হে প্রভূ! আঁধার ঘুচিয়ে আলো জ্বেলে দাও
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২১ জানুয়ারি, ২০১৫, ১১:০৬:৩৭ রাত
হে প্রভূ! আঁধার ঘুচিয়ে জ্বেলে দাও সবে আলো
বিনাশী সবিই নির্মূল করে ভরে দাও যত ভালো।
করুণ আর্তনাদে বুক ফেটে যায় আকাশ হচ্ছে ভারী
গণতন্ত্রের নামে রক্তগঙ্গা, বাড়ছে লাশের সারি।
মন্ত্রী, আইজি, র্যা ব বিজিবির এ কেমন আইন?
সোনার বাংলা পুড়ে ছারখার অসহায় জনগণ।
আর কত কাঁদবে জননী ফেলবে চোখের জল
দগ্ধবুকের ক্রন্দনভারে কাঁপছে আরশ করছে টলমল।
ইতিহাস বলে বুলেট দিয়ে হয়নি গদি রক্ষা
শান্তির নামে দানবীয় কর্ম খুনিরা হবেই অক্কা।
সত্য মিথ্যা, পাপ পুণ্য যেন সদা চিনতে পাই
অল্পতুষ্টিতে দিলে স্বাদ দাও, বেশী কিছু নাহি চাই।
ধর্মজ্ঞানে জ্ঞানী করো মোদের এইটুকু শুধু চাওয়া
তাক্বওয়ায় পূর্ণ করো জীবনের সব পাওয়া।
সৃষ্টির কাছে নাহি চাই কিছু, হতে চাই ভালো মানুষ
ন্যায়পরায়ণ হতে পারি যেন তাড়িত করে ফানুস।
হালাল রুযী বরাদ্দ রেখো, পূর্ণ করো ঈমানের জ্যোতি
বিচারের মাঠে মর্যাদা দিও চাইনা পার্থিব সুখ্যাতি।
তোমাকেই শুধু স্মরণ করি তুমিই ভরসা মোর
মানইজ্জত রক্ষা করো, খোলা রেখো শহীদের দোর।
বিষয়: বিবিধ
১৩৫০ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উদ্দীপ্ত করা সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
শান্তির নামে দানবীয় কর্ম খুনিরা হবেই অক্কা।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
আস সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ.... শ্রদ্ধেয়া আপুজ্বী!
চমৎকার আন্তরিক প্রার্থনায় আমিন আমিন ছুম্মা আমিন!
জাযাকিল্লাহু খাইরান!!
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
চেয়ারটা আমার চাই-ই চাই ধ্বংস হয়ে যাক সব কিছু।
এসব মাতাল উম্মাদ থেকে রক্ষা কর প্রভু মোদের
হেদায়েত না থাকলে ভাগ্যে ধ্বংস করে দাও ওদের।
ভাল লাগলো। অনেক অনেক ধন্যবাদ।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
প্রার্থনা কবুল করুন প্রভু অামিন।
আপনার দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
মহান রাব্বুল আলামীন তোমাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
মহান রাব্বুল আলামীন তোমাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
চমৎকার আন্তরিক প্রার্থনায় আমিন আমিন ছুম্মা আমিন!
জাযাকিল্লাহু খাইরান।
আল্লাহ মাজলুমানের প্রার্থনা কবুল করুন।
আপনার আবেগপূর্ণ দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
মন্তব্য করতে লগইন করুন