আন্দোলনের উত্তাপে বেসামাল সরকার!!!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ৩১ জানুয়ারি, ২০১৫, ০৬:৪১:৪৫ সন্ধ্যা
গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ভোটাধিকার নিশ্চিতকরণের পক্ষের চলমান তীব্র আন্দোলন ক্রমেই বেগবান হচ্ছে। আর এই তীব্র থেকে তীব্রতর আন্দোলনের চূড়ান্ত জোয়ারে খেই হারিয়ে ফেলছে ভোটবিহীন সরকার। দিন যতই গড়াচ্ছে তাদের পাগলামির মাত্রাও যেন চরম মাত্রারিক্ত হয়ে উঠছে। রাজনৈতিকভাবে দেউলিয়াগ্রস্ত হয়ে বিপর্যস্ত সরকার রাজনৈতিক ইস্যুগুলো গায়ের জোরে মোকাবিলা করার ভয়ংকর খেলায় মত্ত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত রাত থেকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে অন্ধকার পরিবেশে টেলিফোন, মোবাইল এবং নেট ওয়ার্ক সুবিধা থেকে বঞ্চিত করে ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করার পথ খুঁজছে যা খুবই হাস্যকর।
গত শুক্রবার নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান পানি - বিদ্যুৎ - গ্যাস বন্ধ করে খালেদা জিয়ার কার্যালয়ে খাবার নিয়ে যাওয়া বন্ধ করার হুমকি দিয়েছিলেন। একই দিনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়েছেন।
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সরকার অবৈধ রাজত্ব দিয়ে অবাধে ভয়াবহ অপরাধ যেমন হত্যাযজ্ঞ, গুম, ধর্ষণ, লুণ্ঠনসহ সহিংস নির্বিচার আক্রমণ করার অবানবিক কার্যক্রম চালাতে উৎসাহিত করা হচ্ছে। দেশের সর্বোচ্চ ক্ষমতার চূড়ায় বসে “সব দায়িত্ব আমার” বলে নির্বিঘ্নে জুলুম অত্যাচারকে অবারিত করা হচ্ছে যেখানে অসহায় সাধারণ মানুষ, মসজিদ মাদ্রাসার অরাজনৈতিক আলেম ওলামা এবং দ্বিমত পোষণকারী মানুষ কেহই এই থাবা থেকে রেহাই পাচ্ছে না। গতরাতে গ্রেফতার করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে। রিমান্ডে নেয়া হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে। দেশের জন্য জামায়াত শিবিরের নজিরবিহীন আত্মাহুতি ও অবর্ণনীয় ত্যাগ ইতিমধ্যেই ইতিহাসের পাতায় উজ্জ্বল আভায় উদ্ভাসিত হয়েছে।
কারাগারের ধারণ ক্ষমতা যেখানে ২৯ হাজার সেখানে আশি হাজার বন্দীকে ভয়াবহ অমানবিক বিপর্যস্তকর পরিবেশে রাখা হয়েছে (দৈনিক আমার দেশ ১৭/০১/১৫)। সারাদেশ রুদ্ধ কারাগার। ভয়ংকর অস্থিরতা বিরাজ করছে। আর সবকিছুই ঘটছে বর্তমান ক্ষমতালিপ্সু সরকার কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিলের কারণে।
অসহনীয় বিষাক্ত পরিবেশে গ্রাম বাংলার নিরস্ত্র মানুষের প্রতিবাদী ভাষার আগুন সারাদেশে দাবানলের মত দাউ দাউ করে জ্বলছে। এমতাবস্থায় দিশেহারা সরকারের বাঁচার পথ উন্মুক্ত আছে কি?
বিষয়: বিবিধ
১৬৯৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নো কমেন্ট কেন আপুজ্বি?!
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
এই বেত্তুমিজ সরকারকে নিয়ে কিছু বলতেও আর ভাল লাগেনা
আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সোনাটা ভাল আছে আপু।আপনি কেমন আছেন?
সোনামণিটা ভালো আছে জেনে খুব ভালো লাগলো। অপরাধবোধে ভুগছি। আমার আসলে খোঁজ নেয়া উচিৎ ছিল। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ্।
সবাই ভালো থেকো খুব ভালো। দোয়া রইলো। আপুর জন্য দোয়া রাখিও।
বারাকাল্লাহু ফিক।
আমিন
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ....শ্রদ্ধেয়া আপুজ্বী!
বরাবরেই নান্দনিক সাবলীল উপস্হাপনা!জাযাকিল্লাহু খাইরান জানাচ্ছি!
অত্যাচারী স্বৈরাচারী শাসক শ্রেণী এমন করেই তাদের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে চায়,যদিও শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয় সকল স্বপ্ন-আশা!
ওরা ইতিহাস থেকে শিক্ষা কখনই নিতে চায় না!
খালেদা কে নিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের উচ্ছাস-আবেগ বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে মনে হয়! মন্দের ভাল হিসেবে খালেদা তথা বিএনপি কে আপাততঃ সাপোর্ট করলেও বেশী মাতামাতি সঠিক মনে হয় না!!
আর হ্যাঁ বেসুরা লাগলেও বলতেই হয়, বাংলাদেশে আসলেই কী কোন পুরুষ মানুষ আছে ভাইয়া? বিশ্বাস করতে অনেক কষ্ট হয় যখন দেখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর বেগম রওশন এরশাদ তিন নারী নেতৃত্ব দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন!!!
জাজাকাল্লাহু খাইর।
আল্লাহ নিশ্চয়ই আমাদেরই সাথে আছেন।
আপনার মর্মস্পর্শী দোয়ায় আমীন। মন্তব্য ও দোয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আমারও জীবনে সাংগঠনিক অনেক তিক্ত অভিজ্ঞতা আছে ভাইয়া।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
মন্তব্য করতে লগইন করুন