লাখো মানুষের ঢল দেখছি, ভালবাসা আর শ্রদ্ধায় মোড়ানো হৃদয়ের প্লাবন দেখছি কী?
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৫ অক্টোবর, ২০১৪, ১০:৩৬:১২ রাত
সৌভাগ্যবশতঃ দুইজন বাংলাদেশী একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবত চাকুরী করার সুবাদে তাঁর ব্যক্তিগত চিন্তা-চেতনা, আচার-আচরণ, ধর্মীয়বোধ, অনুভূতি, অনুশীলন, ত্যাগ সম্বন্ধে বেশ কিছুটা আঁচ করতে পারতাম। তিনি বিডি পরিবারে আমাদের সবার কাছে “হককথা” নামে পরিচিত।
শ্রদ্ধেয় মরহুম জনাব কাদের মোল্লা এবং জনাব অধ্যাপক গোলাম আযম সাহেবের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তাঁর প্রাণের আকুলতা, অস্থিরতা ও মানসিক কষ্টবোধ ছিল সত্যিই ব্যতিক্রম, অবিশ্বাস্য। যা নিজ চোখে অবলোকন করে আমার অন্তর কেঁদে উঠেছে। তাঁর বিষণ্ণ চেহারা, অশ্রু প্লাবিত রক্তজবা চোখ, ভেজা কণ্ঠ দেখে মনে হয়েছে সে তাঁর জন্মদাতা পিতাকে হারিয়েছে। খাবারের প্রসঙ্গ আসাতে জানতে পেয়েছিলাম তিনি সহ পরিবারের সকলেই এমনকি তাঁর বৃদ্ধা মা পর্যন্ত সকলেই নফল রোযা ও ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মনে হল আমরা টিভির পর্দায় লাখো মানুষের উপচে পড়া ভীড় দেখছি ঠিকই কিন্তু নির্জনে নিভৃতে অন্তরের অন্তঃস্থলের এই উথলে উঠা শ্রদ্ধা ভালোবাসা, নীরব কান্না, ত্যাগ, প্রার্থনা, প্রাণের আহাজারি আর আকুতি দেখছি কী?
অগণিত মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত এই মহান ব্যক্তিটির আল্লাহ্র দ্বীন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের পুরাধা হিসাবে বৃদ্ধ বয়সে তাঁদের এই শাহাদতবরণ সত্যিই এক মাইলফলক। ইসলামের অগ্রপথিক, আপোষহীন মুজাহিদ এই বীর সৈনিক দ্বয়ের নাম সংগ্রামী ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে অমর অম্লান হয়ে অনন্য মর্যাদায় চিরদিন অভিষিক্ত হয়ে থাকবে। মহান রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতের শ্রেষ্ঠ মেহমান বানিয়ে নিন। আমীন।
বিষয়: বিবিধ
১৭৭৪ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপু, মৃত্যু কখনো অনাকাঙ্খিত বা আকষ্মিক হয় না। মৃত্যুর প্রকৃত সময় জানেন আল্লাহ, সে সময়ের নড়চড় হয় না। মৃত্যু তখনই আসে যখন তার আসার সময়, যখন তাকে আসতে হুকুম দেয়া হয়েছে। আর মুসলমান মাত্রই তো ঈমানী মৃত্যুর জন্য অপেক্ষায় থাকে, কেননা মৃত্যুর ওপারে তার পরম আরাধ্য প্রভু জান্নাতের উপহার নিয়ে তার জন্য অপেক্ষা করছে।
ব্যক্তিগত ভাবে গোলাম আযম সাহেবের মতাদর্শের সাথে পুরোপুরি একমত হতে না পারলেও, উনি সত্যিই দেখিয়ে দিয়েছেন ইসলামী আন্দোলন মখমলের চাদরে শুয়ে আসে না, সোনার মহলে আয়েশ করে আসে না; আসে রাজপথে রক্ত আর ঘাম ঝরিয়ে, আসে অন্ধকার প্রকষ্ঠে দিনের পর দিন কাটিয়ে।
জাযাকাল্লাহ খইর।
পরিশেষে অত্যন্ত চমৎকারভাবে ও বিজ্ঞতার সাথে ইসলামী আন্দোলনের যে চিত্র এঁকেছেন তা অতুলনীয়। আপনার কাছে বিদ্রোহী কবিতা চাই। বিদ্রোহী কবি ভাই। বারাকাল্লাহু ফিক।
জাযাকুমুল্লাহ খাইর।
অধ্যাপক গোলাম আযম, জনাব কাদের মোল্লা, শ্রদ্ধেয় শাইখুল হাদীস ও মাওলানা এ কে এম ইউসুফ সহ অগণিত শহীদি আত্মার আবেদনের যে মর্মবাণী এবং শিক্ষণীয় চিত্র তা মুসলিম উম্মাহকে অন্যায় ও জুলুম প্রতিরোধে উৎসাহ উদ্দীপনার সাথে জান মালের কোরবানী দিতে উদ্বুদ্ধ করছে। মুসলমানদের বিজয় অবধারিত। ইনশাল্লাহ। জাজাকাল্লাহু খাইর।
আস্ সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ.... শ্রদ্ধেয়া সন্ধাতারা আপু, অনেক অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানবেন অসাধারণ ভালো একটি লিখনীর জন্যে।
'আশিদ্দাউ আলাল কুফ্ফারি ওয়া রুহামাউ বাইনাহুম'এর প্রকৃষ্ট উদাহরণ এগুলো। সমাজে-রাষ্ট্রে কুরআনের অনুশাসন বাস্তবায়নে নিবেদিত প্রাণ মুমিনদের প্রতি শ্রদ্ধা-ভালবাসা তাদের জন্যে অন্তরের গহীন থেকে প্রার্থনা,ত্যাগ,আহাজারী তাদের জন্যে, এগুলো ইসলামী ভ্রাত্তিত্বের অনুপম নিদর্শন। ঈমানের পুর্ণতা।
করুণাময় আল্লাহ মরহুমদ্বয় কে প্রিয় মেহমান হিসেবে জান্নাতে উচ্চ মাকামে অধিষ্ঠিত করুন,এই আর্জি জানাচ্ছি........।
আপনার দোয়ায় আমীন। বারাকাল্লাহু ফিক।
এত মানুষ সবাই যদি জামায়াত এর সদস্য হয় তা হলে এই দেশে আরকোন রাজনৈতিক দল নাই!!
আপনার দোয়ায় আমীন। ছুম্মা আমীন।
ইসলাম জীন্দা হুতা হে
হার কারবালা কি বাদ।
অত্যন্ত অসাধারন শব্দ গাথুনি ও হৃদ্য়স্পর্শী করে পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যাযাকাল্লাহু খাইরান
ইসলামের জয়গান কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে ইনশআল্লাহ্। আপনার মত অতুলনীয় অনুপম সৌন্দর্যে ভরা মন মানসিকতার ত্যাগী সংযমী ভাইয়েরা তা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ইনশাল্লাহ।
আপনার জন্য অনিঃশেষ দোয়া ও শুভেচ্ছা রইলো। আপনার অসাধারণ আন্তরিকতার অনন্য ছোঁয়ায় মিশানো শুভ কামনা ও অনুপম দোয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা। আল্লাহ্ পাক আমাদের সকলকেই নেক হায়াত দান করুণ এবং জীবনকে পুণ্যময় করার তৌফিক দিন। আপনার দোয়ায় আমীন।
আলামিন এর নিকট।
মন্তব্য করতে লগইন করুন