শৈশবের সোনাঝরা দিনগুলি
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:১৭:২০ সন্ধ্যা
নানান রঙের রং ধরেছে আম পেকেছে গাছে
রাতে মোর ঘুম আসে না, হারাই যদি পাছে।
হ্যারিকেনের আলো দিয়ে কুঁড়াতে গিয়ে আম
আনন্দের নেইকো জুড়ি মহা ধুমধাম।
বকুল তলায় শিশির ভোরে তুলে এনে ফুল
মালা গেঁথে গলে রাখি হয়নি কোন ভুল।
ছেলেমেয়ে দলে দলে পাঠশালাতে যাই
মধুর স্মৃতির অশেষ প্রীতি ভুলতে নাহি পাই।
অনেক অনেক স্মৃতি, যায় নাতো ভোলা
আবেগে প্রাণে মোর সুর দেয় দোলা।
দারিবান্দা, গোল্লাছুট খেলতে অনেক মজা
সাঁঝের বেলায় ঘরে ফিরে জুটতো অনেক সাজা।
রকমারি খেলা হতো, হতো গজল গান
আসর মুখরিত করে বেজে উঠে তান।
দোলনায় দোল খাওয়া ছিল বড় সুখ
চাঁদের দেশে যেন ভেসে উঠে মুখ।
সাঁতার কাটতে গিয়ে খেয়েছি যে পানি
একথা কানে কানে হলো জানাজানি।
মাঝে মাঝে ভূরি ভোজের চলতো আয়োজন
সবাই মিলে দল বেঁধে হতো বন ভোজন।
কেউবা রাঁধে কোরমা পোলাও, কেউবা রাঁধে পায়েশ
কেউবা ব্যস্ত অতি, করে ফরমায়েশ।
দৌড়ঝাঁপ হাকাহাকি ব্যস্ত তুলকালাম
বড়রা উঁকি দিলে জোরেসোরে সালাম।
সারাদিন কেটে যেত মধুর প্রহর
অনাবিল আনন্দের কাটে নাতো ঘোর।
হে শৈশব তুমি এতো কেন প্রিয়?
সবকিছুর মধ্যে তুমি অনেক অনেক শ্রেয়।
স্মৃতির পাঁপড়িগুলো করে গুঞ্জরন
এ যেন অভিভূত করা বিধাতার দান।
আহারে শৈশব স্মৃতি মেহেদী রঙে মেশা
যতই পুরানো হয় বাড়ে যেন নেশা।
সাথীদের তরে মোর আজো কাঁদে প্রাণ
দূর থেকে পাই সদা মনোহরী ঘ্রাণ।
মহান প্রভূ যেন সুখ দেন ঢেলে
একান্ত প্রার্থনা মাগি মনো আঁখি মেলে।
সৌজন্যেঃ ভিশু ভাইয়া
বিষয়: বিবিধ
১৭০২ বার পঠিত, ৭৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নষ্টালজিক শৈশব মূর্ত হয়েছে ছন্দে ছন্দে!
সোনালী অতীতকে কোণ সে যাদুবলে আপনি নিয়ে এসেছেন একেবারে পাঠকের দোরগোড়ায়।
অনেক অনেক ভালোলাগল আপু।
জাজাকাল্লাহু খাইরান।
অনেক মজা পেয়েছি অন্নেক।
সব সময় এমন থাকুন।
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
সময়ের ভেলায় ভেসে যদি ফিরে যাওয়া যেত সেই সব দিন গুলিতে..............!!!!!!!!!!
আপনার জন্য প্রযোজ্য বিশেষণগুলোই বসিয়েছিলাম মাত্র।
যেটি সঠিক, সেগুলো সব সময়ই জানানো উচিত।
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।
জাজাকাল্লাহু খাইরান।
-----
উপরের ছবিটার বেবিটাকে আপনার লাভ্লি সানের জন্য দারুন মানাবে
দিয়েদেন আমরা কিন্তু দাওয়াত চাই
পাখি গায় গান,
মৌমাছি মধু চাকে
ওই পোকার জ্বলান!
শৈশব ঢেকে আনে
সৃতির সাজানো ঢেউ
সৃতির মনকে পুড়ে
জানেনাতো কেউ
আপু সত্যি কবিতা অপূর্ব সুন্দর হয়েছে ।
আমার শৈশব অনেক সৌন্দর্যে ভরপুর। সেদিক থেকে আমি অনেক ভাগ্যবতী। যার কিছুই বলা হয়নি এখানে। আমার কবিতা তোমার ভালো লেগেছে জেনে আমারও ভীষণ আনন্দ অনুভূত হচ্ছে। তোমার জন্য অন্নেক অন্নেক শুভ কামনা ও প্রাণভরা দোয়া। জাজাকাল্লাহু খাইর।
হে শৈশব তুমি এতো কেন প্রিয়?
সবকিছুর মধ্যে তুমি অনেক অনেক শ্রেয়।
হায়! হায়!! হায়!!! কি লজ্জা, কি লজ্জা!!! আমার সন্ধ্যাতারা আপু এমন সুন্দর ছন্দময় কবিতা দিয়ে তাঁর শৈশবস্মৃতির আসর সাজিয়েছেন, আর আমি এই অপদার্থ কিনা সেটার ঘ্রাণ নিতেও দেরী করে ফেললাম। আসলেই আমি একটা নিরেট আলসে মানুষ। আমার বাবাও আমাকে তাই বলতেন। আসলে আপু, ভিশু ভাইয়ার ফরমাশের কারণে আমিও কাগজ কলম নিয়ে শুধু ঘষাঘষি, মাজামাজি করছি কিছু একটা আপনাদের জন্য উপহার দেব বলে, সেই জন্যই দেরী করে ফেললাম, প্লীজ মাইন্ড কইরেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনার ভাললাগা অনুভূতিটুকু জেনে ভীষণ ভাল্লাগছে । আপনার জন্য অন্নেক অন্নেক দোয়া ও শুভেচ্ছা রইলো। জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন