মৃত্যু বনাম মঞ্চনাটক এবং হেফাজত
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৬ জানুয়ারি, ২০১৫, ০৩:০৭:১৮ রাত
বিভিন্ন অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে কথা এবং স্বল্পদুর থেকে দেখা হলেও পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রীর পদে দায়িত্ব পালনকালে তাঁর সাথে আমাদের পাঁচ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধি দলের আলোচনা বৈঠক হয়েছিল। সেই আলচনায় তাঁর বিনয়ী নম্র ও প্রাণবন্ত বন্ধুসুলভ আচরণে উপস্থিত সকলেই ছিলাম মুগ্ধ। যদিও আমাদের সংগঠনটি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। একজন মানুষ হিসাবে সে কারণেই বেগম খালেদা জিয়ার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা ও ভালোলাগা মিশে আছে। তাই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কোকোর মৃত্যুর সংবাদে শোকাহত এক নির্বাক মাকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত যে রাজনীতির মঞ্চনাটক চলছে তা অবলোকনে চুপ থাকা দায় হলো যেন।
দেশনেত্রীর এই মানসিক দুর্যোগপূর্ণ মুহূর্তে একদিকে সমবেদনা জ্ঞাপনের মঞ্চ নাটক ও অপরদিকে একই সময়ে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সরকার যে হিংস্রতা ও অমানবিকতার দৃষ্টান্ত উপস্থাপন করলেন তা সত্যিই নজীরবিহীন এবং নিন্দনীয়। সাজানো মামলা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হলো “সমবেদনা” শব্দটিকে চরমভাবে অপমানিত করা হয়েছে। বেদনাদায়ক শত কঠিন পরীক্ষিত মুহূর্তের মধ্য দিয়ে যিনি আপোষহীন দেশনেত্রীর মুকুট ললাটে ধারণ করেছেন এই দুর্দিনে তাঁর এই ব্যথায় ও শোকে পুরো জাতি তাই শোকাহত। এই চরম দুঃসময়ে আল্লাহ্ পাক তাঁকে এবং গোটা পরিবারকে ধৈর্যদান ও কষ্ট কাটিয়ে উঠার তৌফিক দিন এটাই সকলের আন্তরিক প্রার্থনা।
এই মুহূর্তে বিভিন্ন দলের অনেক নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীগণ যখন সমবেদনার পক্ষে বিপক্ষে ঝড় তুলছেন তখন হেফাজতে ইসলামের বিবৃতি অনেক দায়িত্বপূর্ণ এবং মানবিক। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ বলেছেন পুত্র হারানোর শোক একজন মায়ের জন্য অত্যন্ত মর্মন্তুদ ও হৃদয়বিদারক। দেশের এই তীব্র রাজনৈতিক সঙ্কটকালীন সময়ে পুত্রের মৃত্যুসংবাদ বেগম জিয়ার মানসিক অবস্থাকে স্বাভাবিকভাবেই আরও কঠিন করে তুলেছে। তবুও দেশের বর্তমান দুঃসময় ও ক্রান্তিকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মানসিকভাবে ভেঙ্গে না পড়ার পরামর্শ ও অনুরোধ জানিয়েছেন তাঁরা যা তাৎপর্যপূর্ণ, গুরুত্ববহ এবং অভিনন্দনযোগ্য। কারণ গোটা জাতি এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তির অপেক্ষায় এখন বেগম খালেদা জিয়ার দিকে চেয়ে আছে।
বিষয়: বিবিধ
১২০৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভেবেছিলাম ব্লগকে তালাক দিয়ে চলে যাব, মডুদের আচারন হাসিনার মত। কিন্তূ আপনাদের ভালবাসার মায়ায় ফিরে আসলাম ।
চমৎকার লেখনী মুগ্ধ করল বরাবরের মতই!
কাজের চাপ বেশী বিধায় অনুভূতিই জানিয়ে গেলাম শুধু!!!!
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
তৃতীয় বিশ্ব এবং মুসলিম দেশ হওয়া সত্বেও আধুনিক বাংলাদেশের রূপকার এই জিয়া পরিবার।
কিউবা, নর্থ কোরিয়া, ইরাক, লিবিয়ার মতই একটা দেশ হত যদি না জিয়া পরিবার থাকত।
রাষ্ট্রপতি জিয়া তার নিজের জামা ছোট করে তার সন্তানদের পরতে দিতেন। এমন রাষ্ট্রনায়ক ও আধুনিক বিশ্বে ছিল আর তা আমাদের বাংলাদেশের। গর্বে বুক ফুলে যায়।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
সুশিল রা আসলে কতটুক শ্লিল যারা এতদিন চোখ বন্ধ করে ছিলেন তারা এখন বুঝতে পারবেন!
আপনার অতিমূল্যবান উপস্থিতি ও সুন্দর অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
ধন্যবাদ আপু ।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দ্বীনের কাজে অবিচলিত রেখে দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই অধম বান্দির আকুল প্রার্থনা রইলো।
সামনেও আপোষহীনতা অব্যাহত রাখবেন বলেই আশা করি।
আমার কাছে আরো মনে হচ্ছে - নির্বাচনের আগে পয্যন্ত বুঝিবা আল্লাহ ওনাকে সংশোধনের কিছু সুযোগ দিয়ে রেখেছিলেন - উনি সেই সুযোগ নিলেন না - ঠিক যেমন আবদুল্লাহ ইবনে উবাই বার বার সুযোগ পাওয়া স্বত্তেও নিলেন না।
একজন মুসলিম হিসাবে আমি ভদ্রমহিলার সংশোধন চাই - আর একজন বাংলাদেশী হিসাবে আমি ওনার চুড়ান্ত রকমের শাস্তি চাই - ওনার প্রতারনাপূর্ন পলিটিক্স এর জন্য কিংবা পলিটিক্সকে উনি প্রতারনা হিসাবে স্টাবলিশ করার জন্য।
হেফাজত এর স্টেইটমেন্ট টিকে আমারকাছে পলিটিক্যালী সঠিক বলে মনে হয়েছে।
আপনাকে ধন্যবাদ অনেকের চিন্তাভাবনাকে ঘুচিয়ে উপস্থাপন করার জন্য।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো। আমার জন্যও দোয়া করবেন ভাইয়া।
মন্তব্য করতে লগইন করুন