সুহৃদ সকল ব্লগারবৃন্দকে ২০০ শত গোলাপের প্রাণঢালা উষ্ণ শুভেচ্ছাঃ ২০০ তম লিখায়
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:১৯:২৪ রাত
বিডি ব্লগের বৃক্ষতলে আমার ব্লগিং জীবনের প্রথম প্রয়াস। ১ম জুন, ২০১৩ সালের কথা! প্রথম পদার্পণেই এই সুন্দর জগতের সাথে আমার ভালোলাগা এবং ভালোবাসার শুরু। চারিদিকে সুন্দর সৃজনশীল, জ্ঞাণী, গুণী ও উদারচিত্ত মানুষগুলোর ভীড়ে নিজের অনভিজ্ঞ নীরব নিস্তব্ধ আনাগোনা ছিল আমার জন্য বিশাল এক প্রাপ্তির। অনেক সৌভাগ্যের। পরম আনন্দের ও অমলিন গৌরবের!
বিডি ব্লগের অপরূপ দেহরত্নে ছিল সেসময়ে আপন গরিমাময় রূপলাবণ্য! প্রস্ফুটিত কুসুমের সুরভিত সুষমায় মুগ্ধতার আবেশ ছড়িয়ে দিতো লেখক/ লেখিকাগণের প্রাণে প্রাণে! প্রেমাস্পদের হৃদয়তলে সৃষ্টি করতো বিশেষ এক আকর্ষণ! এর সুধাময়ী সুর এক মোহময় সুমধুর ঝঙ্কার হৃদয়তন্ত্রীতে তুলতো অভাবনীয় ছন্দ! আজো সেসব দিনের গুঞ্জরিত শব্দমালা বিরহী মনে অতি সন্তর্পণে অনুপম ভঙ্গিতে মূর্ছনা তোলে। স্মৃতিরাজ্যে ভেসে বেড়ায় কত অচেনা মানুষের চেনা উপস্থিতি। শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য এই অপরিসীম অকৃত্রিম ভালবাসা আসলেই কী পরিমাপযোগ্য?!
বিডি ব্লগ কর্তৃপক্ষকে এই সুন্দর সৃজনশীল চিন্তা-চেতনা ও স্বচ্ছ মানসিকতার সমারোহে উচ্চমানের একটি চলমান লিখনীর প্ল্যাটফর্ম উপহার দেয়ার জন্য শ্রদ্ধাশীল চিত্তে কৃতজ্ঞতা জানাই। সমমনা সহপাঠীদের সমন্বয়ে একান্ত আপনজন বেষ্টিত এই পরিমণ্ডলে নিজেদের ভালমন্দ, ইচ্ছা, আকাঙ্ক্ষাসহ নানান আঙ্গিকে নিজের প্রাণের কথা বলতে পারার আনন্দ ও অনুভূতি সত্যিই আলাদা। বাগানে গোলাপ ফুটলে যেমন চারিদিক সুগন্ধিতে ভরে উঠে ঠিক তেমনি বিডি ব্লগের লেখক/লেখিকাগণ বিশ্বজুড়ে নিজের কথামালার আলো ও স্নিগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। ক্লান্তিহীনভাবে! শত প্রতিকূলতাকে জয় করে। এই কৃতিত্বের সহযোদ্ধা ও সহযাত্রী মূলতঃ আপনারাই।
কিছু কিছু ব্লগারকে জানি যারা ব্যক্তি, পেশা ও পারিবারিক জীবনে অনেক ঝড়ের মধ্যে দিনযাপন করছেন। তা সত্ত্বেও তাঁদের অনবদ্য শক্তিশালী লিখনী স্মরণ করিয়ে দেয়, কতখানি মমতা থাকলে মানুষ এভাবে অসাধ্যকে সাধন করতে পারে! অনেক গুণী ও কীর্তিমান লেখকের শেকড় সন্ধানী ক্ষুরধার শাণিত লিখাগুলো জ্বালিয়ে দেয় প্রতিবাদের মশাল। অন্যায়, অপকর্ম, নৈরাজ্য ও নৈরাশ্যের অন্ধকারে ডুবে থাকা মৃত বিবেককে জাগিয়ে তুলতে এই ব্লগের প্রচেষ্টা অন্তহীন। হাতে গোনা দু’ এক জনের কথা বাদ দিলে পরিশীলিত ও মার্জিত লেখকের আনাগোনাই এখানে উল্লেখযোগ্য।
তাইতো পিপাসিত পথিক যেমন শীতল পানীয়ের দিকে ছোটে, জ্ঞানপিপাসু লেখক/লেখিকাগণও তেমনি হৃদয়ে আঁকড়ে ধরে আছে এই ভালোবাসার অঙ্গনটিকে। যা বিস্মিত করে! করে অভিভূত!
দীর্ঘসময় দেশে ছুটিতে কাটানোর সময় বিডির পাতা এক নজর দেখার জন্য মুখিয়ে থাকতাম। কোন কারণে দেখতে না পেলে উতলা মনটা অস্থির হয়ে উঠতো। সারাদিন না পাওয়ার এক অব্যক্ত চিন চিন ব্যথা অনুভব করতাম হৃদয়ের গভীরে! কী এক উপলব্ধি! অনুভূতি!!
ফেলে আসা স্বর্ণালী দিনগুলো এখনো স্মৃতির পাতায় উদ্ভাসিত। জ্বলজ্বলে। যাদের অকৃত্রিম স্নেহ ভালোবাসা, মমতামাখা শিক্ষণীয় উপদেশ, প্রেরণাপূর্ণ উৎসাহ ও প্রশংসা নিজের চিন্তা চেতনাকে করে অনুপ্রাণিত ও আলোড়িত। এসব কালজ্বয়ী কলম সৈনিকের মধ্যে অনেকেই সংগ্রামী জীবন ও সময়ের অতলে হারিয়ে গেছেন! কেউবা মাঝে মাঝে উঁকিঝুঁকি দেন! আবার কেহ কেহ অনিয়মিতভাবে হাজির হয়ে আমাদেরকে অপ্রত্যাশিতভাবে উৎফুল্ল ও উল্লসিত করে তোলেন! বর্তমানে বিডি ব্লগ পরমানন্দ ও পূর্ণ প্রাণস্পন্দনে মুখরিত না হলেও নিভু নিভু আলো দিয়ে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে দৃশ্য অনুভব করে অনেকেই উৎকণ্ঠিত। এহেন পরিস্থিতিতে অনেকেই ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে বিডি ব্লগটিকে টিকিয়ে রাখতে যথাসাধ্য চেষ্টা অব্যাহত রেখেছেন। সকল সৃজনশীল, রুচিসম্মত ও উন্নত চিন্তা চেতনাসমৃদ্ধ এসব পাঠক/পাঠিকা, লেখক/ লেখিকাগণ এই বিডি ব্লগের আত্মা ও প্রাণ। তাঁদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই।
শত শত মানুষের মানসপটে ভালোবাসার আসন পেতে বসে থাকা এই ব্লগটিকে যারা প্রাণ দিয়ে আগলিয়ে রেখেছেন তাঁদের কাছে আমরা আসলেই অনেক অনেক ঋণী। তাঁদের এই অমূল্য দানের মূল্য নিরূপণ করা কখনই কী সম্ভব??! কোনভাবেই প্রাণপ্রিয় এই প্লাটফর্মটি যেন হারিয়ে না যায় সেদিকে সবারই সচেতন দৃষ্টি আবশ্যক। সকলের ঐক্যবদ্ধ ঐকান্তিক প্রচেষ্টায় আবারো এই ব্লগটি তার হৃত ঐতিহ্য ও গৌরব ফিরে পাক এবং যেকোন অশুভ পরিস্থিতিতে এই প্রাণপ্রিয় ব্লগটি তার আপন স্বকীয়তা ও অস্তিত্ব অক্ষুণ্ণ অটুট রাখুক এটাই প্রত্যাশা।
দুই শততম পোষ্ট লিখার এই আবেগঘন মুহূর্তে আমার প্রাণপ্রিয় সকল ব্লগারবৃন্দকে জানাই অনিঃশেষ শ্রদ্ধা ও ভালবাসা। আপনাদের দেয় অভিজ্ঞ গঠনমূলক উপদেশ, উৎসাহ এবং উদ্দীপনায় এই নিভৃতে থাকা অসম্ভব স্বপ্ন আজ সত্যি হয়েছে। সকলের কাছে আমি দোয়াপ্রার্থী। কোন কারণে মনের অজান্তে কাউকে কোনরূপ কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন আমায়। আবারো এই শুভক্ষণে প্রাণপ্রিয় ব্লগটি সমস্ত বাধার প্রাচীর ভেদ করে মানসম্মত লিখার পরিস্ফুটনে বৈচিত্র্যময় লিখার আলোক প্রদীপ শিখাগুলো রঙিন আভায় চারিদিক আলোকিত করুক আজকের এই দিনে এটাই প্রাণের একান্ত চাওয়া।
বিষয়: বিবিধ
১৬৮৭ বার পঠিত, ৬১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রেরনাময় উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
m/ m/ m/
কেমন আছো মাই সান?
নিয়মিত লিখছো না কেন?!
এভাবে বলে এই অনভিজ্ঞ এক জ্ঞানহীনা নারীকে শুধু শুধু লজ্জা দেয়া কেন?!!
বরং আপনাদের অনেকের ঊজ্জ্বল উপস্থিতি ও জ্ঞানময় অভিজ্ঞ বিচরণের সান্নিধ্য থেকে কিছু শেখার তাগিদ অনুভব করি।
শুভকামনার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।
ব্লগিং জগতে আপনার সক্রিয় অনবদ্য ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্লগারদের অন্তরে। ইনশাল্লাহ!
:b
আর হ্যাঁ এটি একটি সমন্বিত প্লাটফর্ম। যেখানে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ এবং নিরলস প্রচেষ্টা অপরিহার্য।
কারো কারো ডায়েবেটিস থাকতে পারে তাই.........
আপনার জন্য বিশেষ আয়োজন।
সুন্দর অনুভূতি নিয়ে আনন্দময় স্বতস্ফুর্ত উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্য দোয়া রইলো।
শ্রদ্ধেয়া খালামুনি, ২০০ তম পোষ্টে অন্নেক অন্নেক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন।
ওয়াও............!!!
আপনার রেখে যাওয়া বিশেষ অনুভূতিতে ভীষণভাবে প্রীত ও আপ্লুত হলাম।
অনেক অনেক সুন্দর আংকেলজ্বি।
আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।
শুধুমাত্র দুইশত কেন ভাইয়া??!! ] ] ] ] ]বাকী সন্মানিত ব্লগারগণ কী অপরাধ করেছেন??
কেবল পায়েসের দাওয়াত?!!
না ভাইয়া সকল ব্লগারগণের জন্য বিরিয়ানির দাওয়াত রইলো।
সাথে মিষ্টান্ন!
কেমন?
মাশা আল্লাহ! আপু ! বারাকাল্লাহ!
অনেক অনেক দোয়া আপনার জন্য, আল্লাহ আপনার লিখায় আরো বারাকাহ দিন!
জাযাকিল্লাহু খাইর।
আশাকরি ব্লগের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে, শুভ কামনা নিরন্তর!
সুদীর্ঘ সময়ের পর তোমার উপস্থিতি যেন সেরূপ এক সোনালী ইঙ্গিতের শুভ সূচনা এঁকে দিলো।
তোমাদের অনুপস্থিতি যেমন শূন্যতা এনে দেয়, ব্যথিত করে, তেমনি তোমাদের সকলের মুল্যবান উপস্থিতিতে ব্লগটি যেন প্রাণ ফিরে পায়!!
তোমার পরবর্তী লিখার অপেক্ষায় রইলাম...
সকলেই সুস্থ এবং ভালো আছো নিশ্চয়ই?
~^o^
তোমাদের সকলের জন্য অনিঃশেষ দোয়া ও শুভকামনা রইলো।
আপনার মত গুণী, ত্যাগী ও প্রতিভাধর ব্লগারের উচ্ছল পদচারনায় অনেকেই অনুপ্রাণিত হবে এবং
আবারও এই প্রিয়াঙ্গনটি শান্তির কলরবে মুখরিত হয়ে উঠবে আপনার মত আমারও প্রত্যাশা রইলো।
অতি চমৎকার একটি মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ..... মুহতারামা আপুজ্বী!
অক্ষমতা আর নাদানীর সমুহ কঠিন প্রাচীর পথচলায় শত বাধা ডিংগিয়ে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যুগায় আপনাদের মত মহান-মহিয়ষী ব্লগারদের কল্যানময় নান্দনিক উপস্হাপনা! মাঝে মাঝে হলেও টু মারতে বাধ্য করে ব্লগে!
করুণাময় রব মালিক আপনাদের সবাই কে এর জাযা-ই খায়ের দান করুন-এই দুয়া অন্তর থেকেই!
অভিনন্দন অভিনন্দন এবং অভিনন্দন হে দ্বীনী বড় বোন আমাদের!!
+
আপনার হৃদয়গ্রাহী মন্তব্য পড়লে প্রায়ই আমি আবেগাপ্লুত হয়ে পরি। আজকেরটিও এর ব্যতিক্রম নয়। আপনাদের মত অনন্য, উদার ও গুণী ব্লগারের টানে শত বাধা ছিন্ন করে আমিও ব্লগে উপস্থিত হবার আপ্রাণ চেষ্টা করি।
আজকের লিখাটিও তারই অংশবিশেষ।
সর্বাবস্থায় ভালো থাকুন। খুউব ভালো। কায়মনোবাক্যে এই প্রত্যাশা। মহান প্রভুর দরবারে।
আপনার শুভেচ্ছাপূর্ণ মূল্যবান উপস্থিতিতে ভীষণভাবে আনন্দিত হলাম।
উপস্থিতি ও মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয় ভাইয়া। সকলের স্বতঃস্ফূর্ত আন্তরিক উপস্থিতিতে এই প্রিয় অঙ্গনটিতে প্রাণ সঞ্চারিত হোক এটাই কাম্য।
আপনার মূল্যবান উপস্থিতি, সুন্দর মন্তব্য ও দারুণ ফুলটির জন্য জাজাকাল্লাহু খাইর।
অনেক দিন পর আপনার শুভেচ্ছাপূর্ণ মূল্যবান উপস্থিতি ও সুন্দর ফুলের জন্য জাজাকাল্লাহু খাইর।
অন্তত তেলাপোকা ডলে দুটো পান্তা,আলুভর্তা খাওয়াতে পারতেন......ওদিকে পুটির মা সেজে গুজে বসে আছে দুটো খাবে দাবে....আপনার খবর নেই....দাওয়াত দেন...কব্জী ডুবিয়ে খাব..
আর শুভেচ্ছা রইলো...ডাবল সেন্সুরী হাকিয়েছেন....
জরিমানা হাকিয়ে দেরীতে উপস্থিতির জন্য আন্তরিক মুবারকবাদ।
দু’টো পান্তা কব্জি ডুবায়ে কেমনে খাবেন? তাও আবার পুটীর মাকে নিয়ে। ভাবনার বিষয় বৈকি?
পুটীর মাকে তেলাপোকা.........
তারচেয়ে বরং পুটীর মাকে নিয়ে মজা করে রসগোল্লা খান!!
কী করবো বলেন? ল্যাপটপ অন এন্ড অফ অভিমান করে বসে থাকে! তাই সময়াভাবে যা করতে ইচ্ছে করি সেটা আর কিছুতেই হয়ে উঠে না।
আন্তরিকভাবে ইচ্ছে পোষণ করি কোন একদিন পুটীর মাসহ সত্যিই সত্যিই দেখা হয়ে যাবে আপনারদের সাথে। আর সেদিন সবকিছুই খাইয়ে দিবো ইনশাল্লাহ। আভিমানী ছোট ভাইটিকে।
আপনার দুর্লভ উপস্থিতিতে অন্নেক ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
ওয়াও!! অন্নেক সুন্দর ফুল!!
শুভকামনার জন্য জাজাকাল্লাহু খাইর।
তোমার জন্য অন্নেক অন্নেক দোয়া ও শুভেচ্ছা......
আপনার মূল্যবান উপস্থিতি ও মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন