প্রশান্তির প্লাবনে হৃদয়ে শ্রাবণ
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ৩১ ডিসেম্বর, ২০১৪, ১২:০০:১৫ রাত
প্রবাসের একাকীত্ব জীবনে আত্মমুগ্ধতার পরশে অনুভূতির গহীনে হৃদয়ে একদিন ঝড় তোলে কাল বৈশাখীর উন্মাতাল স্পন্দন। মনে হল পুরাতন সবকিছু দুমড়ে মুচড়ে একাকার করে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে আর সেখানে তৈরী হচ্ছে মহৎ আত্মার আকুতিময় জনম জনমের কাঙ্ক্ষিত স্বপ্নের মিনার। এ যেন মহান রবের বিশেষ করুণা ও অপার রহমত। আল্লাহ্র অনুগ্রহ ও আশীর্বাদপুষ্ট হয়ে মুক্তির নেশায় এখন সে পাগলপ্রায়। পার্থিব কোন মোহমায়া এখন তাকে স্পর্শ করে না। সমস্যাসঙ্কুল অন্ধকারেও নয় সে এতটুকু বিচলিত। যেখানে ব্যক্তি ও পারিবারিক জীবনের অসহ্য অন্তর্দ্বন্দ, অন্তর্কলহ ও মর্মপীড়ন ছিল তার নিত্যসহচর। কালিমালিপ্ত দুঃসহ পেছনের ঘৃণিত বিষাক্ত দিনগুলোর উপর বিস্মৃতির পুরো আস্তরণ ফেলে যেকোন মূল্যে সে এখন শরীক হতে চায় শান্তির মিছিলে। নবজন্মের প্রতীক্ষায় কাটছে তার শ্বাসরুদ্ধকর প্রতিটি প্রহর। আজ তার অন্তরে জাগতিক কোন অভিলাষ নেই। তার এখন একটিই আরাধ্য চাওয়া তা হল মহান রাব্বুল আলামীনের অনুগ্রহ লাভে ধন্য হওয়া।
এই সুন্দরী ভাগ্যবতী রমণীর নাম লীজ ম্যাক্কারফী। কাকতালীয়ভাবে একদিন তার সাথে আমার পরিচয় হয় একটি লাইব্রেরীতে। আমি তখন লাইব্রেরীতে বসে একান্ত মগ্নতায় ডুবে ছিলাম আমার আপন ভুবণে। হঠাৎ শুনতে পেলাম পাশে দাঁড়িয়ে কেউ একজন আমাকে কিছু বলছেন অত্যন্ত বিনীতভাবে। এটাই যেন আল্লাহ্ পাকের অভিপ্রায় এবং অনুগ্রহ। আলোচনার শুরুতেই সাহায্যের আবেদন জানালেন তিনি। আমি হৃদ্যতাপূর্ণ মনোভাব দেখিয়ে আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই তাকে সাহায্য করবো বলে অভয়বাণী শোনানোর পর একে একে তার জীবনের সমস্ত ঘটনা আমাকে নিঃসংকোচে বললেন। লীজের জন্ম ইংল্যান্ডে উচ্চবিত্ত একটি পরিবারে এবং পেশায় সে একজন সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালনে তাকে যেতে হয়েছিল ইরাকে। দীর্ঘদিন সেখানে থেকে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সাথে।
দায়িত্বের ফাঁকে ফাঁকে কথা বলেছেন সাধারণ মানুষের সাথে কৌতূহলপ্রসূত হয়ে। নানা প্রশ্ন তার মনে উঁকি ঝুঁকি দিতো অনবরত। আর সেগুলো জানার জন্য দ্বারস্থ হতেন তার পছন্দনীয় কোমলপ্রাণ দরদী মানুষগুলোর কাছে। ইরাকের সাধারণ মানুষের ধর্মীয়বোধ, ত্যাগের অনুভূতি, অন্যায় মোকাবিলায় আপোষহীন দৃঢ় মনোবল, নির্ভীক উদ্দ্যমী চিন্তা চেতনা তাকে বিস্ময়াভিভূত করতো। আর সেটার নিগুঢ় রহস্য জানার জন্য তিনি উদগ্রীব হয়ে উঠেন। এভাবেই একদিন তার সাথে পরিচয় হয় এক বোদ্ধা আলেমের। আলেমের কাছ থেকে প্রতিটি প্রশ্নের মনোঃপুত উত্তর পেয়ে সে অনেকটা স্বস্তি ও তৃপ্তিবোধ করে। সেইসাথে সমস্ত শক্তির উৎস আসমানী কিতাব ও নবী (সাঃ) এর বিশাল কর্মময় জীবন এবং আল কোরআনে সবকিছুর উত্তর আছে শুনে সে থমকে যায়। দিলের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায় অজানাকে জানার।
দৈনন্দিন জীবনে মদ্যপ চরিত্রহীন লম্পট স্বামী ও ছেলের ব্যবহারে অতিষ্ঠ হয়ে এক সময় বেঁচে থাকা তার জন্য নারকীয় যন্ত্রণা মনে হতো। নিজেকে প্রফুল্ল রাখার জন্য অনেক চেষ্টাও লীজ করেছে কিন্তু কোন সুফল বয়ে আনেনি। স্বার্থের বেড়াজালে আষ্টেপৃষ্টে বাঁধা পার্থিব জীবনের অর্থ বিত্তের অসারতা ও বিশ্বাসহীন বন্ধনের অর্থহীন অভিজ্ঞতা তাকে কুঁড়ে কুঁড়ে খেতো। ইরাকের মানুষের ন্যায় নীতিবোধ তার চিন্তা চেতনায় ও নৈতিক মূল্যবোধে তৈরী করে এক অভাবনীয় নতুন মেরুকরণ। তার অজ্ঞ মানসপটকে নিজেকে নিজেই ধিকৃত করলো সে শতবার। আর ভাবলো কোনভাবেই সময়ের শিথিলতাকে প্রশ্রয় দেয়া নয়। কাজের চাপে অনেক চেষ্টা করেও সে কোরআন শিখতে পারেনি ইরাকে।
লীজের সত্যসন্ধানী মন নিজ দেশে নেটে কোরআনের কথা শুনে এখন আর তৃপ্ত হতে পারে না। নিজেই সহীহভাবে পড়ে কোরআন মজীদের গভীর সত্যকে সে হৃদয়ে নিবিড়ভাবে ধারণ করতে চায়। এক মুহূর্ত দেরী যে আর সয় না তার। কোরআনুল কারীম শেখার তীব্রতা অনুরণিত হচ্ছিল তার অবয়বে। এই প্রগাঢ় অতলান্তিক মহব্বতের বিমূর্ত অক্ষয় ছবি স্বচক্ষে দেখে ও শুনে আমি তাকে বিভিন্ন জায়গার ঠিকানা দিলাম যোগাযোগের জন্য। প্রয়োজনবোধে বাড়তি সহযোগিতার জন্য আমার ছেলের নম্বরটিও তাকে দিলাম। কিছুদিন পর আমি সেদিন সমূদ্র তীরে বসে আছি হঠাৎ টেলিফোন বেজে উঠলো। কথা বলতেই মনে হল সারা পৃথিবীর আনন্দ যেন উছলে উছলে পড়ছে লীজের মধুময় আবেগীয় কণ্ঠে। নতুন আরাধীয় জগতের প্রশান্তির প্লাবনে তার হৃদয়ে তখন বয়ে যাচ্ছিল উদ্বেলিত আনন্দের শ্রাবণধারা। লীজের বক্ষস্থিত হৃদয়ের খাঁটি ও বিশুদ্ধ প্রজ্ঞাময় অনুভূতির অকৃত্রিম ছোঁয়ায় সিক্ত নয়নে আমিও যেন ক্ষণিকের জন্য হারিয়ে গেলাম শ্রাবনের মনোমুগ্ধকর মেঘমুক্ত আকাশে।
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন দোয়া রইলো।
পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
দারুন এক বিষয় শেয়ার করলেন
আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা রইলো।
মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন দোয়া রইলো।
মঙ্গলময় আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন দোয়া রইলো।
'রহমতের বিস্তির্ণ ছামিয়ানায় সুশভিত হোক আপনাদের জীবন' দয়াময় রবের কাছে এই প্রার্থনা সদা!!!
সাথে থাকার আকুঁতি......
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন দোয়া রইলো।
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন দোয়া রইলো।
মঙ্গলময় সর্বাবস্থায় তোমাকে ভালো ও সুস্থ রাখুন।
মঙ্গলময় সর্বাবস্থায় তোমাকে ভালো ও সুস্থ রাখুন।
মঙ্গলময় সর্বাবস্থায় আপনাকে ভালো ও সুস্থ রাখুন দোয়া রইলো।
আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
--------------------------------
ভালো কাজে ঈর্ষা জায়েজ কিন্তু হিংসা সর্বাবস্থায়ই হারাম।
আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
আসলেই লীজরা অনেক সৌভাগ্যবতী ।তারা কুপথ থেকে সুপথটাকে আকড়ে ধরছে আর আমরা সুপথ থেকে বারংবার বিচ্যুত হচ্ছি ।
ধন্যবাদ আপনাকে ।
নিদারুণ সত্যিই নিঃসন্দেহে। অসাধারণ অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
মন্তব্য করতে লগইন করুন