সম্প্রীতির ধর্ম ইসলাম
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৫ এপ্রিল, ২০১৫, ১১:২৮:৪৭ রাত
করো মুজাহিদ ন্যায়
পথে সংগ্রাম
সন্মান ও সম্প্রীতির
ধর্ম ইসলাম।
উত্তম বন্ধু সদা
করো নির্বাচন
তাহলে পেতে পারো
শান্তি ও কল্যাণ।
সাফল্যের চাবিকাঠি
আছে হেথা বিদ্যমান
চির সুখী হবে তবে
পাবে সেথা দোজাহান।
নেক আমলের শুধু
করো সন্ধান
তবেই পালিয়ে যাবে
ইবলিস শয়তান।
রবের ভরসা করো
ঠিক রাখো বিধান
সদা মেনে চলো
হাদিস কোরআন।
বিষয়: বিবিধ
১৯০৬ বার পঠিত, ৫৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমিও তো কতো সুন্দর করে লিখো। মাথায় এতো এতো বুদ্ধি তাই না আপু??
খুব ভালো লাগলো তোমার প্রথম উপস্থিতি...।
আজ ভালো আছো তো ছোট আপী?
তোমার জন্য অনিঃশেষ দোয়া রইলো। আর হ্যাঁ তুমি আমাকে আপন ভাবো কিনা জানিনা? তবে তুমি কেমন করে যেন আমার অনেক অনেক আপন হয়ে গেছো!!!!
) ) ) )
আপু কত্ত সুন্দর করে কবিতার মাধ্যমে উপদেশ দিলেন ।খুব ভাল লাগল ধন্যবাদ আপু ।
তোমার শরীর এখন কেমন কেমন?
তোমার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় তোমাকে সর্বাবস্থায় ভালো রাখুন এই কামনা। সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো।
আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
হাদিস কোরআন।
হাদীস কোরান মেনেই তো তালেবান, বোকোহারাম, ইসলামিক স্টেট। তাই না?
অনেক মূল্যবান কথা অল্প কয়েক লাইনে-
১-সর্বদা সত্য-ন্যায়ের পথে সংগ্রাম কর।
২-উত্তম বন্ধু চয়ন কর।
৩-নেক আমলে নিজেকে ব্যস্ত রাখ।
৪-চিরশত্রু শয়তান থেকে নিজেকে দূরে রাখ।
৫-আল্লার প্রতি ভরসা কর।
৬-আল্লার বিধান মেনে চল।
৭-কোরআন- হাদিস মেনে চল।
৮-উপরোক্ত সবগুলোর মাধ্যমে শান্তি, কল্যাণ ও সাফল্যের চাবিকাঠি অর্জন কর।
খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা। সেইসাথে মূল্যবান ভালো ভালো লিখা প্রত্যাশা করি।
মা শা আল্লাহ্।। অসাধারন ছন্দময় কবিতা।ভালো লাগা রেখেগেলাম,,,,
অসহায় মানবতার মুক্তি একমাত্র ইসলামেই!
একজন কল্যাণকামী প্রকৃত বন্ধুর সহচর্য উত্তম আমলের দিকে নিয়ে গিয়ে একটি অর্থপুর্ণ জীবন দান করে!
চমৎকার ছন্দ উপহার দেয়ায় 'জাযাকিল্লাহু খাইরান' শ্রদ্ধেয়া আপুজ্বী!!
আপনার জন্য অনিঃশেষ দোয়া রইলো।
তোমার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
তোমার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় তোমাকে সর্বাবস্থায় ভালো রাখুন এই কামনা।
অনেক ভালো লাগলো আপু! দোআ করি আপনি বেশি বেশি লিখুন আমরাও বেশি করে পড়ার সুযোগ পাই! জাযাকিল্লাহু খাইর!
মঙ্গলময় তোমাকে সর্বাবস্থায় ভালো রাখুন এই কামনা। সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো।
আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
লিখুন আপু...।
অনুপ্রেরনাময় ও উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন এই কামনা। সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
মন্তব্য করতে লগইন করুন