Bee Bee ভ্রমণ ভূবণে Bee Bee

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৬ নভেম্বর, ২০১৫, ০৪:৪৩:১৭ বিকাল



শুভ্র রঙের ফোঁটায় ফোঁটায় অঙ্কিত হয়ে হৃদয় সেজেছিলো স্বপ্নের আল্পনায়। ডানা মেলে উড়ে উড়ে যায়। বাহারীরূপে। কল্পনার রাণীরা ভেসে চলে নীলাকাশে। অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে বাসা বেঁধেছিল আনমনা ভাব। নানা ভাবনার। অধীর আগ্রহে পথচলার নেশা। উতলা মনে উদয় হয়েছিল অদম্য অস্থিরতা। অবশেষে জুলাইয়ের ভ্রমণ ভাবনা গড়িয়ে আসে জুনের মাঝামাঝি। হঠাৎ করেই পরিবর্তন আসে। মন মননে। প্রতিক্ষা আর সহে না। জননীর।

সব বাঁধা পেছনে ফেলে উড়তে থাকি আকাশে। যমীন থেকে ধীরে ধীরে। ১৪ই জুন। অন্তর কম্পিত। দৃষ্টি বিস্ফারিত। মেঘের কোলে মনের মাধুরী ঢেলে উচ্ছ্বসিত ভাবনাগুলো দোল খায়। প্রিয়জনের সান্নিধ্য পাবার আশায়। অবশেষে পদযুগল জন্মভূমিকে ছুঁয়ে দেয়। তারপর...। প্রিয় মাতৃভূমি। প্রাণপ্রিয় আপনজন।

কিন্তু একি! গাড়ী অল্পদুর এগোতেই ফোনে পরিচিত কণ্ঠ। ভারী ভেজা কণ্ঠস্বর! আচমকা কেঁপে উঠে মন। ভেসে আসে শব্দের তরঙ্গমালা। আমার হজ্বে যাওয়ার আকাঙ্ক্ষা সম্ভবতঃ এবার সম্ভব হচ্ছে না। আমাকে জানানো হল। হতচকিত এবং বিমর্ষ হয়ে কারণ জানতে চাইলে বলা হল। আমার লাল পাসপোর্ট। সেজন্য। আজকেই স্থানীয় কতৃপক্ষ সমস্ত হজ্বের কাগজপত্র ঢাকার মেইন অফিসে প্রেরণ করছে। শেষ তারিখ জমা দেয়ার। অথচ আমার মা, ছোট ভাই এবং আমার, আমাদের তিনজনের টাকা অনেক আগেই জমা নেয়া হয়েছে। সরকারীভাবে। খবর শুনে আকাশ থেকে পড়লাম। সমস্ত আনন্দ মুহূর্তেই কালো মেঘে ছেয়ে দিলো।

একে একে ভাবনাগুলো স্রোতের মত ভেসে ভেসে যাচ্ছিল। দূরে বহুদূরে। করুণ সুরে। মলিন চিত্তে বাসায় পৌঁছে স্মরণাপন্ন হলাম মহান আল্লাহ্‌র। উথলে উঠলো আঁখিদ্বয়ের নদনদী। সাগর মহাসাগরের পানি তাঁরই পানে। যিনি একমাত্র ভরসাস্থল। মহান দাতার দরবারে।

দয়াময়ের দয়া হল। প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত থাকলো। ইমারজেন্সি ফী জমা দেয়া হল। নতুন পাসপোর্টের জন্য। দীর্ঘ দৌড় ঝাঁপ ও অচিন্তনীয় কাঠ খড় পুড়িয়ে অন্তিম মূহূর্তে অবশেষে আল্লাহ্‌তায়ালা ধৈর্য, সবর ও ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সৌভাগ্য দান করলেন। আলহামদুলিল্লাহ্‌।



বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349938
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লাল পাসপোর্ট মানে!!
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
290426
সন্ধাতারা লিখেছেন : Salam. British passport. Jajakallah for reading.
১৭ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৭
290477
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বৃটিশ পাসপোর্টে তো সমস্যা হওয়ার কথা নয়। বাংলাদেশ কমনওয়েলথ ভুক্ত দেশ!!
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৩
290523
সন্ধাতারা লিখেছেন : কর্তার ইচ্ছায় কর্ম ভাইয়া। কে কার যুক্তি শোনে ও মানে। সত্য কথা বলতে গিয়ে বেশ বিপদে পড়েছিলাম।
349963
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
শেখের পোলা লিখেছেন : প্রথমেই খোশ আমদেদ জানাই৷ ব্রিটিশ পাশপোর্ট কি আরবে নিষিদ্ধ? জানালে ভাল হত৷ সামান্য ক লাইনেই শেষ করলেন? পরে বিস্তারিতের আশা করি৷ধন্যবাদ৷
১৬ নভেম্বর ২০১৫ রাত ১১:০৪
290441
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আমি যেহেতু বাংলাদেশী হজ্ব টীমে নিবন্ধিত ছিলাম তাই বোধ করি ব্রিটিশ পাসপোর্ট গ্রহণযোগ্য ছিল না। কিন্তু আমার প্রশ্ন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নিয়মাবলী বা হজ্বের বিধিবিধান টাকা গ্রহণের পূর্বেই জ্ঞাত করা উচিৎ ছিল। সৌভাগ্যক্রমে আমি অনেক আগেই দেশে পৌঁছে যাই। তাই এসব ঝামেলা মোকাবিলা করতে পেরেছি। অন্যথায় আমার পক্ষে হজ্ব সম্পাদন করা আদৌ সম্ভব ছিল না। বিস্তারিতভাবে জানানোর ইচ্ছা আছে আগামীতে। ইনশাল্লাহ।
প্রেরণাপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
349972
১৬ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৩
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ উমরা করতে যাচ্ছেন শুনে অনেক দারুন লাগল। আমার জন্যে দোয়া করেন। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন এবং কখনই শাস্তি না দেন। আর আমার সকল নেক কাজকে আল্লাহ যেন সহজসাধ্য করেন। আপনি ভালো থাকুন সুস্থ্য থাকুন।
১৬ নভেম্বর ২০১৫ রাত ১১:০৯
290442
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। উমরা নয়, ফরয হজ্বের কথা বলেছি। যা ঘটেছিলো জুন মাসে। আপনি এবং আপনারা সবসময়ই আমার দোয়ার মাঝে ছিলেন। আলহামদুলিল্লাহ্‌।

সুন্দর দোয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
349975
১৬ নভেম্বর ২০১৫ রাত ১০:৪০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
এত অল্প কথায় ভ্রমন কাহিনী শেষ করে দিলেন? আরো বিস্তারীত জানতে চাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬ নভেম্বর ২০১৫ রাত ১১:১৫
290444
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় করে ধীরে ধীরে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ।

শুভেচ্ছা রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
349977
১৬ নভেম্বর ২০১৫ রাত ১০:৫২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু ।
সংক্ষিপ্ত অথচ মধুঝরা ভ্রমণ বৃত্তান্ত পড়লাম, আশাকরি সামনেই বাকি পর্বগুলো পড়ার সৌভাগ্য হবে!

অনেক অনেক শুকরিয়া, ভালবাসা ও শুভকামনা রইলো! Love Struck Star Bee Good Luck Angel Praying
১৬ নভেম্বর ২০১৫ রাত ১১:২৬
290445
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রাণপ্রিয় আপুনি। দেরীতে হলেও তোমার উপস্থিতি ভীষণ আনন্দ বয়ে নিয়ে এলো। Bee Bee
তোমার অনুপস্থিতিতে অনেক উদ্বিগ্ন ছিলাম। অতঃপর ...অবসান হল। Cheer Cheer

সময় করে ধীরে ধীরে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। Star Rose Star

