রহমতের বৃষ্টি যখন ঝরে
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০২ নভেম্বর, ২০১৪, ০৪:১৬:৪৭ রাত
কোরআনিক সুরে
মনটা থাকে ভরে।
মহব্বতের বৃষ্টি তখন ঝরে
আকাশের বুক চিড়ে।
উথলে জোয়ার অফুরান নূরে
মুছে যায় ক্লেশ, যেন ধীরে ধীরে।
অমৃত বাণী গেঁথে থাকে মোরে
জান্নাতি সুখ ছুঁয়ে যায় ভোরে।
অনন্ত ভাবনার তীরে
নরম আলোর নীড়ে।
মিটে নাতো সাধ ছুটি বারে বারে
আলো তুমি জ্বেলে রাখো সদা মোর দ্বারে।
অনুপম অনুভূতি থাকে মোরে ঘিরে
পড়ে থাকে মন সেথা যায় নাতো ফিরে।
কোথা হতে ভেসে আসে, যেন হতে দূরে
গুনগুণিয়ে কণ্ঠ সাধে একি মধুর সুরে।
শীতল পরশ পরম মায়ায় হৃদয় হরণ করে
অঙ্গে অঙ্গে রহমতের সদা বৃষ্টি ঝরে।
বিষয়: বিবিধ
১৬৭০ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অপার্থিব জান্নাতী ভাল লাগায় আচ্ছন্ন তনুমন!
অনুভূতি কে নাড়িয়ে দিল!এই ছন্দকাব্যিক কথন!!
কোরআনের বিমুহিত সুর ছড়িয়ে পড়ুক বিশ্বময়!করুণাময়ের কাছে এই প্রার্থনা!
জাযাকুমুল্লাহু তায়ালা খাইরান......।
পিলাচ ।
শুকরিয়া জাজাকাল্লাহ।
মুছে যায় ক্লেশ, যেন ধীরে ধীরে - ভালো লাগল, ভালো লাগা রেখে গেলাম।
আলো তুমি জ্বেলে রাখো সদা মোর দ্বারে। আমীন। গতরাতেই পড়েছিলাম সেলফোন থেকে। কিন্তু মন্তব্য করতে পারিনি। অনেক ভালো লাগলো।
ভিশু ভাই কেন আসেন না জানিনা তো আপু। মনে হয় আমাদের লেখা কবিতা পছন্দ হয়নি। মডু মামারা ওনার দাবি দাওয়াগুলো পূরণ না করলে আসবেন না মনে হয়।
আপনার সদয় সান্নিধ্য অন্নেক অন্নেক ভালো লাগলো আপুনি। আপনার জন্য রইলো নিরন্তর দোয়া, শুভেচ্ছা আর কল্যাণ কামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রতিটি মুহূর্তে। আল্লাহ্ পাক আমাদের সকলকেই নেক হায়াত দান করুণ এবং দু’নো জীবনকে পুণ্যময় করার তৌফিক দিন। আমীন
দারুন হয়েছে নাছির আলী সাহেব!
এগিয়ে যান সামনে!!!!
ভীষণ ভাল লেগেছে।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন