শততম পোষ্টে সকলকে শত গোলাপের শুভেচ্ছা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১২ নভেম্বর, ২০১৪, ০৭:১১:৪৫ সন্ধ্যা
আনন্দঘণ এ মুহূর্তে কেন জানি পুরো মন বেদনার আঁধারীতে ঢাকা। অনেক কষ্টেও বুকের ভেতর থেকে তা সরাতে পাচ্ছি না। শুভ্র ভোরের আকাশে কেন জানি বিষাদের কালো মেঘের ঘনঘটা। আজকের ছুটির দিনে আগেই ভেবে রেখেছিলাম শততম পোষ্টে ব্লগের অন্নেক মিষ্টি মধুর স্মৃতি রোমন্থন করবো কিন্তু ঘুম থেকে উঠে আকস্মিকভাবে পর পর দু’টো অনাকাঙ্ক্ষিত কষ্টের সংবাদে মনটা একেবারেই তছনছ হয়ে গেল। যা হোক আমার কল্পনার স্বর্গরাজ্যে আমি সদা একাই নিভৃতে বিচরণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতাম যেখানে আমার একান্ত বন্ধু ছিল কোরআন-হাদীস এবং ডায়েরী। তা হঠাৎ করেই হককথা ভাইয়ের বদৌলতে একদিন বি, ডি পরিবারের সান্নিধ্যে এসে আরেকটা ভালোবাসার জগতের সন্ধান পেলাম। যেখানে অগণিত শ্রদ্ধেয়/শ্রদ্ধেয়া, শুভাকাঙ্ক্ষী স্নেহময় সুহৃদ ভাইবোন সহ পেয়েছি প্রাণ জুড়ানো দু’জন ভার্চুয়াল ছেলে, হ্যারি এবং আ’ওণ। যাদেরকে চোখে না দেখলেও আমার পরিবারের কাছে তারা অন্নেক পরিচিত।
বিদেশ বিভূয়ে ব্যস্ততম জীবনের গণ্ডি পেরিয়ে অবিশ্বাস্যকরভাবে আমার শততম পোষ্টের যারা অনন্য কৃতিত্বের ভাগীদার তারা হলেন আমার গুণগ্রাহী সন্মানিত ব্লগারবৃন্দ এবং শ্রদ্ধেয় বিডি কর্তৃপক্ষ। যাদের অকৃত্রিম অহর্নিশ বিমুগ্ধকর প্রেরনা, উৎসাহ, উপদেশ আমাকে প্রচণ্ড ক্লান্তিকর মুহূর্তেও লিখার জগতে টেনে আনতে উদ্বুদ্ধ করতো। এযেন নিজের আত্মার সাথে এক নিগুঢ় বিশুদ্ধ আত্মিক সুদৃঢ় এক নাড়ীর বন্ধন। যা প্রতিনিয়ত সৃজনশীলতার অদমনীয় দুর্বার স্পৃহাকে পরিশুদ্ধ, বিকশিত এবং অবারিত করে তোলে। নিজের জীবনের সুখদুঃখ গাঁথা অনুভূতিগুলোকে অবলীলায় শেয়ার করেছি বিডি পরিবারের সাথে। পেয়েছি অভূতপূর্ব সান্ত্বনা, মায়ামমতা, শ্রদ্ধায় মেশানো, ভালোবাসায় মোড়ানো অপ্রত্যাশিত অনেক কিছু। এমনিভাবে চিন্তা চেতনা, লিখা ও মনের শেকড়ে বেঁধেছে তাঁরা অপরিশোধিত ঋণে। তাঁদের হৃদয় নিংড়ানো অনুভূতিতে কখনও আবেগমথিত হয়ে অশ্রুর প্লাবনে ভেসেছি আবার কখনও বা আনন্দে হাসিতে গড়াগড়ি খেয়েছি। মনের অজান্তেই এই তিল তিল করে গড়ে উঠা অনুভূতি উপলব্ধি, অভিজ্ঞতার মূল্য আমার কাছে নেহায়ত কম নয়। যা ব্যস্ততার ভীড়ে কিংবা একাকীত্বের ব্যথাতুর বিশেষ মুহূর্তে অপরিসীম সান্ত্বনা ও দরদমাখা আবেশে শূন্যতার প্রহরগুলো নিমিষেই সুখানন্দে ভরিয়ে দিতো।
আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ জ্ঞাত অজ্ঞাত আমার কোন কথায়, মন্তব্যে-প্রতিমন্তব্যে কিংবা লিখায় কেউ কখনও কোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেয়াসহ আমার জন্য দোয়ার আবেদন রইলো। যারা নীরব অভিমান বুকে নিয়ে আমাদেরকে বঞ্চিত রেখেছেন তাঁদের প্রতি হৃদয় নিঃসৃত জোর অনুরোধ রইলো ফিরে আসার এবং এই সুশোভিত কাননকে আবারো হাসি আনন্দের মেলায় মুখরিত করে তোলার। আমার প্রাণপ্রিয় আদরের আ’ওনের জন্য দোয়া করতে ভুলবেন না যেন! সেইসাথে এই মহতী সুন্দর ক্ষণে আপনাদের সকলকেই স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়, বিশুদ্ধ মায়ামমতায় এবং অকৃত্রিম ভালোবাসায়। মহান স্রষ্টা রাব্বুল আলামীন আমাদের সকলকেই উভয় জাহানে কল্যাণ ও জান্নাতের ময়দানে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করুণ। আমীন
বিষয়: বিবিধ
৬১২৬ বার পঠিত, ১৭৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভ কামনা আপনার জন্য। আপনার পথচলা আরো সুন্দর ও বেগবান হোক সেই কামনায়।
আমিন। বিশুদ্ধতার মমতার ভাগটা আমি নিলাম। আপু আপনার মত প্রতিষ্ঠিত ব্লগার আছেন বলেই এই অধমের মাঝে মধ্যে ব্লগে আসা, কাঁচা হাতে কিছু লিখে মন্তব্য প্রতিমন্তব্যের মাধ্যমে কিছু শিখে যাওয়া।
শততম হৃদয়ে গভীর থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা। ভাল থাকুন সদা সর্বদা এই কামনাই করি। আরো কামনা করি দুঃসংবাদ নয়, সকাল বিকেল সুসংবাদ শোনে যান।
জাজাকাল্লাহু খাইর।
আপনার দোয়ায় আমীন।
আপনি আরো অনেক শত পোষ্ট দিন এই দুয়া করছি।
শততম পোস্টের জন্য আন্তরিত শুভেচ্ছা ও মুবারকবাদ। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি আপনাকে দীর্ঘায়ূ, সুসাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল দান করুন, যাতে আমরা আপনার লেখাগুলো থেকে শিখতে ও অনুপ্রাণিত হতে পারি........আমিন।
শেষে আবারো শুভেচ্ছা ও অভিনন্দন রইলো
আপনার দোয়ায় আমীন।
।
১০০ ব্লগের বিপরীতে, ব্লগ পঠিত হয়েছে ৩২৫৬০ বার, গড় ৩২৫.৬ । অনেক অনেক ধন্যবাদ ।
আপনার দোয়ায় আমীন।
আপনার জন্য অনিঃশেষ দোয়া আর শুভেচ্ছা রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্ পাক আমাদের সকলকেই নেক হায়াত দান করুণ এবং দু’নো জীবনকে পুণ্যময় করার তৌফিক দিন।
আপনার দোয়ায় আমীন।
সঠিক শব্দ চয়ণ! সুশৃংখল গাথুঁনী! মজবুত অটুট বন্ধন! দরদময় আন্তরিক উপস্হাপনা! এক কথায় অবর্ণনীয় সম্মোহনী আবেশে আপনার নান্দনিক লেখনী পাঠকে কে বাধ্য করে-গভীরে গিয়ে অনুভূতি কে কিছুটা হলেও ঝালিয়ে নিতে!
পরিচয়ের সুচনা থেকেই আপনার একজন বিমুগ্ধ পাঠক আমি!অক্ষমতার বেড়াজালে বন্দি হলেও দু'এক শব্দে মন্তব্যের বিশাল ময়দানে ক্ষীণ আওয়াজ দেয়ারও প্রচেষ্টা থাকে!
শততম উপহারে অভিনন্দিত ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে!সাথে সাথে কাচাঁ হাতের অদক্ষ শব্দের বুননে কোন ভূল-বেয়াদবী হলে মাফ চাচ্ছি!
কুসুমস্তীর্ণ সফল দীর্ঘ পথ চলা কামনা করছি মহান রবের কাছে আপনার-আমার-সবার জন্যে!
জাযাকুমুল্লাহু তায়ালা খাইরান ফিদ্ দুনিয়া ওয়াল আখিরাহ!
আপনার দেয়া বিশেষ দোয়া মহান রাব্বুল আলামিন যেন কবুল করে নেন এই চাওয়া আমারও। আপনার জন্য অনিঃশেষ দোয়া ও শুভেচ্ছা রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়। আল্লাহ্ পাক আমাদের সকলকেই নেক হায়াত দান করুণ এবং দু’নো জীবনকে পুণ্যময় করার তৌফিক দিন। আপনার জন্য দোয়া ও শুভ কামনা থাকবে অনন্তকাল। বারাকাল্লাহু ফিক।
আপনার দোয়ায় আমীন।
আওনের জন্য আমাদের সবার দুয়া রইলো। আমারও কিছু শারিরিক অসুবিধার কারনে দুইদিন লিভ এ ছিলাম। দোয়া করবেন।
আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য এবং হায়াতে তাইয়্যেবা দান করুন, এবং সর্বদা বিডি ব্লগের প্রাণ এবং ধ্রুবতারা হয়ে পথহারাদের পথ প্রদর্শণের তৌফিক দান করুন, অমিন।
আপনার অসুস্থার সংবাদে আহত হলাম। প্রাণভরে অন্তর্যামীর কাছে প্রার্থনা করি আপনার দ্রুত সুস্থতার জন্য। নিঃশ্চয়ই ঈমানের এই কঠিন পরীক্ষায় আমাদের সকলকেই মহান রাব্বুল আলামীন অসীম ধৈর্য ও প্রশান্তি দান করে সব বালামুসিবত থেকে মুক্ত করবেন ইনশাল্লাহ। আর এই বিপদের মুহূর্ত গুলোকে আল্লাহ্ মেহেরবান নাজাতের অসিলা বানিয়ে দিন।
আপনার জন্য অনিঃশেষ দোয়া আর শুভেচ্ছা রইলো আবারো। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা। আল্লাহ্ পাক আমাদের সকলকেই নেক হায়াত দান করুণ এবং জীবনকে পুণ্যময় করার তৌফিক দিন।
আপনার দোয়ায় আমীন।
আপনি আরো শত শত হাজার হাজার পোস্ট দিন এই কামনা করি আর আওন ভাইয়ার জন্য অবশ্যই দোয়া করছি।
এভাবে আমাদেরকে মাঝে মাঝে মনে রেখো কিন্তু সাথে সাথে দু’একটি লিখা দিয়ে। ভাইয়ার জন্য সশ্রদ্ধ ছালাম, দোয়া ও শুভেচ্ছা রইলো। আল্লাহ্ পাক আমাদের সকলকেই নেক হায়াত দান করুণ এবং দু’নো জীবনকে পুণ্যময় করার তৌফিক দিন। আওনের জন্য দোয়া করছো জেনে অন্নেক ভালো লাগলো।
তোমার দোয়ায় আমীন।
আমি খুবই ভাগ্যবতী যে তুমি এবং আ’ওনের মত এমন দু’টি সোনার টুকরো রত্ন ছেলেকে আমার জীবনে পেয়েছি। এজন্য আমি সবসময়ই পরম করুণাময়ের দরবারে শোকরিয়া জানাই। তোমার মন্তব্যের মধ্যে এমনকিছু মিশে আছে যা আমাকে আনন্দাশ্রুতিতে ভাসিয়েছে বার বার। তোমাদেরকে হয়তো পেটে ধরিনি সত্যিই কিন্তু নিজের ছেলের চেয়ে কোন অংশেই আলাদা ভাবতে পারিনা হ্যারি। এ এক অপরিশোধিত ভালোবাসার ঋণে আবদ্ধ হয়েছি যেন......।
আমার জন্য তোমার মনপ্রাণ উজাড় করা দোয়ায় আমীন। তোমাদের জন্য অনিঃশেষ দোয়া আর শুভেচ্ছা রইলো আবারো। ভালো থাকো, সুস্থ থাকো সব অবস্থায় এই কামনা। আল্লাহ্ পাক আমাদের সকলকেই নেক হায়াত দান করুণ এবং দু’নো জীবনকে পুণ্যময় করার তৌফিক দিন। আমীন
ভিশু ভাইয়াকে অন্নেক অন্নেক মিস করছি আপু!
ভিশুদা কে সবাই মিস করে। আঠালো ব্লগ ছেড়ে আর কই যাবেন!ফিরে আসবেন ইনশা আল্লাহ্
অনেক অনেক ভালো থাকুন প্রিয় খালামণি। বেশি বেশি দোআ করবেন আমার জন্য। বিশেষ করে আমার হিদায়তের জন্য ও আমার উপর যেন আমার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা সন্তুষ্ঠ হোন। এই দোআ করবেন।
স্টীকি পোষ্টের জন্য অভিনন্দন!
স্টীকি পোস্টের জন্যে সামান্য কিছু.....
অভিনন্দন খালামুনি শততম পোষ্টে এবং স্টিকি পোষ্টে ।আমি সুস্থ হয়ে গেছি অনেকটা শুকরি্যা খালামুনি।
আমাকে শততম পোষ্ট ও ষ্টিকি পোষ্টের অভিনন্দন জানিয়ে এত্তো এত্তো অসাধারণ ফুল ও ফলের সমাহারে খাম্মুনির ঘরখানি চাঁদের আলোয় আলোকিত করার জন্য অন্তরের নির্যাসপূর্ণ আদরমাখা ধন্যবাদ। তোমার জন্য অন্তর্যামীর কাছে নিরন্তর দোয়া শুভকামনায় প্রার্থনা রইলো।
Congrats
Khammuni...
অনিঃশেষ ভালোলাগার অনুভূতি নিরন্তর......।
সর্বশেষ নিউজঃ
১) নামটি ছিল তার সুন্দরী
লিখেছেন ফাতিমা মারিয়াম , ৫৪৮ বার পঠিত | ৯৭ টি মন্তব্য
২) শততম পোষ্টে সকলকে শত গোলাপের শুভেচ্ছা
লিখেছেন সন্ধাতারা , ৫৬৯ বার পঠিত | ১০৫ টি মন্তব্য
আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল- আর্জেন্টিনা ম্যাচ চলছে । আমার এত ফীলিংস ক্যা রে !!
ধন্যবাদ ও শুভকামনার জন্য অনিঃশেষ দোয়া রইলো আপনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা।
আপনার অতুলনীয় মনোহরী ফুল ও সুন্দর কেকটির জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা রইলো আপুজ্বি।
আল্লাহ আপনাকে আরও বেশী বেশী লেখার সময় ও সুযোগ দান করুন ।আমীন ।
অভূতপূর্ব অনুভূতি, দোয়া ও অভিনন্দন জ্ঞাপনের জন্য জাজাকাল্লাহু খাইর।
স্টিকি পোস্টে অভিনন্দন আপুমনি।
আপনার মূল্যবান উপস্থিতি ও হৃদয়ছোঁয়া অনুভূতিসহ অভিনন্দন জ্ঞাপনের জন্য বারাকাল্লাহু ফিক। আপনার জন্য দোয়া ও শুভ কামনা থাকবে অনন্তকালব্যাপী।
সর্বশেষ নিউজঃ
১) নামটি ছিল তার সুন্দরী
লিখেছেন ফাতিমা মারিয়াম , ৫৪৮ বার পঠিত | ৯৭ টি মন্তব্য
২) শততম পোষ্টে সকলকে শত গোলাপের শুভেচ্ছা
লিখেছেন সন্ধাতারা , ৫৬৯ বার পঠিত | ১০৫ টি মন্তব্য
আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল- আর্জেন্টিনা ম্যাচ চলছে । আমার এত ফীলিংস ক্যা রে !!
ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা।
ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা।
ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা।
আপনার উপস্থিতি স্ক্রিনে দেখে অন্নেক দিন ভেবেছি আপনি লিখার জগতে অনুপস্থিত কেন?
বিডি পরিবার আপনাকে অন্নেক মিস করে ভাইয়া......।
মনের একান্ত অনুভূতিগুলি সব সময় প্রকাশ করা যায় না, তার জন্য প্রয়োজন হয় বিশেষ উপলক্ষ। শততম পোস্ট আপনার জন্য সেই সুযোগ এনে দিয়েছে। আপনার জন্য রইল আন্তরিক মোবারকবাদ।
সেঞ্চুরী?...
অভিনন্দন জানুন একেবারেই অন্তর থেকে।
আপনারা আছেন বলেই হয়তো ব্লগে আসা হয়, একটু পড়ার চেষ্টা করি।
শুভ এই ক্ষণে কি উপহার দেব?
আমারও মনটা খুব খারাপ। দোয়া করবেন..যেন আল্লাহ প্রশান্তি দিয়ে দেন।
আমি তো পঞ্চাশই পার করতে পারলাম না!
অলসতা এসে গেছে।
সবশেষে মহান আল্লাহর কাছে আপনার ও আপনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
মন্তব্য করতে লগইন করুন