ইসলামের বিজয় পতাকা উড়বেই
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৭ মে, ২০১৫, ০৬:৫৪:২৩ সন্ধ্যা
ঈমান মোদের অপ্রতিরোধ্য
দুর্বার গতিশক্তি
ভ্রাতৃত্বের প্রাচীর বন্ধনে
জাগবেই দ্বীনের প্রীতি।
মোরা তলোয়ার কাঁধে নিয়ে
যুদ্ধে যাবো
শহীদের কাফেলার সাথী হয়ে
কলঙ্ক ঘুচাবো।
শান্ত্বনার আলো জ্বালবোই
এতীম শিশুর দিলে
দ্বীনের অপমান নেবো না মেনে
ঈমানী রক্ত ঢেলে।
বিধবার মুখে হাসি ফোটাবোই
অন্যায় নির্মূলে
অমর বীরেরা গর্বিত বুকে
বিজয় পতাকা তুলে।
ফাঁসি কাষ্ঠে জল্লাদ কাঁদবে
করে হায় হায়
দু’জগত হারায়ে পাষাণ চিত্ত
মরবে হতাশায়।
শহীদেরা পিলে শারাবাণ তহুরা
জান্নাতী কাননে
হিংস্র পশুরা দম্ভ করে
দোযখের আগুনে।
অমানুষিক জিঘাংসা রুখতেই হবে
নেই আর নিস্তার
শহীদের খুনে লালে লাল
দুনিয়ার প্রান্তর।
বিশ্বজুড়ে সকল মানব
মোরা ভাই ভাই
ন্যায় শান্তি প্রতিষ্ঠায়
একতার বিকল্প নাই।
ভাই ভাই আর না করি
কলহ বিবাদ
কাঁধে কাঁধ মিলে গড়বো মোরা
ঐক্যের প্রাসাদ।
ইসলামের বিজয় পতাকা উড়বেই
জগতের যমীনে
দ্বীনের আলো আলোকিত করবেই
প্রভূর ভূবণে।
বিষয়: বিবিধ
২২৯০ বার পঠিত, ৭৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
অসাধারন হয়েছে। ধন্যবাদ আপনাকে
উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
ভালো থাকুন খুব ভালো দোয়া রইলো।
মন কাড়া সঙ্গীত, আমার সূর করতে মানে চাচ্ছে। ধন্যবাদ।
খুবিই ভালো লাগলো যে আপনার কণ্ঠে গাইতে চাচ্ছেন শুনে। প্রচণ্ড ইচ্ছে করছে আপনার কণ্ঠে নিজের লিখাটির সুর শুনতে!
প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
সুন্দর এবং অর্থবহ কবিতার জন্য অনেক ধন্যবাদ।
খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ।
আজ নয় কাল আসবেরে সে দিন
উড়বে পতাকা উড়বে কালিমার
কেটে যাবেই যাবে সকল অন্ধকার
আকাশে বাতাশে বাজবে সুখের বীণ
আজ নয় কাল আসবেরে সে দিন
কোন একদিন এ দেশের
আকাশে কালিমার পতাকা দুলবে
সেদিন সবাই খোদায়ী বিধান পেয়ে
দু:খ বেদনা ভুলবে ।
ইনশা আল্লাহ !ইসলামের বিজয় পতাকা উড়বেই ।
জাজাকাল্লাহ খাইরান আপু ।
অনেক প্রিয় একটা ইসলামী সঙ্গীত মনে পড়লো।
তোমাদের দু’জনের জন্য শুধুই অন্তর্যামীর নিকট আকুল প্রার্থনা তোমরা সর্বাবস্থায় ভালো থেকো, নিরাপদ থেকো, শান্তিতে থেকো আর দুনো জগতের কামিয়াবী অর্জন করো প্রভূর কাছে এটুকুই প্রত্যাশা আমার।
চমৎকার লাগলো প্রতিটি লাইন, প্রতিটি আবেদন!
আমরাও বিশ্বাস করি পতাকা একদিন উড়বেই ইনশা আল্লাহ!
যাজাকিল্লাহু খাইর
প্রথম ছবির আরবি গুলো বাংলায় অনুবাদ করে দিন অনুগ্রহ করে।
ইসলামী রাষ্ট্রের জন্য হাহাকার আকুতি প্রকাশ পেয়েছে কবিতায়!! ধন্যবাদ।
আপনাদের জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা।
আর পারছি না! কেমন কেমন বমি বমি লাগছে .।.।.।.।।
অন্তর্যামীর নিকট আকুল প্রার্থনা থাকবে আপনার তথা পরিবারের সকলের জন্য।
ইশ কি সুন্দর
হুমকি ধমকি জেল জুলুমে
কমেনি দায়ীর মান,
প্রহসনের ট্রাইবুনালে দাড়িয়ে
গেয়েছে জয়ের গান।
বিস্মিত বিচারক, অন্ধ কুশলী
এটেছে হাজারে ফন্দি,
মিছে সন্ধিতে পারেনি টলাতে
রেখে কারাগারে বন্দী।
নাগীনি যুগীনি ক্ষেপেছে ভীষন
ক্ষমতা হারানোর ভয়,
ফাসীতে ঝুলিয়ে খুন কর্ওে
হলনা সত্যর ক্ষয়।
লাখো নয়নের সিক্ত অশ্রুতে
ছুয়েছে মানুষের প্রাণ,
রাজাকার উপাধিতে ধন্য হে নেতা
জানো, তোমরা কত যে মহান?
আপনার অনবদ্য তেজ্যস্বী লিখাটি সত্যিই অসাধারণ ভাইয়া। বেশী বেশী করে লিখুন। অনুরোধ রইলো।
দ্বীনের আলোয় আলোকিত হোক ভুবন। আপনার দোয়ায় আমিন
তোমার জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
সরি, ডিকটেট করার জন্য।
আপনার জন্য আমার অনিঃশেষ দোয়া, শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
"কয়েক দিন ধরে খুজে বেড়াই
ব্লগে পাইনা দেখা।
লেখা পোস্ট নেই মন্তব্য নেই
হয়ে গেলাম একা।
যত তাড়াতাড়ি পারেন আপনি
দিয়ে যান আমায় সঙ্গ।
আপনি যে আমার প্রিয় আপুনি
হৃদয়ের অর্ধাঙ্গ।
আপনার জন্যে হৃদয়টা কাঁদছে কিছু বলে শান্তনা দিয়ে যান।
আল্লাহর দুনিয়ায়
বাতিলের চোখ বিষ্ফারিত হবে সদিন
করবে হায় হায়।
তারেক মুসার সাথীরা আবার জেগে উঠবে পতপত করে উড়বে
কালেমার পতাকা বিশ্ব ব্যাপিয়া পতপতকরে উড়বে।অবার আজান হবে স্পেন সহ সমগ্র দুনিয়ায়্।অধীর হেয় আছি-একটি সুনালী সকালের প্রত্যাশায়।
নঁম নঁম হে দাদা-জয়তু মহারাজ
শত প্রনাম তব চরন তলে,
কৃতজ্ঞতার জল নামিছে গলে
আদেশ কর হে-দাদা দেবতা,
হে আমার নব জন্মদাতা-
আদেশ কর মোরে,
তব মন তুষ্টির বন্ধনায়-অবিরত আমি
অদেশ কর হে করুনাময়
আমি ইসলামীত্ব বিসর্জন দিয়েছি
বাঙ্গালী ধর্মের লাগী-হে নঁম নঁম
মুসলমানের মনে মহাতংক আমি
জিহাদের মর্ম বাণীকে-করিয়াছি জঙ্গীবাদ
আমি জিন্দাবাদ তোমারই ক্ষমতায়-হে প্রভু,
আমি বিকৃতির মহা প্রলয়
ইসলামী কিতাব করেছি নিষিদ্ধ-
কোরআনকে করেছি কোনঠাসা,
মুসলিমে দিয়েছি মুশরিকি লেবাস
তব মন তুষ্টির লাগি হে প্রভু,
তুমি দানিয়াছ মোরে-ক্ষমতার সিংহাসন
তোমারই তরে করি তাই জয় বন্ধনা-হে অন্ন দাতা
লুটিয়া পুটিয়া খাই-খাওয়াই তোমারে হে দাতা
রক্তের বন্ধন ভুলিব কেমন করে
যেথা রহিয়াছে-বস্ম পিতামহের,
তব তুষ্টির তরে করিতেছি বঁলি
দিবালোকে-রাজপথে-বীরদর্পে-হে মহারাজ
তুমি দানীয়াছ মোরে ক্ষমতার মানচিত্র
তাই ছিরে ছিরে খাই-তোমাতেই করি বিলিন
তব মনতুষ্টির গান গাই দিবালোকে
জাতে বিজাতে খাওয়াই-এক ঘাটে পানি
মান অপমান যতায় তথায় দানী,
পাপিরে করি মহামহিয়ান-
নেকিরে করি অপমানের মাল্য দান,
ফন্দি ফিকির সব তোমারই দান-হে প্রভু
আরো কিছুকাল কর কৃপা মোরে-
মহাকালে করিব বিলিন-এই মানচিত্রটারে,
সর্বনাশিয়া আসিবো ফিরিয়া-তব চরন তলে
হে প্রভু-ক্ষমতার মহারাজ।
( এভাবেই দেশ চালায় শান্তি নাই গুরু শান্তি নাই....)
ভালো থাকুন খুব ভালো। অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য। বোনের জন্যও দোয়ার আবেদন রইলো।
মন্তব্য করতে লগইন করুন