
নিজের কষ্টবোধ থেকে একান্ত ভাবনাপ্রসূত লিখা! যদিও অতিচেনা আপন এক শুভাকাঙ্ক্ষীর বাস্তবতাকে ঘিরে।
তাই বলতেই হয়! তারা এখনো একসাথে নিশিযাপন করলেও মনের দিক থেকে একেবারেই ভালোবাসাহীন যন্ত্রণাময় জীবনযাপন করছে! আর ধুঁকে ধুঁকে মরছে। অশান্তির অনলে।
আর হ্যাঁ আপনি যে ব্যবস্থাপত্র দিয়েছেন তাতে এখন আর কাজ হবে বলে মনে হচ্ছে না। রোগ জটিল এবং অন্নেক পুরানো।
আপনার মূল্যবান মতামত সত্যিই অনন্য।
ভ্রান্তির ফুলে গাঁথা জীবনের মালা
সময় ফুরিয়ে যায়, বাড়ে শুধু জ্বালা।
--কী মন্তব্য করবো? প্রতিটি পংক্তিই চমৎকার !
বরাবরের ন্যায় আপনার উপস্থিতি আনন্দিত করলো অনেক।
মাহদিয়া, নিতু এরা কারা?
মাহদিয়া নাহ আপাকেই ধরে নিলাম, তাহলে নিতু!
কবিতা কিছু কিছু বুঝি, কিন্তু কমেন্ট কি করব তা ভেবে পাইনা।
সত্যিই করেই বলছি! মাহদিয়া বা নীতু কোনটাই আমি নই। গল্পের প্রয়োজনে আমার প্রিয় নামগুলো ব্যবহার করেছি মাত্র!
তবে ঘটনাগুলো একেবারেই বাস্তব........যদিও
কবি মানুষ...... কবিতা বোঝে না?!!
হ্যাঁ, বাস্তব ঘটনার আলোকে বলেই লেখাগুলো হয়ে উঠে জীবন্ত।
কে বলেছে আমি কবি মানুষ!!!!!! সত্যিই কবিতা বুঝতে আমার বেশ কষ্ট হয়।
আলহামদুলিল্লাহ, আপা খুব ঠিক আছি।
গত কয়েক দিন একটু কম আসা হয় ব্লগে। তবে নিশ্চয় খুব আসব আল্লাহ চাহেতো।
রমজানের আগেই একটা ব্লগীয় আয়োজন করার চিন্তা আমার আছে। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে সেটা হতে পারে।
জাযাকাল্লাহু খাইর।
আশাই তার একমাত্র ভেলা।
সুখ দুঃখ নিয়েই তো সংসার জীবন, দোয়া রইলো আপনার জন্য
ছন্দময় গুরুত্বপূর্ণ মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
দোয়ার জন্য শুকরিয়া। যদিও লিখাটি আরেকজনকে কেন্দ্র করেই লিখা।
আমার কেনো জেনো মনে হয়
জন্ম থেকে ই এই জ্বালা আমাদের পিছু নেয়
অনেকাংশে সত্যি! আমার মনে হয় অনেকের জন্যই প্রযোজ্য।
গুরুত্বপূর্ণ উপস্থিতি ও মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন