সন্মানিত ব্লগ কর্তৃপক্ষ ও সকল ব্লগার বন্ধুদের প্রতি উদাত্ত আহ্বান...।
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১০ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৯:১১ সন্ধ্যা
ব্যস্ততার কারণে দেরীতে ব্লগে প্রবেশ করে দুঃসংবাদটি দেখে থমকে যাই। বেশ কয়েকদিন ধরেই আমি সমস্যা পোহাচ্ছিলাম ব্লগ নিয়ে। কিন্তু এ বিষয়টি একটি বারের জন্যও আমার মাথায়ই আসেনি যে সরকার এর উপরে খড়গহস্ত ধরবে। যাহোক অবশেষে এটা পরিষ্কার হলো যে, এ ব্লগের উপর অশুভ পথহারা অন্যায় গোষ্ঠীর শকুন নজর পড়েছে। আমরা এই ভেবে উজ্জীবিত ও আশান্বিত যে, এই ফ্যাসাদ সৃষ্টিকারী অন্যায়শক্তি আমাদের কলম যোদ্ধাদের ভয়ে ভীতসন্ত্রস্ত। কারণ এরা ব্যাধিগ্রস্ত। অনর্থক কলহ সৃষ্টি, বিকৃত অভিরুচি ও নিকৃষ্টতর পন্থায় এই ভ্রান্তবাদী গোষ্ঠী আমাদের মায়ামমতার কলমপ্রাণকে হত্যা করতে উদ্যত, কলমের জীবন্ত শাণিত টুটিকে এরা চিরতরে স্তব্ধ করতে দিতে চায়।
এরই প্রতিবাদে আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ ও সম্মিলিতভাবে অন্য কোন বিষয়ে ব্লগ না লিখে আগামী তিন দিন এর বিরুদ্ধে বজ্রকণ্ঠে সমস্বরে লিখনীর মাধ্যমে আমাদের প্রাণের ব্লগকে ব্লক করে দেয়ার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সমমনা গোষ্ঠী, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজানীতিবিদসহ সকল স্তরের মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাদের ন্যায় প্রতিবাদের পক্ষে জনমত গড়ে তুলি। এ ব্যাপারে আপনাদের মূল্যবান পরামর্শ, সুচিন্তিত দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ মতামত একান্তভাবে কাম্য। এর আলোকে ব্লগ কর্তৃপক্ষ ও কোন ব্লগার বন্ধুদের বিরুদ্ধে যদি কোন ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের চেষ্টা করা হয় তাহলে একযোগে আমরা রুখে দেবো ইনশাল্লাহ। আল্লাহু আকবর।
বিষয়: বিবিধ
১৪৭১ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সরকার নাখোশ।
আপনার আহবানে আমার সাড়া-
কবিতা- "কলমের সংগ্রাম"
তবে মনের ভিতরে থাকা একটা কথা বলি, কিছু কিছু বিষয়ের কারণে আমার নিজেরই মনে হয় এই ব্লগটা ছেড়ে চলে যাই, বিশেষত: যখন কোন একটি নির্দিষ্ট মতাদর্শের পক্ষে সাফাই গাওয়া, বিশেষ একটি চিন্তা বা মতাদর্শকে অহেতুকভাবে অপদস্থ করা, আর কেউ ভিন্ন মত প্রকাশ করলেই তাকে বিভিন্ন বিশেষনে বিশেষায়িত করা তার উপর তীর্যক মন্তব্য তো থাকছেই। এমন একপেশে পরিবেশ ভালো লাগে না। আমি বরাবরই অাজাইরা বিতর্ক এড়িয়ে চলতে চাই, তাই হয়তো এখান থেকেও চলে যেতে হবে।
Thanks a lot for your inspiration and courage. Actually you praised me a lot more than I am really worthy of.
Apu, let me tell you something about me- I have always tried to avoid unnecessary talks, gossips, debates and discussions. Here, I bet you have experienced yourself, that people of a certain thought always are busy try to pull the tail of those who are not agreed with them. According to me, even it's nothing but waste of time to argue with them. And one can't see his ideology being insulted.
However, I won't let your request put down, InshaAllah.
ধন্যবাদ।
- সোনার বাংলা ব্লগের মত এটিকে হারাতে চাইনা। তার জন্য প্রত্যোকে আরও ৮-১০ জন ব্রগার তৈরী করে এটিকে জনপ্রিয়তার শীষে নিতে হবে।
- এখান থেকে ক্বালজ্বয়ী লেখক তৈরী করতে হবে।
- ঐক্যবদ্ধ ভাবে স্ব স্ব স্থান হতে এ জগতে শ্রেষ্ঠত্ব রাখতে হবে।
- টুডে ব্লগ টিকে থাকার জন্য নিজেদের সবকিছু দিয়ে দেখাতে হবে আমরা পারি।
- এমন কিছু গঠন মুলক লিখা সৃস্টি করি যা পত্রিকা বা মিডিয়ার দৃস্টি আকর্ষন করবে।
- সরকারের অনৈতিক কাজগুলো হিংসাত্মক নয়, গঠনমুলকভাবে মানুষের কাছে তুলে ধরে জনমত গড়ে তুলি।
- ব্লগারদের বড় ধরনের সংঘ তৈরী করতে হবে যা সমাজে ভুমিকা রাখার পাশাপাশি সরকারের খারাপ দিকগুলো লিখে জনগনের মাঝে সাড়া জাগাবে।
রাজী হলে সবাই আুসন। শুরু করি এ যাত্রা। আমি প্রস্ততু।
ধন্যবাদ আপনার পোষ্টের জন্য।
আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শ্বশুর সাহেব। অবশেষে আমার আহ্বান আপনার দৃষ্টিগোচর হয়েছে জেনে ভালো লাগলো। আমিও সমস্যা মোকাবিলা করছি। আপনার লিখা থেকে আপনার সম্পর্কে বিস্তারিত জেনে আনন্দিত হলাম। আপনার মূল্যবান উপস্থিতির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন