শাপলার রক্ত স্রোতে
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৫ মে, ২০১৫, ০৬:৫৬:৫৭ সন্ধ্যা
শহীদের চূর্ণিত খণ্ডিত দেহ
রক্ত স্রোতে ভাসে
তীক্ষ্ণ তীরের তীব্র দহন
আজো আছে বুকে মিশে।
অন্ধকারে আলেমদের
যবানের কালিমা কেড়ে
হিংস্র নেকড়ের দল
যেভাবে এলো তেড়ে।
শত শত তাজা প্রাণ
গুলিতে জমিনে নিথর
বিশ্ববিবেক সেদিনের দৃশ্যে
হয়েছে পাথর।
লক্ষাধিক গোলা বারুদ
ঝাঁঝরা করে আলেমের বুক
বর্বর আঘাতের মর্মান্তিক দৃশ্যে
জাতি হল মূক।
শত শহীদের আত্মাগুলো
মোদের ডেকে কয়
তোমরা আজো নীরব কেন
ভয়ে আর লজ্জায়?!
অসহ্য বেদনা আজো বুকের
প্রতিটি পাঁজরে
রক্ত স্রোত বইছে যেন সদা
শাপলার চত্তরে।
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর হ্যাঁ গতকালের সময়টা বেশ কষ্টে কেটেছে। আমার দেয়া মন্তব্যে আপনার ভুল ব্যাখ্যার কারণে। আমি আবারো ব্যাখ্যা করেছি। আশাকরি ভুল বুঝাবুঝির নিরসন হবে।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। ভালো থাকুন খুব ভালো সবসময়।
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ মূল্যবান মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর। আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
ভালো থাকুন খুব ভালো দোয়া রইলো।
জাজাকাল্লাহ খাইরান আপু ।
খুব ভালো থাকো দোয়া রইলো।
উৎসাহব্যঞ্জজক এবং প্রেরণাপূর্ণ সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
কেমন আছো?
তোমার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
শত শহীদের আত্মাগুলো, মোদের ডেকে কয়।
তোমরা আজো নীরব কেন,ভয়ে আর লজ্জায়?!
হে শহীদরা, আমাদের মাপ করো.....।
আপনার উৎসাহব্যঞ্জক ও উদ্দীপ্তময় উপস্থিতি এবং বিদ্রোহী নজরুলের পঙতি অসাধারণ লাগলো।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
সেদিনের বর্বরতা দুনিয়ার সকল বর্বরতাকে হার মানিয়েছিল।
া
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং যথাযথ অভিব্যক্তি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহূ খাইর।
মন্তব্য করতে লগইন করুন