তোমরা সবাই ভালো আছো তো?
ভালোবাসা ও শুভ কামনার জন্য জাজাকাল্লাহু খাইর। Rose Good Luck Rose

তোমাদের সকলের জন্য প্রাণভরা দোয়া রইলো। Rose Rose Rose
349994
১৭ নভেম্বর ২০১৫ রাত ০১:৩৯
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৫
290524
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক শুকরিয়া ভাইয়া।
350003
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৩:৪০
কাহাফ লিখেছেন : প্রতি জন মুসলিমের মনের কোনে একান্ত এই চাওয়াটা ভেসে ভেসে বেড়ায় 'মহান মনিবের ঘরে হাজিরা দিয়ে জীবন ধন্য হওয়ার'!
করুণাময়ের অপার রহমতে অবশেষে সেই সৌভাগ্য হয়েছে আপনাদের!আলহামদুলিল্লাহ ও অভিনন্দন!
আমাদেরও যেন সেই সৌভাগ্য নসীবে হয়-এই দুয়ার আবেদন রইল মুহতারামা আপুজ্বী!
জাযাকুমুল্লাহু ওয়া ইয়্যানা খাইরাল জাযা-ই!
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৩
290527
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। আপনার জন্য প্রাণভরে দয়াময়ের নিকট দোয়া করি। তিনি আপনার নেক নিয়্যতকে কবুল করে নিন। মঙ্গলময়ের করুণার ছায়া থেকে যেন কখনো মাহরুম না হন।
দোয়ার জন্য অনেক অনেক শুকরিয়া ভাইয়া।
350004
১৭ নভেম্বর ২০১৫ সকাল ০৫:০০
ইবনে হাসেম লিখেছেন : আসসালামু আলাইকুম আপা। অনেক অনেকদিন পর দেখা হলো। আমি কিন্তু বর্তমানে দেশে। গত মে মাসে ফেরা হলো। আপনি কোন বছরের হজ্জের কথা বলছেন? বিস্তারিত জানার আগ্রহ জানিয়ে রাখলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিন।
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৯
290528
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। হ্যাঁ অনেক দিন পর! ভীষণ ভালো লাগছে।
এবারের হজ্বের কথা বলছি।
কেমন আছেন সবাই? মামুনিটা এখন কোথায়? একেবারে ফিরলেন?
দোয়ার জন্য অনেক অনেক শুকরিয়া ভাইয়া।
আপনাদের জন্য অনেক দোয়া, দীর্ঘায়ু, ও শুভ কামনা রইলো।

350070
১৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫২
সুমন আহমেদ লিখেছেন : আল্লাহ শেষ পর্যন্ত আপনার মনের আকুতি কবুল করেছেন "আলহামদুলিল্লাহ"।
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৩
290529
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্বী ভাইয়া। শোকর আলহামদুলিল্লাহ।
১০
350081
১৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আল্লাহ যা করেন তা বান্দার ভালোর জন্যই করেন। হ্য়তো এর মধ্যে কোন কল্যান থাকতে পারে। হতাশ হবেন না, আল্লার উপর আস্থা রাখুন। ধন্যবাদ আপু।
১৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৭
290538
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। হতাশা আমাকে কখনই ছুঁতে পারে না। সবর এবং ধৈর্যের ফল অন্তর্যামী দিয়েছেন। আলহামদুলিল্লাহ্‌।
সুন্দর উপদেশের জন্য অনেক অনেক শুকরিয়া ভাইয়া।
আপনার জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
১১
350225
১৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৭
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । তাহলে তো অনেক ঝামেলা গিয়েছে আপু ।
১৮ নভেম্বর ২০১৫ রাত ০৯:৫৭
290707
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্বী আপুমণি। তবে সন্তুষ্টির বিষয় হল প্রতিটি কাজ আল্লাহ্‌ পাকের রহমতে সহী সালামতে সম্পাদন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ্‌।

মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
Clown Good Luck Clown

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File