Rolling on the Floor Rolling on the Floor আন্দোলনের উত্তাপে বেসামাল সরকার!!! Rolling on the Floor Rolling on the Floor

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ৩১ জানুয়ারি, ২০১৫, ০৬:৪১:৪৫ সন্ধ্যা



গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ভোটাধিকার নিশ্চিতকরণের পক্ষের চলমান তীব্র আন্দোলন ক্রমেই বেগবান হচ্ছে। আর এই তীব্র থেকে তীব্রতর আন্দোলনের চূড়ান্ত জোয়ারে খেই হারিয়ে ফেলছে ভোটবিহীন সরকার। দিন যতই গড়াচ্ছে তাদের পাগলামির মাত্রাও যেন চরম মাত্রারিক্ত হয়ে উঠছে। রাজনৈতিকভাবে দেউলিয়াগ্রস্ত হয়ে বিপর্যস্ত সরকার রাজনৈতিক ইস্যুগুলো গায়ের জোরে মোকাবিলা করার ভয়ংকর খেলায় মত্ত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত রাত থেকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে অন্ধকার পরিবেশে টেলিফোন, মোবাইল এবং নেট ওয়ার্ক সুবিধা থেকে বঞ্চিত করে ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করার পথ খুঁজছে যা খুবই হাস্যকর।

গত শুক্রবার নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান পানি - বিদ্যুৎ - গ্যাস বন্ধ করে খালেদা জিয়ার কার্যালয়ে খাবার নিয়ে যাওয়া বন্ধ করার হুমকি দিয়েছিলেন। একই দিনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়েছেন।

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সরকার অবৈধ রাজত্ব দিয়ে অবাধে ভয়াবহ অপরাধ যেমন হত্যাযজ্ঞ, গুম, ধর্ষণ, লুণ্ঠনসহ সহিংস নির্বিচার আক্রমণ করার অবানবিক কার্যক্রম চালাতে উৎসাহিত করা হচ্ছে। দেশের সর্বোচ্চ ক্ষমতার চূড়ায় বসে “সব দায়িত্ব আমার” বলে নির্বিঘ্নে জুলুম অত্যাচারকে অবারিত করা হচ্ছে যেখানে অসহায় সাধারণ মানুষ, মসজিদ মাদ্রাসার অরাজনৈতিক আলেম ওলামা এবং দ্বিমত পোষণকারী মানুষ কেহই এই থাবা থেকে রেহাই পাচ্ছে না। গতরাতে গ্রেফতার করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে। রিমান্ডে নেয়া হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে। দেশের জন্য জামায়াত শিবিরের নজিরবিহীন আত্মাহুতি ও অবর্ণনীয় ত্যাগ ইতিমধ্যেই ইতিহাসের পাতায় উজ্জ্বল আভায় উদ্ভাসিত হয়েছে।

কারাগারের ধারণ ক্ষমতা যেখানে ২৯ হাজার সেখানে আশি হাজার বন্দীকে ভয়াবহ অমানবিক বিপর্যস্তকর পরিবেশে রাখা হয়েছে (দৈনিক আমার দেশ ১৭/০১/১৫)। সারাদেশ রুদ্ধ কারাগার। ভয়ংকর অস্থিরতা বিরাজ করছে। আর সবকিছুই ঘটছে বর্তমান ক্ষমতালিপ্সু সরকার কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিলের কারণে।

অসহনীয় বিষাক্ত পরিবেশে গ্রাম বাংলার নিরস্ত্র মানুষের প্রতিবাদী ভাষার আগুন সারাদেশে দাবানলের মত দাউ দাউ করে জ্বলছে। এমতাবস্থায় দিশেহারা সরকারের বাঁচার পথ উন্মুক্ত আছে কি?




বিষয়: বিবিধ

১৬৯৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302349
৩১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
আকবার লিখেছেন : সরকারের এই বেসামাল রাজনীতি একটি দেশকে যে কতটা বেসামাল করে দিচ্ছে সেটা বুঝার মানসিকতা গুমিয়ে গেছে আমাদের ব্রতমান প্রধানমন্ত্রীর --- তার পিতাকে জাতীর পিতা বানাতে ব্যস্ত থাকার জন্য --- সেইম-সেইম-সেইম শেখ হাসিনা -----
৩১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
244531
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। অনৈতিক ও অবৈধ পন্থায় ক্ষমতায় আঁকড়িয়ে থাকা এবং সহিংস কর্মের মধ্যে মসনদ প্রলম্বিত করার মানসিকতা আসলেই অনেক লজ্জাজনক। আপনার গভীর প্রজ্ঞাপূর্ণ অনুভূতির সাথে সহমত। জাজাকাল্লাহু খাইর।
302353
৩১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অত্যাচারিরা সবসময় নিজেকে অবধ্য বলে মনে করে। আর বর্তমান সরকার নিজেদের তাই বলে মনে করছে।
৩১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
244532
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ সবুজ ভাইয়া। সঠিক ও প্রজ্ঞাপূর্ণ অনুভূতির সাথে সহমত। জাজাকাল্লাহু খাইর।
302361
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:০৬
শেখের পোলা লিখেছেন : হারাম খোর সর্বোচ্য পোষ্য বাহিনীকি পা চেঁটেই যাবে৷ নাকি গাঁজার নেশায় বুঁদ৷
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২২
244534
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক এই অমানুষেরা তাদের বিবেক আর মনুষ্যত্বকে অনেক আগেই বিক্রি করে দিয়েছে ব্যক্তিস্বার্থে। মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।

302371
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৩৩
গন্ধসুধা লিখেছেন : নো কমেন্ট Yawn
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪৩
244544
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওApplause য়া বারাকাতুহু আপুনি। কেমন আছো? আমাদের সোনামণিটা এখন কেমন?
নো কমেন্ট কেন আপুজ্বি?!
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪৯
244547
গন্ধসুধা লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই বেত্তুমিজ সরকারকে নিয়ে কিছু বলতেও আর ভাল লাগেনাFrustrated
আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সোনাটা ভাল আছে আপু।আপনি কেমন আছেন?
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১১:২৪
244553
সন্ধাতারা লিখেছেন : ঠিক বলেছো আপুনি। তারপরও তো বলতেই হয় বিবেকের দায় থেকে।
সোনামণিটা ভালো আছে জেনে খুব ভালো লাগলো। অপরাধবোধে ভুগছি। আমার আসলে খোঁজ নেয়া উচিৎ ছিল। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ্‌।
সবাই ভালো থেকো খুব ভালো। দোয়া রইলো। আপুর জন্য দোয়া রাখিও।
বারাকাল্লাহু ফিক।
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১১:২৯
244554
গন্ধসুধা লিখেছেন : কি বলেন আপু? অপরাধবোধের কি আছে?আমিওতো আপনার খোঁজ নিতে পারিনি!একবার ফোন করেছিলাম অবশ্য,সম্ভবত আপনি ব্যস্ত ছিলেনHappy
আমিনPraying
৩১ জানুয়ারি ২০১৫ রাত ১১:৩৭
244557
সন্ধাতারা লিখেছেন : তাইনা কি? আসলেই লজ্জা পাচ্ছি। ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপুম্নি। প্রাণভরা দোয়া রইলো তোমাদের জন্য।
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৮
244565
গন্ধসুধা লিখেছেন : ব্যাপারনা আপু ,এরকম হতেই পারেLove Struck Love Struck
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৯
245058
সন্ধাতারা লিখেছেন : বহুত শুকরিয়া আপুজ্বি।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
302381
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:০২
আব্দুল গাফফার লিখেছেন : যেমন বাপ তেমন বেটি !দেশে যা হচ্ছে এই নিয়ে বাকশাল একটা ফিল্মে করলে কেমন হয়। এতে জাতির পিতাকেও তুলে ধরা হলো সাথে মেয়ে হাসিনা কেউ । সব শেষে যেটা বলতে চাই , দেশের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এত গুলো আত্মাহুতি ও অবর্ণনীয় ত্যাগ বৃথা যেতে পারেনা । আসিতেছে শুভদিন ইনশাআল্লাহ । আপনাকে অনেক ধন্যবাদ আপা । Good Luck Good Luck
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১২
244561
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। আপনার সাথে সহমত। জাজাকাল্লাহু খাইর।
302399
০১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪১
কাহাফ লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ....শ্রদ্ধেয়া আপুজ্বী!
বরাবরেই নান্দনিক সাবলীল উপস্হাপনা!জাযাকিল্লাহু খাইরান জানাচ্ছি!
অত্যাচারী স্বৈরাচারী শাসক শ্রেণী এমন করেই তাদের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে চায়,যদিও শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয় সকল স্বপ্ন-আশা!
ওরা ইতিহাস থেকে শিক্ষা কখনই নিতে চায় না!

খালেদা কে নিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের উচ্ছাস-আবেগ বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে মনে হয়! মন্দের ভাল হিসেবে খালেদা তথা বিএনপি কে আপাততঃ সাপোর্ট করলেও বেশী মাতামাতি সঠিক মনে হয় না!!
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
244770
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ কাহাফ ভাইয়া। চিত্তাকর্ষক উপস্থাপনায় সুন্দরভাবে সত্য তুলে ধরার জন্য জাজাকাল্লাহু খাইর।
আর হ্যাঁ বেসুরা লাগলেও বলতেই হয়, বাংলাদেশে আসলেই কী কোন পুরুষ মানুষ আছে ভাইয়া? বিশ্বাস করতে অনেক কষ্ট হয় যখন দেখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর বেগম রওশন এরশাদ তিন নারী নেতৃত্ব দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন!!!

জাজাকাল্লাহু খাইর।
302403
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:০৭
sarkar লিখেছেন : মুফাসসিল ইসলাম হাসিনাকে নিয়ে একটা চলচ্চিত্র বানানোর ঘোসনা দিয়েছে।যেটির নাম দিয়েছে "নাচ হাসিনা নাচ।"আমার মনে হয় সিনেমাটি মুক্তি পেলে দেখা যাবে জয় বাবু,শেখ সেলিম এবং হাসিনার অনেক অজানা কাহিনী।
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
244771
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার সাথে সহমত। সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
302649
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৬
সোহেল মোল্লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আল্লাহ নিশ্চয়ই আমাদেরই সাথে আছেন।
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৪৩
244816
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ সোহেল মোল্লা ভাইয়া। জ্বী ভাইয়া আল্লাহ্‌পাক মুমিনের ভরসা, অভিভাবক এবং একমাত্র আশ্রয়স্থল। সুন্দর মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু খাইর।
302694
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:১২
যা বলতে চাই লিখেছেন : ভোগবাদের অনিবার্য পরিণতি ভোগ করছে বাংলাদেশ। গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য ভুলতে চলেছে মুসলিম জনতা। আল্লাহর উপর ভরসা না করে এখন মুক্তির জন্য অনেকেই বোধ হয় ভর করছে খালেদা হাসিনার উপর। সহসা শান্তনা পাওয়ার মত পথ খুঁজে পাচ্ছিনা। শুধু এতটুকু জানি ইসলামের শত্রুতার বেলায় ওরা সবাই এক, ওদের আচরণ এক, ওদের লক্ষ্য উদ্দেশ্যও এক আর এক রকম ওদের বন্ধুত্বের ধরনও। কেবল আমরা ভুলে গিয়ে প্রতারিত হই বার কার। আল্লাহ্ তাআলা আমাদেরকে দুরদর্শী চিন্তা ভাবনা এবং প্রজ্ঞার সাথে তাঁর পথে এগিয়ে যাওয়ার তাওফিক দিন। আমিন। প্রিয় আপু, আশা করি ভাল আছেন। আপনার লেখাটি পড়ে আমার দেখা অতীতের অনেক কষ্টদায়ক স্মৃতি মনে পড়ে গেল, তাই একটু ভিন্ন রকম মন্তব্য করে ফেল্লাম। দোয়া করবেন। Good Luck Day Dreaming
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫৫
244817
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ যা বলতে চাই ভাইয়া। আপনার সাথে সহমত। মুমিনের ভরসা, অভিভাবক এবং একমাত্র আশ্রয়স্থল আল্লাহ্‌পাক হাসিনা বা খালেদা নন। কিন্তু দুর্ভাগ্য, যখন দেখি সঠিক প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে চারিদিকে নারী নেতৃত্ব, পুরুষরা সব পিছনে।
আপনার মর্মস্পর্শী দোয়ায় আমীন। মন্তব্য ও দোয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
আমারও জীবনে সাংগঠনিক অনেক তিক্ত অভিজ্ঞতা আছে ভাইয়া।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File