বন্ধু তোমার বিদায় ক্ষণে কেন মন কাঁদে??!!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৮ জুলাই, ২০১৪, ০৪:২১:৪৯ রাত
তুমি আসবে বলে এতো আয়োজন
পরিপাটি সাজগোজ ফুলেল বাগান।
কতশত ভাবনা গেঁথেছিনু মনে
প্রতীক্ষায় চেয়েছিনু তোমা পথপানে।
অবশেষে এলে তুমি সাজানো কাননে
কত কথা মাখামাখি হল তোমা সনে।
বকুল বিছানো কোণে একাকী থাকি
হৃদয় উজাড় করে প্রেমভরে ডাকি।
নিশি গুলো ভোর হয় তোমার সোহাগে।
বিমুগ্ধ চিত্তে মোর কত মায়া জাগে।
এত ডাকি তবু কেন মেটে নাকো সাধ
উথলি উঠে শুধু আবেগের বাঁধ
একমাসে দিয়ে গেলে অলৌকিক দান
তাই তুমি সখা মোর মাহে রমযান।
ভুলে আমি বসে আছি তুমি যাবে চলে
পরিশ্রান্ত আঁখি মোর ভাসে অশ্রু জলে।
দিয়ে গেলে সবকিছু নিলে না কিছুই
আকাশ ভরিয়ে দিলে যেন ছুই ছুই।
মিলনের ক্ষণ কেন নিমিষে ফুরায়?
হারাতে নাহি চাই তবুও হারায়।
তাইতো মন মোর বাধা নাহি মানে
ক্যামনে চাহিব তোমার বিদায়ের ক্ষণে।
বিষয়: বিবিধ
১৫২৪ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকিল্লাহ..
ঈদ মোবারক!! আসসালাম..
মিলনের ক্ষণ কেন নিমিষে ফুরায়?
হারাতে নাহি চাই তবুও হারায়!
ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
সব্বাইকে ঈদ মুবারক।
আপনার বাড়িতে রান্নাঘড়ের প্রতিটি হাড়িতে আমার ঈদের দাওয়াত রইলো।
আমার ঈদ বোনাস যেনো ঠিকঠিক পাই হামমম এটা যেনো মনে থাকে।
আপু সত্য কথা বলি খারাপ লাগছে তবে খুশী ও হইছি ।২০ ঘন্টা রোজা অনেক কঠিন ।আপু দুয়া করবেন আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আগামী বছর যেন আবার রোজা রাখতে পারি ।
ভালো লাগ্লো বেশ...
ঈদ-মুবারক
মহিমান্বিত বরকতময় এই দিনে গাজাসহ বাংলাদেশ
ও বিশ্বের সকল মুসলিমদের শান্তিও কল্যাণ কামনা করছি ।আপনাকে ঈদ মোবারক!
আপনার অনুভুতি অনেক অবেগময় । ভাল লাগল।
মন্তব্য করতে লগইন করুন