মা’কে ভীষণ মনে পড়ছে
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৭ জুলাই, ২০১৪, ০৫:২০:০৮ সকাল
দিনশেষে পাখীরা ফিরে নিজ নীড়ে
আমি তোমায় খুঁজি জনতার ভীড়ে।
দু’চোখে বয়ে চলে ঝর্নার ধারা
গোধূলি লগন হায়, হয়ে গেল সারা।
অশান্ত আঁখি দু’টি চেয়ে হতাশায়
বকুলের মালা গাঁথা যেন অবেলায়।
প্রখর রৌদ্র তাপে করো যে শীতল
মেঘমালা হয়ে তুমি ঢেলে দাও জল।
কষ্ট শোকে যখন হয়ে যাই নীল
তোমার পরশে হয় জীবন স্বপ্নিল।
অন্ধকারে যখন আমি হই দিশেহারা
দোয়ার প্রদীপ জ্বেলে তুমি পাগল পারা।
সাগরের তীরে বসে হয়ে উদাসী
ঢেউয়ের দোলায় মিশে যেন মোর শশী।
রোগ শিয়রে যখন তোমাকে খুঁজি
মনোবল দাও তুমি, তুমিই তো পুঁজি।
তুমি আছো তাই মোর সব সুন্দর
মনোহরী কাননে আছে সমাহার।
তুমি ছাড়া বাঁশিতে বাজে নাতো সুর
সুখগুলো ভেসে যায় দূর বহুদূর।
দীর্ঘশ্বাসে পৃথিবী মোর হল গদ্যময়
ছেঁড়া বীণার তার করে হায় হায়।
আকাশ কাঁদছে শুধু রাতদিন ধরে
বিষণ্ণ পাঁপড়িগুলো দুঃখ হয়ে ঝরে।
শব্দের হয় শুধু ছন্দ পতন
কোনকিছু হয়না মনের মতন।
মনের গহীনে আজ বেদনার সুর
ঈদের আনন্দে তাই বাজে না নুপুর।
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপু ঈদের শুভেচ্ছা আপনার ও পরিবারের সবার জন্য ।ঈদ--মোবারক ।
আল্লাহ খালামনির নেক হা্যাত বৃদ্ধি করে দিন আল্লাহ আপনাকেও সময় ও সুযোগ করে দিন যাতে আগামী কোন ঈদ খালামনির সাথে মিলে করতে পারেন ।আমীন ।
Click this link
ঈদের আনন্দে তাই বাজে না নুপুর।
ঈদ উপলক্ষে মাকে নিয়ে দারুণ একটা কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ। হৃদয়ে অনুভুত মা যেন কবিতার শব্দে উঠে এসেছে।
ঈদ মুবারাক
আসসালামুয়ালাইকুম ভাইয়া। আপনার কষ্টে আমিও অনেক কষ্ট পাচ্ছি। আপনাকে সান্ত্বনা দেয়ার ভাষাও হারিয়ে ফেলেছি। শুধু এটুকুই বলবো আমাদেরকে আসলে সবাইকেই চলে যেতে হবে। এই কথা বিবেচনায় রেখে আপনি আপনার মায়ের জন্য বেশী বেশী দোয়া করুন। এটাই ওনার জন্য এখন খুব দরকার। জাযাকাল্লাহ খাইরান।
মন্তব্য করতে লগইন করুন