বীরের মৃত্যু নেই
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৪ জানুয়ারি, ২০১৫, ১২:০৭:৪৪ রাত
জীবন্ত মানুষ করে ছটফট গুলিতে ঝাঁঝরা বুক
কসাই নেতারা করে উল্লাস খোঁজে স্বর্গের সুখ।
আর্তনাদের কম্পন মিশে মৃত মানুষের ঠোঁটে
বারুদের গন্ধ চারিদিক তবু বীরযোদ্ধারা ছোটে।
অভিশপ্ত প্রেতাত্মা জ্বরাগ্রস্ত শকুনের বেশে
ভস্মীভূত হচ্ছে সবিই পুড়ছে অগ্নিরোষে।
ফুঁসছে মানুষ, বিবেক কাতর অলিন্দমাখা নীল
পুঞ্জীভূত ক্ষোভদাহে দহনের অনন্ত তপ্ত সলিল।
ললাট সন্ধানীর হুঙ্কারের গর্জন বন্য জন্তুর শিস
শ্বাস প্রশ্বাসে বুলেট বারুদের গন্ধমাখা তাজা বিষ।
বিদ্রোহীর দ্বিধাহীন ঈমানীচিত্ত অগ্নিস্ফুলিঙ্গ দাবানল
রক্তস্নাত নির্ভীক জনতা অবরুদ্ধ রুক্ষ্ম মরুতল।
সর্বগ্রাসী সংঘাত নৈরাজ্যের চরম বিস্ময়
পাথরে আঘাত করে ঘুমন্ত কাফেলায়।
অন্ধকার অমানিশায় হাঁকিছে বীর সৈন্য বল
শিকলের শৃঙ্খল ভেঙ্গে উচ্ছ্বসিত বিজয়ীর দল।
আসবেই সোনালী প্রভাত বিদ্রোহের ঝাণ্ডা শেষে
মুক্তির স্বাদে উড়বে পাখী নির্মল আনন্দ বেশে।
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুদিন আসিবে ফিরে,
আদল ও ইনসাফ কায়েম হবে
বিচার ন্যায়দণ্ড ধরে৷
"আসবেই সোনালী প্রভাত বিদ্রোহের ঝাণ্ডা শেষে
মুক্তির স্বাদে উড়বে পাখী নির্মল আনন্দ বেশে।"
এর জন্যে আম জনতার সম্মিলিত ভাবে 'এক ও নেক' হওয়ার কোন বিকল্প নেই!
জ্বালাময়ী জাগানিয়া ছন্দায়োজনে অনেক ধন্যবাদ ও জাযাকিল্লাহু খাইরান হে শ্রদ্ধেয়া আপুজ্বী!
পুঞ্জীভূত ক্ষোভদাহে দহনের অনন্ত তপ্ত সলিল।'
অসাধারণ।
মন্তব্য করতে লগইন করুন