Roseআদর্শ গ্রামের হারানো ঐতিহ্যময় দিনগুলি Rose

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৩ এপ্রিল, ২০১৫, ০৭:০১:০৬ সন্ধ্যা



একদা গ্রামের সর্বোত্তম আদর্শ ছিল ভোরের আযানের সাথে সাথে মসজিদ পানে ছুটে যাওয়া। নামায শেষে মক্তবে কিংবা মাদ্রাসায় আরবি পড়ার জন্য দলবেঁধে হাজির হওয়া। দিনের শুরুতেই ধর্মীয় পবিত্রতা আর শান্তিময় বাণীর শীতল পরশ নিয়ে মানবজাতির আরাধিত স্বপ্ন ও প্রত্যাশা পূরণে প্রবেশ করতো কর্মময় জীবনে। অথচ সেখানে আজ ঘুম ভাঙ্গে এবং দিন শুরু হয় হারমোনিয়ামের সুরে সুরে সারগাম রেওয়াজের মধ্য দিয়ে। শিশুরা প্রায় ভুলে গেছে মক্তবে যাওয়া। অভ্যাসের ক্রমাগত পরিবর্তনের আবর্তে চাপা পড়ে যাচ্ছে ধর্মীয় শিক্ষা দীক্ষা। বিপরীতমুখী এই স্রোতে সৎ মানুষের বদলে তৈরী হচ্ছে ইতর শ্রেণীর এক জনগোষ্ঠী।

অথচ এই একই গ্রামে আগে ভোরের স্নিগ্ধ পরিবেশে ওস্তাদজির সান্নিধ্যে এবং মাতাপিতার আদর্শিক চিন্তা ও প্রতিপালনে গড়ে উঠতো নির্মল এক ধর্মীয় জামা’আত। যে কচি মনে শিক্ষা জীবনের শুরুতেই আগামী দিনের ভবিষ্যৎ এবং মানবজাতির মেরুদণ্ডসম ধর্ম, কর্ম, চরিত্র, নৈতিকতা ও যোগ্যতার সুসমন্বয়ের এক সুন্দর পরিবেশ গড়ে উঠতো। যেখানে রোপিত হতো সুন্দর, সুশৃঙ্খল ও সুসমৃদ্ধ সমাজ সভ্যতার খাঁটি বীজ। যারা পরবর্তীতে সমাজ ও শাসনব্যবস্থায় উপহার দিতো সুন্দর ধর্মীয় বোধের উদাহরণ। এককথায়, আদর্শ মানব সম্পদ তৈরীতে এবং সমাজে আদর্শিক পরিবেশ বিনির্মাণে আধ্যাত্মিক, জাগতিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক জ্ঞান ও ধর্মীয় স্তম্ভগুলো সেখানে পরস্পর সহায়করূপে সক্রিয়ভাবে কাজ করতো।

আর এই ধর্মীয় জ্ঞানের মূল্যবোধ ছিলো সর্বক্ষেত্রে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার উত্তম চাবিকাঠি। এভাবেই ব্যক্তি থেকে পরিবার, রাজনৈতিক পরিমণ্ডল থেকে গোটা দেশে বিরাজিত ছিল মুসলমানদের জন্য আদর্শিক জীবন মান। সমাজজীবনে ও শাসনব্যবস্থায় উন্নত নৈতিকতা ও আদর্শ চরিত্রেরই গ্রহণযোগ্যতা ও পূর্ণ নিয়ন্ত্রণ ছিলো। ব্যবসা-বাণিজ্য, পেশা-শিল্প, লেনদেন ও সামাজিক সম্পর্ক, আচার-বিচার, এককথায় জীবনের সকল ক্ষেত্রে উন্নত মানবিক মূল্যবোধের একচ্ছত্র শাসন ছিলো। সত্য ন্যায়ের বিস্তার এবং সভ্যতার ব্যাপ্তির পাশাপাশি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিও প্রায়োগিকভাবে অব্যাহত ছিলো। ব্যক্তির সাথে পরিবারের,

এবং সমাজের সাথে দেশের মানুষের সম্পর্ক ছিলো আস্থা ও দায়িত্বশীলতা এবং ভালোবাসা ও কল্যণকামিতার বুনিয়াদের উপর সুপ্রতিষ্ঠিত। ফলে দেশের বিশালতা ও জনসংখ্যার স্ফীতির তুলনায় অপরাধ হত্যা লুণ্ঠন ধর্ষণের পরিমাণ ছিলো খুবই নগণ্য বলতে গেলে প্রায় শূন্যের কোঠায়। অথচ তখনো পারিপার্শ্বিক পরিস্থিতি, দারিদ্রতা ও কার্যকারণ সবই ছিলো অপরাধ প্রবণতার অনুকূলে।

এতোদসত্ত্বেও ধর্মীয় মূল্যবোধের নিগুঢ় শিক্ষায় অনুপ্রাণিত এক আদর্শিক পরিবেশে উত্তম ও সমৃদ্ধতর জীবনই ছিল একমাত্র কাঙ্ক্ষিত। একে অপরের মঙ্গল কামনা ছাড়া ক্ষতিকর কোন কাজ করার মানসিকতা তারা পোষণ করতো না। আর এসব সম্ভব হয়েছিলো শুধুমাত্র তাদের ধর্মীয় বোধের আলোকিত জীবন ও চারিত্রিক সৌন্দর্যের কারণে।

