অস্তমিত সূর্য উদিত হবেই হবে
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৭ আগস্ট, ২০১৪, ০২:৫৮:৩৯ দুপুর
মুসলমানের হৃদয় মন মুস্তফার নামেই সমুজ্জ্বল
বিশ্ব নিখিলে আলোকিত হবে তাঁদের মুখমণ্ডল।
সত্য গর্জে উঠুক বুকে বাঁধো বল-হিম্মত
বিশ্বের নেতৃত্ব সেতো মুসলমানের সওগত।
দীর্ঘশ্বাসের দিন-রজনী ও বিনিদ্র প্রহর
চন্দ্র-সূর্য-নক্ষত্র তোলে প্রতিবাদের ঝড়।
মাঝে মাঝে কেন তরঙ্গ নেই? নেই কেন উত্তাল!
গর্জন নেই কেন সমুদ্রে, ঘুমন্ত কেন বিশ্ব পূর্বাচল?
কেন অন্ধকার আজ বিশ্ব ভুবন?
সূর্যকে ঢেকে রাখার কেন করো পণ?!
লোভ-লালসা হোল ধ্বংসের পরিণাম
বিবেক শূন্য মানব জ্বলছে তামাম।
স্বদেশ আমার প্রিয়ভূমি, জড়িয়ে আছে প্রাণ
দেশ বাঁচাতে করতে হবে জান কোরবান।
নবীর পথে করো দ্বীপ্ত অঙ্গীকার
অন্যায় জুলুমবাজ হোক ছারখার।
এ ধরায় প্রাণহীন মানুষের নেই প্রয়োজন
মানবজীবের জীবিত খোদা তাইতো মহান।
মুসলিমরূপী কাফের খোঁজে দুনিয়ার ভোগ
মুমিনের কাছে দুনিয়াদারী এক উত্তম ত্যাগ।
হে তরুণ ঘুমিও না, ধারণ করো ইব্রাহীমের উত্তাল প্রাণ
সারা বিশ্বের মৃত প্রাণে জাগিয়ে তোল জীবনের জয়গান।
মুমিনেরা আজ জাগো, নফসকে করো বুলন্দ
কাফেরের টোপে হয়ো না কখনও অন্ধ।
দুনিয়ার মজলুম জাগো, জাগতেই হবে
অন্ধ প্রাসাদ ভেঙ্গে নতুন প্রভাত আনবে কবে?
আর কত রাত্রি, কতো অন্ধকার?
সেতুবন্ধন ছাড়া হবে নাতো পারাপার।
হে নবীন তরুণ জওয়ান, কে কোথা আছো
সম্মুখে দাঁড়াও, জাতিকে বাঁচাও, নিজেও বাঁচো।
ধরিত্রী মাঝে মুসলমান হোল শ্রেষ্ঠ সূর্য সন্তান
অস্তমিত সূর্য উদিত হবেই হবে, রাখবেই তাঁরা মান।
বিষয়: বিবিধ
১৫৫৬ বার পঠিত, ৭৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
I am Aon is in your post ...|
I am very delighted by seeing your comments in here.
JAJAKALLAH shukriya khammuni.
তোমাকেও অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য (খালামণির মতো ক্রে জব্বাব দিলুম কমেন্টএর )
অস্তমিত সূর্য উদিত হবেই হবে, রাখবেই তাঁরা মান।
এটা আমার দৃঢ় বিশ্বাস মুসলমানদের বিজয় আসবেই
খুব ভাল লাগল । আপনাকে অনেক ধন্যবাদ
দেশ বাঁচাতে করতে হবে জান কোরবান।''
এই ২ লাইনে প্রবল আপত্তি আছে। ইসলামে আসাবিয়াহ বা জাতীয়তা হারাম। যে ব্যক্তি আসাবিয়াহ এর পতাকাতলে মৃত্যুবরণ করল সে জাহান্নামী। কাজেই এই লাইনগুলো কেটে দেন। এছাড়া মাশাআল্লাহ সুন্দর লিখেছেন।
অনেক ধন্যবাদ আপু ।
সন্ধাতারা লিখেছেন : Chalam Atique vaiya for your nice comment with encouragement and inspiration. Barakallahu Fik.
আর সময় দেওয়া যাবে না অন্যায়কে
এবার জাগতে হবে
লড়তে হবে।
অনেক ধন্যবাদ এরকম একটা যৌক্তিক কবিতা লিখার জন্য।
লোভ-লালসা হোল ধ্বংসের পরিণাম
বিবেক শূন্য মানব জ্বলছে তামাম।
যথার্থই বলেছেন। অনেক অনেক ধন্যবাদ।
আপনার কলম ও মন আরো শাণিত ও সুষমামন্ডিত হোক
সন্ধাতারা লিখেছেন : Salam vaiya for your very nice comment and dua. I do pray the same for you. Jajakallahu khair.
ইতিহাস কি আবার ফিরবে না?
اليس الصبح بقريب ؟؟
সুপ্রভাত সন্নিকটে নয় কী ??
অবশ্যয়।
এই বিশ্বভ্রমান্ড সম্মন্ধ্যে বিস্তারিত জানতে এখানে দেখুন...
Click this link
এটা বাদে দারুন কবিতা সুবহানাল্লাহ! খুব ভালো লাগছে। এই নেন হাতুড়ি ফুল..
এই নেন পুরা একটা বাগান....
জাযাকাল্লাহ খইর
অনেক সুন্দর অন্নেক সুন্দর এবং অপূর্ব।
আরো, আরো লেখা চাই।
আপনার কলম ও মন আরো শাণিত ও সুষমামন্ডিত হোক ।
অনেক অর্থবহ কবিতা
ভালো থাকুন, সুস্থ থাকুন সব অবস্থায় এই কামনা। আল্লাহ্ পাক আমাদের সকলকেই নেক হায়াত দান করুণ এবং জীবনকে পুণ্যময় করার তৌফিক দিন। আপনার দোয়ায় আমীন।
মন্তব্য করতে লগইন করুন