শহীদদের স্মরণে
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৭ নভেম্বর, ২০১৫, ০৩:৫৯:৫৯ দুপুর
তোমরা কাঁদোনি
কাঁদিয়েছো ভূবণ।
বর্ষোন্মুখ ছিল
নক্ষত্র তারা অগনণ।
লজ্জা শরম নেইকো মোদের
নেইকো তুচ্ছ জ্ঞান
গুণী লোকের দেইনা কদর
ফাঁসি প্রতিদান।
তোমরা আছো ফুল বাগানে
আমরা আছি জেলে
সত্য কথা বলতে গেলেই
নরক শাস্তি মেলে।
শান্তনার নেইকো ভাষা
আগুন জ্বলে বুকে
প্রতিবাদের চাপা ক্ষোভে
মরি ধুকে ধুকে।
শহীদদের রক্তে লাল
মুসলমানদের ভূমি
হায়েনাদের রুখতে প্রভূ
তোমাকেই নামী।
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার মূল্যবান উপস্থিতি ও ফুলেল অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার মূল্যবান উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
শহীদ ভাইকে আবেগভরা প্রেম মাখালেন
তাই বুঝি?
মূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
মূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার মূল্যবান উপস্থিতি ও ফুলেল অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার দোয়ায় আমীন।
কেমন আছেন শাহীন ভাইয়া?
বহুদিন পর!
মূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
মূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
অন্যায় আর অবিচারের বিদঘুটে অন্ধকারের বুক চিরে সমুহ সম্ভাবনার সুব হে সাদিক উদিত হবেই ইনশা আল্লাহ!
জাযাকিল্লাহু খাইরান শ্রদ্ধেয়া আপুজ্বী!
মন্তব্য করতে লগইন করুন