প্রাণের বাংলাদেশ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৯ এপ্রিল, ২০১৬, ০৩:৫৪:৪৯ রাত
বাংলার যমীন আজ ক্ষমতা শিকারীর দখলে,
দুশমন শক্তি লুটছে দেশ প্রকাশ্যে ও তলে।
গলাকাটা নৃশংস রাজনীতি চলছে দাদাদের তরে,
গগণবিদারী শোকার্তনাদ মানুষের ঘরে ঘরে।
দাবা খেলার ঘুঁটি আজ বাংলার জনগণ,
যেমনি নাচায় তেমনি নাচে সয়ে অপমান।
পদবী আছে ক্ষমতা শূন্য কি যে হাস্যকর,
জাতির ললাটে পরিয়ে দিয়েছে গোলামীর পিঞ্জর।
রক্তে রাঙানো আজ বাংলার সারা পথ
জলন্ত নরকে ঢাকা স্বপ্ন, ভয়াবহ রথ।
সোনার বাংলা পিষ্ট আজ অপশক্তির যাঁতাকলে,
ন্যায় কণ্ঠ ফাঁসিকাষ্ঠে ঝুলে, শত্রুর চক্ষুশূলে।
শিকারীর কবলে আজ দ্বিধাকুণ্ঠিত জাতি,
মদ, জুয়া, আফিম আর নারীতে আছে মাতি।
দুর্গম দুর্গ চেপে আছে মুসলমানের বুকে,
অসহায় অশান্ত মানুষ মরছে ধুকে ধুকে।
দেশকে নিয়ে ষড়যন্ত্র, প্রতারণা হবে না কভু ক্ষমা,
ক্ষোভের আগুন জ্বলছে দাউ দাউ হৃদয়ে হচ্ছে জমা।
বুক ফেটে যায় আর্তনাদে, হায়রে প্রাণের বাংলাদেশ,
সম্পদ হরিলুট আর লাশের পাহাড়ে করে দিলো শেষ।
হরেকরকম বিস্ময়ে ভরা নারীশাসিত মুসলিম দেশ,
শিক্ষক দ্বারা ছাত্রী লাঞ্ছিত, কারণ হিজাবী বেশ।
সোনার বাংলাদেশ তুমি অন্যের শিকার ভূমি,
তোমার বুকে অচেতন হয়ে আলেমরা আছে ঘুমি।
কঠিন মুসিবতের অশনিসঙ্কেত কড়া নাড়ে দ্বারে
খালিদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন ডাকে বারে বারে।
হে বীর তরুণ নওজোয়ান, নয় শুধু বজ্রকণ্ঠের শ্লোগান
প্রাণের দেশকে বাঁচাতে এবার শহীদি রক্তের প্রয়োজন।
বিষয়: বিবিধ
১১৬৮ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উৎসাহব্যঞ্জক মন্তব্য রেখে যাওয়ার জন্য পরম করুণাময় আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
ধন্যবাদ আপু ।
আপনার মন্তব্যে আপ্লুত হলাম নিজের অযোগ্যতা ও সীমাবদ্ধতা মেনে নিয়েই।
উৎসাহব্যঞ্জক একটি সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
ড্রাইভিং লাইসেন্স পেতে আর কতদিন বাকী? আংকেল...
তাই দেশ থেকে এসে পূণরায় এপোয়েনমেন্ট নিতে হবে। তার মানে এতো তাড়াতাড়ি মিলছে না, সময় লাগবে। মনে রাখার জন্য শুকরিয়া।
পার্কিং ও ব্রীজ টেষ্টে জয়ী হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন আংকেলজ্বি। মহান প্রভু আপনার মনোস্কামনা অতি সত্বর পূর্ণ করুণ এই দোয়া করি।
খালামনির জন্য দোয়ার আবেদন রইলো।
পার্কিং ও ব্রীজ টেষ্টে জয়ী হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন আংকেলজ্বি। মহান প্রভু আপনার মনোস্কামনা অতি সত্বর পূর্ণ করুণ এই দোয়া করি।
খালামনির জন্য দোয়ার আবেদন রইলো।
বানু আপার মত সাহসী ছাত্রী নেত্রীরা দেশের বাইরে থাকলে নিবু নিবু আন্দোলন কেমনে জমে উঠবে!
বাহ বাহ বাহ, কবিতায় আমার নামটিও দেখছি!
আপনি তাহলে ওই হিজাবি বোনের অপমানিত হওয়ার প্রতিক্রিয়া হিসেবেই কবিতাটি লিখেছেন।
কবিতাখানি চমৎকার হয়েছে আপা।
দেশে এখনো অনেক প্রতিবাদী কণ্ঠ আছে যার ফলে প্রতিবাদ হচ্ছে এবং হবেও ইনশাল্লাহ। কারো জন্য কিছুই ঠেকে থাকে না।
আর হ্যাঁ কোন আপত্তিকর ঘটনা ঘটে গেলে চুপ করে হজম করা কষ্টকর বৈকি!
মহান রব যেন আপনার এই গৌরবময় নামের মর্যাদা দান করেন। অনেক দোয়া রইলো। প্রাণভরে।
মন্তব্য করতে লগইন করুন