প্রতীক্ষাতুর বিধবার মন
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৭ মার্চ, ২০১৫, ০৪:১৫:০৮ রাত
প্রতীক্ষাতুর ব্যথিত আঁখি
উতলা ছল ছল
অশেষ তৃষ্ণার মাঝে
খোঁজে সমূদ্রের অতল।
প্রেমানুভূতির ফুলপল্লবে
ডুবে গেছে মনো চাঁদ
রক্তাক্ত স্মৃতির বনতলে
চিরবিদ্ধ বিদায় বিষাদ।
সবুজ ঘাসের শীষে মিশে
কষ্টের মলিত মোচড়
অপূর্ণতায় বিষণ্ণ পথিক
স্বপ্নভঙ্গ ধূলির আঁচড়।
আদর্শ চেতনার জিগরের খুনে
নেই আজ মূল্যবোধ
ঘুমহীন রাতে মনের বেদনা
স্বপ্নাচ্ছন্ন প্রজন্মের শোধ।
প্রানৈশ্বর্যে দীপাগ্নি জ্বলে
অনন্ত দিল দরিয়ায়
নিভে গেছে চেরাগের আলো
দ্যুতিহীন ক্ষুধিত সুষমায়।
আশায় আশায় প্রহর গুণে
নিশীথের বনছায়
চির বন্ধুর শোকের ব্যথা
কেমনে ভুলিব হায়!!!
বিষয়: বিবিধ
১৬২৫ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার প্রতিটা লিখায় সাহিত্যর উচ্চমান খেয়াল করেছি মাশা আল্লাহ!
সুন্দর ব্যাথাতুর কবিতা !
আপনার জন্য অনিঃশেষ দোয়া ও শুভেচ্ছা রইলো।
আপনার হৃদয়স্পর্শী দোয়ায় আমীন।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো।
অনুভূতিগুলোও অনুভব করার মত।অনেক ভাল লাগলো...শ্রদ্ধেয় আপুনি।বিশেষ করে ধন্যবাদ নিবেন।
আপনার হৃদয়স্পর্শী সুন্দর ভালোলাগা অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভাশীষ রইলো।
ভালো থাকবেন খুব ভালো। দোয়া রইলো।
ভুলা যায় না তবে জীবন থেমে থাকে না চলে যায় । অনেক ধন্যবাদ আপু ।
তোমার জন্য অনিঃশেষ দোয়া ও শুভেচ্ছা রইলো।
সুন্দর প্রেরণাময় অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো।
মাথা ব্যাথা হয়ে গেল
তবে ভাল লাগলো।
ধন্যবাদ।
কষ্টের মলিত মোচড়
অপূর্ণতায় বিষণ্ণ পথিক
স্বপ্নভঙ্গ ধূলির আঁচড়।
মাশাআল্রাহ। মলাটের ভিতর চাই। চমকার। অনেক অনেক মোবারকবাদ।
ডুবে গেছে মনো চাঁদ
রক্তাক্ত স্মৃতির বনতলে
চিরবিদ্ধ বিদায় বিষাদ।
মন্তব্য করতে লগইন করুন