হে পথিক একটু শোন...।
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০১:৪৭ রাত
একদিন এক সুন্দর আনন্দঘন মুহূর্তে আলাপচারিতা হচ্ছিল আমার একমাত্র সন্তানের সাথে। তখন সে ম্যাপেললিফ ইংলিশ মিডিয়ামের “ও” লেভেলের ছাত্র। লেখাপড়ায় ভালো হওয়ার পাশাপাশি এতো অল্প বয়সে মুখে দাড়ি ও পোশাকের কারণে প্রত্যেক অভিভাবক তাকে খুব ভালভাবে চিনতো। ইসলাম ধর্মের বিভিন্ন প্রসংঙ্গ নিয়ে কথা বলতে মুখিয়ে থাকতো সে সারাক্ষণ। যাহোক, কথোপকথনের এক পর্যায়ে সে কিছু কথা সেদিন বলেছিল যা আজও আমাকে বেশ নাড়া দেয়। সে বলেছিলো, মা আমরা এই পৃথিবীতে সবাই ক্ষণিকের মেহমান। যার সংক্ষিপ্ত সারটুকু বর্ণিত হলো, যা আজও আমাকে ভাবিত করে বার বার।
হে ক্ষণিকের পথিক কখনো কী ভেবেছো তোমার গন্তব্যের পরিসমাপ্তি কোথায়? কোন পথেই বা চলছো তুমি পথের দিশা হারিয়ে? তুমি কি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত দিনযাপন ও আনন্দ ফূর্তির করার জন্য শ্রেষ্ঠতম মাখলুকাত হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছো?
ভোরের আযানের সাথে সাথে শুরু হয় তোমার পথ চলা, বাড়ে কর্মোদ্দীপনা। আবার দিনে শেষে ঘর্মাক্ত পরিশ্রান্ত হয়ে রুটিন কর্ম সেরে যথারীতি ঘুমিয়ে থাকাই কী তোমার একমাত্র কাজ? রুটি রুজি আহরণে সারাদিন সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছো, জেনে শুনে সত্য গোপন করছো, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করছো হরহামেশাই! একটুও কি ভাবো এর পরিণাম ফল কী হবে?
তুমি কী কিয়ামতের মাঠে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে না? রবের সাথে যে নিশ্চিত সাক্ষাৎ ঘটবে সে বিষয়ে কী তোমার কোন সংশয় আছে?! বিচার শেষে কিয়ামতের দিন কঠিনতম শাস্তির কথা কী তুমি বেমালুম ভুলে গেছো?
তাহলে কী তুমি কোরআনের কিছু কথা বিশ্বাস করো, আর কিছু বিষয় অবিশ্বাস করো তোমাদের নিজস্ব ভাল মন্দের বিবেচনায়? তুমি কি শুধু আল্লাহ্র আদেশ পালন করার জন্য নির্দেশিত হওনি?
হে পথিক! ঘুমাতে যাওয়ার পূর্বে সারাদিনের কর্মকাণ্ড নিয়ে তুমি কিছুক্ষণের জন্য হলেও একটু ভাবো এবং নিজেকে ত্রুটিমুক্ত ও সংশোধিত করো পরবর্তী মুহূর্তের জন্য। ডাক আসার পূর্বেই কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ো। নিজেকে প্রস্তুত করো। কেননা কখন কার শেষ মুহূর্ত ঘনিয়ে আসবে আমরা কেহই সে সম্পর্কে নিশ্চিত নই। কাফনের এক টুকরা সাদা কাপড় ব্যতীত আর কিছুই কিন্তু সেখানে সঙ্গে নেয়ার কোন অবকাশ নেই!
পরম করুণাময় আমাদের সকলকেই এই কুটিল আবর্ত থেকে মুক্ত করে ক্ষমা ও অনুগ্রহপ্রাপ্ত কৃতজ্ঞ বান্দাহহের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন এবং হেদায়ত ও সঠিক পথ প্রাপ্তির ছায়াতলে দু’নো জাহানে আশ্রয় দিন। আমীন।
বিষয়: বিবিধ
১৭৭৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো থাকবেন খুব ভালো সবসময়। দোয়া রইলো।
বোনের জন্য দোয়া রাখবেন।
আপনাকে কী বলে সম্বোধন করবো ভেবে পাচ্ছি না!
আপনার মূল্যবান উপস্থিতি, জ্ঞানগর্ভ ও প্রেরনাময় সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে সঠিক ভাবে বুঝার ও সে অনুযায়ী চলার তৌফিক দান করুন । আমীন ।
তোমার মূল্যবান উপস্থিতি ও প্রেরনাময় সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
আপনার গুরুত্বপূর্ণ দোয়ায় আমীন।
আপনার মহা মূল্যবান উপস্থিতি ও গুরুত্বপূর্ণ অনুভূতি শিক্ষণীয় হোক এবং দ্বীনের আলোকে পরম করুণাময় সকলকেই পথ চলার তৌফিক দিন আমীন।
আপনার সুন্দর দোয়ায় আমীন।
ছোট্ট কাল থেকেই শুনে আসা প্রিয় মামার গজল- "ওগো কবর গায়ের মাটি!
দুনিয়ার সব মায়ার পিছনে-
তোমায় জেনেছি খাটি!!"
কর্ণকুহরে বাজলেও সদা,উপলব্ধিতে নিতে পারছি না শয়তানের প্ররোচনায়!
"আল্লাহ আমাকে হেদায়েত দান করুন"এই প্রার্থনার আবেদন জানাচ্ছি শ্রদ্ধেয়া আপুজ্বী!
ভালো থাকবেন খুব ভালো সবসময়। দোয়া রইলো।
আপনার সুন্দর দোয়ায় আমীন।
প্রতিটি মুসলিমের প্রতি মূহুর্তে ৩টি সম্পর্কের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা উচিত;
১-স্রষ্টার সাথে সম্পর্ক
২-সৃষ্টির সাথে সম্পর্ক
৩-নিজ সত্ত্বার সাথে সম্পর্ক
ভাল লাগল। অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন