মনের মুকুরে জ্বলে
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৬ জুলাই, ২০১৪, ০১:৫৭:৪৯ রাত
মহান আল্লাহ্র বিধান যেখানে বিদ্যমান, মনের প্রশান্তিও সেখানে অফুরান। বিডি ব্লগে পদার্পণের পূর্বে ব্লগ সম্পর্কে তেমন একটা অভিজ্ঞতা ছিল না আমার। প্রথম পদার্পণের পর সিনিয়র-জুনিয়রসহ এমন অনেক বিশেষ মহৎপ্রাণ ব্যাক্তিত্বের সান্নিধ্য পেয়েছি যা আমাকে উজ্জীবিত করেছে, দিয়েছে এক নতুন প্রাণ। সঞ্চার করেছে আশার আলো, দিয়েছে অভূতপূর্ব অনুপ্রেরণা আর প্রাণঢালা ভালোবাসা। শেয়ার করেছেন নিজেদের ভালো-মন্দ, আবেগ-উচ্ছাস, রাগ-অভিমান, চিন্তা-ভাবনা, অসুস্থতা, বিপদাপদসহ অনেক কিছু। আবার কখনও করেছেন সংশোধন এবং দিয়েছেন গঠনমূলক উপদেশ। তাঁদের পরিচয় না জানলেও মনে হয় কত জনম জনমের আপন! নামের তালিকা অনেক দীর্ঘ হবে তাই নামগুলো দেয়া হল না। তবে তাঁরা বেঁচে থাকবেন মনের মণিকোঠায় আমৃত্যু। আলোকিত করবেন হৃদয়কে সমস্ত অন্ধকার থেকে। মনের মুকুরে জ্বলবেন জ্বল জ্বল করে। আর তাইতো মনে হয় বিডি ব্লগের সন্মানিত/সন্মানিতা ব্লগারবৃন্দ আমার মহান প্রভূর এক অপূর্ব নেয়ামত (দু-একজন ব্যতিক্রম ব্লগার ছাড়া)। বিভিন্ন বয়সের হলেও সমমনা হওয়ায় এ যেন সত্যিই এক পবিত্র পরিশুদ্ধ প্রাণের মেলা, আশা জাগানিয়া।
প্রত্যেক প্রতিভাধর সৃজনশীল লেখক-লেখিকার নানাবিধ বিষয়ভিত্তিক বিশিষ্টপূর্ণ লিখায় কিছু না কিছু শিক্ষামূলক আবেদন, আল কোরআন এবং হাদীসের প্রানবন্ত আলোচনা, অন্যায় জুলুম অত্যাচারের সোচ্চার প্রতিবাদ, সচেতনতা সৃষ্টি, নিজেদের প্রাত্যহিক জীবনের চিন্তা-চেতনা, সৌজন্যমূলক রসিকতা, দেশ মাতৃকা ও গোটা বিশ্ব নিয়ে শঙ্কা ভাবনাসহ অনুপ্রেরণামূলক প্রতিদিন অনেক হৃদয় জুড়ানো লিখা পড়ে মাঝে মাঝে মনে হয় সকলকেই প্রিয়তে রেখে দিই। তাইতো তাঁদের উপস্থিতি যেমন আনন্দিত করে তেমনি তাঁদের অনুপুস্থিতিও আশাহত করে, কষ্ট বাড়িয়ে দেয় অনেকখানি, করে ব্যথিত।
কারণ আমরা ব্লগে একে অপরকে ভালবাসি, শ্রদ্ধা করি, মনে রাখি শুধুমাত্র রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য। আবার কাউকে কখনও নিন্দা বা ঘৃণা করলে সেটাও করি কেবলমাত্র আমাদের রবের জন্যেই। ব্লগের বন্ধন হল পরিশুদ্ধ, খাঁটি। এখানে কোন চাওয়া-পাওয়া বা বিনিময়ের স্বার্থ নেই। তাই বুঝি এতো পরিতৃপ্তি। এটাকেই বলে ঈমানী স্বাদ বা হৃদয়ের গভীর প্রশান্তি। রমযানের রহমত, বরকত, মাগফিরাত ও পবিত্রতা আমাদেরকে আন্দোলিত করলেও গাজার করুণ মুখগুলি আমাদেরকে বিষাদময় করে রাখে প্রতিটি মুহূর্তে। ঈদের আনন্দ আমাদেরকে স্পর্শ করবে না জানি। তারপরও আগামী শেষ দশ রমযানে কোন পোষ্ট হয়তো দেয়া সম্ভব হবে না, মন্তব্য করা ছাড়া। সেজন্য বিশেষভাবে ভিশু ভাইকে আন্তরিক অভিনন্দন অনেক শ্রম দিয়ে রমযান আলোচনাকে প্রানবন্ত করে রাখার জন্য। সেইসাথে বিডি ব্লগ কতৃপক্ষসহ ব্লগের শুভাকাঙ্ক্ষী সকলকেই পরিবার পরিজনসহ আগাম ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।
