সর্বনাশী
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৪ ডিসেম্বর, ২০১৪, ১১:২৮:১১ রাত
সোনার দেশ স্মশান করে ওহে সর্বনাশী
রক্ত সাগরে তলিয়ে দেশ বাঁজায় নাগীন বাঁশি।
প্রেত পিশাচীর আত্মা করে শুধু আনচান
অসুর পশুর দৈত্যের বহ্নি কেড়ে নেয় তাজা প্রাণ।
ক্রীতদাসীর বেশে আজ ঘসেটি বেগম
পরাভূত দু’জাহানে কাঁদবে বেদম।
ছেলেহারা জননী শোকে শুধু হাসে
আলেম ওলামার লাশ, ডোবা নালায় ভাসে।
রাষ্ট্রীয় ব্যাঙ্ক, পদ্মা সেতু, হলমার্ক কত হরিলুট
রাজনীতির ডিগবাজিতে খেলছে গোল্লাছুট।
গুলিতে ঝাঁঝরা কেউ, কেউ কারাবাস
ইচ্ছে হলেই ঝুলিয়ে দিচ্ছে, গলায় দড়ির ফাঁস।
ধর্ষণ, অপমান, যন্ত্রণা, খুনের ফোয়ারা গলে
প্রতিবাদের ভাষা নীচু তবু, কেন ধরাতলে?
মিথ্যা ত্রাসে সঞ্চারিত মাতালের লম্ফ
পতনের ঝঙ্কারে ধরণীর ভূমিকম্প।
আর কতো লালে লাল পুণ্য রক্তের বান
বক্ষে মোর কাল বৈশাখী বিদ্রোহী তুফান।
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বক্ষে মোর কাল বৈশাখী বিদ্রোহী তুফান।
কবিতা পড়ে রক্ত টগবগে হয়ে গেলো।
আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা।
মন্তব্যের প্রতীক্ষায় ......।
আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা।
নমরুদ-ফেরাউন-আবুজেহেল গংদের প্রকৃত উত্তরসুরী হিসেবে যথার্থ দায়িত্ব পালন করে যাচ্ছে নিকৃষ্ট নর্দমার কীটরা! অথচ মহান স্রষ্টা ঘোষিত 'আশরাফ'রা স্বীয় করণীয় যথার্থ আদায় না করায় 'আতরাফ' হয়েই জীবন অতিবাহিত করছে কত নিশ্চিন্তে.....!!
নান্দনিক কাব্যিকতার প্রতি ছত্রে বিদ্যমান নির্মম বাস্তবতা প্রস্ফুটিত হয়েছে সুন্দর ভাবে!
জাযাকিল্লাহু ওয়া ইয়্যানা খাইরাল জাযাই ফিদ্ দুনিয়া ওয়াল আখিরাহ!!!
আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা।
তবে কবিতা ওভারঅল আগুন, পুররা নীল আগুন ওয়াও
মনকাড়া মন্তব্য দিয়ে আমাকে উজ্জ্বীবিত করার জন্য জাযাকাল্লাহ।
আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা।
খুব খুব ভালো লাগলো আপনার নিপূন হাতের লিখা কবিতাখানি, যার মাঝে স্বল্প পরিসরে দেশের বর্তমান নির্মম অবস্থার প্রতিফলন ঘটেছে, অতি সাবলীলভাবে। আল্লাহ আমাদেরকে ও মাতৃভূমিকে হেফাজত করুন, আমিন।
আপনার ব্যতিক্রমধর্মী অনন্য মূল্যবান ও মনকাড়া মন্তব্য দিয়ে আমাকে উজ্জ্বীবিত করার জন্য জাযাকাল্লাহ। আপনার জন্য প্রাণভরে অন্তর্যামীর কাছে দোয়া করি উনি যেন আপনাকে সর্বাবস্থায় অনন্ত শান্তির ছায়াতলে জীবনকে সুন্দর সুখময় করে রাখার তৌফিক দেন।
আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক এই প্রার্থনা রইলো দয়াময়ের কাছে।
আওন্মনি মনে হয় একটু ব্যস্ত...।
মন্তব্য করতে লগইন করুন