; ; মমতাহীনা মমতার দুর্লভ প্রেম!! ; ;
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৪৬:৩৪ রাত
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাংলাদেশে সফররত। তিনি বিমান বন্দরে পা রেখে বলেছেন, “যেন নিজের দেশে এসেছি”। তার কাছে প্রশ্ন, এই প্রেমবোধ থেকেই বুঝি আপনি বাংলাদেশের মানুষের জন্য তিস্তার ন্যায্য হিস্যার পানি বন্ধ করে দিয়েছেন! পানি না দিয়ে শুকিয়ে ঝাঁঝরা বানাচ্ছেন! সত্যিই একেই বলে মানবপ্রেম, বন্ধুপ্রেম! তার প্রেম নাটকের এখানেই শেষ নয়! এরপর “দুই বাংলা এক করার” নাটক মঞ্চস্থ হল গত শুক্রবার সোনার গাঁ হোটেলে। যেখানে ঢাকার ভারতীয় হাইকমিশন আয়োজন করেন “বৈঠকী বাংলা” অনুষ্ঠান। মূলতঃ এই আয়োজন ছিল মমতার সাথে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মতবিনিময় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পরিকল্পনা মাফিক পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক দেব, রাখ ঢাক না করেই “দুই বাংলা এক করার” প্রস্তাব পেশ করে তার স্বপক্ষে যুক্তিও খাড়া করেছেন। একইসাথে বাংলাদেশ এবং ভারত সরকারের কাছে “দুই বাংলা এক করার” অনুরোধও জানিয়েছেন তিনি।
দেব বাবু আরও বলেছেন, দুই বাংলার স্বপ্ন এক, ইচ্ছেও এক। সবকিছুই এক। তাই দুই বাংলার এক হওয়া প্রয়োজন। বাহ! চমৎকার প্রস্তাব বটে! দেব বাবু!! তার বক্তব্যকে চাঙ্গা করেছেন আর এক ভারতীয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। তিনি বলেন, এখন থেকে এপার বাংলা, ওপার বাংলা না বললেই বোধ হয় ভালো। মমতা বুবু ভালো মন্ত্রই সাথে করে এনেছেন বাংলাদেশের হাসিনা দিদির জন্য! এযেন মমতাহীনা মমতার দুর্লভ প্রেম!!
আপনারা কী বলেন?
বিষয়: বিবিধ
১৩৭৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর ভাইয়া।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
খালামনি কে ধন্যবাদ।
বিজ্ঞ অভিমত রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন