মহান প্রভূ তুমি কতো সুন্দর!!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২২ মার্চ, ২০১৫, ১২:৫২:২৭ রাত
তোমার সৃষ্টি আল্লাহ্ এতো মনোহর
না জানি তুমি প্রভূ কতো সুন্দর!!
মহব্বতে পূর্ণ করো প্রতিটি অন্তর
তুমি মহান প্রভূ কতো সুন্দর!!
সত্য ন্যায়ের পথে করো প্রীতি সঞ্চার
মোদের মহান প্রভূ কতো সুন্দর!!
তোমার নেয়ামতের যেন করি কদর।
তুমি মহান প্রভূ কতো সুন্দর!!
বিকশিত করো সদা ইলম প্রতিভার
তুমি মহান প্রভূ কতো সুন্দর!!
মন ভরে সেবা করি পিতা মাতার
তুমি মহান প্রভূ কতো সুন্দর!!
বঞ্চিত না হই কভু তোমার আলোর
তুমি মহান প্রভূ কতো সুন্দর!!
সদা দিল ভরে রাখো তোমার শোকর
তুমি মহান প্রভূ কতো সুন্দর!!
বিষয়: বিবিধ
৩৪২৭ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপু কত্ত সুন্দর কবিতা লিখেছেন !! ধন্যবাদ আপু ।
উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
মহান রাব্বুল আলামীনের দরবারে তোমার জন্য প্রাণভরা দোয়া ও শুভকামনা রইলো।
সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
হাদিসে আছে, নেককার বান্দাগণ তোমরা আল্লাহ তায়ালাকে জান্নাতে দেখবে, যেমন পূর্ণিমার রাতে চাঁদ দেখা যায়। দেখার মধ্যে কোন অস্পষ্টতা থাকবে না, সুতরাং সূর্য উঠার আগের ও অস্ত যাওয়ার নামায যেন ছুটে না যায়। (ফজর ও আছরের নামাযের গুরুত্ব বুঝাতে হাদিসটি উল্লেখ করা হইয়াছে কারণ এই দু'ওয়াক্তে মানুষ অলসতা বেশী করে।)
আপনার কবিতাটি আমার খুব পছন্দ হয়েছে। জাযাকিল্লাহ খালামনি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় আংকেল। মাশাআল্লাহ্!! এতো হৃদয়গ্রাহী করে আমার অব্যক্ত কথাগুলো আপনি মন্তব্যে থরে থরে সাজিয়েছেন যা সত্যিই অভিভূত করার মত। মন্তব্যের উজ্জ্বলতার ছটায় লিখাটি যেন জীবন্ত হয়ে উঠলো।
উৎসাহব্যঞ্জক ও হৃদয়ে গেঁথে রাখার মত সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্য বেশী বেশী দোয়া ও শুভকামনা থাকলো।
মহান রাব্বুল আলামীনের দরবারে আপনার জন্য প্রাণভরা দোয়া ও শুভকামনা রইলো।
ভালো থাকবেন খুব ভালো সবসময়।
আপনার কবিতায় মুগ্ধ হয়ে গুন গুন করে এই ক'টা গান গেয়ে ফেললাম।
খুব সুন্দর লিখেছেন। কবিতা মানেই অশ্লীল ইংগিত থাকতে হবে, বাস্তবতা ফুটিয়ে তোলার নামে পাঠকের মনে মাদকতা তৈরি করবে, নয়ত কবি ও কবিতার দাবী অপূর্ণই থেকে যায়। কিন্তু না, আপ্নারা মুষ্টিমেয় ক'জনা প্রমাণ করেছেন, অশ্লীলতা ছাড়াও কবিতা হয়য়, স্রষ্টা, সৃষ্টিকর্তা নিয়ে ভাললাগায় ভরা, হৃদয়-মন ছুঁয়ে যাওয়া অসাধারণ কবিতা লিখা যায়, এবং ভাললাগা আখেরে সব ভাললাগাকে ছাড়িয়ে যায়।।
অনুভবে, 'যা চেয়েছি, পেয়েছি তাঁর চেয়ে হাজারগুন বেশি'।
খুব ব্যস্ততা যাচ্ছে, বুঝে নিলাম। পোস্ট করেই দৌড় লাগিয়েছেন। আমরা ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকব, আজ নাইবা থাকলেন, কালও নাইবা আসলেন, তাতে কি দূরে সরে যাবো? একদম না, এরই নাম যে ভালবাসা নয়, পাশে থেকে মনে রাখার চেয়ে দূরে গিয়ে মনে থাকার নামই ভালবাসা। জানিতো, আমাদের সংগ না পেয়ে অথবা দিতে না পেরে গলকাটা মুরগীর মত ঠিকি চটপট করছেন। এই চটপটানি আমাদের কাছে মহা আনন্দের।
প্রবল ভালবাসা থাকলে চটপটানি আসবেই..
অভিযোগ করে তার জবাবে যা বলেছেন তা মুগ্ধ করার মত। এরূপ শুভাকাঙ্ক্ষী পাওয়াটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার।
আপনার ফে বু তে অনবদ্য লিখাগুলো অনন্য এবং প্রশংসার দাবী রাখে।
মহান রাব্বুল আলামীনের দরবারে আপনার জন্য প্রাণভরা দোয়া ও শুভকামনা রইলো।
ভালো থাকবেন খুব ভালো সবসময়।
@আবদূর রহিম
@ সন্ধাতারা
পড়তে আমন্ত্রণ জানিয়েছিলেন তাইতো কথা দিয়েছিলাম। কথা রক্ষার্থে পড়তেই হয় কিন্ত কুঁজো হওয়ার ভয় দেখালে ......।
জাজাকাল্লাহু খাইর।
বরং আনন্দ চিত্তে যেদিন দাওয়াত পাবো সেদিনের অপেক্ষায় রইলাম।
জাজাকাল্লাহু খাইর।
হয়ত আমি বলতে চেয়েছিলাম, বোন আমার, আপনি আমার লিখা পড়ে আমাকে ধন্য করবেন, কিন্তু চামড়ার মুখতো, পিছলা খেয়ে মুখ থেকে বেরিয়েছে বেয়াদবির কথা!
একটা গান মনে পড়েছে-
কথা কিছু কিছু
বুঝে নিতে হয়য়
মুখে বলা যায় না
সেতো মুখে বলা যায় না..
হয়ত আমি বলতে চেয়েছিলাম, বোন আমার, আপনি আমার লিখা পড়ে আমাকে ধন্য করবেন, কিন্তু চামড়ার মুখতো, পিছলা খেয়ে মুখ থেকে বেরিয়েছে বেয়াদবির কথা!
একটা গান মনে পড়েছে-
কথা কিছু কিছু
বুঝে নিতে হয়য়
মুখে বলা যায় না
সেতো মুখে বলা যায় না..
জাজাকাল্লাহু খাইর।
ভাই-বোনের খুনসুটি উপভোগ করলাম বেশ-
অনেকদিন বাজবে মনে এ সুরের রেশ-
আহা বেশ বেশ!!!
উহিব্বুকুম লি ওয়াজহিল্লাহ
আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর
সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন
ভরে যায় তৃষিত এ অন্তর ।।
যে পাখি পালিয়ে গেল সুদুরে
যে নদী হারিয়ে গেল তেপান্তরে
সেই পাখি সেই নদী যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর ।।
যে তারা ছড়ায় হাসি আকাশে
যে ফুল সুরভি ঢালে বাতাসে
সেই তারা সেই ফুল যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর ।।
যে মানুষ মানুষের বেদনায়
কেদেছিল আজীবন মদীনায়
সেই মানুষের জীবন যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর ।।
খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। ছন্দের প্রতি আরেকটু যত্ন নিলে আরো ভাল লাগতো।
জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
বরাবরের মত উদ্দীপ্তময় অসাধারণ সুন্দর মন্তব্য এবং সদুপদেশ অভিভূত করলো।
উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
কবি ফররুখের অভাব অনেকটাই পূরণ করেছেন পরে মল্লিক, আর মল্লিকের অভাব পূরণ করবেন আপনারা..
আপনার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
আমার জন্য বেশী বেশী করে দোয়া করবেন প্লিজ ভাইয়া।
মন্তব্যের ভাষা নেই শুধু বলবো যার প্রশংসায় আপনি লিখেছেন কবিতা!
তিনিই প্রশান্ত করে দিন আপনার অন্তরটা!
উৎসাহব্যঞ্জক সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্য প্রাণভরা দোয়া ও শুভকামনা রইলো।
ভালো থাকবেন খুব ভালো সবসময়।
কত সুন্দর আলহামদুলিল্লাহ
তোমার উপস্থিতি এবং ভালোলাগা আমারও অসম্ভব ভালো লাগলো।
তোমার জন্য প্রাণভরা দোয়া ও অনিঃশেষ শুভকামনা রইলো।
কেমন আছো সবাই?
জাজাকাল্লাহু খাইর।
আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন খাম্মুনি।
জাজাকাল্লাহ ।
জ্বি আমিও খুব ভালো আছি আলহামদুল্লিয়াহ।
মহান রাব্বুল আলামিন তোমাকে সবসময় ভালো রাখুন সুস্থ রাখুন এটাই প্রার্থনা করি।
অনেক দেরী করে পোস্ট পড়ার অনেক লাভ-
সবার মন্তব্য ও জবাবগুলো পড়া হয়-
একের মধ্যে হাজার-
ভালোবাসার বাজার-
হৃদয়-ছেঁচা দোয়া-
সবকিছু যায় পাওয়া......
জাযাকুমুল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন