; @}; যামিনী না পোহাতে!! @}; ;
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ৩০ নভেম্বর, ২০১৫, ০৮:০০:২৮ রাত
ঘন কুয়াশার কাঁকনে বাঁধা
অধরা কামিনী
গগণে চাঁদ হাসে
যেন স্বর্গীয় রাণী।
@}; ;
যামিনী না পোহাতে
যাত্রা হল শুরু
তখনো ঘুমিয়েছিল
গাছপালা তরু।
@}; ;
হাড় ভাঙ্গা শীতে
থর থর কাঁপছি
কীভাবে কী করবো
তড়িঘড়ি ভাবছি।
@}; ;
গাড়ীতে বসে আছি
মা ও ছেলে
নানান কথামালা
ভেসে চলে দিলে।
@}; ;
অবশেষে চেপে বসি
হয়ে দূরপাল্লার যাত্রী
হারতে যে শিখিনি
বিজয়ীর পাত্রী।
@}; ;
সিঞ্চিত ভালবাসা
গেঁথে থাকে মনে
বিদায়ী মলিন মুখ
রয়ে যায় প্রাণে।
@}; ;
আলিঙ্গনে শেষ হয়
বিদায়ের পালা
গতিময় বাস চলে
ছেড়ে গাছপালা।
@}; ;
অন্ধকারে আলো দেয়
ঝিকিমিকি তারা
শোভিত প্রকৃতির মাঝে
ভেবে ভেবে সারা।
@}; ;
কাঁটাময় পথ যেন
ভরে যায় ফুলে
শুভ্রতা ও শান্তি
প্রাণে উঠে দুলে।
@}; ;
অবশেষে ছুটে যাই
আপন কুটীরে
মধুময় ক্ষণগুলো
সেথা আছে ঘিরে।
@}; ;
অন্তরে উথলে উঠে
দোয়ার প্লাবন
অশ্রুপূর্ণ আঁখি আর
জানে একজন।
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর অনুভূতি নিয়ে প্রথম উপস্থিতির জন্য মহান করুণাময় প্রভূ আপনার মঙ্গল করুণ। আমীন।
কিন্তু বিষয় হল আমি ফেসবুকের সাথে ততটা পরিচিত নই। আশাকরি ভুল বুঝবেন না। কেমন?
আপনার মহা মূল্যবান উপস্থিতিসহ ও সুন্দর অনুভূতিতে মুগ্ধ হলাম।
সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক মুবারকবাদ।
মা-শা আল্লাহ। যেন মক্কা মদিনার সফর নিয়ে লিখলেন। অসম্ভব ভালো লেগেছে। সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
বরাবরের মত হৃদয়স্পর্শী সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
মাশা আল্লাহ কি চমৎকার ছড়া চমৎকার অভিব্যাক্তি
জাযাকিল্লাহ খাইর।
সত্যি ব্লগে এতোদিন মিস করছিলাম আপনার সাহিত্যা আলপনায় বোনা সুন্দর নকশা ছড়াগুলো
ইদানীং তুমি, বৃত্তাপুসহ অনেককেই ভীষণ মিস করছি।
ব্লগটা কেমন যেন নিষ্প্রাণ ও নির্জীব হয়ে যাচ্ছে দিনে দিনে।
ভাবছিলাম তোমার কোন অসুখ করলো নাতো?
নাকি সোনামণিদের পরীক্ষা?
] ] ] ]
নানা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছিল।
নিয়মিত লিখো। প্রত্যাশা থাকলো।
লিখায় প্রাণস্পন্দন সৃষ্টির জন্য অনিঃশেষ দোয়া......।
ইদানীং তুমি, বৃত্তাপুসহ অনেককেই ভীষণ মিস করছি।
ব্লগটা কেমন যেন নিষ্প্রাণ ও নির্জীব হয়ে যাচ্ছে দিনে দিনে।
ভাবছিলাম তোমার কোন অসুখ করলো নাতো? ; ;
নাকি সোনামণিদের পরীক্ষা?
নানা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছিল।
নিয়মিত লিখো। প্রত্যাশা থাকলো।
লিখায় প্রাণস্পন্দন সৃষ্টির জন্য অনিঃশেষ দোয়া......।
জাযাকুমুল্লাহু খাইর শ্রদ্ধেয়া আপুজ্বী!
বাহ্ একটি শব্দ শিখলাম "যামিনী"।
খালামুনি এত নির্ভুল লেখার রহস্য কী?!
বুকের ভেতর বন্দি পাখি-
দিবানিশি যুদ্ধো করে,
উড়াল দেবে নীল আকাশে
পাখা মেলে উড়বে একা
হয়তো পাবে পথের দেখা
পথচলা তার-নিরুদ্ধেশে,
সামনে ডাকে মরিচিকা
নতুন দিনের আহ্বানে,
জীবন বোধের অঘোর নেশায়
চলছে ছুটে দূর-দূরাশায়,
হয়তো জীবন দেবে ফাঁকি
ভালোবাসার পরশ মাখি-
জীবনটাকেই নেবে কেড়ে,
অবশেষে হইবে পতন-
পাতাল পুরির সবুজ ঘাসে,
প্রশান্তির তার হৃদয় জুড়ে
দেখা হলো ভুবন ঘুরে,
মরবে তো সে-মরুক না আজ
মুক্ত মনের-স্বাধীন দেশে।
অনেক ধন্যবাদ
আপনার মহা মূল্যবান উপস্থিতিসহ চমৎকার কাব্যিক উপস্থাপনা ও সুন্দর অনুভূতিতে মুগ্ধ হলাম।
জাজাকাল্লাহু খাইর।
এতদিন পর কেন?
অনেককেই মিস করি খু-উ-ব। তারমধ্যে তুমিও একজন।
ভালো আছ তো?
হৃদয়স্পর্শী সুন্দর একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন