সোনার বাংলা চাই
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:২৪:৫১ রাত
শ্মশান আজ সোনার বাংলা
হাসছে ভয়ঙ্কর
দানবের গর্জনে সদা
শূন্য চরাচর।
রক্তস্রোত লাশের সারি
তুমি পিলখানা
শাপলা চত্তরের গণমৃত্যু
জাতি দেখলো না!
বেদন নয় বজ্রপাতের শব্দ
বুকে বহ্নি জ্বলে
লাশের মিছিল রাঙানো সারি
প্রতিবাদের অনলে।
রুদ্র তাপে শোকের মাতম
হানছে আজ ফাল্গুনে
মরণ ব্যথায় প্রাণ উদাসী
আর কত কালগুণে?
প্রলয়ংকারী ঝড় তুফানে
নৃশংসতা জমছে বেশ
আর কতকাল গুলি খেয়ে
ধ্বংস হবে মোদের দেশ?
রুদ্র ললাট বরণ করে
কেন জাগবে না বঙ্গবীর?
আর কত হানবে বুকে
শকুনের বিনাশী তীর?
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুড়তে পুড়তে কয়লা হল তবুও কাটলনা দ্বেষ
ভালো থাকবেন, খুব ভালো সবসময়। দোয়া রইলো।
শুভ রাত্রি।
ভালো থাকবেন, খুব ভালো সবসময়। দোয়া রইলো।
শকুনের বিনাশী তীর? [/b
আসসালামুআলাইকুম। একই প্রশ্ন সবার!
আপনার মূল্যবান উপস্থিতি ও হৃদ্যতাপূর্ণ প্রেরণাময় অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
জনপদের সামগ্রিক উদাসিনতা আর ভাবনাহীন অন্যায় কর্মের অভিশপ্ত ফল হল বর্তমান শ্বাসরুদ্ধকর কঠিন পরিস্হিতি!
তবে- অনুতপ্ত হ্রদয়ে করুণাময় প্রভুর দরবারে ক্ষমা ও সাহায্যের মিনতী এমন বিভিষিকার অবসান ঘটাতে পারে!
গঠনমূলক সুন্দর মন্তব্য ও বাস্তব অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন