সুখময় প্রাপ্তি
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০২ আগস্ট, ২০১৪, ০৪:০৯:২২ রাত
(আমার দুই ছেলে (ভার্চুয়াল) হ্যারি এবং আওণ-এর উদ্দেশ্যে )
দয়ামায়া প্রাণে ভরা, আছে অভিমান
এযেন মহান প্রভুর অপূর্ব দান।
শোকে-সুখে খোঁজ নেয় মোর দু’টি ছেলে
এযেন প্রাণের মায়া, ভরে আঁখি জলে।
ক্যামনে মুছে দুঃখ জানে না অলি
তাইতো ফোঁটার আগে হয়ে থাকে কলি।
তাদের খুশীতে সুখ, কষ্টে কাঁদে বুক
কেন যে এমন হয়, হয়ে যাই মূক।
অব্যক্ত ভাষা আছে, আছে দাবী-অধিকার
কষ্ট-স্মৃতির ভেলায় চড়ে করে হাহাকার।
জীবন ধন্য হোক অফুরান সুখে
হৃদয় কাঁদে যেন দুঃখীদের দুঃখে।
ভরে উঠুক প্রতিক্ষণ ফুলে ও ফলে
আঁধারি ঘুচে যাক, আলো থাক জ্বলে।
সহজ-সরল ছেলে দু’টি, মোর অতি প্রিয়
রবের কাছে তারা দু’জন, হয় যেন শ্রেয়।
সারাবেলা কেটে যাক ফুলের সৌরভে
পুন্যময় হোক সবি, কচি সবুজ অনুভবে।
জননীর মমতায় কাঁদি দিবানিশি
পুণ্যময় করো হে প্রভূ, দাও এনে শশী।
এ যেন সত্যিই এক নিস্পাপ বন্ধন
সন্তানের স্নেহ ছায়ায় রবে চিরন্তন।
সুন্দর শুভ হোক প্রত্যাশিত জয়গান
ভোরের শুভ্রতায় আসে মধুর আযান।
পুস্পিত পবিত্র ছোঁয়া শান্তি অণুরনে
এ এক সুখময় প্রাপ্তি, শুধু বিধাতাই জানে।
বিষয়: বিবিধ
১৬২৮ বার পঠিত, ৮৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাইরে অভিমানী ভ্রাতাদয়,
তোমদের ছাড়া কি কোন মালা গাঁথা হয়?
কোন আসর জমে?
নাশ্তাটুকু খাইও এসে রাগটা যখন কমে।
তাইতো আপনার সাথে আমিও ডাকছিঃ
আয়রে খোকা চলে আয়
মামুনি যে কাঁদছে হায়!
আর কোন রাগ নয়
আমি তোদের প্রতীক্ষায়......।
হে হে হে হে
আর তুমি কখনও বাড়ী ছেড়ে যাবে না
সবাই মনে করে এটা যেন ভুল না।
টুডে ব্লগের প্রতি এতই রাগ? রমজানে আসইনাই। লাইটহাউস-এ তিনটা পোস্ট করছ। অবশ্য টুডেতে রমজানে আমিও অনিয়মিত ছিলাম।
হারিকাপু?
তোমার বাবুদের বা কি নাম রেখেছো?
@হ্যারির জন্য সুস্বাগতম হাতুড়ি ফুল
শুভেচ্ছা-স্বাগতম রইলো!
এ এক সুখময় প্রাপ্তি, শুধু বিধাতাই জানে।
জুনজুনি চাই।
আমাল চক্কেট তই?
জুনজুনি তই?
খাম্মুনি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো।
আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো।
হারিকেনও চলে এসেছে ব্লগে আপনার অসাধারণ কবিতাখানি পড়ে।
অসাধারণ লাগলো কবিতাখানি।
অন্নেক অন্নেক শুকরিয়া খাম্মুনি।
আমি কি মন্তব্য করবো জানিনা আমি খুশিতে নির্বাক।
অনেক শুকরিয়া পিলাচ।
বল বাছা এক পরাণে আর কত কষ্ট সয়।
ইমরান ভাইয়ের আছে নাকি মই?
সাথে নিতে হবে পাকা আম আর দই।
মন্তব্য করতে লগইন করুন