মহান রাব্বুল আলামীন জান্নাতেও আমাদের সকলকে একই পরিবারভুক্ত রাখুন। আমীন।
বিষয়: বিবিধ
১৭৩২ বার পঠিত, ৪৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান রাব্বুল আলামীন জান্নাতেও আমাদের সকলকে একই পরিবারভুক্ত রাখুন। আমীন।
রমজানুল মোবারক। আল্লাহ আমাদেরকে সিরাতুল মোস্তাকিম এর পথে পরিচালিত করুন, ঠিক তাদের পথ যাদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন। ধন্যবাদ।
আপনাকে আমি সিলেটি ভাষায় খইয়ার আফনে যে ভালা ভাইয়া
আপু জানো, তোমার এবং তোমার মতন আরো অনেকের গঠনমূলক মন্তব্য এবং অনুপ্রেরণার উসিলায় আল্লাহ্ রব্বুল আ'লামীন আমাকে যেন আরো বেশি বেশি লিখার শক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ্!
সে জন্যে আপুনি কখনো বলা হয়নি, আজকে বলি- আমি তোমাকে আল্লাহ্ রব্বুল আ'লামীনের জন্যে ভালোবাসি ! আপু, নানান কারণে ব্লগে সময় দিতে পারিনা! অবসরে বসে লেখা গুলি কপি-পেস্ট করেই ব্যস উধাও হয়ে যাই!
তারপরো, সবসময় উদার পাঠকের মতন, একজন মুসলিমাহ্ বোনের মতন সময় নিয়ে সবসময় তোমাকে দেখেছি এ ব্লগে আমার পাশে!
সে জন্যে অনেক অনেক বেশি শুকরিয়া বোন! জাজাকিল্লাহ খইর! আল্লাহ্ রব্বুল আ'লামীন তোমাকে দুনিয়া-আখিরাতের সকল কল্যাণ দিক এবং টুডে ব্লগ পরিবারকে কবুল করে নিক তাঁর প্রিয় বান্দাদের দলে। আমীন ।
mne hocche amr mner sathe apni amr ogocore jogajog kore mner kotha gulo lukhechen....
jai houk , Dhonnobad ......
আপনার দোয়ায় আমাদের শামীল রাখবেন শ্রদ্ধেয়া আপু। আগাম ঈদের শুভেচ্ছা রইল
হৃদয়স্পর্শী প্রেরণাপ্রসূত অতি চমৎকার একটি মন্তব্যের জন্য অনিঃশেষ দোয়া ও শুভেচ্ছা। জাযাকাল্লাহ খাইর। কলম প্রেমীদের হৃদয় যদি মুহূর্তের জন্যও ছুঁয়ে যায় তাহলেই আমার লেখার উদ্দেশ্য সার্থক হবে।
যখন আমি ল্যাপটপ ছাড়া থাকি তখন বাধ্য হয়েই ইংলিশ ব্যবহার করি। কারণ মোবাইলে বাংলা টাইপ একেবারে ভুলে ভরা। এটা আমার একান্ত অনিচ্ছাকৃত অপরাধ। স্বাচ্ছন্দ্যও বোধ করি না। কিন্তু লেখকদের লিখা পড়ে মন্তব্য না করলে অতৃপ্ত থেকে যাই। অস্বস্তিবোধ করি। তাই শেষ অবলম্বন হিসাবে ইংলিশকেই বেঁচে নেয়া আর কি!! আর উপরের ছবিটা নেট থেকে নেয়া। আশাকরি আমার সমস্যাটুকু হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন। রমজানুল মোবারক।
ওহ! সত্যলিখনের ব্লগে লেখা বিষয়টা এখন পরিস্কার হয়েছে।
কেমানিক এর সাথে আলোচনা করতে করতে ব্যাপারটা বুঝতে একটু দেরী হলো।
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন