ইয়া আল্লাহ্ !
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৯ মার্চ, ২০১৫, ১১:২৮:৫১ রাত
ঊষার মায়াবী আলোয়
সুমিষ্ট আযান
কোথায় ভরেছো দেহে
সুরের বাগান।
সন্তান ভূমিষ্ট হলে
মাকে দুগ্ধ দাও ঢেলে
অসংখ্য মহিমা তোমার
জেগে উঠে দেলে।
তোমার লীলা বোঝে
আছে কার শান
অনন্ত অসীম তুমি
তুমি মহীয়ান।
আশরাফুল মখলুক তোমার
সেরা সৃজন
এক দেহে হাজার বিস্ময়
তোমারি কল্যাণ।
রকমারি স্বাদের ডালি
সুঘ্রাণ রমরমা
পাপী বান্দার অনুতাপে
করে দাও ক্ষমা!
সুখ দুঃখের অনুভূতি
যায় না কভূ দেখা
কেমন করে দূর আকাশে
পাখী মেলে পাখা।
ঋতু বৈচিত্রের দৃশ্য
কোথা থেকে আসে
দখিনা মলয় হতে
কাশ ফুল ভাসে।
বাধা বন্ধনে আছে
সৃষ্টির যত সুখ
নিজের অপরাধে যেন
না হই বিমুখ।
ক্লান্ত পথিক বসে
বটের ছায়ায়
মর্মভেদী দুঃখ তার
ক্ষণিক জুড়ায়।
অনন্ত রূপে ধরা
করেছো রূপায়ণ
অবাক বিস্ময় শুধু
গগণ ও ভূবন।
হাজার রঙের ভেলা
আকাশের বুকে ভাসে
বজ্র বর্ষণ বিজলী
কোথা থেকে আসে।
মৌমাছির নিপুণ কৌশল
মধু আহরণ
লুকিয়ে আছে সেথা
অফুরান জ্ঞান।
তুমি মালিক প্রভূ তুমি
রহীম রাহমান
অপার নেয়ামতে ভরা
জমিন ও আসমান।
হাজারো বিস্ময়ে তুমি
করো অভিভূত
কৃপায় সিক্ত হয়ে
মাথা করি নত।
বিষয়: বিবিধ
১১৭৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করো অভিভূত
কৃপায় সিক্ত হয়ে
মাথা করি নত।
সুবাহান আল্লাহ !! কি সুন্দর হয়েছে আপু ।
ভালো থেকো অনেক ভালো।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও নিরন্তর শুভেচ্ছা রইলো।
মাঝ রাতে পোষ্ট দিয়েছেন। ঘুমিয়ে ছিলাম। ভোরে উঠেই দেখি লাউ রান্না হচ্ছে তাও আবার স্লেভ ভাইয়ার হাতে তাই প্রথম পদার্পণ আপনার বাড়ীতেই ...।
জাজাকাল্লাহু খাইর।
সুন্দর দোয়ায় আমীন।
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
তাই সব কিছুই ভাল লাগে কারন টাকা নাই আর কিছু নাই কিছু করার ও নাই।
আল্লাহ ভরসা!
বাহ! দারুন হয়েছে গো খালামনি। জাযাকিল্লাহ খাইর। (সালাম রইল কিন্তু)।
ভালো থাকবেন খুব ভালো সবসময়। প্রাণভরা দোয়া রইলো আপনিসহ পরিবারের সকলের জন্য।
আছে কার শান
অনন্ত অসীম তুমি
তুমি মহীয়ান।
মন্তব্য করতে লগইন করুন