Rose ফেলে আসা আলো আঁধারির দিনগুলি – পর্ব ৬ Rose

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৩ মার্চ, ২০১৫, ০৭:০৮:৪৬ সন্ধ্যা



পর্ব ৫

http://www.bd-today.net/blog/blogdetail/detail/6327/mbanu/62647#.VQLhneH26ac

অপ্রত্যাশিতভাবে এক শুভাকাঙ্ক্ষীর কাছে সংবাদ পেলাম সে কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছে যে, আমার নামে মামলা থাকার কারণে আমি ব্রিটিশ কাউন্সিলের কোর্সে অংশ গ্রহন করতে পারবো না। মুহূর্তেই হতাশ হলাম। খবরের সত্যতা যাচাইয়ের জন্য অতি দ্রুত মন্ত্রণালয়ের স্মরণাপন্ন হলাম। আমার কথা শুনে তারাও অকপটে খবরের সত্যতা স্বীকার করলেন। ঘটনার আকস্মিকতায় কী করবো ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ মনে হলো আমার সাথে আরও দু’জন প্রার্থী নির্বাচিত হয়েছে তাদের নামেও তো মামলা রয়েছে! তাহলে তারা কীভাবে কোর্সে অংশগ্রহণ করবে?!! সাথে সাথেই কর্তা ব্যাক্তিকে এই প্রশ্নটি করলাম। উত্তরে তিনি আমতা আমতা করে বলতে থাকেন আপনার ব্যাপারে আমি সিদ্ধান্ত নেইনি। তাই আপনার এই ব্যাপারে সঠিক উত্তরও আমার জানা নেই।

দায়িত্বশীল ব্যক্তির মুখে এরূপ অযৌক্তিক উত্তর শুনে আমি বিস্মিত হলেও দমে গেলাম না। কালবিলম্ব না করে অন্য এক মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত আমার এক নিকটাত্মীয়ের কাছে ছুটে গেলাম। যিনি ছোটবেলা থেকেই আমাকে অনেক আদর করতেন এবং পড়াশুনা করার জন্য উৎসাহ যোগাতেন। হঠাৎ তাঁর দপ্তরে আমাকে দেখে চাচা বলে উঠলেন, কী কোন সমস্যা? উত্তরে বললাম জ্বি।

কুশলাদি বিনিময়ের পর চাচাকে ঘটনাটি খুলে বললাম। উনি রেগে গিয়ে সাথে সাথেই সেই জয়েন্ট সেক্রেটারীকে ফোন করলেন। তাঁর উত্তরে চাচা সন্তুষ্ট হতে না পেরে শাসিয়ে বললেন আমার ভাতিজী যদি কোর্সে অংশ গ্রহণের অনুমতি না পায় আর বাকীরা যাদের নামে কেস আছে তারা যদি কোর্সে যোগদান করে তাহলে এর বিরুদ্ধে আমি নিজেই বাদী হয়ে আপনার বিরুদ্ধে মামলা করবো এবং এর শেষ না দেখে আমি কিছুতেই ছাড়বো না।

বিদায় মুহূর্তে চাচা আমাকে আস্বস্থ করে বললেন তুই কোন চিন্তা করিস না, বিষয়টি আমি দেখছি। এরপর নুরুল ইসলাম স্যারকেও বিষয়টি অবহিত করি। সকলের যৌথ প্রচেষ্টায় পরবর্তীতে অনেক ঘটনার পর এক পর্যায়ে পুরো কোর্সটি বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এতকিছুর পরেও মনের গভীরে তৈরী হয় স্বপ্ন ভাঙ্গার নিদারুণ কষ্ট। শুভাকাঙ্ক্ষীদের আশ্বাসবাণীতে কিছুটা হলেও অশান্ত মনে শান্তি আর ভরসা খুঁজে পাই। আবারো নতুন উদ্যমে শুরু হয় পথ চলা। এদিকে সরকারের ছত্রছায়ায় থেকেও দুষমনেরা বেশ মুষড়ে পরে। আমাকে হেনস্থা করতে গিয়ে তাদের স্বপ্নসাধ এভাবে খান খান হয়ে যাবে তারা ঘুণাক্ষরেও চিন্তা করতে পারেনি। তাই আবারো নতুন ষড়যন্ত্রের ফাঁদে আমাকে আটকানোর জন্য তারা মরিয়া হয়ে উঠলো।

এরপর স্কলারশিপের বরাদ্দকৃত টাকা অর্থাৎ ব্রিটিশ সরকারের ফাণ্ড বন্ধ হয়ে যাওয়ার হুমকির মুখে আবার ছয় মাস পর ঘোষিত হয় নতুন ব্যাচ সিলেকশনের। এবারো যথারীতি বিদেশী পরীক্ষক দ্বারা সবরকম পরীক্ষার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ এবং অপ্রত্যাশিত ফলাফলে আমিও নিজেও পুলকিত হলাম। যদিও তখন পর্যন্ত প্রশাসনিকভাবে আমি শঙ্কামুক্ত ছিলাম না। সবসময়ই এক ধরণের ভীতি তাড়িয়ে নিয়ে বেড়াতো আমাকে। আবার না জানি কোন অজুহাতে আমার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পরে।

অনেক প্রতীক্ষার পর এক শুভক্ষণে অফিসিয়াল চিঠি আমাকে হস্তগত করা হলো ব্রিটিশ কাউন্সিলের কোর্সে অংশ গ্রহণ করার জন্য। তিন মাসের কোর্স তারপর আবার পরীক্ষা অতঃপর চূড়ান্ত মনোনয়নের পালা। দশ জনের মধ্য থেকে নির্বাচিত হবেন পাঁচজন। পরীক্ষায় উত্তীর্ণ এই মনোনীত চূড়ান্ত প্রার্থীদেরকে দু’বছরের স্কলারশিপের জন্য পাঠানো হবে ইউ কে-তে। আল্লাহ্‌র উপর ভরসা রেখে অদম্য প্রত্যয়ী মানসিকতা নিয়ে তখন নিয়মিত ক্লাস করছি। স্বপ্ন একটাই যেভাবেই হোক ভালো ফলাফল করতেই হবে। দুশমনদের মনোবাসনা কোনভাবেই সফল হতে দেয়া যাবে না।

এরই মধ্যে একটি দুঃসংবাদ পেলাম যে, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম স্যার অসুস্থ হয়ে পি জি হাসপাতালে ভি.আই.পি ভর্তি হয়েছেন। শুনামাত্রই দ্রুত স্যারকে দেখতে গেলাম। স্যারের কাছে সংক্ষিপ্ত অসুস্থতার বিষয়াদি শুনে বেদনাবিঁধুর মনে বাসায় ফিরলাম। নিয়মিত স্যারকে দেখতে যেতাম। একদিন স্যারের জন্য নিজ হাতে বিভিন্ন ধরণের রান্না করে নিয়ে গেলাম।

পরের দিন দেখতে গেলে স্যার আমার রান্নার অনেক ভূয়সী প্রশংসা করলেন এবং সেইসাথে উনি খুব তৃপ্তি সহকারে খেয়েছেন বলেও জানালেন। কথাগুলো আমাকে খুশী করার জন্য কিনা জানিনা! তবে স্যারের কথাগুলো শুনে সেদিন ভীষণ আনন্দ হলো আমার। কিছুটা আবেগতাড়িত হয়ে বললাম, স্যার আমার দুঃসময়ে আপনি আমাকে সাধ্যমত সাহায্য সহযোগিতা করেন, বিভিন্ন জনকে টেলিফোনে বলেন আমি আপনার মেয়ের মতো কিন্তু আপনি আমাকে সবসময় আপনি বলে সম্বোধন করেন কেন? উত্তরে বললেন, জানেন আমি কখনই কাউকে তুমি বলে সম্বোধন করতে পারি না! চলবে



বিষয়: বিবিধ

১৬৯৪ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308717
১৩ মার্চ ২০১৫ রাত ০৮:১১
দ্য স্লেভ লিখেছেন : আহ দারুন কাহিনী চলুক তবে। সাথে তো আছিই। তবে নীচের লাইনগুলো ফাটাফাটি হয়েছে:

পরের দিন দেখতে গেলে স্যার আমার রান্নার অনেক ভূয়সী প্রশংসা করলেন এবং সেইসাথে উনি খুব তৃপ্তি সহকারে খেয়েছেন বলেও জানালেন। কথাগুলো আমাকে খুশী করার জন্য কিনা জানিনা!

কিন্তু বললেন না কি কি রান্না করেছিলেন। বাক্যটা অসম্পুর্ণ থেকে গেল। আমার আমার ভেতরেও দহন যন্ত্রনা বেড়ে যেতে থাকর,জিহবা নিশপিশ করতে লাগল.....ওদিকে গরুর মাংস রান্না করছি,আবার ছোলার ঘুগনি বানাবো....
১৩ মার্চ ২০১৫ রাত ০৮:৪৯
249734
সন্ধাতারা লিখেছেন : দহন যন্ত্রণা নিরাময়ের নিমিত্তে সামান্য আয়োজন, আপাতত জিহ্বার নিশ পিশ নিবারণের জন্য। খাবারের ছবিগুলো এখানে কিছুতেই দিতে পারলাম না তাই বাধ্য হয়ে নীচে দিলাম। কষ্ট করে খেয়ে নেন প্লীজ।
308718
১৩ মার্চ ২০১৫ রাত ০৮:১৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ মার্চ ২০১৫ রাত ০৮:৫৮
249735
সন্ধাতারা লিখেছেন : দুষ্টু পোলার মিষ্টি উপস্থিতি ও ভালোলাগা অনুভূতির জন্য অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা ও দোয়া।
308719
১৩ মার্চ ২০১৫ রাত ০৮:২৩
স্বপন২ লিখেছেন : @দ্য স্লেভ ভাই,এখানের গরুগুলোকে গ্রোর্থ হরমোন দেওয়া। বুঝে শুনে গরুর মাংস খাবেন।
নেচারাল গরু না।
১৩ মার্চ ২০১৫ রাত ০৮:৫৯
249736
সন্ধাতারা লিখেছেন : দৃষ্টি আকর্ষণ দ্য স্লেভ ভাইয়া...। ১ নং সতর্ক সঙ্কেত...।
308720
১৩ মার্চ ২০১৫ রাত ০৮:২৬
শরাফতুল্লাহ লিখেছেন : এক দমে ৫টা পর্বই পড়ে ফেললাম, Happy কিন্তু এর আগে যে এই লেখাগুলি কেন চোখে পড়ল না D'oh আপু পরের পর্ব দ্রুত দিয়েন।
আর লেখার ব্যাপারে কোন কমেন্ট করার যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি, তাই নো কমেন্ট। Happy
১৩ মার্চ ২০১৫ রাত ০৯:০৮
249738
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শরাফতুল্লাহ ভাইয়া। আমার ব্লগ বাড়ীতে আপনার প্রথম পদার্পণ এবং আপনার অভিভূত করা আন্তরিকতা অনেক মুগ্ধ করলো আমাকে।
সবগুলো পোষ্ট রুদ্ধশ্বাসে পড়া এবং আগামী পর্ব লিখতে উৎসাহ দানের জন্য দোয়া ও ফুলেল শুভেচ্ছা।
আপনি যে অনেক সুযোগ্য লোক তা আপনার কমেন্ট পড়েই আঁচ করতে পারি। বিনয়ের জন্য অনেক অনেক শুকরিয়া ভাইয়া।

ভালো থাকবেন খুব ভালো।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
308722
১৩ মার্চ ২০১৫ রাত ০৮:৫৪
সন্ধাতারা লিখেছেন : @ দৃষ্টি আকর্ষণ দ্য স্লেভ ভাইয়া...।














১৩ মার্চ ২০১৫ রাত ১০:২৯
249744
দ্য স্লেভ লিখেছেন : এবার খুশী হলাম। পেট ভরে খেলাম। জাজাকাল্লাহ Happy Happy
১৩ মার্চ ২০১৫ রাত ১১:০১
249751
সন্ধাতারা লিখেছেন : আমার ভাইটির খুশী আমাকে এক বুক আনন্দ এনে দিলো মাশাআল্লাহ্‌।

Good Luck Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৪ মার্চ ২০১৫ রাত ০৯:৪৪
249901
আবু জান্নাত লিখেছেন : শুধু খাদকদের জন্য খাবার, আমরা খাদক নই বলে কি একেবারে মাহরুম?। হাতের কাছে পেলে উসুল করে নিব কিন্তু খালামনি।
১৪ মার্চ ২০১৫ রাত ১১:২৮
249919
সন্ধাতারা লিখেছেন : আমার দ্বার ছোট আংকেলের জন্য সবসময় উন্মুক্ত। আমার ছোট আংকেলকে খাওয়াতে পারলে ভীষণ খুশী হবো। আমার ছোট আংকেলের জন্যও বিশেষ আয়োজন আছে। আসছে ...।
১৫ মার্চ ২০১৫ রাত ১২:০৮
249939
সন্ধাতারা লিখেছেন : এখানে পরিবেশন করতে পাচ্ছিনা। তাই কষ্ট করে একটু নীচের দিকে আলোকপাত করুণ...।
308723
১৩ মার্চ ২০১৫ রাত ০৮:৫৫
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ..। কন্টকাকির্ণ শতবাধার পাহাড় মাড়িয়ে হক কথা বলার, হক পথে চলার এবং নিজের অধিকার আদায়ে ধৈর্যের যে চরম পরাকাষ্ঠা প্রদর্শণ করেছেন তার জন্য আল্লাহর শুকরিয়া এবং সশ্রদ্ধ সালাম রইল।
“অসত্যের কাছে কভু নত নহে শির,
ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর!”
জাযাকিল্লাহু খাইরান।
১৩ মার্চ ২০১৫ রাত ০৯:৫৮
249740
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আযহারী ভাইয়া। আপনার জ্ঞানদীপ্ত মন্তব্যের ভাষা ও ভাব সবসময়ই আমাকে উজ্জ্বীবিত করে মাশাআল্লাহ্‌। লিখতে বসে অতীতের বিষাদময় স্মৃতিগুলো যখন আমাকে তাড়া করে তখন প্রায়ই আমার মায়ের কথা মনে পড়ে যায়।

আমার সামনে নিত্য নতুন জ্বলন্ত অগ্নিময় দশা দেখে আমার মা প্রায়ই বলতেন যে, তাঁর জীবনে তিনি নাকি দুজন মানুষকে দেখেছেন অসীম ধৈর্যের তার মধ্যে আমি একজন।

যাহোক এসব পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া ছিল আল্লাহ্‌ পাকের বিশেষ রহমত, দয়া আর করুণা। আমার সবসময় মনে হয় দয়াময় আমাকে অনেক ভালোবাসেন ও পছন্দ করেন তাই পরীক্ষার মাধ্যমে আমাকে পুরুস্কৃত করেন আলহামদুলিল্লাহ্‌।

অসাধারণ অভিব্যক্তি রেখে যাওয়ার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন খুব ভালো। জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
308725
১৩ মার্চ ২০১৫ রাত ০৯:১০
স্বপন২ লিখেছেন : চমৎকার লেখা আপু। হকের পথে থাকলে,সব সময়ই ঈমানের পরীক্ষা হয়। শুধু জ্ঞান ও প্রজ্ঞা
দিয়ে প্রতিহত করা।
১৩ মার্চ ২০১৫ রাত ১০:০৫
249743
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় স্বপন২ ভাইয়া। সঠিক, সত্য এবং সুন্দর কথা বলেছেন। যা জীবনের অনেক অপ্রত্যাশিত অভিজ্ঞতা থেকে অনুধাবন করেছি ভাইয়া।
অসাধারণ অনুভূতি ও অভিব্যক্তিসহ উদীপ্তমূলক মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো।

ভালো থাকবেন অনেক ভালো। জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck
308734
১৩ মার্চ ২০১৫ রাত ১০:৩৫
দ্য স্লেভ লিখেছেন : আপনার লেখা পড়ে আমার যেটা মনে হয়েছে তা হল-আপনি সংগ্রামী । জীবন যুদ্ধে পালানোর লোক আপনি না। খুব কম সংখ্যক মানুষ এরকম হয়। আমার বড় বোন এরকমই। তিনি নানান চড়াই উৎরায় পার হয়েছেন। তিনি একজন ভাল ব্যবসায়ী।

আপনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রয়েছে,যদিও একটু শয়তানী করি কারন রক্ত কনিকার ভেতর থেকে মাঝে মাঝে দুষ্টামি আসে। তবে আপনি সত্যিই দারুন একজন। আসুন আল্লাহকে সাক্ষী রেখে আমরা ভাই বোন হয়ে যাই। সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আজ থেকে আপনি আমার বড় বোন।
১৩ মার্চ ২০১৫ রাত ১০:৫৯
249750
সন্ধাতারা লিখেছেন : আপনার মন্তব্য পড়ে দু’চোখ বেয়ে অশ্রুর বন্যা নামলো। এরকম মনের একজন ছোট ভাই পেয়ে আমি অনেক অনেক আনন্দিত এবং গর্বিত আলহামদুলিল্লাহ্‌। এমনি এক দিনে আওন রাহবার আর হ্যারির জন্য আমি খুব কেঁদেছিলাম। যেদিন ওরা আমাকে সম্ভোধন করে বলেছিলো, আপনি আমাদের খালামনি + মামুনি = খাম্মুনি।
আল্লাহ্‌কে সাক্ষী রেখে আমিও আজ থেকে আপনাকে ছোট আদরের ভাইটি হিসাবে মন থেকে বরণ করে নিলাম আলহামদুলিল্লাহ্‌।
আপনার জন্য আমার নিরন্তর দোয়া ও শুভকামনা রইলো এবং আজীবন থাকবে ইনশাআল্লাহ।

আল্লাহু আকবর।
১৪ মার্চ ২০১৫ রাত ০১:০০
249763
দ্য স্লেভ লিখেছেন : আমিন। যে সময়ে আপনি আমার জন্যে কেদেছেন সেসময়ের অনুভূতি নিয়ে আমি একটা লেখা পোস্ট করতে যাচ্ছি। দেকী সময়ে মিলে কিনা। এখন আমার সময় দুপুর ১২টা। আমার ভেতরে এক ভিন্ন অনুভূতির সৃষ্টি হয়েছিল সম্ভবত ১১টায় ,১০ মিনিট আগে পরে হতে পারে। অর্থাৎ ১ ঘন্টা আগে।
১৪ মার্চ ২০১৫ রাত ০৮:৫৫
249883
সন্ধাতারা লিখেছেন : পরম করুণাময় আমার ভাইটির নেক নিয়্যত পূর্ণ করে দিন। আমীন।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
308742
১৩ মার্চ ২০১৫ রাত ১১:৩৯
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু ।

আপু আমি কাউকে তুই , তুমি বলতে পারি না ছোট বড় সবাইকে আপনি বলি ।

এখন অভিযোগ দিলাম আপনি যাকে আদরের ছোট ভাই বানালেন সে কিন্তু মানুষকে তুই বলে ।

ধন্যবাদ আপু ।
১৪ মার্চ ২০১৫ রাত ১২:৩৪
249759
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আফ্রাম্নি। তোমাকে দুর থেকে যতটুকু জানি তুমি অনেক সুন্দর মনের একটি মেয়ে। তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি এবং পছন্দও করি। তোমাকে ছোট বোন হিসাবে মাঝে মাঝে উপদেশমূলক দু’ একটি কথাও বলি। যদিও মনে হয় তা উচিৎ নয়।
আমরা সবাই জানি তুমি অনেক বুদ্ধিমতী এবং সহজ সরল অনেক ক্ষেত্রে। তাই বলবো মন্তব্য এবং প্রতিমন্তব্যের ক্ষেত্রে আরেকটু সতর্ক হতে। সম্মান স্নেহ ভালোবাসা আদর মমতা কেউ কাউকে এমনি এমনি দেয় না তা অর্জন করতে হয়। আমি জানি সে গুণাবলী তোমার মধ্যে আছে।

আমার আদরের ছোট ভাইটির কাছেও আমার প্রত্যশা থাকবে কোন সঙ্গত কারণ ছাড়া সে যেন অনাহুত কাউকে মনোঃকষ্টমূলক সম্মোধন ভবিষ্যতে আর না করে।

এবার একটু হাসো আমার ছোট্টবোন আফ্রাম্নি।
১৪ মার্চ ২০১৫ রাত ০১:৫১
249766
দ্য স্লেভ লিখেছেন : @ আফরা: সন্ধ্যাতারা আমাদের অনেক সিনয়র বোন। আর আপনাকে আমি কয়েকবার তুই সম্বোধন করেছি,সেটা আপন ভেবেই। আপনি রাগ করবেন সেটা কখনও ভাবিনি। তবে আমি তুই সম্বোধন করে কমেন্ট করব না। আপনি দয়া করে কষ্ট পাবেন না। আমি দু:খিত।
১৪ মার্চ ২০১৫ রাত ০২:৫৫
249773
আফরা লিখেছেন : আপু আপনার উপদেশ আমার মনে থাকবে ।তবে মনে হচ্ছে আপু আপনি মনে হয় আমার কথাটাকে সিরিয়াস ভাবে নিয়েছেন । দ্য স্লেভ ভাইয়া আমাকে তুই যেমন ফান করে বলেছেন আমি সেটা ফান হিসাবেই আমি মনে কোন কষ্ট পাই নি ।

এই পোষ্টে দেখাম আপনারা আল্লাহকে সাক্ষী রেখে ভাই বোন হয়েছেন তাই আমি যাষ্ট ফান করেই বড় বোনের কাছে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছি আপু এটা যাষ্ট ফান ছাড়া আর কোন উদ্দেশ্য ছিল না ।

ধন্যবাদ আপু । @ সন্ধাতারা আপু
১৪ মার্চ ২০১৫ রাত ০২:৫৭
249774
আফরা লিখেছেন : সরি , দ্য স্লেভ ভাইয়া এটা আমি যাষ্ট ফান করেই বলেছি আপুকে । আপনি মনে কিছু নিবেন না । @ দ্য স্লেভ ভাইয়া
১৪ মার্চ ২০১৫ রাত ০৯:০০
249884
সন্ধাতারা লিখেছেন : জেনে আনন্দিত হলাম @ আফ্রাম্নি। একটু হাসতে বলেছিলাম...?!!
১০
308748
১৪ মার্চ ২০১৫ রাত ১২:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মরহুম ডাঃ নুরুল ইসলাম সাহেব কম খেতেন কিন্তু সুস্বাদু খাবার খুব পছন্দ করতেন।
একজন মানুষের উচ্চ শিক্ষা কে বাধা দেওয়ার জন্য একটি পুরা স্কলারশিপ ই বাতিল করে দেওয়া হলো!!!
আমাদের সংকির্ন দৃষ্টিভঙ্গি আমাদের কতটুক ক্ষতি করেছে। আমার মনে হয় আপনার উচিত হবে সঠিক সময়ে এই কাজে জড়িতদের নাম প্রকাশ করা। কারন এরা দেশের শত্রু সেটা প্রমানিত বিষয়।
১৪ মার্চ ২০১৫ রাত ১২:৪৮
249760
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় সবুজ ভাইয়া। আপনি ঠিকই বলেছেন, স্যার নির্বাচিত এবং পরিমিত খাবার খেতেন। স্যারকে যখন জিজ্ঞাসা করেছিলাম আপনার কী খেতে পছন্দ উনি স্মিত একটু হাসি দিয়ে বলেছিলেন আমার খাবার বাসা থেকে আসে আপনার কষ্ট করার দরকার নেই। কিন্ত নিজের আত্মতৃপ্তির জন্যই সেদিন খাবার নিয়ে গিয়েছিলাম স্যারের জন্য।

যারা এসব অন্যায় ও অনৈতিক কাজগুলো করেছে সমাজ, পেশার এবং দেশের মানুষের কাছে তারা ভালভাবে চিহ্নিত। সেসময়ে আমার বিবৃতি, সংবাদ সম্মেলনের ছবি সবই দৈনিক এবং অন্যান্য পত্রিকায় ছাপাও হয়েছে।
চমৎকার একটি মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
Happy Happy Happy Happy Happy
১১
308763
১৪ মার্চ ২০১৫ রাত ০৩:২৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় আপুনি! আপনার আজকের পোস্টটি পড়ে খুব খুব খুব বেশি করে শ্রদ্ধা আর ভালোবাসতে ইচ্ছ করছে আপনাকে! আপনার জীবন পথের কন্টক গুলোক আল্লাহ কুসুমপুষ্পকলিতে পরিনত করে দিন এই দোআ রইলো!

পরের পর্বের অপেক্ষায়.......

জাযাকিল্লাহু খাইর Good Luck Love Struck Praying Angel Happy Rose Music Good Luck Star
১৪ মার্চ ২০১৫ রাত ০৯:০৭
249887
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপুজ্বি। আপনার মন্তব্য হৃদয়ে অনেক আনন্দ বয়ে এনে দিলো। আপনার প্রতিও আমার একই রকম অনুভূতি আপু। অনেক অনেক স্নেহ ও মায়ামমতায় পূর্ণ দোয়া ও অনিঃশেষ শুভেচ্ছা রইলো।

প্রেরণাপূর্ণ অনুভূতিসহ পরের পর্ব লিখার উৎসাহ জাগিয়ে দেয়ার কৃতজ্ঞতা। Happy Happy Happy Happy

জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Happy Happy Happy
১২
308794
১৪ মার্চ ২০১৫ সকাল ০৯:৫০
মেঘে ঢাকা আকাশ লিখেছেন : আসসালামু আলাইকুম আপি,নেক ভাল লাগলো,আর অনেক দোয়া রইল
১৪ মার্চ ২০১৫ রাত ০৯:১১
249888
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য নিরন্তর দোয়া ও শুভকামনা রইলো।
জাজাকাল্লাহু খাইর।

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৩
308940
১৪ মার্চ ২০১৫ রাত ০৯:৫৫
আবু জান্নাত লিখেছেন : ইয়া আল্লাহ! ব্লগে কত কান্নাকটি, আত্মীয়তা, আপনজন হয়ে যাচ্ছে, আর আমি কোথায়?
আসলে শুক্রবার ডিউটি নেই বিধায় একটু ফ্রিভাবে ঘুরাফেরা করি। বাড়িতে ফোন করে মা, বাবা, ভাই, বোন, জান্নাত ও তার মায়ের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করি। ব্লগে আসা হয় না। খূব সুন্দর অতীত লিখলেন। অনেক সালাম রইল খালামনি।
১৪ মার্চ ২০১৫ রাত ১১:৩৬
249920
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ছোট আংকেল। আপনি আপনার স্থানে চিরজীবন থাকবেন ইনশাল্লাহ। আপনার জায়গা কেউ নিতে পারবে না। আমি আসলে অনেক আবেগপ্রবণ। সেজন্য প্রায়ই অনেক কষ্টও পেতে হয় আপনজনদের কাছ থেকে। তাই কেউ আপন ভাবলে আমি আবেগাপ্লুত হয়ে যাই।
খুব ভালো লাগলো জেনে যে, ছুটির দিনে আপনজনের সাথে কুশলাদি ও সুখ দুঃখ শেয়ার করেন। জান্নাতমণির দোয়া ও শুভকামনা রইলো। পরিবারের সকলের প্রতি সালাম।

Good Luck Good Luck Good Luck Good Luck
১৪
308982
১৫ মার্চ ২০১৫ রাত ১২:১৩
সন্ধাতারা লিখেছেন : শ্রদ্ধেয় ছোট আংকেলের জন্য...।











১৫
309224
১৬ মার্চ ২০১৫ সকাল ০৭:১৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : খুব ইন্টেরেস্টিং ব্যাপার! আমাদের ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা এবং সাবেক চেয়ারম্যান সব ছাত্র ছাত্রীদের তুমি করে বলতেন, ব্যবহার ছিল অমায়িক, হাসি ছাড়া কখনোই কথা বলতেন না, রাগ জিনিসটা উনার মধ্যে কখনো দেখিনি, এমন প্রিয়ভাজন একজন আজ আমাদের মাঝে নেই, আশা বিশ্ববিদ্যালয়ে ভিসির দায়িত্বে আছেন।

আপনার পরম আত্মীয় অধ্যাপক নুরুল ইসলাম ঠিক তেমনি একজন। অবশেষে কোর্সে অংশগ্রহণ করতে পেরেছেন বলে আপনাকে অভিনন্দন।

চলবে আমিও চলব।
১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
250283
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় প্রিয় ভাইয়া। এই ফাঁকে আপনার প্রিয়জনের কথা জেনে অনেক ভালো লাগলো। অমায়িক অসাধারণ মানুষগুলো চিরকালই মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকে শ্রদ্ধায় আর ভক্তিতে সিক্ত হয়ে। যা ভাবতে ভীষণ ভালো লাগে আমার।

ঠিক বলেছেন ভাইয়া এই অনন্য ব্যক্তিত্বের অধিকারী মানুষটির গুণের যে অমরিমেয় স্নেহের স্নিগ্ধতা আমার জীবনে পেয়েছি তা ভাষায় অবর্ণনীয়।
আপনার মূল্যবান উপস্থিতি ও প্রেরণা সত্যিই তুলনাহীন ভাইয়া।
আপনার জন্য অনিঃশেষ দোয়া ও শুভকামনা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৬ মার্চ ২০১৫ রাত ০৮:২১
250305
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার শিক্ষক 'তুমি' নয় বরং সবাইকে আপনি করে বলতেন। আমি কমেন্টে 'আপনি' লিখার পরিবর্তে ভুলে 'তুমি' লিখেছি। অনিচ্ছাকৃত ভুলের জন্য স...রি না! বড় বোনের কাছে ভুল হতেই পারে।
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৯
254449
সন্ধাতারা লিখেছেন : ঠিকই বলেছেন!!
১৬
313095
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুনি!
চলুক সাথেই আছি.........।
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫০
254450
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শ্রদ্ধেয়া আপুজ্বি। আপনার মূল্যবান উপস্থিতি, প্রেরণাময় উৎসাহ ও ভালোলাগা অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File