বিষণ্ণ বিদায় বেলা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০১ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৬:৩৩ রাত
(এইমাত্র এয়ারপোর্টে প্রিয়জন সকলকেই বিদায় দিয়ে এলাম)
আঁখি তীরে মুক্তোর জল
বেদনায় করে টলমল।
বসন্ত ক্ষণে দিগন্তে শ্রাবণ
আচমকা প্রেমহীন জীবন।
অবদমিত অনুভূতি রেখে যায় পথ রেখা
আকাশের নীচে খুঁজি পাইনা তো দেখা।
দূরে ধীরে ধীরে পদচিহ্ন মুছে যায়
স্নেহের পরশে ব্যাকুল মন করে হায় হায়।
জমানো স্মৃতিগুলো উঁকি দেয় মনে
স্পর্শসুখে আন্দোলিত হব কবে তোমা সনে।
বেদনায় কেটে যায় বিরহের বেলা
গোধূলির অন্ধকারে বসে একেলা।
বরষায় কাঁদে মন তুমি নেই বলে
সুপ্ত সোহাগে তাই কাছে টানো ছলে।
রক্তের ঋণে বাঁধা মুক্তি নাহি মিলে
তোমা গরবে গরবিনী স্নেহসিন্ধু ঢেলে।
অসীম তুমি সীমাহীন সীমানায়
দূরত্বের বিশাল সাঁকো কমানো যে দায়।
পাতাগুলো ঝরে যায় হেমন্তের ঝড়ে
আগলে রেখেছো মোরে অদৃশ্য ডোরে।
উড়ে উড়ে ছন্দ তোল প্রজাপতির মত
বিবর্ণ বিষন্নতায় ভাসছে অবিরত।
হঠাৎ করে থেমে গেলো জীবনের কলরব
অনন্তকালের হৃদি অনুভবে মিশে আছে সব।
এতো মায়া ছায়াঘেরা হৃদয়ের বন
শূন্য খাঁচায় শুধু না পাওয়ার ক্রন্দন।
জোছনায় মাখামাখি নেই অভিমান
বিষণ্ণ বিদায় বেলা অশান্ত ভূবণ।
বিষয়: বিবিধ
১৭৯৮ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাই নির্মম বাস্তবতা।
আপনার মূল্যবান প্রথম উপস্থিতি ও আবেগময় সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
শূণ্যতার হাহাকার, দাবানল হৃদয় কন্দরে,
সম্মুখের টান- তবু মন ধায় স্মৃতির বন্দরে..
অ-নে-ক দিন পর হৃদয়স্পর্শী অসাধারণ একটি মন্তব্যসহ প্রেরণাময় সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
চমৎকার৷ দারুন হয়েছে৷
প্রীয় জন প্রীয় মুখ
সব রয়ে যাবে,
অনিচ্ছা যতই থাক
তবু যেতে হবে৷
সত্যিই বোদ্ধা ভাইয়ার অসাধারণ কাব্যিক বাস্তব অভিব্যক্তি হৃদয় ছুঁয়ে গেল।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণাময় সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আমার ছোটভাই কি পথ ভুলে এ মহল্লায় প্রবেশ করেছে??!!
@ বৃত্তের বাইরে, আমি কবিতা বুঝিনা মানে !! আমি কবিতা লিখি তা কি দেখেননি ??? রবী ঠাকুরের কবিতাও লিখেছি....
অনেক সুন্দর লেখা , পড়ে ভাল লাগলো
আমার গরীবি আঙিনায় আপনার প্রথম পদচারণ ও মুগ্ধ করা মন্তব্যে আসলেই বিমোহিত হলাম।
অনেক দোয়া রইলো আপনার জন্য।
কেমন আছেন আপনি?
পড়লাম আপনার কবিতাখানি
আপনাকে ধন্যবাদ জানাই অগননি।
খালামুনি
অসাধারণ ।
হারানোর বেদনা তা ক্ষনিকের হোক আর চিরদিনের কষ্টের তীব্রতা একই...শুধু ভেতরটায় শুন্যতা হাহাকার করে কাঁদে...খালি খালি লাগে পৃথিবী...এ কষ্ট ভাষায় ব্যাক্ত করিবার নয়... পিলাচ পিলাচ পিলাচ সন্ধাতারার জন্য। অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন