ষ্টিকি পোষ্টের অন্তরালের কথা!!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৬ আগস্ট, ২০১৪, ০৭:৪১:২৩ সন্ধ্যা
ফুলের সুরভীমাখা বিডি ব্লগের ফুলেল আঙিনায় পা রেখে শুভ্র মানসিকতার এক ঝাঁক এঞ্জেলদের সান্নিধ্য পেয়ে কখনও ষ্টিকি পোষ্টের চিন্তা মাথায় আসেনি আমার সেভাবে। বরং প্রায়শঃই মনে হয় মহৎপ্রাণ বিডি ব্লগের উদ্যোক্তাদের প্রগতিশীল ইসলামিক চিন্তা চেতনার কারণেই এরূপ একটি অনন্য অনবদ্য সৃজনশীল পরিবেশে নিজের স্মৃতির রংধনুতে আঁকা আমার প্রাণের একান্ত না বলা কথাগুলো তুলে ধরতে পাচ্ছি অন্য প্রাণের মাঝে। তাইতো বিডি ব্লগে বছর গড়িয়ে গেলেও নিজের সীমারেখা, অযোগ্যতা ও অক্ষমতার কথা বিবেচনায় রেখে ষ্টিকি পোষ্টের জন্য কোন মনোকষ্টবোধ তৈরী হয়নি আমার। বিস্মায়াতিতভাবে সারাদিন লং শিফট করে পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরে আবারও লিখতে বসি আকুলতাভরা জীবনের গন্ধ সুধা ঢেলে। অবগাহন করি নিজের ভালোলাগার সাজানো বাগানে মনের মাধুরী মিশে।
এমনি এক অনুভূতি নিয়ে সর্ব কনিষ্ঠ একটা পোষ্ট দিয়েছিলাম “ঈদের ভিন্ন রকম অনুভূতি” শিরোনামে। পোষ্ট করেছিলাম বিডি এবং লাইট হাউজ ব্লগে। বিডি ব্লগের পাঠক বন্ধুরা সুন্দর সুন্দর প্রাণ জুড়ানো মন্তব্য করেছেন পোষ্টিটি পড়ে। কিন্তু লাইট হাউসে এটি ছিল আমার প্রথম অভিজ্ঞতা যে লিখায় কোন মন্তব্য আসেনি তাই কাজে থাকাকালীন সময়ে মনে মনে ভাবছিলাম বাসায় গিয়ে পোস্টটি সরিয়ে নেবো। কারণ আমার দৃষ্টিতে সাদামাটা পোষ্টটিতে ছিল না কোন শৈল্পিক সৌন্দর্য বা হৃদয় ছোঁয়া শব্দ মালার বিন্যাস।
বাসায় পৌঁছে পোষ্টটি মুছে ফেলতে গিয়ে অসাধারণ এক সুন্দর অনুভূতি প্রাণ ছুঁয়ে গেল। পাশাপাশি শঙ্কাও জাগলো মনে পাঠকের কথা বিবেচনায় রেখে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে পোস্টটি আশার আলো নিয়ে এখনো প্রতীক্ষার প্রহর গুনছে। এর মূল্যই বা কম কীসে! সকল শুভানুধ্যায়ী পাঠক ও বন্ধুসম মন্তব্যকারী সকলের জন্য আমার শ্রদ্ধাপূর্ণ ছালাম এবং প্রাণঢালা শুভেচ্ছা। সেইসাথে আমার প্রকাশিত লিখার প্রথম ষ্টিকি পোষ্টের অভূতপূর্ব আনন্দঘন মুহূর্ত ও লিখার স্বীকৃতি প্রদানের জন্য সেই সন্মানিত ব্যক্তিবর্গের কাছে আমার অনুভূতি হিসাবে রেখে গেলাম আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ। যারা আমার লিখাকে মনোনীত করে আমাকে অনুপ্রাণিত করেছেন সুন্দরের আহ্বান ও ন্যায়ের আলোকরশ্মির মুগ্ধতা ছড়াতে, আমার অনুভব আর অনুভূতির মিষ্টি ভাবনাগুলোকে প্রাণ দিতে হৃদয়ের উষ্ণতার উৎসাহী দুয়ার অবারিত করে।
বিষয়: বিবিধ
১৫৫৭ বার পঠিত, ৬৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি অনেক সুন্দর করে লিখতে পারেন আমার মনে হয় আপনি লিখার সময় অনেক মনুযোগী হয়ে লিখেন যা একজন লোখকের একটা অংশ বলা চলে।
নেই বোন .তবে বুঝেছি এবার
এতো সুন্দর নরম, কোমল ভাবে ধন্যবাদ জ্ঞাপন করলে আমরা আর স্তিকির লাইন পাবো না।
অনেক অনেক অভিনন্দন
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ আপু বেশি কিছু আপনার কাছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
ওয়ালাইকুমুসসালাম... সজল ভাইয়া আমি এই মাত্র দু’ রাকাত নফল নামায পড়ে দোয়া করলাম। সম্ভব হলে নফল নামায পড়ে দোয়া করুন এবং সবসময় জিকিরের মধ্যে থাকুন। ভালো ফল পাবেন আল্লাহ্ চাহেতো। আপনার জন্য আসলেই অনেক খারাপ লাগছে। জাযাকাল্লাহ।
আবার ও বলছি ভাইয়া মনে কিছু নিয়েন না ।
সজল আহমেদ @
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
ভাষার চাতুরী সত্যই ভালো লাগে। আরো বেশী বেশী এমন সুন্দর ভাষার মাধ্যমে আরো সুন্দর সুন্দর পোষ্ট উপহার দিবেন এই আশা করি।
কীসের জন্য ভেংচি?
মন্তব্যের তালিকায় আপনার নাম বেশির ভাগ সময় এগিয়ে থাকে!! আপনার জন্যওও শুভকামনা, আল্লাহ যেন আপনাকেওও ভালো রাখেন,
আপনার স্টিকিকে স্বাগতম
স্টিকি মোবারক।
এত্তদিন পর কোত্থেকে উদয় হলো এই পিচ্চি
আপনার এড করা ছবিগুলো অসম্ভব নিস্পাপ ধরনের মনের ই নির্বাচন।আবার ধন্যবাদ সেই মনকে।
মন্তব্য করতে লগইন করুন