ঘুমন্ত মুসলিম মিল্লাত জাগো
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৫৮:৩১ সন্ধ্যা
প্রতিবাদের ঝাণ্ডা নিয়ে বেড়িয়ে এসো সীমানা ভেদ করে
জাগাও মুষ্ঠি, কণ্ঠে বজ্র ধ্বনি তোল প্রকম্পিত স্বরে।
জুলুমের কারাগার ভেঙে গুড়িয়ে চূর্ণ করে দাও
আকাশের ন্যায় প্রসস্থ দিগন্তের হাত বাড়িয়ে চাও।
হে মুসলমান আমরা বীরের জাতি, বীরত্ব মোদের উত্তরাধিকার
তবে তরবারিকে ভয় কেন? কী আছে হারাবার?
উদ্যম উৎসাহে শুরু করো নবীনের দীপ্ত অভিযান
অগ্রগামী নাবিক “তরুণ সমাজ” হও আগুয়ান।
প্রাণচাঞ্চল্যে লড়ে যাবে বীর আনবে কল্যাণ
দিকে দিকে গাহিবে পাখী, হাসবে উদ্যান।
লাশের পাহাড়ে জ্বলে উঠুক ঈমানী বিস্ফোরণ
যুগ যুগ ধরে করছে যারা জুলুম নির্যাতন।
কেন তোমরা গোলাম বনেছো ওহে মুসলমান
মজলুমকে বাঁচাতে গড়ে তোল সীসাঢালা ঐক্যবন্ধন।
মুক্ত করো জঞ্জাল আর অত্যাচার অন্যায়
শত্রুদের সাথে না মিলাও হাত, দিও নাকো সায়।
মুসলমান আজ হাজার দলে, রয়েছে হাজার মত
এমন জাতি কী খুঁজে পায় কভু ন্যায় মুক্তির পথ?
তাজা ঈমানের টাটকা বারুদ নিয়ে সম্মুখপানে যাও
ঘুমন্ত মুসলিম মিল্লাতের শিরায় আগুন জ্বালিয়ে দাও।
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে তরবারিকে ভয় কেন? কী আছে হারাবার?
মুসলমানদের হারাবার কিছু মরলে শহীদ বাজলে গাজী ।
আপু বিপ্লবী কবিতা অনেক সুন্দর হয়েছে ।
তুমিই আমাদের আসমা বেলতাগি....
অসাধারন!!! জাযাকাল্লাহ খইর
এমন জাতি কী খুঁজে পায় কভু ন্যায় মুক্তির পথ?
অনেক সুন্দর একটি লেখা উপহার দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
রাতেই লেখাটি পড়েছিলাম। কিন্তু মোবাইলে ইংরেজীতে অনুভূতি প্রকাশ করতে ইচ্ছে হলনা, তাই সকালের জন্য অপেক্ষা করতে হল।
আপনার জ্বালাময়ী কবিতা হৃদয়কে উদ্দীপ্ত করল।
এরকম আরো অনেক লিখা নিয়ে ব্লগে বিচরণ করুন, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আপনাকে-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
তবে তরবারিকে ভয় কেন? কী আছে হারাবার?
এই সময়ে ঈমান নিয়ে কবরে যাওয়া অনেক কষ্টের ,আমরা কি ছিলাম কি হচ্ছি ! অনেক দিন পর এসে আপনার সময় উপযোগী জাগরণী কবিতা পড়ে খুব ভাল লাগলো । আপু কেমন আছেন?
মন্তব্য করতে লগইন করুন