RoseBeeদ্বীনের পথে মন ময়ূরী পাখনা মেলে উড়ে RoseBee

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৮ ডিসেম্বর, ২০১৪, ১০:১০:৪৪ সকাল



বিশ্বের পর্যটকদের কাছে সৌন্দর্যের লীলাভূমি বলে খ্যাত এডিনবরায় তখন আমি বসবাসরত। যে বাড়ীতে আমি থাকতাম সেটা কেনার সময় আমাকে যে বিশেষ দিকটি আকর্ষণ করেছিল তা হল বিশেষ ধরণের মনোরম গাছ গাছালীসহ একটি সুন্দর ফুলের বাগান। অধিকন্তু বাসার কার্পেটিং সহ সবকিছু নতুনভাবে সাজানো। বাসার চারিদিক ছিল শুন শান নীরবতা। বাসার মেইন গেটে ছিল একটি বড় গোলাপ গাছ। সেখানে প্রতিদিন হিমেল বাতাসে গোলাপের পাঁপড়িগুলো পুরো জায়গা জুড়ে ছড়িয়ে থাকতো। ভোর বেলা দরজা খুললেই মনে হতো কেউ যেন আমার জন্য পাঁপড়ি বিছিয়ে রেখেছে। মনের অজান্তেই প্রাণে এক ধরণের শুভ্রতা অনুভব করতাম।

বাসায় পুরো পরিবারসহ থাকার নিয়্যত থাকলেও পরবর্তীতে মালিকের ইচ্ছায় তা আর হয়ে উঠেনি। পরম শান্তিদাতা দয়াময়ের সিদ্ধান্তের উপর ভরসা করে কঠোর সাধনা ও নিষ্ঠার সাথে আমাকে পাঁচ বছর একাই কাটাতে হয়েছিল সেখানে। ফলে ফুল টাইম জব শেষে অধিকাংশ সময় আমার একান্ত সঙ্গী বা বিনোদন ছিল কোরআন তেলওয়াত, দ্বীনি বই পড়া, জিকির আজগর করা, নফল রোযা ও ইবাদতের মধ্যে ডুবে থাকা। অনেক দিন এমনও হয়েছে যে আমি একশত রাকায়াত নফল নামায আদায় করেছি। হৃদয়ের ভিতর তখন কেমন যেন অপার শান্তি আর তৃপ্তিতে ভরে উঠতো। জিকির এবং ইবাদতের স্বাদের কাছে মনে হতো পৃথিবীর সকল স্বাদই মূল্যহীন, তৃপ্তি বিহীন। মাঝে মাঝে এমন সব অলৌকিক কিছু ঘটনা ঘটে যেত যে, আমি সৃষ্টিকর্তার দানের মুগ্ধতায় তন্ময় হয়ে ভাবনার সমুদ্রে হারিয়ে যেতাম। তারপর সম্বিৎ ফিরে এলে আবার সেজদায় লুটিয়ে পড়তাম মালিকের দরবারে। ভেসে যেতাম পরম শান্তির এক অনাবিল পরশমাখা জান্নাতি ভূবনে। মনে হতো এই স্বর্গীয় উদ্যানে থেকে যাই জনম জনম ধরে।

আমার বাসা থেকে সমুদ্রের দুরুত্ব দশ মিনিটের পায়ে হাটা পথ। কোনদিন বাসায় ভালো না লাগলে সাড়া দিনের খাওয়া ও পানীয় সাথে বেঁধে নিয়ে সমুদ্র ধারে বসে অপরূপ প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যেতাম। হৃদয় সাগরে ভাবাবেগের তরঙ্গমালায় সৃষ্টির শ্রেষ্ঠত্ব মনের দর্পণে ভেসে ভেসে উঠতো। এমনি মুহূর্তে বুকের ভেতরে শান্তি সুখের কলিটা আস্তে আস্তে ফুটনোম্মুখ হয়ে আমাকে ছুঁয়ে দিতো। অপরূপ মায়াঘেরা এক নির্মল আনন্দঘণ পরিবেশ থেকে পরিবারের টানে চলে আসি একদিন নিউ ক্যাসেলে। এখানে আমার একমাত্র ছেলে ‘ল’ এ পড়াশুনা করার কারণে প্রতি বছর ‘বার’ করতে আসা এক ঝাঁক তরুণ তরুণীর সাক্ষাৎ মেলে। তাদের আলাপচারিতা, পার্টি, ধুম ধামের পর্ব মালা থাকলেও আমার একটাই নেশা ও উদ্দেশ্য থাকতো, তা হলো তাদের কাছে যে কোন মূল্যেই হোক দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়া। কারও কটাক্ষ বা ভ্রুক্ষেপে কর্ণপাত না করে চালিয়ে যাওয়া এ কাজটিতে আমি আশাতীত সাফল্য পেয়েছি ইনশআল্লাহ্‌।

আমি বর্তমানে যে বাসায় থাকি সেটা চার বেড রুমের বাসা। আমি যে ফ্লরে থাকি সেখানে তিনটা বেড রুম। আমি থাকি মাঝখানে আর আমার দু’পাশের দু’টি রুমে ভাড়া থাকতো দু’জন মেয়ে। একটি মেয়ে সদ্য বিবাহিতা আর একজন অবিবাহিতা। তারা দু’জনেই সুদর্শনা এবং দীর্ঘ কেশী। বাহিরে বের হলে অনেক সাজু গুজু করে চুল দুলিয়ে দুলিয়ে হাটতো। আমি প্রথমে তাদেরকে দেখে বেশ অস্বস্তিবোধ করতাম। আর মনে মনে ভাবতাম কীভাবে এদেরকে দ্বীনের দাওয়াত দিবো। তারপর সম্পর্কের এক পর্যায়ে পৌঁছে আমি তালীমের ব্যবস্থা করি। যেখানে নফস শয়তানের সাথে জিহাদ করা, শরীয়তের সমস্ত আদেশ, ফরয, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব আদায় করা, হালাল হারাম মেনে চলা, সুন্নতি কাপড় ব্যবহার করা, মেসওয়াক করে ওযু করা, জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভয়াবহতা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

একটু ধৈর্য ও অল্প মেহনতের সাফল্যেই তারা দুজনে পরবর্তীতে এমন সুন্দরভাবে হিজাব পড়া শুরু করলো যে ওদের নতুন রূপ ও সৌন্দর্যে আমি বিস্মিত হলাম। এমনকি গত রমযানে আমি দশ দিনের ইতিকাফে বসলে ওদের একজন আমার সাথে ইতিকাফ করে। ইতিকাফরত অবস্থায় ওর আমল, দয়ালু মানসিকতা ও চারিত্রিক মাধুর্য দেখে আমার মনটা অনুপম মুগ্ধতায় ভরে উঠে। পরবর্তীতে তালীমের মধ্যে তাদের ইসলামী আলোচনা, ধর্মীয় জ্ঞানবোধ, ন্যায়নিষ্ঠা, উদার ব্যবহার ও আগ্রহ আমাকে ভীষণভাবে উজ্জ্বীবিত করে। তাদের আমল ও সৎ কর্মের প্রাণান্তকর সদিচ্ছায় সত্যিই আমি অভিভূত এবং আনন্দিত। এই সামান্য সংশোধন ও পরিবর্তনটুকু হয়তো অনেকের কাছেই অনেক তুচ্ছ কিন্তু আমার কাছে এর অনুভূতিটুকু আকাশচুম্বী। প্রতি মুহূর্তে উৎসাহ, উদ্দীপনা ও অনুপ্রেরণায় ডুবে থাকা আমার মনের মাঝে সতত বয়ে চলে পুণ্য আহরণে দ্বীনি পথের কুসুমিত সুবাস যা আনন্দে বিগলিত মন ময়ূরী বিচরণ করে উন্মুক্ত আকাশে এমনিভাবে স্বপ্নের ডানা মেলে।

হে আমার মহান মনিব, মেহেরবানী করে আমাদের সকলের বড় ছোট পাপের কালিমা মোচন করে এমনিভাবে পুন্যের নূর ঢেলে দাও মোদের সর্বাঙ্গে। আমাদের সকলকেই মউতের কষ্ট, কবরের আযাব ও জাহান্নামের কঠিন শাস্তি থেকে হেফাজত করো। হে মহামহিম দয়ার সাগর তোমার দরবারে তাই অশ্রুসিক্ত নয়নে আকুল মিনতি হৃদয়ের কাঙ্ক্ষিত চাওয়া গুলোকে তুমি তোমার রহমতের ছায়ায় স্থান দিয়ে সন্তুষ্ট চিত্তে আমাদের সকলকেই প্রকৃত জ্ঞানার্জন ও ইসলামী জিন্দেগীর সাথে কবরে যাওয়ার সৌভাগ্য নসীব করো। মায়া মুহাব্বতের সকলকেই এমন ঈমান ও আমল করার তৌফিক দান করো যাতে শেষ বিচারের দিনে জান্নাতে গিয়েও যেন একই সঙ্গে থাকতে পারি। আমীন।



সৌজন্যেঃ আমার প্রাণপ্রিয় হ্যারি ও আওন।

বিষয়: বিবিধ

২০০৭ বার পঠিত, ১০৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292275
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খালামুণি Rose Rose আমি একদম ফাঁকিবাজি বা দুষ্টুমি করবো না I Don't Want To See তাই পোস্ট না পড়ে কোন কমেন্টই করছি না আপাতত! Tongue ওক্কে? পোস্ট পড়েই কমেন্ট নিয়ে আসবো (ইনশাআল্লাহ)। Love Struck একটু অপেক্ষা করুন না..... Waiting Waiting Don't Tell Anyone
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৭
235826
আওণ রাহ'বার লিখেছেন : Time Out Time Out Time Out Crying Crying Time Out Time Out Happy Happy Time Out Time Out
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
235911
ছালসাবিল লিখেছেন : Rolling on the Floor ভাইয়ার ফাকিবাজির স্টাইলটা জোস। Day Dreaming
০৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
235998
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @সালসাবিল, আপনারটা আরো বেশি জোস!! Tongue Tongue শুধুমাত্র প্রতিমন্তব্য করেই হাওয়া... কোন কমেন্টই নেই Surprised Surprised 3:-O 3:-O
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৫
236021
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... .হ্যারিম্নি। তোমার প্রথম উপস্থিতি খুব ভালো লাগলো মাই সান। তুমি আসলেই অন্নেক লক্ষ্মী ছেলে। অপেক্ষায় রইলাম পড়ে সুন্দর মন্তব্যের জন্য।Good Luck Good Luck Good Luck
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৫
236038
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অনেক খুশি লাগতেছে খালামুণি Star Thumbs Up আমি কিন্তু “আসলেই অন্নেক লক্ষ্মী ছেলে” Big Hug Loser Big Hug কিন্তু অনেকে ........ !! Sad Sad Crying Crying

নিচে ... পড়ে কমেন্ট করেছি। Angel আওণ কিন্তু এখনও পড়ে নাই, সে ফাঁকি দেয়ার চেষ্টা করতেছে মনে হচ্ছে! At Wits' End Time Out Time Out Time Out
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৯
236059
সন্ধাতারা লিখেছেন : সত্যের বিশুদ্ধতা ও নির্মলতা সবসময়ই সুন্দর, অনন্য এবং অক্ষুণ্ণ। তাই বিষণ্ণতা বা বিমর্ষ হওয়ার কোন কারণই নেই। প্রতি মুহূর্তে পরাক্রমশালী মাওলার উপর ভীতি এবং ভরসা রাখো। সবকিছু তিনিই সুষ্ঠুভাবে সমাধান করে দেবেন ইনশাল্লাহ মাই সান হ্যারি। কারণ তিনিই আমাদের একমাত্র অন্তর্যামী......।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck ~:> ~:> ~:>
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫২
236065
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি “আসলেই অন্নেক লক্ষ্মী ছেলে” Tongue Tongue Love Struck Love Struck কিন্তু আওণ আমাকে .......... Crying Crying Crying
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৯
236110
নোমান২৯ লিখেছেন : Happy Happy Happy Happy Happy
Crying Crying Crying Crying
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৯
236495
সন্ধাতারা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck হ্যারিম্নি।
292276
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৮
কাহাফ লিখেছেন :
বিদগ্ধজনদের কাছে সব সৃষ্টিতেই মহান স্রষ্টার অপরুপ সৌন্দর্য্যময়তা ফুটে উঠে,রবের পরাক্রমশালীতা ছড়িয়ে দিতে চায় চারিপার্শ্বে-শুকরিয়াতান!
আকর্ষিত দরদময় উপস্হাপনায় অনেক ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান জানাচ্ছি শ্রদ্ধেয়া আপুজ্বী!

ব্লগের ময়দানে আপনার সরব পদচারণা বিমোহিত করবে আমাদের কে, মনে রাখবেন কথাটা!! Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৮
235827
আওণ রাহ'বার লিখেছেন : আল্লাহু আকবার অনন্য সাধারন কমেন্টস পড়লাম।
শুকরিয়া কাহাফ ভাইয়া Happy Happy Good Luck Good LuckHappy
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪৬
236026
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় সুহৃদ কাহাফ ভাইয়া। আপনার অতুলনীয় আন্তরিক কাব্যিক অভিব্যক্তিতে সমৃদ্ধ উৎসাহব্যঞ্জক মন্তব্য সবসময়ই আমার লিখার মানসিকতার ক্ষেত্রে বিশেষ প্রাপ্তি। চমৎকার অনুপ্রেরণায় ভরপুর কথাগুলো নিমিষেই হৃদয়ে এনে দেয় অদম্য স্পৃহায় বিপুল শক্তি আর সাহস। যা সত্যিই অসাধারণ। আপনার বিমুগ্ধ করা প্রতিটি শব্দমালা লিখার জগতে মুক্তো দানার মত দীপ্তি ছড়াবে ইনশাল্লাহ। আপনার হৃদয় সিঞ্চিত দোয়ার জন্য বারাকাল্লাহু ফিক ভাইয়া। আপনার জন্য মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিনের দরবারে সবসময়ই দোয়ার দরখাস্ত রইলো। Happy Happy Happy Happy Happy
292280
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৯
আওণ রাহ'বার লিখেছেন : মডু মামা পোষ্ট স্টিকি করার জন্য দাবী রইলো Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৩
235835
কাহাফ লিখেছেন : ঐক্যমত পোষণ করলাম আমিও!!!Applause Applause Applause
০৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
235995
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হে..... পাজ্জি...... পোস্টের নিচের লাইনটা দেখো... “সৌজন্যেঃ আমার প্রাণপ্রিয় হ্যারি ও আওন” ..... এই লাইনের কারনেই স্টিকি করার জন্য আমরা দাবী করলে মানাবে না! Broken Heart Broken Heart Crying Crying @আওণ রাহিক
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪৯
236027
সন্ধাতারা লিখেছেন : আমার আওন্মনি এবং প্রিয় কাহাফ ভাইটির আনন্দে অন্নেক খুশী লাগছে। আলহামদুলিল্লাহ্‌। Good Luck Good Luck Good Luck Happy Happy Happy
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৫
236040
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খালামুণি.... আওণ কিন্তু এখনও পড়ে নাই, সে ফাঁকি দেয়ার চেষ্টা করতেছে মনে হচ্ছে! At Wits' End Time Out Time Out Time Out
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৫
236048
সন্ধাতারা লিখেছেন : আওন ও তোমার তাড়া থেকেই মূলতঃ আজকের এই লিখাটি। তাই আমার প্রত্যাশা আওনের ব্যস্ততা শেষে অবশ্যই মনোযোগ দিয়ে আমার লিখাটি সে পড়বে। হ্যারিম্নি। Good Luck Good Luck Good Luck Good Luck
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪৫
236135
যা বলতে চাই লিখেছেন : ঐক্যমত।
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০০
236496
সন্ধাতারা লিখেছেন : অন্নেক শুকরিয়া। যা বলতে চাই ভাইয়া। Good Luck Good Luck Good Luck
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪৫
236514
সন্ধাতারা লিখেছেন : আমি জানি আওন্মনিটা অন্নেক ব্যস্ত...। Happy Happy Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
292297
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর পোষ্ট, দারুণ অভিব্যক্তি, প্রাঞ্জল বর্ণনা, সবটাই সেরা। কিছুটা জায়গা পুরো ইউরোপের অনেকাংশের জীবনই এ ধরনের। আমি নিজেও ভুক্তভোগী ছিলাম। আল্লাহ আপনাকে রহম করুন এবং সত্য ও সঠিক পথে অবিচল রাখুন, আমীন।
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫৪
236030
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় সুহৃদ নজরুল ইসলাম টিপু ভাইয়া। আপনার জ্ঞানময় অভিজ্ঞতার সম্ভারে রেখে যাওয়া সত্য ও অনুপম মন্তব্যটি অন্নেক উপভোগ্য এবং উৎসাহব্যঞ্জক। আপনার হৃদয় সিঞ্চিত দোয়ার জন্য বারাকাল্লাহু ফিক ভাইয়া। আপনার জন্যও মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিনের দরবারে সবসময়ই দোয়ার দরখাস্ত রইলো। Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
292305
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার লেখাটি হৃদয় ছুয়ে গেল ।
ধন্যবাদ আপনাকে । Rose
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০০
236031
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় সুহৃদ চাটগাঁ থেকে বাহার ভাইয়া। আপনার উপস্থিতি এবং অপূর্ব মন্তব্যটি আমাকে আবেগাপ্লুত করলো ভাইয়া । ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায়। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck Good Luck
292315
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৩
মামুন লিখেছেন : হে আমার মহান মনিব, মেহেরবানী করে আমাদের সকলের বড় ছোট পাপের কালিমা মোচন করে এমনিভাবে পুন্যের নূর ঢেলে দাও মোদের সর্বাঙ্গে। আমাদের সকলকেই মউতের কষ্ট, কবরের আযাব ও জাহান্নামের কঠিন শাস্তি থেকে হেফাজত করো। হে মহামহিম দয়ার সাগর তোমার দরবারে তাই অশ্রুসিক্ত নয়নে আকুল মিনতি হৃদয়ের কাঙ্ক্ষিত চাওয়া গুলোকে তুমি তোমার রহমতের ছায়ায় স্থান দিয়ে সন্তুষ্ট চিত্তে আমাদের সকলকেই প্রকৃত জ্ঞানার্জন ও ইসলামী জিন্দেগীর সাথে কবরে যাওয়ার সৌভাগ্য নসীব করো। মায়া মুহাব্বতের সকলকেই এমন ঈমান ও আমল করার তৌফিক দান করো যাতে শেষ বিচারের দিনে জান্নাতে গিয়েও যেন একই সঙ্গে থাকতে পারি। আমীন। - অসাধারণ লিখনিটিতে মুগ্ধতা রেখে গেলাম। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose
০৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
235996
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমীন Praying Praying
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৫
236033
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় সুহৃদ মামুন ভাইয়া। আপনার উপস্থিতির জন্য বারাকাল্লাহু ফিক।
দোয়ায় আমীন।
292320
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৩
আবু ফারিহা লিখেছেন : অাল্লাহ যেনো অাপনার নেক অামলগুলো কবুল করেন অার অামাদেরকেও অাপনার সাথে শামিল করেন। অামীন। ধন্যবাদ অাপনাকে এত চমৎকার করে উপস্হাপন করার জন্য।
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৫
236039
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় সুহৃদ আবু ফারিহা ভাইয়া। আপনার উপস্থিতি, আন্তরিক দোয়া ও প্রেরনাময় মন্তব্যের জন্য অনিঃশেষ ধন্যবাদ।
আপনার জন্যও প্রাণভরা দোয়া রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায়। বারাকাল্লাহু ফিক।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
292327
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক সুন্দর! আপুর ভালো লেখাটি পড়ে মন ভরে গেলো। অনেক ধন্যবাদ আপনাকে
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৯
236042
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় সুহৃদ আলমগীর মুহাম্মদ সিরাজ ভাইয়া। আপনার বিশেষ উপস্থিতি, আন্তরিক দোয়া ও প্রেরনাময় মন্তব্যের জন্য অনিঃশেষ ধন্যবাদ। আপনাকে ব্লগে নিয়মিত পাবো প্রত্যাশা রইলো। যদিও ব্যস্ততার কারণে আমি কিছুটা অনিয়মিত।
আপনার জন্য নিরন্তর শুভ কামনা ও প্রাণভরা দোয়া রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায়। বারাকাল্লাহু ফিক।
292360
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৪
লজিকাল ভাইছা লিখেছেন : দ---খ---ল দিলাম!!
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২২
236045
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় সুহৃদ লজিকাল ভাইছা ভাইয়া। আপনি দখল রেখে কোথায় হারিয়ে গেলেন?
১০
292390
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫১
ইবনে আহমাদ লিখেছেন : মানুষের মন পরিবর্তনকারী হলেন মহান আল্লাহ। আমরা শুধু চেষ্টা করতে পারি।
আর সেই চেষ্টার ফল অবশ্যই আমি আপনি আমার চারিপাশ ভোগ করে।
আপনার লেখা সত্যি চমতকার। আন্তরিক মোবারকবাদ।
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩১
236052
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় সুহৃদ ইবনে আহমাদ ভাইয়া। আপনার মূল্যবান উপস্থিতি এবং বিজ্ঞতায় পূর্ণ সত্য ও অনুপম মন্তব্যটি অন্নেক উপভোগ্য এবং উৎসাহব্যঞ্জক। আপনার জন্য নিরন্তর শুভ কামনা ও প্রাণভরা দোয়া রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায়। বারাকাল্লাহু ফিক।
১১
292433
০৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:০৪
আফরা লিখেছেন : চমৎকার লেখা আপু । আল্লাহ যখন আমাদের দ্বারা কোন ভাল কাজ করিয়ে নেন সত্যি মনটা প্রশান্তিতে ভরে যায় । জাজাকাল্লাহ খাইরান আপু ।
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৬
236078
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . আফ্রাম্নি। তোমার অনুভূতির সাথে সম্পূর্ণ একমত। এ ধরণের কর্মের স্বাদ, ভাবনা এবং প্রশান্তির তৃপ্তি আসলেই অন্যরকম। বরাবরের মত উৎসাহব্যঞ্জক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য বারাকাল্লাহু ফিক। মঙ্গলময় সকলকেই মনের পাপ পঙ্গিলতা ও শয়তানের ধোঁকা থেকে মুক্ত রেখে সত্য ও ন্যায়ের কাজে শরীক করুণ এই প্রার্থনা সবসময়ই। তোমার জন্য নিরন্তর শুভ কামনা ও প্রাণভরা দোয়া রইলো। ভালো থাক, সুস্থ থাক সব অবস্থায়। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১২
292461
০৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
খালামুণি..... আমিতো এতক্ষণ একদম নিচের লাইনটা দেখিনাই.... এই মাত্র পড়তে গিয়ে ওই লেখাটার উপর চোখ আটকে গেছে। Rose Rose অনেক অনেক শোকরিয়া প্রিয় খালামুণি Rose Rose Bee Rose Rose

০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:২৫
236088
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... .হ্যারিম্নি। আমার লিখার জগতে তুমি ও আওন অমূল্য নক্ষত্র বিশেষ। তোমাদের দু’জনের মায়ার বন্ধন, মান অভিমান, আবদার ও অনুরোধ কেন জানি কোনভাবেই উপেক্ষা করতে পারিনা। ভেবেছিলাম কিছুদিন বিডি থেকে বিরতি নেবো ব্যস্ততার কারণে। কিন্তু তোমাদের জন্য তা আর সম্ভবপর হোল না। তাইতো লিখতে বসলে এটুকু প্রাপ্তি তোমাদের একান্তই প্রাপ্য। তাই ন্য কি?
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
236250
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ Good Luck Good Luck অনেক অনেক ধন্যবাদ খালামুণি..... Good Luck Good Luck দেখতে হবে না আমরা কেমন? হুহু...... তবে মনে রাখবেন হ্যারী, আওণ আপনাকে ভালোবাসা,মায়া, আবদার, দুষ্টুমি প্লাস টম-জেরীইং করে করে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে! Love Struck Tongue Love Struck
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৩
236498
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . হ্যারিম্নি। আমার দৃঢ় বিশ্বাস আমার দু সন্তান আমার প্রাণপ্রিয় নবী মুস্তাফা (সাঃ) এর আদর্শের ছায়াতলে জিন্দেগী পার করবে। মায়ের ঐকান্তিক চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করে দুনো জাহানের কামিয়াবী লাভ করবে ইনশাল্লাহ। প্রানভরে এই দোয়াই করি দয়াময়ের কাছে। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Happy Happy Good Luck Good Luck
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২১
236821
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @খালামুণি-- সুন্দর আশা এবং দোআর জন্য যাজাকিল্লাহু খাইর। জ্বী খালামুণি, আমিও চেষ্টা করি। আল্লাহ্ যেন আমাকে হিদায়াহ দান করেন। আল্লাহ’র রাসুল (সাঃ) এর উসওয়ায়ে হাসানাহ্ কে যেন অনুকরণ করে চলতে পারি। সেই তাওফিক যেন দান করেন। Praying Praying
১১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৪
237027
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. Good Luck Good Luck
১৩
292462
০৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অসাধারন পোস্ট, আলহামদুলিল্লাহ্। আপনার প্রচেষ্টা দেখে ভীষণ ভালো লাগলো। আল্লাহ্ সুবহানাহু ওয়াতা’আলা যেন আপনাকে কবুল করেনেন, তাঁর প্রিয়দের অন্তর্ভুক্ত করে নেন। আমীন।

এই আয়াতটি মনে পড়লো।
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَـٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফলকাম। [৩:১০৪]
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩২
236090
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... .হ্যারিম্নি। তোমার অভিভূত করা মন্তব্যটি পড়ে মুগ্ধতার স্পর্শে উজ্জীবিত ও উদীপ্ত হলাম নব প্রেরণায়। তোমার ঐকান্তিক দোয়ায় আমীন। মহান স্রষ্টা যেন তোমাকেও সত্য ও ন্যায়ের কাজে ব্রতী করেন এই প্রার্থনা আমার সবসময়ই।
নিরন্তর শুভ কামনা ও প্রাণভরা দোয়া রইলো তোমার জন্য। ভালো থাক, সুস্থ থাক সব অবস্থায়। বারাকাল্লাহু ফিক।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪৯
236136
যা বলতে চাই লিখেছেন : আলহামদুলিল্লাহ। অনেক ভাল লাগল্।Good Luck
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৩০
236142
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় ভাইয়া। আপনার অনুভূতি জেনে খুবিই ভালো লাগলো। বারাকাল্লাহু ফিক যা বলতে চাই ভাইয়া।
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫১
236248
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়া-আলাইকুমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ Good Luck Good Luck অনেক অনেক ধন্যবাদ খালামুণি..... Good Luck Good Luck
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৫
236499
সন্ধাতারা লিখেছেন : অন্নেক অন্নেক শুকরিয়া হ্যারিম্নি। Good Luck Good Luck Good Luck Good Luck
১৪
292463
০৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খালামণি... আশাকরি ..... সেই বোনদেরকে সময় দেয়া অব্যাহত রাখবেন। দোআ করি আমার সব মুসলিম বোনেরা যেন আধুনিকতার আবিষ্কৃত সো-কল্ড্ ফ্যাশন হিজাব পরিধান না করে “প্রপার ইসলামিক ড্রেস কোড” ফলৌ করে যেন নিজেদের পর্দা করা অব্যাহত রাখতে সক্ষম হোন।

আল্লাহ্ সুবহানাহু ওয়াতা’আলা যেন সবাইকে জানার বোঝার মেনে চলার তৌফিক দান করেন। আমীন Praying Praying
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩৪
236092
সন্ধাতারা লিখেছেন : তোমার প্রাণকাড়া দোয়ায় আমীন হ্যারিম্নি।
১৫
292465
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমীন সুম্মা আমীন ,,সঠিক পথ সঠিক মত সবাইকে এগিয়ে নিয়ে যাবেই যাবে ,
সুন্দর লিখার জন্য ধন্যবাদ ।
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩৮
236094
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... .শাহীন ভাইয়া। আপনার অনুপম মন্তব্যটি অন্নেক মূল্যবান এবং বাস্তব।
উৎসাহ প্রদানের জন্য নিরন্তর শুভ কামনা ও প্রাণভরা দোয়া রইলো আপনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায়। বারাকাল্লাহু ফিক।

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৬
292499
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪৭
ভিশু লিখেছেন : দারুণ কাজ করেছেন। অনেক সুন্দর জীবন আপনার, মাশাআল্লাহ। খুব ভালো লাগ্লো...Happy Good Luck ভালো থাকুন। দোয়া করবেন আমাদের জন্য।
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৫
236097
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . আমার অন্নেক অন্নেক শ্রদ্ধেয় এবং প্রিয় ভিশুজ্বি। আমার জন্য প্রাণভরে দোয়া করবেন সর্বশক্তিমান যেন এই জীবনে থাকার তৌফিক দান করেন। আপনার মূল্যবান অনুভূতি ও অনুপ্রেরণা সবসময় আমার লিখার জগতে অম্লান ভাইয়া। আপনার জন্য নিরন্তর শুভ কামনা ও প্রাণভরা দোয়া রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা। বারাকাল্লাহু ফিক।

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৭
292505
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০৩
ক্ষনিকের যাত্রী লিখেছেন : মাশাআল্লাহ! চমৎকার লিখেছেন, Happy অনেক কিছু জানলাম আপনার সম্পর্কে। Smug ভালো লাগলো খুব। জাযাকিল্লাহু খাইরান। Rose Rose Rose
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৩
236100
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . ক্ষণিকের যাত্রী। আপনাদের দেয় অনুপ্রেরণা, উৎসাহ ও দোয়া সত্যিই অনুপম, অনন্য। আমি নাকি ছোট বেলা থেকেই অন্নেক কম কথা বলতাম এবং অন্তর্মুখী স্বভাবের ছিলাম মা প্রায়ই বলতেন। কিন্তু নিজেকে কেন জানি এখন সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে দেখতে পাই!! জানিনা এর প্রতিফল!! মহামহিম প্রভুই ভালো জানেন...। আমার জন্য প্রাণভরে দোয়া করবেন সর্বশক্তিমান যেন এই জীবনে থাকার তৌফিক দান করেন। আপনার জন্য নিরন্তর শুভ কামনা ও প্রাণভরা দোয়া রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা। বারাকাল্লাহু ফিক। Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৮
292508
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১০
বৃত্তের বাইরে লিখেছেন : আমি আমার আশেপাশে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের দেখেছি মুসলমানদের চেয়ে অমুসলিমরা আমাদের ধর্মকে সম্মান করে বেশি। তাদের মধ্যে সব ধরনের গুন রয়েছে যা একজন মুসলমানের থাকা উচিত। তাই তারা যখন আমাদের ধর্মকে গ্রহণ করে মন থেকে ভালোবেসে করে এবং পুরোপুরি পালন করার চেস্টা করে যা আমরাও করিনা। দ্বীনের পথে আপনার এই প্রচেষ্টা আল্লাহ কবুল করে নিন। সত্য ও সঠিক পথে অবিচল রাখুন। আমাদের সবাইকে এভাবে দ্বীনের কাজে এগিয়ে আসার তৌফিক দিন Praying Rose Rose Good Luck
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৬
236107
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . আমার অন্নেক অন্নেক শ্রদ্ধেয়া এবং প্রাণপ্রিয় বৃত্তাপুজ্বি। আপনার উপস্থিতিতে কেন জানি মনে আনন্দের ঢেউ খেলে গেলো। আপনি ভালো আছেন আপু? আপনার সরব উপস্থিতি কাম্য...। যদিও জানি আপনি অন্নেক ব্যস্ত...। তারপরও...।
আপনার অভিজ্ঞতা ও অনুভূতির সাথে আমি সম্পূর্ণ একমত। আমার প্রত্যক্ষ দেখায় বেশ কিছু ঘটনা আছে যা আমি নিজেই বিভিন্ন প্রেক্ষাপটে অবলোকন ও উপলব্ধি করেছি। মাঝে মাঝে ভেবেও রেখেছিলাম বিষয়গুলো সবার সাথে শেয়ার করবো কিন্তু আজো তা হয়ে উঠেনি।
আপনার হৃদয়স্পর্শী মন্তব্য ও দোয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
আপনার জন্য নিরন্তর শুভ কামনা ও প্রাণভরা দোয়া রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনায়।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪৮
236515
বৃত্তের বাইরে লিখেছেন : আপু আপনি আমাদের সবাইকে এত ভালবাসেন কি বলবো। আমি হারিকেন,আওনের মত অলস নাSmug ভিশু ভাইয়ের মত জেদীও নাRolling Eyes আপনাদের সাথেই আছি ইনশা আল্লাহLove Struck ধন্যবাদ আপু আপনাকেGood Luck Good Luck
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪০
236519
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . প্রাণপ্রিয় বৃত্তাপুজ্বি। ভালোবাসা আল্লাহ্‌র পাকের এমনি এক অফুরান সুন্দর নেয়ামত যে এটাকে পাওয়া, দেয়া এবং ধরে রাখার জন্য অবশ্যই বিশেষ কিছু গুণাবলী প্রয়োজন। যা সাদিয়াপু ও আপনার মধ্যে আমি খুঁজে পেয়েছি। কোন উত্তম কারণ ব্যতিরেকে এমনি এমনি হৃদয় নিঃসৃত অকৃত্রিম ভালোবাসা দেয়া বা নেয়া যায় না। শুনে অনেক ভালো লাগলো যে আপনি আমাদের সাথেই থাকবেন, ছেড়ে যাবেন না। তবে আমার গরীব কুটীরে কোনদিন আসলে অন্নেক খুশী হবো আপুনি।
আর হ্যাঁ আপুজ্বি এই বয়সেই হ্যারি এবং আওন ওরা দুজনেই ব্যক্তিজীবনে অনেক অনেক দায়িত্বশীল এবং কঠোর পরিশ্রমী। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই এই ভেবে যে, এতো কঠিন দায়িত্ব পালন করে ওরা কীভাবে ব্লগিং করে। এ কারনেই ওদের প্রতি আমার অন্যরকম আদর স্নেহ মমতা এবং অনুভূতি। ভিশু ভাইয়ার ক্ষেত্রে বলবো উনি জেদী নন তবে অনেক অভিমানী। জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৬
236590
বৃত্তের বাইরে লিখেছেন : আপুজ্বী, আরেকটু পরে উত্তর দিতেন! ভিশু ভাই রাগেন না তো তাই রাগাতে চাইছিলামHappyআপনার ভার্চুয়াল পুত্র আওন আর হারিকেন দুজনের কথা জানি। দুজনেই অনেক পরিশ্রমী মাশা আল্লাহ। দুজনেই পরিবারের জন্য যেভাবে শ্রম দিয়েছে, দিচ্ছে আল্লাহ তাদের এই চেষ্টাকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সব প্রিয় ভাইদের খুব তাড়াতাড়ি উত্তম সঙ্গীনি সহ এপার থেকে ওপারে যাবার ব্যাবস্থা করে দিন এই দোয়া রইলোPraying Good Luck Good Luck
সাদিয়া আপুকে অনেকদিন দেখিনা। বাচ্চাদের নিয়ে ব্যাস্ত হবেন হয়ত। উনিও আপনার মত আরেকজন মমতাময়ী মা এবং বড়বোন। আপনাদের জন্য দোয়া রইলো আপুLove Struck ভালো থাকেনGood Luck Good Luck
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২১
236596
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @বৃত্তপু - আমি আর আওণ.... অলস? Surprised এ্যাঁ.....? Time Out Time Out Time Out Time Out আমি যে কত্ত লক্ষিছেলে সেটা আমার খালামুণি জানে। Love Struck আর আওণ যে কি পরিমাণ পরিশ্রম করে হাতুড়ি বানায় প্রতিদিন, সবাই জানে!! Big Grin বেচারা একবার হাতুড়ি নিয়ে বাসায় যাওয়ার সময় পা পর্যন্ত ভেঙ্গে ফেলছে! I Don't Want To See Winking At Wits' End Big Grin তবুও অলস বলবেন? Chatterbox At Wits' End Time Out Time Out
১১ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩১
236849
বৃত্তের বাইরে লিখেছেন : বড় আপুদের সাথে ছোটদের তর্ক করতে নেইTongue Don't Tell Anyone Good Luck
১১ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩৫
236850
ভিশু লিখেছেন : Angel হিহিহি...Surprised Worried এগুলা কি? Crying
১১ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪২
236851
বৃত্তের বাইরে লিখেছেন : আগে দেখেন্ননাই ভাল কর্সেনRolling Eyes
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫১
236933
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : I Don't Want To See I Don't Want To See Tongue Tongue Time Out Time Out Chatterbox Chatterbox @বৃত্তপুণি

@ভিশু ভাইয়া..... "হিহি" নাকি হাসির মুওয়ান্নস রুপ মানে ফেম্যানিন ভার্ষন। I Don't Want To See I Don't Want To See তাই আপনি "হাহাহা" করে হাসেন! Big Grin Big Grin
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫০
237915
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম.........আপুজ্বি। আপনাকে বিব্রত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপুনি।
Good Luck Good Luck Good Luck Good Luck
১৯
292519
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মহান রব আপনার প্রত্যাশা পূরণ করুক আমিন
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৯
236109
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... .তোমার হৃদয় জুড়ে আমি। আপনার দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
আপনার জন্য নিরন্তর শুভ কামনা ও প্রাণভরা দোয়া রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনায়। বারাকাল্লাহু ফিক।

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২০
292542
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৫
নোমান২৯ লিখেছেন : ভালবাসা সব জয় করতে পারে| Happy Happy
আমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যে যারা নিজেরা ভাল ধর্মকর্ম করে তারা অন্যদের দ্বীন অমান্য আচরণগুলো দেখে তাদের বাঁকা চোখে দেখে|যা একেবারেই উচিত নয়|আপনি ভাল ব্যবহার করে উনাকে ভাল-মন্দের পার্থক্য বুঝান|তারপর বাকিটা উনার ইচ্ছা|তখন না হয় একটু বাঁকা চোখে দেইখেন তবে ঘৃণার চোখে নয়|
অন্নেক ধন্যবাদ আপনাকে| Rose Roseবরাবরের মত অনবদ্য লেখা| Good Luck Good Luck
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১৩
236140
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় নোমান২৯ ভাইয়া। আপনার জ্ঞানময় অভিজ্ঞতার সম্ভারে রেখে যাওয়া সত্য ও অনুপম মন্তব্যটির সাথে আমি সম্পূর্ণ একমত। আপনার হৃদয়স্পর্শী মন্তব্য ও দোয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
আপনার জন্য নিরন্তর শুভ কামনা ও প্রাণভরা দোয়া রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনায়।
২১
292555
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০৯
হককথা লিখেছেন : আল্লাহ পাক আপনাকে দীর্ঘায়ু করুন, আপনার দ্বারা আমাদের ছেলে মেয়েরা আরও বেশী উপকৃত হউক। আপনার দাওয়াতি টার্গেটের মেয়েদুটোকে দেখেছি, তারা হেজাব ধরার আগে ও পরে। তাদের এ পরিবর্তনের পেছনে যে আপনার প্রচেষ্টা চালু ছিলো, তাও জানতাম। আর যেদিন মেয়েগুলোকে হিজাব পরে প্রথম দেখলাম সেদিন যে কি অভূতপূর্ব এক আনন্দ পুরো মনটাতে ছেয়ে গেছে, তা একমাত্র আমার মন জানে, আর জানেন ঐ উপেরের তিনি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ।
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:২৫
236141
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় হককথা ভাই। আপনার অভিজ্ঞতার অনুভূতি জেনে খুবিই ভালো লাগলো। হ্যাঁ নিশ্চয়ই আপনি সবটুকু জানেন। আপনার বিরামহীন উৎসাহব্যঞ্জক অনুপ্রেরণা ও হৃদয় সিঞ্চিত দোয়ার জন্য বারাকাল্লাহু ফিক। আপনার জন্যও মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিনের দরবারে দোয়ার দরখাস্ত রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনায়।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২২
292573
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:০৬
যা বলতে চাই লিখেছেন : আমার হৃদয় বারবার প্রকম্পিত হচ্ছিল, কেঁপে কেঁপে উঠছিল সারা শরীর, নয়ন যুগল কখন যে অশ্রুতে ভাসিয়ে দিল কপল বুঝতেও পারিনি তা,সম্পূর্ণই হারিয়ে গিয়েছিলাম আমি মহা সত্তার মধুর স্পর্শের সন্ধানে, যখন পড়ছিলাম প্রিয় বোনের দৈনন্দিন স্বীয় রবের(আল্লাহর)সম্মুখে অবনত ইবাদাত আর প্রেমময় অনুভূতির আবেগঘন কথামালা। নবপ্রেরণা আর দাওয়াতি কর্মোদ্দীপনায় উজ্জীবিত হলাম, তাঁর দাওয়াতের ধৈর্য ও প্রজ্ঞা দেখে। মহান আল্লাহর দরবারে শুধু এটুকু মিনতি, তিনি যেন প্রতিটি মুসলিম ঘরে আমার বোনের মত বোন এবং মা তৈরী করে দেন। আল্লাহ্ আমার বোনকে কবুল করণ। আমিন। Good Luck Rose Rose
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৪
236502
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... .যা বলতে চাই ভাইয়া। রবের প্রতি আপনার হৃদয়স্পর্শী অনুভূতি ও কর্ম স্পৃহার নব উদ্যমী মানসিকতায় অভিভূত হলাম। মহান দয়াময় আপনার ইচ্ছাকে কবুল করে নিন। আমি আল্লাহ্‌র সৃষ্টির হক পূরণ করতে পারিনা নানাবিধ কারণে ভাইয়া। যে কষ্টগুলো দিলে বিঁধে থাকে সারাক্ষণ। আমার জন্য বেশী বেশী করে দোয়া করবেন ভাইয়া। বারাকাল্লাহু ফিক।
আপনার সুন্দর দোয়ায় আমীন।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২৩
292798
০৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আল্লাহর স্মরণেই চিত্ত অনাবিল প্রশান্তি লাভ করে, অন্তরের প্রশস্ততার ব্যাপ্তি বৃদ্ধি করে, স্রষ্টার প্রতি অগাধ মহব্বত পয়দা করে, মাগফিরাতের দ্বার উন্মুক্ত করে। তাই দুনিয়া পূজারী মানুষগুলো যদি এই অনুপম ঐশর্য্যের সন্ধান পেত তাহলে নিসন্দেহে তারা ঈর্শার আগুণে জ্বলে যেত।
অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। জাযাকাল্লাহু খাইরান।
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪১
236511
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... .মোঃ মাসুম সরকার আযহারী ভাইয়া। আপনার অসাধারণ হৃদয়ানুভূতি দিয়ে রেখে যাওয়া মহামূল্যবান মন্তব্যটি সত্যিই মর্মস্পর্শী। অনন্য অন্তর্নিহিত সৌন্দর্যে ভরা কথাগুলো দিয়ে আমার ব্লগকে আলোকিত করার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শোকর। আজ খুব করে মনে পড়ছে যখন আমি গৃহে নির্জন অবস্থানকে বেশী পছন্দ করতাম আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে পাগল এবং অসামাজিক বলতো। কিন্তু তারা অনুধাবন করতে অপারগ ছিল যে পরম ঐশর্য্যের ভাণ্ডার দূরে রেখে পচা দুর্গন্ধ ময় জিনিসকে আমি কীভাবে বেঁচে নেই!
আমার জন্য বেশী বেশী করে দোয়া করবেন ভাইয়া।
আপনার জন্যও মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিনের দরবারে দোয়ার দরখাস্ত রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনায়। বারাকাল্লাহু ফিক।
২৪
292868
০৯ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৯
মুসা বিন মোস্তফা লিখেছেন : আচ্ছালামু আলাইকুম আপি শেষাংশে সৌজন্যেঃ আমার
প্রাণপ্রিয়
হ্যারি ও আওন !!!!!!!!!!! Thinking Thinking Thinking Thinking Thinking
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:১৭
236541
আওণ রাহ'বার লিখেছেন : সন্ধাতারালিখেছেন : ওয়ালাইকুম আস সালাম ভাইয়া। আপনার মন্তব্যের জন্য জাজাকাল্লাহ। হ্যাঁ হ্যারি ও আওন আমার ছেলে তাই ওরা দুজনই আমার অন্নেক অন্নেক প্রিয়।
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:১৮
236542
আওণ রাহ'বার লিখেছেন : Happy Happy Happy Happy Good Luck Good Luck Happy Happy Happy Happy
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২২
236598
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Love Struck Don't Tell Anyone Don't Tell Anyone
২৫
292877
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪৭
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুম আস সালাম ভাইয়া। আপনার মন্তব্যের জন্য জাজাকাল্লাহ। হ্যাঁ হ্যারি ও আওন আমার ছেলে তাই ওরা দুজনই আমার অন্নেক অন্নেক প্রিয়।
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০০
236553
মুসা বিন মোস্তফা লিখেছেন : সত্যিই !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ওরা তো তাহলে আন্ডাবাচ্চা Tongue Tongue Tongue
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২২
236599
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Music Music Love Struck
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
236726
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... .ভাইয়া। ছেলে হতে হলে বুঝি আণ্ডাবাচ্চা হতে হয়?!!!!!
২৬
292878
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৩৪
গন্ধসুধা লিখেছেন : অনুপ্ররেনা পেলাম আপু।আল্লাহ আপনার এই চেষ্টা অব্যাহত রাখুন আর আমাদেরও তৌফিক দিন Praying
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০০
236727
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম আমার অতি আদরের প্রাণপ্রিয় গন্ধসুধা ছোট্টআপ্পি। তোমার মন্তব্যটি পড়ে অন্নেক আনন্দিত হলাম। এতো ব্যস্ততার ভীড়েও আপুর জন্য দোয়া রেখে যাওয়ার জন্য আরও বেশী উদ্দীপ্ত ও উজ্জীবিত হলাম আপুমনি। তোমার জন্য মনিবের দরবারে প্রাণভরে দোয়া করছি তিনি যেন তোমার সদিচ্ছাকে কবুল করে দ্বীনের পথে অবিচল রাখেন। জাজাকাল্লাহু খাইর।

Good Luck Good Luck Good Luck Good Luck
২৭
292898
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৪১
নাছির আলী লিখেছেন : আস সালামু আলাইকুম আপু।আমি আপনার হৃদয়স্পর্শী খোদাভীরু এবং দাওয়াতী কাজের অনুভূতি পড়ে কলপনার জগতে হারিয়ে গেলাম..হায় আমাদের প্রতিটা ঘরে যদি এমন বোন এমন মা এমন স্ত্রী হতো। আসলে আল্লাহ তার প্রিয় বান্দ বান্দিদের দ্বারা ভাল কাজ করান,আপনার ভাল কাজগুলো আল্লাহ কবুল করুন ,আমাদের কে ভাল কাজ করার তাওফিক দান করুন।আমিন
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০৫
236728
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুম আস সালাম ভাইয়া। আপনার মন্তব্যের জন্য জাজাকাল্লাহ। আমার জন্য বেশী বেশী করে দোয়া করবেন ভাইয়া যেন ঈমান ও খোদার সন্তুষ্টি নিয়ে কবরে যেতে পারি। আপনার জন্যও মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিনের দরবারে দোয়ার দরখাস্ত রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনায়। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২৮
292928
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৪
আওণ রাহ'বার লিখেছেন : সত্যিই হৃদয়ের আকাশে আবেগেরা তখন কড়া নাড়ে যখন অবলোকন করি কেউ একজনকে মহান রব আমার দ্বারা দ্বীনের পথে চলার উছিলা বানিয়ে দেন।
যখন সেই ব্যাক্তি আমি হতে উপরে উঠে যায় সত্যিই তখন হৃদয়টা আনন্দের অশ্রুতে প্রবহমান হয়ে যায়।
অনন্য লিখা পড়লাম।
জাজাকিল্লাহ খাম্মুনি।
খুউব খুউব শুকরিয়া Good Luck Good Luck Happy Happy Happy Happy Good Luck Good Luck Happy
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৩
236601
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Music Music Love Struck
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৩
236732
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... .আওন্মনি। তোমার বুদ্ধিদীপ্ত অসাধারণ মন্তব্যটি পড়ে প্রাণটা আনন্দে ভরে উঠলো। আল্লাহ্‌র পথে হৃদয় বিগলিত নিবেদনের আনন্দানুভূতি অকল্পনীয় অব্যক্ত মাই সান। এই উপলব্ধি ভাষায় প্রকাশ আসলেই অসাধ্য। তোমার ত্যাগ ও সাধনাও আমাকে ভীষণ মুগ্ধ করে মাই সান। আল্লাহ্‌ রাব্বুল আলামীন তোমাকে কবুল করুণ। আমীন।Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Good Luck Good Luck Good Luck
২৯
292949
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপু অনুপ্রেরণামূলক এই লেখাটি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আমীন।
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৮
236734
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয়া আপুজ্বি। আপনার সুন্দর অনুভূতি ও দোয়া আমার হৃদয়ে মুগ্ধতা এনে দিলো। আপনার দোয়ায় আমীন।
ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনায়। বারাকাল্লাহু ফিক।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৫
236930
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। আপনার জন্যও একই দুয়া রইল....আপাPraying
৩০
293064
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : এতোদিন পরে হলেও বুঝতে পারলাম আপনি ইংল্যান্ডে থাকেন। কিন্তু ঠিক বুঝে উঠতে পারলাম না, এই বয়সে আপনি একা থাকেন!!!! আপনি স্বামী? উত্তর না দিলেও চলবে, এ শুধুই কৌতুহল।

আপনি যা করেছেন, তা মোটেও তুচ্ছ নয়, বরং অনেক দুঃসাধ্য কাজ। আর আপনার মত দ্বীন ইসলামকেই তাদের জীবন উদ্দেশ্য করে নেয়, তাদের পক্ষে এই দুঃসাধ্য কাজটাই অনেক সহজ মনে হয়, নিঃসন্দেহে তা আল্লাহর পথে নিবেদিত প্রাণদের জন্য বিশেষ অনুগ্রহ।

মন প্রাণ উজার করে দোয়া করছি, আপনার প্রতি মুহুর্তের সৎ কাজের সর্বোত্তম প্রতিদান যেন আল্লাহ আপনাকে দেন।

ভাল থাকুন।
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
236739
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় ভাইয়া। আপনার জ্ঞাতার্থে আমার লিখার কিছু অংশ আবারও ভালো করে পাঠের অনুরোধ রইলো। আশাকরি আপনার কৌতূহল নিরসনে কিছুটা হলেও সাহায্য করবে। ব্যক্তি জীবন এখানে তুলে ধরা আমার লক্ষ্য ছিল না। তারপরও ঘটনার বিবরণ দিতে গিয়ে এক পর্যায়ে তা এসে গেছে। আমি এডিনবরায় থাকতাম কিন্তু এখন থাকি নিউক্যাসেলে। কেন একাকী ছিলাম তার ইঙ্গিতপূর্ণ বিষয়টিও লিখাটিতে আছে।

আপনার অনুপ্রেরণাময় আবেগঘন কথাগুলো অনেক মূল্যবান এবং উৎসাহব্যঞ্জক। আপনার হৃদয় উজাড় করা আন্তরিক অকৃত্রিম দোয়ার জন্য অনেক অনেক শুকরিয়া ভাইয়া।

আপনার জন্যও মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিনের দরবারে দোয়ার দরখাস্ত রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনায়। বারাকাল্লাহু ফিক।
Good Luck Good Luck Good Luck Good Luck
১২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
237332
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাসায় পুরো পরিবারসহ থাকার নিয়্যত থাকলেও পরবর্তীতে মালিকের ইচ্ছায় তা আর হয়ে উঠেনি।
এটাইতো কারণ? সরি!!!! আমি খুব ভুলোমনা, তাই কিছু আগে কি পড়লাম কিনবা কি করলাম কিছু পরে ভুলে যাই!!! যদি কিছু মনে না করে থাকেন তবেই শান্তি পাই।

আমার জন্যও এত্তো দোয়া করলে আল্লাহ কি আমাকে ভাল না রেখে পারবেন!
৩১
293094
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
সামসুল আলম দোয়েল লিখেছেন : ভালো লাগলো. অনেক ধন্যবাদ
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৫
236741
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুম আস সালাম ভাইয়া। আপনার অনুভূতি রেখে যাওয়ার জন্য অনিঃশেষ দোয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনায়। বারাকাল্লাহু ফিক।Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File