অনুরূপভাবে যারা গ্রামের শাসনভার পরিচালনা করতো এবং নাগরিক জীবন ও সভ্যতার পরিচর্যা করতো তারা সবসময় আল্লাহ্‌র আইন মেনে চলতো। আর তা সম্ভব হয়েছিলো তাদের আকীদা ও বিশ্বাস, শিক্ষা ও দীক্ষা এবং রাজনীতি ও শাসননীতির মহত্ত্বের কারণে। যেখানেই তারা অবস্থান করতেন এবং যে দায়িত্বেই নিয়োজিত হতেন, চারিত্রিক নির্মলতায়, মহানুভবতায় ও ধার্মিকতায় তারা হতেন সকলের আদর্শ। এককথায় সর্বাবস্থায় সততা-সত্যবাদিতা, বিনয়-সংযম, ধৈর্য-আত্মত্যাগ, সহমর্মিতা ও কল্যাণকামিতাই ছিলো তাঁদের বিবেচ্য বিষয়।

সর্বক্ষেত্রে তারা সৎ কাজে আদেশ দান করা এবং মন্দ কাজে নিষেধ করাকে দায়িত্ব মনে করতো। ধনী গরীব নির্বিশেষে ইনসাফপূর্ণ আচরণ করা এবং কারো সাথে ওয়াদা করলে তা সঠিকভাবে পালন করাই ছিল তাঁদের জীবনের ব্রত। আর এর সবই ছিলো ধর্মীয় শিক্ষার ফল। আজ সেখানে গড়ে উঠছে আদম ব্যবসা, মদ্যপান ও জুয়ার রমরমা আসর, গুম, হত্যা, ব্যভিচার, লুণ্ঠন, ধর্ষণ ইত্যাদি। যেখানে স্বাভাবিকভাবে শান্তিপ্রিয় মানুষের শ্বাস প্রশ্বাস নেয়া অনেক দুরূহ।

আজ শহর থেকে গ্রাম পর্যন্ত সবখানে ক্ষমতা, যথেচ্ছার ভোগবিলাস, সম্পদের লালসা ও অর্থের প্রতাপে সবকিছুই কুক্ষিগত। যার সর্বগ্রাসী নিয়ন্ত্রণ থেকে সাধারণ মানুষের নিস্তার ও রেহাই নেই, নেই স্বস্তিতে বেঁচে থাকার নুন্যতম অধিকার। গ্রামের অসহায় বঞ্চিত অধিকাহারা মানুষ আজ ক্রীতদাসের ভূমিকায়। মহান রাব্বুল আলামীন এই জুলুমবাজ নগ্নতাশ্রয়ী আশীর্বাদপুষ্টদের কাছ থেকে আদর্শ গ্রামগুলোকে হেফাজত করুণ এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আদর্শ গ্রামের হারানো ঐতিহ্যময় শান্তিপূর্ণ দিনগুলি ফিরিয়ে দিন। আমীন।



বিষয়: বিবিধ

১৮৩২ বার পঠিত, ৭৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314643
১৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি যখন সকালে মসজিদে পড়তে যেতাম আমার দাদা প্রতিদিন একবার আমাকে দেখতে যেতেন। দাদকে দেখে পড়ায় মন দিতাম। মক্তবের হুজুর আমাকে অনেক আদর করে কাছে নিয়ে পড়াতেন।
কত মজার দিন ছিল ,,,,সকালে কে কার আগে মসজিদে যাবে। .....ধন্যবাদ
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:১১
255541
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় শাহীন ভাইয়া। আপনার স্বতঃস্ফূর্ত প্রথম উপস্থিতি এবং আপনার শৈশবের সুন্দর অনুভূতির কথা জেনে অনেক ভালো লাগলো। আসলেই আজ সেই মধুর স্মৃতি রোমন্থন করতে গিয়ে শুধু দীর্ঘশ্বাসই বের হয়ে আসে।

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন এই কামনা। সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
314649
১৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : ভাবলে অবাক লাগে, মনে দুঃখও আসে৷ কি ছিল আর কি হল৷ কিন্তু প্রশ্নও আসে, কেন হল? কে এর জন্য দায়ী৷ উওর আসে, সে যেই হোক আমিও তার একজন৷ ভালইতো ছিলাম৷ কেনইবা আরও ভালো হতে চাইলাম আর সব হারালাম৷ হয়তবা সেই লালসারই প্রায়শ্চিত্ত করে চলেছি৷ জানিনা কবে তা শেষ হবে৷ তওবা কবুল হবে, আবার ুরে দাঁড়াব৷ ধন্যবাদ৷
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৫
255542
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার সাথে সহমত পোষণ করে একইসাথে অনুতাপে কষ্ট পাচ্ছি। মঙ্গলময় আমাদের সকলকেই ক্ষমা করুণ এবং শান্তিময় পরিবেশ ফিরিয়ে দিন এটাই প্রার্থনা।

আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন এই কামনা। সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
314654
১৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপু এমন কোন গ্রাম যদি আবার পেতাম তবে নিশ্চিত পাড়ি জমাতাম সেখানে। কাটিয়ে দিতাম গোটা জীবন।
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:২০
255545
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মত আমারও খুব ইচ্ছে করে সেই আগের আদর্শিক পরিবেশে গ্রামে থাকতে। কিন্তু হায়...! সেটা কি আসলেই ভাগ্যে জুটবে কোনদিন???!!!
আপনার স্বতঃস্ফূর্ত প্রথম উপস্থিতি ও সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন এই কামনা। সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৪
255546
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপু তোমাকে না অনেকবার বলেছি আমি বয়সে আপনাদের চাইতে অনেক ছোট তাই আপনি আপনি করলে কেমন জানি লাগে। তুমি করেই বলবেন। দোয়া চাইলেই হবে শুধু? আমার জন্য কেউ দোয়া করতে চায়না :(
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৯
255553
সন্ধাতারা লিখেছেন : আমি কিন্তু এখনো জানিনা তুমি আপু নাকি ভাইয়া?!! আর হ্যাঁ আমি কিন্ত তোমাকে অনেক পছন্দ করি এবং সবসময় অনেক অনেক দোয়া করি......তোমার জন্য।
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৫
255559
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এটা তো জানানো যাবেনা। ২০১১ সালে ব্লগিং শুরু করেছিলাম নিজের নামেই লিখতাম কিন্তু এন্টি নাস্তিক ব্লগিং এর জন্য নিরাপত্তাঝুকিতে পরলাম। শাহবাগ মুভমেন্টের সময় খুব সমস্যায় ছিলাম। আমার একাধিক ব্লগ আইডি বাতিল হল। হয়রাণি, মৃত্যু হুমকি, আইনি জটিলতা অনেক কিছুই গেছে তাই এখন নানান নামে লিখি। এসব সমস্যা থেকে মুক্তির জন্য। অবশ্য ছদ্বমানে লিখার সমস্যাও আছে। ফেসবুকে হরহামেশা দেখি আমার লেখা দ্বীনি ভাই-সিসটাররা নিজের নামে চালিয়ে লাইক কামান। Surprised Surprised এমনকি আমিই ব্লগার "ঘুম ভাঙ্গাতে চাই" এটা না জানার জন্য সেই কপি পেস্ট মারা লেখায় লাইক মারার জন্য তারা আমাকেই ইনবক্স করত। Crying
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৫
255562
সন্ধাতারা লিখেছেন : কারো সম্পর্কে ভালোভাবে না জেনে তুমি সম্বোধন করাটা কী ঠিক? Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:১৯
255575
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওকে লাগবেনা। :Thinking Yawn আমি আপনিতে কম অভ্যস্ত সবাইকেই মোটামোটি তুমি করে ডাকি তাই বেয়াদবি নিবেননা। Yawn
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৪
255593
সন্ধাতারা লিখেছেন : ঠিক আছে তুমিও বেআদবি নিবে না। আমিও তোমাকে ছোট আপী ভেবে নিয়ে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck তুমি করেই বলবো কিন্তু...... Love Struck Love Struck Love Struck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:০৬
255605
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! ডাকতে পারো আপু-ভাইয়া সবই সেম। <:-P
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:১০
255608
সন্ধাতারা লিখেছেন : তাই বুঝি ছোট আপি...??
314655
১৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
দ্য স্লেভ লিখেছেন : ফলে দেশের বিশালতা ও জনসংখ্যার স্ফীতির তুলনায় অপরাধ হত্যা লুণ্ঠন ধর্ষণের পরিমাণ ছিলো খুবই নগণ্য বলতে গেলে প্রায় শূন্যের কোঠায়। অথচ তখনো পারিপার্শ্বিক পরিস্থিতি, দারিদ্রতা ও কার্যকারণ সবই ছিলো অপরাধ প্রবণতার অনুকূলে।


আপনার কথায় ছোটবেলায় ফিরে গেলাম। সেসময় সকালে বরই কুড়াতে বের হতাম ১০/১৫ জনের পিচ্চিদের সাথে। একেক জনের গাছের বরই একেক রকম ছিল। আমরা সেগুলো কুড়িয়ে খেতাম। শিউলি ফুল কুড়াতাম,তারপর মালা গাথতাম। এরপরই পড়তে যেতাম বাড়ির শিক্ষকের কাছে। আর আমি অল্প কয়েকদিন আরবী শেখার জন্যে মক্তবে গিয়েছি। আমি অত্যন্ত দ্রুততম সময়ে কুরআন শিখেছিলাম। সে সময়ে প্রায় প্রত্যেক বাড়ির ছোট বাচ্চারা কুরঅঅন শিখত। আর সকালে ফজরের নামাজের পর কুরআন তিলাওয়াত ছিল রেওয়াজ। আমার আব্বা,মাও তিলাওয়াত করত।

