Not Listening Rose শব্দের স্পন্দনে Not Listening Rose

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৫ মার্চ, ২০১৫, ০৫:৩৭:৪৫ বিকাল



শব্দের স্পন্দন মানুষের মন মানসে ও চিন্তায় সৃষ্টি করে প্রবল আলোড়ন। বোধের চেতনাকে করে পুষ্টিত ও উর্বর। মহা প্রলয়ের অগ্নিশিখা যখন পৃথিবীকে গ্রাস করে অন্ধকূপে সমাধিস্থ করতে চায় তখন শব্দের স্পন্দনে সেখানে সৃষ্টি হয় সত্য ও ন্যায়ের অনির্বাণ প্রদীপ শিখা। শব্দের শাণিত গাঁথুনি অনৈতিকতার আগাছায় নিড়ানী দিয়ে গড়ে তোলে সবুজ সতেজ নির্মল বাসযোগ্য পৃথিবী। প্রাণে প্রাণে জেগে উঠে নব জাগরণী সুর। সৃষ্টি হয় ভালোবাসার অমোঘ বন্ধনে ব্যক্তি, পরিবার, জাতি এবং দেশের কল্যাণ। শব্দের স্পন্দনে জাগ্রত হয়েছে এমনিভাবে লাখো জনতার প্রাণ।

এই স্পন্দিত আলোকিত মানুষেরা নিজের বিয়োগ বিষাদ ঝেড়ে ফেলে কাঁধে তুলে নিয়েছে সময়ের সাহসী তলোয়ার। বৈরী প্রকৃতি ললাটে লেপে লেপটে নিয়ে ধাবিত হয়েছে শত্রুর মোকাবিলায় লড়াইয়ের ময়দানে। প্রিয়জনদের সুখানুভবের নির্যাস মুছে নিশ্চিহ্ন করে দিয়ে সাহসী যুবকেরা দৃঢ় প্রত্যয় বাসনা নিয়ে হিম্মতি পা বাড়িয়ে দিয়েছে আগ্রাসী শক্তির মোকাবিলায়। কেউবা স্বর্গের অপ্সরা পরীদের দু’পায়ে দলে ভালবাসাকে পুড়িয়ে ছারখার করেছে ন্যায়ের তীব্র অনলের পথ রেখায়।

এদের ভালোবাসা কুয়াশার কাঁকনে জড়ানো কামিনীরা নয়। এদের স্বপ্নের জগতে থাকে কঙ্কালসার অনাহারী শিশু মাতা ভগিনী। এরা মিথ্যা অন্যায় ও রক্ত চক্ষুকে ডরায় না। কারো হুঙ্কারে শির করে না নত। এরা পরাস্ত হয়ে পলায়ন করতে জানে না যুদ্ধের ময়দান থেকে। এরা ভালো করেই জানে মহান রবের অমূল্য প্রতিদানের কথা। এদের আত্মিক পরিশুদ্ধি, উন্নতি, অগ্রগতি এবং আরাধনার বিষয়বস্তু অন্যায় নিধন করে মানবকল্যাণ প্রতিষ্ঠা করা।

এই কলম যোদ্ধারা তাদের শব্দের স্পন্দনে ঘুমন্ত প্রাণকে জাগিয়ে তোলে। এরা কাঁপিয়ে তোলে ভীত তামাম অসূরের। যুগে যুগে এরা বদলিয়ে দেয় ইতিহাস। অন্যায়, অসত্য, গুম, হত্যা, ধর্ষণ, হতাশা ও নৈরাজ্যের ভারে ন্যুজ্জ্ব দুঃখভারাক্রান্ত জাতীকে স্বস্তির আলো এনে দেয় এরা। যুগে যুগে দুঃশাসনের রুদ্র বহ্নিকে এই বীরেরা বিনাশ করে উপশমের দ্বার করেছে উন্মুক্ত, অবারিত। এরাই মানুষের প্রয়োজনে ইতিহাস ভাঙ্গে এবং গড়ে। এরা মরতে জানে না। এদের মৃত্যু নেই এরা মৃত্যুঞ্জয়। এদের বুকে শব্দের স্পন্দন শাণিত থেকে শাণিততর হয়। এই স্পন্দন কখনও মুছে দেয়া যায় না ইচ্ছে হলেই। অনুরণিত হতেই থাকে গৌরবের নেশায় যা হিটলারি শাসকদেরকে ভাবিয়ে তোলে অজানা আশঙ্কায়।

জঙ্গম স্রোতের প্রবল প্রত্যয়ী বুকে পিণ্ডসুল ব্যাধিগ্রস্ত জাতির জন্য এরা জীবন মরণ পণ করে ঝাঁপিয়ে পড়ে চিহ্নিত দুশমন মোকাবিলায়। দুরারোগ্য ব্যাধির অসহনীয় যন্ত্রণায় কাতর মানবকূলের শান্তি ফিরিয়ে না দেয়া পর্যন্ত এরা দমে যায় না। কাল থেকে কালান্তরে এসব সাহসী নাবিকের এটাই হল গৌরবগাঁথা ইতিহাস।

এরা দৃঢ়প্রতিজ্ঞ চিত্তে আমৃত্যু অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে আপ্রাণ সংগ্রাম চালিয়ে যেতেই থাকে। সফল হলে এরা গাজী, আর সফল না হলে শহীদ। যুদ্ধে জিতে সফলকাম এই বিজয়ী সেনারা বিধাতার দরবারে শোকর গোজার করে আর ব্যর্থতায় পরম ধৈর্য ও ছবর করে। এদের কোন গ্লানি বা পরাজয় নেই। এই মানবতাপ্রেমীগণ যুগে যুগে দেশ ও জাতির কাছে অমূল্য এক শ্রদ্ধেয়, সন্মানিত এবং মহার্ঘের পাত্র।

তাই তো সময়ের প্রয়োজনে অত্যন্ত আশাজাগানিয়া চির দুর্দমনীয় এই অমূল্য সম্পদ আমাদের গর্বিত মানিকেরা জিহাদের তামান্না নিয়ে বুকে তুলে নিয়েছে অসহায় মানুষের কঠিন দায়িত্ব আর মুষ্টিবদ্ধ হাতে নিয়েছে প্রতিবাদের তলোয়ার। গভীর তমাসাচ্ছন্ন ও নির্মম বাস্তবের অগ্নিমূর্তির প্রজ্জ্বলনে জাতি যখন দিশেহারা তখন এই বীরেরা তাদের সান্ত্বনা যুগিয়েছে, দেখিয়েছে মুক্তির স্বপ্ন ও সঞ্চারিত করেছে আশাবাদ নিষ্প্রাণ দেহে। অভিশপ্ত জাতীকে মুক্ত করতে স্নেহ মায়ামমতা ও প্রেম বন্ধনের লোহার শিকল ভেঙ্গে গর্জে উঠেছে আত্মা এই বিদ্রোহী কাফেলার। এভাবেই সৃষ্টি হয়েছে তারিক বিন যিয়াদের বীরত্বগাঁথা ইতিহাস। জন্ম হয়েছে অসীম সাহসী যুবক মুহম্মদ বিন কাসিম এবং গাজী সালাহ উদ্দীনের। যাদের বীরত্ব অমরত্ন দান করেছে গর্ব ও গৌরবের।

প্রলয়ঙ্করী পরিবেশে মুক্তি পাগল বীরেরা বিজয়ের ঝাণ্ডা উড়াবার জন্য কামনা করেছিল তাঁদের বুকের তাজা রক্ত ঢেলে দেয়ার। আর যুগে যুগে এই স্বপ্ন বাস্তবায়নে এবং সময়ের সাহসী উচ্চারণে তেজ্জ্ব্যোদ্বীপ্ত শক্তি ও বল যুগিয়ে চলেছে শব্দের স্পন্দন। এমনিভাবে সাহসী হাত সত্যের ঝংকারে শাণিত কলমের আঁচড়ে কাগজের বুকে তুলে স্পন্দনের চির কম্পন। হৃদয়ে জীবন্ত হয়ে উঠে পূর্ণিমার ন্যায় বিজয়ের আলোকিত ভূবন। যে কলমে থাকে তলোয়ারের তৃষ্ণার্ত ধার, কালিতে থাকে লাল রক্তের শহীদি উষ্ণ ঘ্রাণ, আর ধমনীতে বহে চলে ঈমানের তাজা স্পন্দন! এভাবেই মহাবিপ্লবী মানসে কাল থেকে কালান্তরে বিকশিত হয় কোটি কোটি বীরের প্রাণ। তাঁরাই উড়িয়ে চলছে বিজয় কেতন। অনবদ্য হয়ে উঠছে সেখানে শব্দের শাণিত স্পন্দন।



বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311066
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়াও.... আজকের ছবিগুলোতো আরো সুন্দর! Hypnotised Hypnotised Chatterbox Chatterbox Rose Rose
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
252131
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যারিম্নি।Good Luck Good Luck Good Luck Good Luck

উৎসর্গ করলাম সব পছন্দের ছবিগুলো তোমার জন্য...Happy Happy Happy Happy
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
252132
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. Thumbs Up Thumbs Up Bee Bee Thumbs Up Thumbs Up
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
252143
সন্ধাতারা লিখেছেন : অনেক শুকরিয়া মাই সান। Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
311067
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : উপ্রেরটার হাতটা অনেক সুইট! I Don't Want To See I Don't Want To See আর নিচের কলমটা! Love Struck Love Struck উপ্রের হাতে নিচের কলমটা থাকলে দেখতে অসাধারণ লাগতো! Angel Love Struck Love Struck তাইনা খালাম্মুণি? Give Up Give Up
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
252134
সন্ধাতারা লিখেছেন : তাই বুঝি? তোমার মত এতো সুন্দর সূক্ষ্ম চিন্তা আমার মাথায় তো আসেনি!!!

Good Luck Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck
তবে আমার মনে হয় ছবিগুলোর চেয়ে কথাগুলো আরও অনেক সুন্দর!!

Good Luck Good Luck Good Luck Love Struck Love Struck Love Struck Love Struck
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২১
252135
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনার কথাও ঠিক হতে পারে! Loser এ্ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারন আমিতো লেখা পড়িনি...... Cool I Don't Want To See হিহিহি.. শুধু ছবি দেখছি তাই কমেন্টও শুধু ছবিকে কেন্দ্র করে...... Wave Not Listening Give Up Give Up
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
252144
সন্ধাতারা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Good Luck Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Happy Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck
311069
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : জানি, আপনি জবাব দিবেন না! কারন আর কত ভালো লাগে, এরকম ফাঁকিবাজি! Oh go On Oh go On Oh go On তাইনা? Time Out Time Out Time Out
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
252145
সন্ধাতারা লিখেছেন : না তা নয় হ্যারি!!
ব্লগে তোমার উপস্থিতি
হ্যারিকেনে নক্ষত্র জ্যোতি।
Happy Happy Happy Happy Happy Happy
আমার দৃঢ় বিশ্বাস পরম করুণাময় রাহমানুর রাহীম তোমাকে পড়ার
মানসিকতা এবং পড়ার জগতকে তোমার জন্য স্বাদের ও উপভোগের বিষয় বানিয়ে দিবেন ইনশআল্লাহ্‌।
Good Luck Good Luck Love Struck Love Struck Good Luck Good Luck
২৫ মার্চ ২০১৫ রাত ০৮:০৪
252162
আবু জান্নাত লিখেছেন : বা.......বাহ! একি?Praying
পোষ্ট না পড়েই দাদাগীরী?? Time Out Time Out Time Out
২৫ মার্চ ২০১৫ রাত ০৯:৩০
252170
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ আংকেল। আমি ব্যক্তিগতভাবে যতটুকু হ্যারিকে জানি তার নিরিখেই বলছি। তাকে এই অল্প বয়সে অনেক কঠিন দায়িত্ব পালন করতে হয়।
তাই ব্লগে কিছুটা ভারমুক্ত হওয়ার পাশাপাশি একটু ছেলেমানুষি করা হ্যারির স্বভাব। যা ব্লগের হয়তো অনেকেই জানেন।

আপনি হ্যারির জন্য প্রাণভরে দোয়া করবেন আংকেল।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২৫ মার্চ ২০১৫ রাত ১১:০৭
252181
আবু জান্নাত লিখেছেন : হ্যারি ভাই আমার অন্তরের মানুষ, তাই একটু মজা করলুম।
অবশ্যই দোয়া, আল্লাহ তায়ালা হারিকেন ভাইকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুক। আমীন।
311070
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এক কথায় অসাধারণ।গদ্যের মাঝে পদ্যের স্বাদ ও গন্ধ। খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ।
--------------------------
"সত্য ও ন্যায়ের নির্বাণ প্রদীপ শিখা"। মনে হয় শব্দটা 'অনির্বাণ' হবে।
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২১
252146
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজ্বি। আপনার মূল্যবান উপস্থিতি এবং অনুপ্রাণিত করা মন্তব্যে আমিও স্পন্দিত হলাম, নিজের যোগ্যতার প্রশ্নকে আড়াল করে। Good Luck Good Luck


আপনার ঊজ্জ্বীবিত করা মন্তব্য, দোয়া এবং সংশোধন করিয়ে দেয়ার যে সুন্দর মানসিকতা তাকে কৃতজ্ঞচিত্তে সাধুবাদ জানাই।

আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
২৬ মার্চ ২০১৫ রাত ০১:৪৮
252196
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : Big Grin শ্রদ্ধেয়া আপুজ্বি!!!! Big Grin
আপু হয়ে গেলাম আবার কখন????
বুঝতে পেরেছি, আপুদের মন্তব্যের জবাব দিতে গিয়ে হয়তো ভুল করে চলে এসেছে।
২৭ মার্চ ২০১৫ রাত ১২:২১
252358
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আযহারী ভাইয়া। আমার এই অসাবধানতা ও অমার্জনীয় ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। নিঃশর্ত ক্ষমার আবেদন রইলো।

ভীষণ খারাপ লাগছে নিজের এই ত্রুটির জন্য।

জাযাকাল্লাহু খাইর।
311071
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সরি খাম্মুণি.... আর এরকম ননসেন্স কমেন্ট করবো না! আবার না জানি ওর মতো আপনিও পোস্ট ডিলিট করে দিবেন আমার কারনে। <)Happy <)Happy Give Up Give Up
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
252151
সন্ধাতারা লিখেছেন : আমি আবেগপ্রবণ তবে পোষ্ট ডেলিট করার জন্য নয় হ্যারি।

Good Luck Good Luck Good Luck কারণ আমি যেটুকু লিখালিখি করি এই ভোতা মাথায় এবং মগজে তার সবটুকুই আমার স্রষ্টার সন্তুষ্টির জন্য।
আমার অন্তর্যামী নিশ্চয়ই তা জানেন। সুতরাং উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই।
“ও” টা কে তা কিন্তু বলোনি!!
Good Luck Love Struck
তোমার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
Good Luck Good Luck Good Luck Good Luck
311082
২৫ মার্চ ২০১৫ রাত ০৮:৩৯
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খালামনি।
স্পন্দন, প্রবল আলোড়ন, পুষ্টিত, উর্বর, মহা প্রলয়ের, অগ্নিশিখা, গ্রাস, অন্ধকূপে, সমাধিস্থ, অনির্বাণ, প্রদীপ, শিখা,শাণিত, গাঁথুনি, নিড়ানী, নির্মল, নব জাগরণী, অমোঘ, বিষাদ, ললাটে, লেপে লেপটে, নির্যাস, হিম্মতি, স্বর্গের অপ্সরা, ছারখার, অনলের, কাঁকনে, কামিনীরা, কঙ্কালসার, ভগিনী, হুঙ্কারে, শির, পরাস্ত, আত্মিক, পরিশুদ্ধি, আরাধনার, নিধন, তামামদ অসূরের, ন্যুজ্জ্ব, দুঃখভারাক্রান্ত, রুদ্র, বহ্নিকে, উপশমের, উন্মুক্ত, অবারিত, মৃত্যুঞ্জয়, শাণিত, শাণিততর, অনুরণিত, আশঙ্কায়, জঙ্গম, প্রত্যয়ী, পিণ্ডসুল, ব্যাধিগ্রস্ত, কালান্তরে, দৃঢ়প্রতিজ্ঞ, চিত্তে, আমৃত্যু, গ্লানি, মহার্ঘের, আশাজাগানিয়া, দুর্দমনীয়, অগ্নিমূর্তির, প্রজ্জ্বলনে, সঞ্চারিত, নিষ্প্রাণ, অমরত্ন, প্রলয়ঙ্করী, ঝাণ্ডা, তেজ্জ্ব্যোদ্বীপ্ত, ঝংকারে, শাণিত, আঁচড়ে, তৃষ্ণার্ত, উষ্ণ, ধমনীতে, মহাবিপ্লবী, মানসে, কালান্তরে, বিকশিত, কেতন, অনবদ্য।
এই শব্দগুলো কোন ব্যাকরণের সংরক্ষণ? আমিতো উচ্চারণ করতে করতে জিহবা দূর্বল করে ফেলেছি। এত সাহিত্বিকতা থাকার পরও (বিষয়: বিবিধ) সিলেক্ট না (বিষয়: সাহিত্য) কেন সিলেক্ট করলেন না?
আপনার সাহিত্যের ছাত্র হতে চাই। কি বলেন ছাত্রকে কেয়ার করবেন তো!
অনেক ধন্যবাদ খালাম্মুনি।
২৫ মার্চ ২০১৫ রাত ০৯:৫৬
252172
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ আংকেল। আমি কেন জানি আপনার মন্তব্যটি বেশ কয়েকবার পড়লাম।

নিজের লিখাকে নিজেই বিশ্লেষণ করছি, যা আসলেই কঠিন কাজ।

আমি জানিনা কেন আমার লিখা দুর্বোধ্য মনে হয় এবং আপনাদের অনেকের কষ্টের উদ্রেক করে।

লিখাটা মনে হয় আমার মত একজন নবীশ লেখক বা লেখিকার একান্ত কিছু সৃষ্টি যা চাইলেও রদবদল করা কঠিন।

আপনি প্রশ্ন করেছেন শব্দগুলো কোন ব্যাকারনের সংরক্ষণ। এগুলো কোন ব্যাকারনে নেই তবে বাংলা অভিধানে হয়তো আছে।

আপনার জিহ্বা দুর্বল করে দেয়ার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আর হ্যাঁ আমি লিখা পোষ্ট করার সময় কোন বিষয় সিলেক্ট করিনা কেননা ওটা আমার লিখার উদ্দ্যেশ্য নয়!

খালাম্নির ছাত্র হতে চেয়ে আমাকে লজ্জিত করছেন বৈকি!!

দীর্ঘ বিশ্লেষণাত্মক মন্তব্য ও আপনার ব্যক্তি অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।

311118
২৬ মার্চ ২০১৫ রাত ১২:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটি শব্দ হয়ে যায় হাজার বুলেট এর অধিক।
২৭ মার্চ ২০১৫ রাত ১২:২৫
252360
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সবুজ ভাইয়া। আপনার মন্তব্যটি অসাধারণ লাগলো।

আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
311120
২৬ মার্চ ২০১৫ রাত ১২:১১
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমি মন্তব্য করিতে গিয়ে যান্ত্রিকতায় পড়েছি।
অনেক কস্টকরে পড়েছিতো তাই।
অসাধারণ অসাধারন হয়েছে আপুজি।
আমাদের জন্য দোয়া করবেন।
২৭ মার্চ ২০১৫ রাত ১২:৫৮
252374
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি, অনেক কষ্ট করে পড়ার অনুভূতি এবং অনুপ্রাণিত করা মন্তব্যে ভীষণভাবে আনান্দিত হলাম।

Good Luck Good Luck Good Luck আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
Happy Happy Happy জাযাকাল্লাহু খাইর।
311121
২৬ মার্চ ২০১৫ রাত ১২:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কলম কালি বিষয়ে অনেক লেখাই পড়েছি আজকের এই লেখাটিতে নতুনত্ব খূঁজে পেয়েছি!! সুন্দর লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
২৭ মার্চ ২০১৫ রাত ০১:০১
252375
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনাদের মূল্যবান উপস্থিতি, অনেক কষ্ট করে পড়ার অনুভূতি এবং অনুপ্রাণিত করা মন্তব্যে ভীষণভাবে আনান্দিত হলাম।Good Luck Good Luck Good Luck

Happy Happy Happy আপনাদের জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
জাযাকাল্লাহু খাইর।
১০
311127
২৬ মার্চ ২০১৫ রাত ১২:২৩
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু ।

আপু লেখা Excellent হয়েছে ।
২৭ মার্চ ২০১৫ রাত ০১:০৩
252376
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আফ্রাম্নি।

Good Luck Good Luck Good Luck সুন্দর অনুভূতি এবং অনুপ্রাণিত করা মন্তব্যে ভীষণভাবে আনান্দিত হলাম।
Happy Happy Happy প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।Love Struck Love Struck Love Struck
জাযাকাল্লাহু খাইর।
১১
311150
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:৫৬
প্রবাসী মজুমদার লিখেছেন : অনেকগুলো শক্ত ভারী কথা দিয়ে লিখাটার মাঝে অনেক গুড় রহস্য খুজে পেয়েছি। বুঝেছি কলমের ভেতর লূকিয়ে থাকা এক বিস্ফোরিত শব্দের কথা। ধন্যবাদ।
২৭ মার্চ ২০১৫ রাত ০১:১২
252378
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বিদ্রোহী ভাইয়া। Good Luck Good Luck Good Luck অনেকদিন পর আপনার মূল্যবান উপস্থিতি এবং অনুপ্রাণিত করা মন্তব্যে ভীষণভাবে আনন্দিত হলাম।
ব্লগে আপনার নিয়মিত উপস্থিতি প্রত্যাশিত।
আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।Good Luck Good Luck Good Luck
Happy Happy Happy জাযাকাল্লাহু খাইর।
২৮ মার্চ ২০১৫ রাত ১০:১৪
252591
প্রবাসী মজুমদার লিখেছেন : ্ওয়ালাইকুম সালাম। চেষ্টা করে ্ও আসা হয়না। অথচ মনটা ব্লগে পড়ে থাকে। দেখাযাক। ধন্যবাদ।
১২
311177
২৬ মার্চ ২০১৫ দুপুর ০১:৪০
প্রবাসী আশরাফ লিখেছেন : কাজের ফাঁকে ব্লগ পাড়ায় একটু চোখ বুলিয়ে যাচ্ছিলাম...আটকে গেলাম এমন জ্বালাময়ী লেখায়...লেখার পরতে পরতে এতোটাই সাহিত্যরস ছিল যে মুগ্ধ-তৃপ্ত না হয়ে উপায় নেই...আপনার অসাধারন লেখনীর প্রতি দাঁড়িয়ে সম্মান জানালাম...বই আর ফুলকে সবচেয়ে দামী উপহার মনে হয় তাই রক্তগোলাপ দিয়ে গেলাম... Rose
২৭ মার্চ ২০১৫ রাত ০২:১১
252381
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আশরাফ ভাইয়া।Good Luck Good Luck Good Luck

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck আপনার মূল্যবান উপস্থিতি, চমৎকার বিশ্লেষণ এবং রেখে যাওয়া অভিভূত করা মন্তব্যে প্রীত ও মুগ্ধ হলাম।

Happy Happy Happy Happy Happy যদিও এর যোগ্য আমি নই।

আপনার অনুপ্রাণিত করা সন্মানের প্রতি আমার আন্তরিক অনিঃশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। ফুলেল শুভেচ্ছার জন্য রইলো অনেক অনেক ধন্যবাদ। Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

আপনাদের জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো। Love Struck Love Struck Love Struck আপনারা দুজনেই ভালো থাকবেন খুব ভালো। জাযাকাল্লাহু খাইর।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৩
311235
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ! সত্যি আপুনি লিখাটি পড়ে অদ্ভুত শিহরনজাগা স্পন্দন অনুভব করলাম! শুকরিয়া চমৎকার পোস্টটির জন্য! জাযাকিল্লাহু খাইর! Good Luck
২৭ মার্চ ২০১৫ রাত ০২:১৯
252384
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুমণি। Love Struck Love Struck Love Struck তোমার রেখে যাওয়া হৃদয়ের মায়াময় অনুভূতি সত্যিই এক অভিভূত করা সুন্দর আবেশ ও মুগ্ধতা এনে দিল আমাকে আপু।

Happy Happy যদিও নিজস্ব বিবেচনায় আমি এসবের যোগ্য নই। Good Luck Good Luck Good Luck তুমি এবং সোনামণিদের জন্য রইলো অশেষ প্রীতিমাখা আদর আর নিরন্তর শুভেচ্ছা। Good Luck Good Luck Good Luck
ভালো থেকো খুব ভালো অবিরত...।
১৪
311405
২৮ মার্চ ২০১৫ রাত ০১:২৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি নিজেই দেখি একটা শব্দ ভান্ডার!!!! কি নিয়ে লিখেছেন, তার দিকে মনোযোগ দেয়ার পরিবর্তে বারবার ভাবি এতো সুন্দর, মনোমগ্ধকর শব্দ চয়ন কেমন করে সম্ভব!!!! আপনি জ্ঞানের আঁধার, পাশাপাশি শব্দের আঁধারও।

সফল হলে এরা গাজী, গাজী সালাহ উদ্দীনের।
এই নামগুলো মুখে নেয়ার সময় এই ভাইটির কথা কি একবারো মনে পড়ে নি????? তারা গত হয়েছেন আমিতো আছি! নাইবা হতে পারলাম তাদের মত, কিন্তু নামতো ধারণ করেছি তাদের, তাই একটু স্মরণ করলেও পারতেন!

স্নেহ মায়ামমতা ও প্রেম বন্ধনের লোহার শিকল।
লোহার সাথে স্নেহ মায়া শব্দগুলো কেমন জানি যাচ্ছে না। লোহার মত শক্ত বলিষ্ঠ বীরের পক্ষেই সম্ভব কেবল মায়া মমতাকে তুচ্ছ করা, কিন্তু প্রেম বন্ধনের লোহার শিকল??? ঠিক হয়েছে? আমি ভাল জানি না, বোন আমার, আশা করি জানাবেন।

লিখাটি খুব সুন্দর হয়েছে, আরো ভাল লাগত , যদি কোন ঘটনা বা প্রেক্ষাপটকে উদাহরণ হিসেবে টেনে আনতেন। কিছু নাম উল্লেখ করেছেন, যেমন গাজী সালাউদ্দিন, তারিক বিন যিয়াদ, মুহাম্মদ বি কাসিম, সাথে সাথে তাদের কিছু বিজয়গাঁথা উল্লেখ করলে লিখাটি আরো সুন্দর হত!

বোনা আমার, ছোট মানুষ, অনেক দুঃসাহস নিয়ে সমালোচনা করছি, বেয়াদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আচ্ছা বড় বোনের কি ছোট ভাইয়ের প্রতি কোন দায় দায়িত্ব নেই????? আমি যে অসুস্থ, এই এক কষ্ট, আবার যখন দেখি, বড় বোন সম্পূর্ণই উদাসীন, তখন যে কষ্টে বুক ভেঙ্গে খান খান হয়ে যায়, মানুষ কি সে খবর রাখে????
২৮ মার্চ ২০১৫ রাত ০৪:২৮
252483
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় গাজী ভাইয়া। Love Struck Love Struck Love Struck প্লিজ অন্যভাবে নিবেন না ছোট ভাই। আপনার মন্তব্যগুলো পড়তে গেলে কেন জানি মনে হয় আমার ভার্চুয়াল ছেলে হ্যারির সাথে কোথায় যেন আপনার অপূর্ব এক মিল!

হ্যারিকেনের আলো আমার লিখায় থাকলে হ্যারিও ঠিক একই প্রশ্ন করতো!! Good Luck Good Luck Good Luck যাহোক সর্বোপরি আপনার গঠনমূলক আলোচনা, সমালোচনা ও প্রশংসা সবকিছুই অসাধারণ। যদিও একথা সত্যিই যে আমি কোন প্রশংসার এতটুকু যোগ্য নই।

আমার বিশ্বাস আপনি গাজী সালাউদ্দিন, তারিক বিন যিয়াদ, মুহাম্মদ বি কাসিমদেরকেও একদিন ছাড়িয়ে যাবেন ইনশআল্লাহ্‌! আর হ্যাঁ আমার লিখার বিষয়বস্তু ওনাদের ইতিহাস নিয়ে নয়!!Good Luck Good Luck Good Luck ইতিহাসের দিকে আলোকপাত করলে লিখার মূল উদ্দেশ্য ও লক্ষ্য হালকা হতো সেইসাথে লিখাটি দীর্ঘ হলে পাঠকের ধৈর্যচ্যুতি হওয়ার সম্ভাবনা ছিল বৈকি!

লোহার শিকলকে যেমন সহজে মানুষ খুলতে পারে না আপনজনদের বন্ধনও ঠিক তেমনি। Love Struck Love Struck Love Struck এরূপ একটি ধারণা থেকে এসেছে। আগুন সবকিছুই পোড়ায় আবার আগুন দিয়ে মানুষ উপকৃতও হয়!!! Good Luck Good Luck
ভীষণ ব্যস্ততা যাচ্ছে তাই কারোই খোঁজ রাখা সম্ভব হচ্ছে না। কী হয়েছে আপনার? জানালে ভালো হতো। Good Luck Good Luck Love Struck Love Struck

আপনার সুস্থতার জন্য প্রাণভরা দোয়া করছি এবং সেইসাথে অনিঃশেষ শুভকামনা রইলো।Good Luck Good Luck Good Luck
Good Luck Love Struck বোনের জন্য দোয়া করবেন যেন প্লিজ...।
২৮ মার্চ ২০১৫ সকাল ০৫:৫৯
252486
গাজী সালাউদ্দিন লিখেছেন : আচ্ছা কিচ্ছু মনে করব না বোনটি। আপনি বললেন অপূর্ব মিল আছে, কিন্তু আমার চোখে বেশ কিছু অমিলও আছে। যেমন-তিনি খুব মজাদার লোক, আর আমি রস কষহীন নীরস এক লোক। আমি সম্পূর্ন লিখা পড়ে তারপর কমেন্ট করি, অথচ তিনি পুরা লিখা না পড়েই হয়তো শিরোনাম নিয়ে বা অন্য কিছু নিয়ে কমেন্টের ঝর বইয়ে দেন। সবার লিখায় তিনি কমেন্টে সরব থাকলেও লিখা কিন্তু এড়িয়ে যান, যা আমি কোনোভাবেই মন থেকে সাপোর্ট করতে পারি না! সর্বোপরি কথা, ব্ল পাড়াকে সরগরম রাখতে উনার মত ব্লগারের প্রয়োজন অত্যাবশ্যকীয়।

আপনি যোগ্য কি যোগ্য না, তা যেমন আপনি, আমরাও জানি, তবে আপনার মত জানা সম্ভব না, ঘরে কি আছে, ঘরের মালিকই তা অধিক ভাল জানেন! তবুও যেটুকু জানি, আপনি একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী।

তাদের মত হতে পারাটা জরুরী নয়, তাদের দেখানো সরল সঠিক প অনুসরণ করা জরুরী। দোয়া করবেন যেনো এই পথে থেকে বিচ্যুত হয়ে না যাই।

যে বিষয়টি আমি বুঝতে পারি নি, আপনি এতো সুন্দর করে বুঝিয়েছেন, আমি সত্যি আপনার জবাবে খুব খুব সন্তুষ্ট।

কাল দুপুর থেকে অনেকটা আঁতুড়ের মত হয়ে গেছি, বেশিভার সময় শুয়ে থাকি, ইদানীং খেতে পারি না, ওই যে পোকার ঘেন্না ঢুকেছে! আর দাস্ত খুব দুর্বল করে দিয়েছে।

ভাইয়ের কাছে দোয়া চেয়ে নিতে হয়য় না!
১৫
311519
২৮ মার্চ ২০১৫ রাত ১০:০২
এস এম আবু নাছের লিখেছেন : কীভাবে সম্ভব হয় আপুজ্বী। সত্যিই সুন্দর হয়েছে লিখাটি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File