এক গ্রামে এক ছেলে আর মেয়ে রাতের বেলা গোপনে কথা বলেছিল,এই কারনে শালিস বসল। আমি সেখানে ছিলাম। চেয়ারম্যান ছেলের বাপকে ডেকে এনে অপদস্ত করল। এরপর এরকম ঘটনা ঘটেনি। যদিও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত ছিলনা কিন্তু সমাজের মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ থাকাতে,তারা উত্তম পরিবেশে বাচতে পেরেছে। আর আজ ইতর,শুয়োর দিয়ে সমাজ ভরে গেছে,এরাই শাসক শ্রেণী
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৫
255547
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং শৈশবের সুন্দর অনুভূতির কথা জেনে অনেক অনেক ভালো লাগলো। খুবই হৃদয়গ্রাহী করে উপস্থাপন এবং স্মৃতিচারণ করেছেন ছোট ভাই।

আসলেই আজ সেই মধুর স্মৃতি রোমন্থন করতে গিয়ে শুধু দীর্ঘশ্বাসই বের হয়ে আসে আমার কেন জানি।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন এই কামনা। সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৫
255560
দ্য স্লেভ লিখেছেন : দোয়ার দরজা খোলাে আছে, দোয়া যাচ্ছে....Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Good Luck Good Luck Good Luck
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫০
255569
সন্ধাতারা লিখেছেন : আমার ছোট ভাইয়ের রসবোধ আসলেই চমৎকার। প্রশংসা না করেই পাচ্ছি না। মানুষকে অনেক হাসাতে পারেন আলহামদুলিল্লাহ্‌!

পুটীর মা নিশ্চয়ই অনেক অনেক সুখী হবে প্রত্যাশা করি।
১৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৬
255664
দ্য স্লেভ লিখেছেন : পুটির মাকে সুখী হতেই হবে...Rolling on the Floor Rolling on the Floor
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২৬
255849
সন্ধাতারা লিখেছেন : শুনে খুবিই খুশী হলাম ছোট ভাই।
314663
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৮
আশাবাদী যুবক লিখেছেন : ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে মসজিদ ভিত্তিক মক্তব ব্যবস্থা জোরদার করতে হবে ৷
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৬
255551
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। সুন্দর এবং সঠিক কথা বলেছেন ভাইয়া। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আমাদেরকে শেকড়ের কাছে ফিরে যেতেই হবে।
সুন্দর মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
314669
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার লিখেছেন আপা। ধীরে ধীরে এইসব বিষয়গুলি বইয়ের পাতায় স্থান নিচ্ছে। আমরা আমাদের মূল সংস্কৃতি থেকে বেরিয়ে যাচ্ছি।
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:০৭
255556
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজি। আপনাকে দেখে অ-নে-ক অ-নে-ক খুশী হলাম। ঠিক বলেছেন আপু বইয়ের মধ্যে যেভাবে ইসলাম ধর্মকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে যা পড়লে আতংকে শিহরিত হতে হয়। নিন্দা কিংবা ধিক্কার জানানোর ভাষা হারিয়ে যায়। ষড়যন্ত্রকারীরা এভাবেই আমাদের দেশের সফল সতেজ বীজকে সমূলে অঙ্কুরেই নষ্ট করে দিচ্ছে।

কিন্তু আপনি এখনো নীরব কেন আপু??!!!
Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck
১৪ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০৬
255713
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। আপা আপনাকে এখনও ফেসবুকে পাইনাইCrying
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২৭
255850
সন্ধাতারা লিখেছেন : কেন আপু সমস্যা কোথায়? সাদিয়াপু তো পেয়েছে!! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০১
255863
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমিতো আপনাকে রিকোয়েষ্ট পাঠিয়েছি; আপনি এখনও গ্রহণ করেন নিCrying
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৩
255933
সন্ধাতারা লিখেছেন : ফেসবুক চেক করলাম কিন্তু আপনার রিকোয়েস্ট তো পেলাম না আপু...... !!!!!! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৪
255935
ফাতিমা মারিয়াম লিখেছেন : সাদিয়া আামারে কোন লিঙ্ক দিলCrying
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৬
255967
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor বড়পুনি আপনি কাকে রিকু দিলেন? Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৬ এপ্রিল ২০১৫ রাত ১২:২৯
256263
সন্ধাতারা লিখেছেন : আপু কষ্ট করে আরেকবার রিকু পাঠান না প্লিজ।
২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
257016
ফাতিমা মারিয়াম লিখেছেন : আবার পাঠালামHappy
314681
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৯
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খালাম্মুনি। মক্তব নামক প্রতিষ্ঠান যদি না থাকতো, তাহলে বিশেষ করে বাংলাদেশে ইসলামের অস্তিত্ব বিলিনপ্রায় হতো। শহুরে জীবন যদিও কিন্ডার গার্ডেন, প্রাইভেট কোচিং ইত্যাদি প্রতিষ্ঠানের কারণে মুসলমান শিশুরা এখন মক্তবে যাওয়ার সময়তো পায়ই না, কল্পনাও করতে পারে না। অথচ গ্রামে গঞ্জে আজও স্ব-মহিমায় টিকে আছে সেই মক্তব। আমি ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত প্রায় ৪বছর মক্তবের শিক্ষক ছিলাম। ছয় বছরের নিচের শিশুদের শুধু মৌখিকভাবে কালিমা, সূরা ক্বেরাত, দোয়া, মাসআলা ইত্যাদি শিক্ষাদিতাম। ছয় বছরের উর্ধদের কায়দা, আমপারা কুরআন মাজীদ ইত্যাদি যোগ্যতা অনুযায়ী শিক্ষা দিতাম। প্রতিদিন সবাইকে অন্তত ২০মিনিট হলেও মৌখিক সূরাগুলো দোয়া কালিমা নামাযের মাসআলাগুলো মাশক করাতাম। প্রতি বৃহঃপতিবার নামাযের প্রাক্টিক্যাল করাতাম। কে কয় ওয়াক্ত নামাজ পড়লো? কে কে টিভি দেখলো? কে কে মা বাবাকে গালি দিল সব হিসাব নিতাম। একটি কথা সমসময় মাথায় রাখতাম, তা হল সবাই কুরআন পড়তে পারবে এমন নয়, বরং সবাই যেন ছহি শুদ্ধভাবে নামায পড়তে পারে। কালিমাগুলো সঠিক ভাবে পারে, এটাই ছিল আমার একান্ত প্রচেষ্ট। পোষ্টটির জন্য জাযাকিল্লাহ খাইর।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:২১
255578
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেল। বিশ্লেষণধর্মী আপনার অভিজ্ঞতালব্ধ সুন্দর ঘটনাটি জেনে অনেক ভালো লাগলো। আপনার বাস্তবসম্মত সুন্দর মতামতের সাথে সহমত।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেল। বিশ্লেষণধর্মী আপনার অভিজ্ঞতালব্ধ সুন্দর ঘটনাটি জেনে অনেক ভালো লাগলো। আপনার বাস্তবসম্মত সুন্দর মতামতের সাথে সহমত।
আপনার উদ্যোগ অনেক মহতী ছিল এবং খুব সুন্দর কাজ করেছেন মাশাআল্লাহ্‌।
আমাদের জান্নাতি পাখীটা কেমন আছে আংকেল?
আপনার উদ্যোগ অনেক মহতী ছিল এবং খুব সুন্দর কাজ করেছেন মাশাআল্লাহ্‌।

আমাদের জান্নাতি পাখীটা কেমন আছে আংকেল?
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:২২
255581
সন্ধাতারা লিখেছেন : স্যরি ভুলক্রমে ডাবল লিখা আসার জন্য...
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৪২
255587
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ খালাম্মুনি। জান্নাতমনি ভালো আছে, ঝড়ে আম পড়লে কুড়িয়ে খায়। আর কি যে আনন্দ করে।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৬
255598
সন্ধাতারা লিখেছেন : মাশাআল্লাহ দেখতে হবে না মামুনিটা কার ...।। Love Struck Love Struck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck
314689
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৬
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু ।

আমার জন্ম ঢাকাতে হলেও আজানের শব্দে আমার ঘুম ভাংত ঘুব ভাল লাগত । এখন আজান শুনি না তবে মামনির কোরআন তেলায়াতের শব্দে ঘুম ভাংগে এটাও ভাল লাগে ।

আমার নানুর বাড়ির পাশেই একটা মসজিদ আছে ছোট বেলায় সেখানে অনেক ছেলে মেয়ের সাথে আমি ও পড়তে যেতাম । সে সব দিন গুলো অনেক মনে পড়ে ।

অনেক ধন্যবাদ আপু ।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৩০
255583
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আফ্রাম্নি। তোমার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অতীতের অভিজ্ঞতালব্ধ সুন্দর স্মৃতি রোমন্থনের ঘটনাটি পড়ে অনেক ভালো লাগলো।

এখানে মসজিদের আযান শুনতে পাইনা তাই মোবাইলে সেট করা আছে। ভোর বেলা মোবাইলের আযান শুনেই ঘুম থেকে উঠি।
উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck
তোমার শরীর এখন কেমন কেমন? তোমার জন্য অনেক দোয়া করেছি। ভীষণ খারাপ লেগেছে তোমার অসুস্থতার সংবাদ শুনে।
Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck
314690
১৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার লিখাটির জন্য অনেক ধন্যবাদ।
এখন শহরে বেশিরভাগ স্কুল এই ক্লাস শুরু হয় ভোর ৭-৮ থেকে। মায়েরা রাতে সিরিয়াল শেষ করে ঘুমাতে যান ১-২ টা বাজে। সকালে ঘুমঘুম চোখে শিশুদের অবস্থা দেখে কষ্ট হয়। সব কিছুই আছে শুধু কুরআন থেকে তাদের দুরে রাখার চেষ্টা বেশি।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৪০
255586
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সবুজ ভাইয়া। আপনার মন্তব্য পড়ে সহজেই অনুমান করা যায় আজকের পরিবারগুলোর চিত্র। গ্রামেও ঘরে ঘরে বিদ্যুৎ থাকায় একই চিত্র বিরাজ করছে তা আঁতকে উঠার মত।

আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নিজ হাতে জাহান্নামের দিকে ঠেলে দেয়ার পাঁয়তারা করছি যা খুবই মর্মান্তিক ঘটনা। এই খোলস থেকে আমাদের পিতা মাতাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বাস্তবসম্মত পরিবেশের আলোকে আপনার সুন্দর মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
১০
314706
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:২১
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খাম্মুনি।
টেকনাফে প্রতিটা মসজিদের সাথে এখনও মক্তব আছে আলহামদুলিল্লাহ।
এবং মজবুত মক্তব।
আমি নিজেও আবুল কালাম হুজুরের কাছে মক্তবে পড়েছি।
হুজুর এখন নেই কিন্তু তার স্মৃতি হৃদয়ে অম্লান।
খুব মনে পরছে হুজুরকে।
ক্ষমা করে দিন আমাদের হুজুরের গুনাহ ইয়া রব্ব।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:০৩
255603
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আওন্মনি। খুব ভালো লাগলো তোমার স্মৃতিচারণের কথাগুলো পড়ে।
তোমার হুজুরের জন্য প্রাণভরা দোয়া রইলো মহান রাব্বুল আলামীন উনার সমস্ত গুনাহখাতা মাফ করে জান্নাতের উচ্চ মাকামে সন্মানিত মেহমান বানিয়ে নিন।
আমিও ছোটবেলায় মক্তবে পড়েছি আলহামদুলিল্লাহ্‌ মাই লাভ্লি সান। Good Luck Love Struck Good Luck
তুমি কী ছোটবেলায় টেকনাফে ছিলে?Good Luck Love Struck Good Luck
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:১০
255609
আওণ রাহ'বার লিখেছেন : টেকনাফে সফরে গিয়েছিলাম।
টেকনাফ/সেন্ট মার্টিন/ শাহপরীর দ্বীপ এসব যায়গা ঘুড়ে ঘুড়ে অবলোকন করার সৌভাগ্য হয়েছিলো। আলহামদুলিল্লাহ।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:২১
255616
সন্ধাতারা লিখেছেন : মাশাআল্লাহ্‌! তোমার সফরের অভিজ্ঞতা শুনে খুবিই ভালো লাগলো। আমি অনেকবার সাংগঠনিক সফরে চিটাগং গিয়েছিলাম কিন্তু টেকনাফে যাওয়া হয়নি ব্যক্তিগত কারণে। ভবিষ্যতে যাওয়ার ইচ্ছে আছে। দোয়া করিও খালাম্নির জন্য।

তোমার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় তোমাকে সর্বাবস্থায় ভালো রাখুন এই কামনা।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
১৪ এপ্রিল ২০১৫ রাত ০২:১০
255677
সাদিয়া মুকিম লিখেছেন : আমরা এবার দেশে গেলেপারিবারিকভাব এসবাই মিলে টেকনাফ হয়ে সেন্টমার্টিন যাওয়ার ইচ্ছে আছে!কিন্তু সবাই শুধু টিলাময় ভাংগা রাস্তার ভয় দেখায়!Crying
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২৯
255851
সন্ধাতারা লিখেছেন : তোমার কথা শুনে তো যাওয়ার ইচ্ছা সমাধিস্থ করতে হচ্ছে আপু!!!! ভয় পাচ্ছি ভীষণ!!!
১১
314729
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:২৬
আহমেদ ফিরোজ লিখেছেন : মক্তব আর কাচারি ঘরগুলো এখন বিলুপ্ত প্রায়। যদিও আমি নিজেও সেগুলোকে তেমন ভাবে পাইনি। তবে এখন কল্পনা করি আর যেনো মনে প্রশান্তি অনুভব করি। ভোর হলেই বাচ্চা ছেলেরা কায়দা নিয়ে ছুটে যেতো মক্তব কিংবা কাচারির হুজুরের কাছে..। ওহ.. সেই দৃশ্য যদি আবারও ফিরে আসতো...। আপনার লেখাটা আমাকে ইমোশনাল বানিয়ে দিলো... জাজাকাল্লাহ।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:৪০
255623
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। আপনার মন্তব্য দেখে আমারও কাচারি ঘরের কথা মনে পড়ে গেলো। ঠিকই বলেছেন আমাদের নাড়ীগাঁথা সংস্কৃতিগুলো কীভাবে যেন দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

আপনার আবেগঘন মন্তব্যটি পড়ে আমিও আমার স্মৃতির পাতায় এঁকে এঁকে বিচরণ করছি।

খুবিই সুন্দর আবেগাপ্লুত মন্তব্যটির জন্য বারাকাল্লাহু ফিক।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
১২
314731
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:২৬
বৃত্তের বাইরে লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু। আপনার লেখা পড়ে শৈশবে ভাইবোন, কাজিনদের সাথে মক্তবে যাওয়ার কথা মনে পড়ে গেল। দাদাজানের ভয়ে সেই ভোর বেলা উঠে সবাই রওনা হতাম। এখন দেশে বাচ্চারা আরবী, বাংলা শেখার আগে হিন্দী শিখে তাড়াতাড়ি
ধন্যবাদ আপু আপনাকে। ভালো লাগলো Good Luck Rose Good Luck Rose
১৩ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৭
255626
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপুম্নি। আপনার উপস্থিতি সবসময়ই বিশেষ এক আনন্দময় প্রাপ্তি।Good Luck Love Struck Good Luck

খুবিই বিপজ্জনক কথা যে বাচ্চারা আরবী, বাংলা শেখার আগে হিন্দী শিখে।Good Luck Good Luck Good Luck আপনিও মক্তবে পড়েছেন জেনে ভীষণ আনন্দিত হলাম আপু। Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck অনেক সুন্দর স্মৃতিময় অভিজ্ঞতা শেয়ার করার জন্য জাজাকাল্লাহু খাইর আপু।Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck

আপনার লিখা পড়তে চাই আপু......। পড়াশুনা কতদূর...?

১৪ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৩
255966
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হুমমম আমি দেখেছি আপু... ভোর বেলা মক্তবে যাওয়ার সময় আপনি কি যেন একটা খেয়ে খেয়ে নাক-মুখ একাকার করে ফেলতেন! Tongue Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor @বৃত্তাপু
১৩
314753
১৪ এপ্রিল ২০১৫ রাত ০১:১৮
মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম আপুজি।
ধর্মীয় জ্ঞানের মূল্যবোধ ছিলো সর্বক্ষেত্রে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার উত্তম চাবিকাঠি। এভাবেই ব্যক্তি থেকে পরিবার, রাজনৈতিক পরিমণ্ডল থেকে গোটা দেশে বিরাজিত ছিল মুসলমানদের জন্য আদর্শিক জীবন মান। সমাজজীবনে ও শাসনব্যবস্থায় উন্নত নৈতিকতা ও আদর্শ চরিত্রেরই গ্রহণযোগ্যতা ও পূর্ণ নিয়ন্ত্রণ ছিলো। ব্যবসা-বাণিজ্য, পেশা-শিল্প, লেনদেন ও সামাজিক সম্পর্ক, আচার-বিচার, এককথায় জীবনের সকল ক্ষেত্রে উন্নত মানবিক মূল্যবোধের একচ্ছত্র শাসন ছিলো। সত্য ন্যায়ের বিস্তার এবং সভ্যতার ব্যাপ্তির পাশাপাশি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিও প্রায়োগিকভাবে অব্যাহত ছিলো। ব্যক্তির সাথে পরিবারের,

এবং সমাজের সাথে দেশের মানুষের সম্পর্ক ছিলো আস্থা ও দায়িত্বশীলতা এবং ভালোবাসা ও কল্যণকামিতার বুনিয়াদের উপর সুপ্রতিষ্ঠিত।
- সহমত। Thumbs Up Thumbs Up Good Luck
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩২
255853
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় মামুন ভাইয়া। অনেক দিন পর আপনার উপস্থিতি অনেক ভালো লাগলো। আগের মত উপস্থিতির অনুরোধ রইলো।
সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
১৪
314760
১৪ এপ্রিল ২০১৫ রাত ০২:২০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপুনি!

আমাদের বড় হওয়া কলোনীতে হলেও আমরা ছোটবেলা থেকেই ইসলামিক শিক্ষার হাতেখড়ি দিয়েই জীবন শুরু আলহামদুলিল্লাহ! ঠিক মসজিদের পাশের বাসাটাই আমাদের ছিলো, মুয়াজ্জিনের সুমধুর আযানের ধ্বনি আবার কখনো মায়ের কোরান তিলাওয়াতের মাধ্যমেই ঘুম থেকে জেগে ওঠা হতো! বান্ধবীরা দল বেঁধে, আম্মুর বড় উড়নাটা বহু কসরত করে মাথায় দিয়ে রেহাল হাতে নিয়ে মসজিদ পানে হেঁটে যাওয়া, উস্তাদজ্বি( আমার আব্বাজান) উনার পাশে বসা নিয়ে প্রতিযোগিতা করা খুব খুব আনন্দময় ছিল দিনগুলো! আলহামদুলিল্লাহ!

আমরা ইতালিতেও চেষ্টারত আছি প্রতিদিন পারছি না কিন্তু শনি আর রবিবার বাচ্চাদের মক্তব শিক্ষা চালু রেখেছি আলহামদুলিল্লাহ!

চমৎকার পোস্টটির জন্য জাযাকিল্লাহু খাইর আপু!
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৬
255856
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপুম্নি। তোমার আনন্দয় সুখস্মৃতি পড়ে ভীষণ ভালো লাগলো।

অনেক সুন্দর স্মৃতিময় অভিজ্ঞতা শেয়ার করার জন্য জাজাকাল্লাহু খাইর আপু।
মাশাআল্লাহ্‌! অনেক সুন্দর কাজে আল্লাহ্‌ পাক তোমাকে নিয়োজিত থাকার সৌভাগ্য নসীব করেছেন। ভীষণ আনন্দ হল জেনে।

তোমার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় তোমাকে সর্বাবস্থায় ভালো রাখুন এই কামনা।

সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো।
১৫
314766
১৪ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। অত্যন্ত মধুর সৃতিময় লেখা.....।

মুসলিম পরিবার মানে খুব ভোরে উঠে কোরআন পাঠদান বাধ্যতামুলক হওয়া উচিত! এখনো অনেক গ্রাম আছে মত্তবে কোরআন পাঠের সুরালো আওয়াজে ভরপুর! শুনলে প্রাণ জুড়িয়ে যায়।

বেশিরভাগ মুসলিম আধুনিকতার নামে কোরআন শিক্ষা থেকে ছেলেমেয়েদের দূরে রাখে!!! আল্লাহ আমাদেরকে উত্তম বুঝ দান করুন আমিন।
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪০
255858
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মূল্যবান মতামতের সাথে সহমত।
তারা আসলেই দুর্ভাগা যারা মুসলিম অথচ আধুনিকতার নামে কোরআন শিক্ষা থেকে ছেলেমেয়েদের দূরে রাখে!!! আল্লাহ আমাদের সকলকেই উত্তম বুঝ দান করুন। আমীন। ছুম্মা আমীন।
অনেক সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপ্নাদের জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় আপনাদেরকে সর্বাবস্থায় ভালো রাখুন এই কামনা।

সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো।

১৬
314788
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৪:৫০
কাহাফ লিখেছেন :
আস সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ.....
শ্রদ্ধেয়া আপুজ্বী!

ব্যক্তি-সমাজ ও রাষ্ট্রের অধঃপতন শুরুই এখান থেকে! আদর্শ গ্রামের বৈষয়িক স্বার্থবাদীতায় এমন করুণ পরিবর্তনেই সমাজে এতো অনাচার-অনৈতিকতা!
করুণাময় আল্লাহ স্বীয় দয়ায় হেফাযত করুন মুসলিম সমাজ কে-এই দোয়া!
জাযাকিল্লাহু খাইরান!!!
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৪
255860
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় কাহাফ ভাইয়া। আপনাদের মূল্যবান উপস্থিতি ও গুরুত্বপূর্ণ মতামতের সাথে সম্পূর্ণ সহমত। অনেক দামী কথা বলেছেন ভাইয়া।
আপনার প্রাণ জুড়ানো দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা।

সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো।
১৭
314919
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি কোথায়? আর আমার কমেন্ট কোথায়? Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৪
255936
সন্ধাতারা লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Love Struck Love Struck Love Struck Love Struck
১৮
314924
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খাম্মুনি। আমি কি বলিবো? পড়িয়াছি আপনার পোস্টখানা। Day Dreaming Day Dreaming Sad Sad Praying Praying
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৭
255938
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই লাভ্লি সান। বড়ই খুশী ও কৃতার্থ হলাম যে আমার ছেলেটা আমার লিখাটি অনেক কষ্ট করে পড়ে হাজিরা দিয়েছে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৯
314925
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : শুধু ভাবতেছি, কেন এমন হয়ে গেলো সমাজ? আজকের সমাজের অবস্থান কোথায় রাসুলের যুগের তুলনায়? Day Dreaming Day Dreaming Day Dreaming
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:২২
255942
সন্ধাতারা লিখেছেন : তোমার মত আসলে সবাইকে ভাবনায় ফেলে দিয়েছে। কূল কিনারা মিলছে না। তবে একটি করণীয় তা হল কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করা।

তোমার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। মঙ্গলময় তোমাকে সর্বাবস্থায় ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা মাই লাভ্লি সান।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩১
255965
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : লাভ ইউ খাম্মুণি Love Struck Love Struck
২০
314960
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খাম্মুণি....... আমি একটা ফেবু এ্যাকাউন্ট খুলেছি ...... নাম দিয়েছি..... হারিকেন এর রাজ্য Day Dreaming Day Dreaming Day Dreaming Chatterbox Chatterbox Chatterbox http://www.facebook.com/sph2013 Not Listening Not Listening Not Listening Not Listening Time Out Time Out Time Out Time Out Time Out
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৮
255977
সন্ধাতারা লিখেছেন : সত্যিই ?!!!! নাকি দুষ্টুমি?!!!!!
১৪ এপ্রিল ২০১৫ রাত ১০:১৮
255978
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সত্যি খাম্মুনি..... আমাকে রিকু পাঠান Tongue Tongue Tongue
১৬ এপ্রিল ২০১৫ রাত ১২:৩১
256264
সন্ধাতারা লিখেছেন : রিকু পেয়েছ?
১৬ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৩৬
256308
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : না খাম্মুণি Surprised এখনও আসেনি! Crying Crying Crying Crying Crying Crying আমিতো আপনাকে রিকু পাঠিয়েছিলাম! কিন্তু কোন সাড়া নেই! Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
২১
315015
১৫ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৮
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার মনে হয়, হারানোগুলো নিয়ে আফসুস করার চেয়ে বেশী প্রয়োজন সুন্দর মনের মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর সমাজ গড়ার জন্য সুন্দর সুন্দর পরিকল্পনা গ্রহণ করা। আগামী প্রজন্মের জন্য সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসা। আল্লাহ তাওফিক দান করুন।
খুব সুন্দর লিখেছেন।
ভাল লেগেছে।
অসংখ্য ধন্যবাদ।
জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
১৬ এপ্রিল ২০১৫ রাত ১২:৪০
256265
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আযহারী ভাইয়া। গুরুত্বপূর্ণ অভিমতের জন্য অশেষ শুকরিয়া।
উত্তম কাজের জন্য উত্তম মনের মানুষ যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন অতীতকে জেনে প্রজ্ঞার সমন্বয়ে কর্মপন্থা নির্ধারণ করা। এটা আফসোস নয় ভাইয়া, অভিজ্ঞতার আলোকে কোরআন ও হাদিসের অনুসরণে আগামী দিনের জন্য সঠিক চলার পথ নিরূপণ করতে উৎসাহী মানুষগুলোকে উদ্বুদ্ধ করার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।
আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File