কলমপ্রেমীর প্রস্ফুটিত কাননে
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৬ জুন, ২০১৪, ০৭:৩৯:০০ সন্ধ্যা
“কলম” হৃদয়ের কথা বলে...। তবে সে হৃদয়খনিতে ভরপুর থাকতে হবে স্রষ্টার সৃষ্টির অমূল্য মধুময় বাণী এবং তাঁর নৈকট্য অর্জনের আকুল মিনতি। যেখানে প্রতিটি শব্দমালা হবে পরম সত্য সুন্দর প্রকাশের মাধুর্যময় হাতিয়ার। তখনই কেবল কলম থেকে মুক্তার দানার মত যে শব্দমালা ঝরবে তার আবেদন ও শক্তি হবে অপরিসীম অপরিমেয় চিরস্থায়ী কল্যাণময়। যুগে যুগে অসীম সাহসী কলম যোদ্ধারা তাই এই ছোট্ট একটি অস্ত্র দিয়ে যুদ্ধ করে আকাশচুম্বী দাপুটে বিশাল ক্ষমতাধরগণকে কাবু করেছেন, কখনও বা করেছেন পরাভূত ধরাশায়ী। ধরিত্রীকে উপহার দিয়েছেন শান্তিপূর্ণ মায়ামমতায় ভরা এক মনুষ্য কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ, অনিন্দ্য সুন্দর বাসযোগ্যময় এক প্রত্যাশিত পৃথিবী। সত্যিই এই কলম স্রষ্টার অফুরাণ নেয়ামতের সৌন্দর্য প্রকাশের ভাষা এই অধমের নেই।
মহান রাব্বুল আলামীন সৃষ্টির শুরু থেকেই সত্য-অসত্য, সুন্দর-অসুন্দর, কল্যাণ-অকল্যাণ, শুভ-অশুভ, ভাল-মন্দ, হক এবং বাতিলকে সুস্পষ্ট ভাষায় সুনির্দিষ্ট করে দিয়েছেন। সেইসাথে ভাল কাজের উত্তম পুরুস্কার ও মন্দ কাজের ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্কবাণী দ্বারা সাবধান করে দিয়েছেন। একজন লেখক-কবি-সাহিত্যিক পাঠককে কোন পথে যেতে উৎসাহিত অনুপ্রাণিত করবেন সে সিদ্ধান্ত একান্তই লেখকের।
একজন অভিজ্ঞ মালী যেমন সূক্ষ্ম নিয়মতান্ত্রিক রুটিন ও যত্ন পরিচর্যার মাধ্যমে তার আপন কল্পনা ও চিন্তায় সৌন্দর্যমণ্ডিত একটি সুবাসিত পুস্পিত বাগান উপহার দেয় ঠিক তেমনি বিষয়বস্তু নির্বাচন, শব্দচয়ন, প্রয়োগ, বাক্যগঠন, সৌন্দর্যবর্ধন ও পাঠকের নিকট তার আপন কথামালাকে হৃদয়গ্রাহী করে তুলতে আকর্ষণীয় বৈচিত্র্যময় উপস্থাপন সবকিছুই একজন লেখকের নিজস্ব ভাবনা।
প্রতিনিয়ত অপরূপ সৌন্দর্যমণ্ডিত বিশ্ব ধরিত্রী, মৃদুমন্দ হৃদয় জুড়ানো সুশীতল বাতাস, ভোরের স্নিগ্ধ পরশের মিষ্টি আলো, সন্ধার মনোমুগ্ধকর লালিমা, আকাশের সীমাহীন নীলিমা অনেক অনেক কিছু ইঙ্গিত করে। বিমোহিত হই অথচ তা হৃদয় দিয়ে অনুধাবন করেও ভাব কিংবা ভাষা দিতে পারি না। বিশাল পর্বতমালার ন্যায় এক বুক আর্তনাদ ও অসহায়ত্ব নিয়ে ছটফট করি।
সত্য আলোর ঝর্ণাধারা আমাকে আলো দান করে, ভাবায়, কাঁদায়, পুলকিত করে, মোহাবিষ্ট হয়ে পড়ি আমি। কিন্তু তাকে স্পর্শ করে, শক্ত করে আঁকড়িয়ে ধরে অতিক্রম করতে পারিনা। সত্যের সন্ধানে যেদিন সত্যের সাথে আমার মহামিলন হয়েছে সেদিন আমি আমার ভূবনকে জয় করেছি সত্যিই কিন্তু আমার মহান প্রভূকে আজও জয় করতে পারিনি। এ আমার সীমাবদ্ধতা-দ্বীনতা, আমি সত্যিই ব্যথিত, অনুতপ্ত, অতৃপ্ত এবং ক্রন্দিত।
প্রতিনিয়ত অসাধ্যকে জয় করার অদম্য স্পৃহা নিয়ে এগিয়ে যাই কিন্তু বারেবারেই ছিটকে পড়ি। সুগভীর অরণ্য, সাগর মহাসাগর পাড়ি দেয়ার এতো যোগ্যতা, শক্তি সামর্থ্য ও সাধ্য আমার কোথায়? যদি তিনি কৃপা না করেন! অন্ধকার আঁধারিকে জয় করে সত্য আলোর মশাল জ্বালানোর নেশা ও আনন্দে বিভোর হয়ে উদ্ভ্রান্তের ন্যায় সঠিক পথের সন্ধানে নিজেকে খুঁজে ফিরি। ক্বল্বের সাথে কলমের আত্মিক মিলনের জন্য নিয়মিত অনুশীলন ও যত্ন পরিচর্যা করি। আলেয়ার আলো আমাকে অবিরত তাড়া করে কিন্তু সেতো আমার ধরা ছোঁয়ার বাহিরে যোজন যোজন দূরে। মন-প্রাণ উজাড় করে সমস্ত শক্তি সমর্পিত করি, নিবেদন করি বারে বারে তাঁরই দরবারে, উপস্থিত হতে চাই কাঙ্গালের মত কিন্তু কিছুতেই পারি না, আমি যে অক্ষম, পাপীতাপী।
বিশুদ্ধ কবিতার ঝংকৃত ছন্দ মাধুর্যের ন্যায় হৃদয়ের বদ্ধ দ্বারগুলো উন্মুক্ত হোক, হোক বিকশিত স্বতঃস্ফূর্ত, পরিশুদ্ধির মাস এই মাহে রামাদানে। দ্বীনের আলোয় তেজদ্বীপ্ত হোক, জীবন্ত হয়ে উঠুক কলমের আঁচড়গুলো সৃজনশীল সৃষ্টির আনন্দে। পরিতৃপ্ত হোক মন ও মানসের সুপ্ত আকাঙ্ক্ষিত একান্ত চাওয়া পাওয়া, পরিপূর্ণ হোক শত জনমের আরাধিত স্বপ্ন। কলমপ্রেমীদের প্রস্ফূটিত কাননে এই মোর দোয়া প্রার্থনা, প্রত্যাশিত একান্ত ব্যাকুল নিবেদন.........।
বিষয়: বিবিধ
১৫১৫ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোস্টটি স্টিকি করার জন্য অনুরোধ করছি! অসংখ্য ধন্যবাদ লেখক মহোদয়াকে...
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে বর্ননা করার জন্য।
আমারও ।
৬ 239218 ২৬ জুন ২০১৪ রাত ০৯:২৮
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়াকে।
এই লেখাটাও ব্যাতিক্রম হয়নি। মহান আল্লাহ
যেন আপনার হাতকে গতিশীল করেন।
জাজাকাল্লাহু খাইরান।
রমজান মুবারক
এ লিখাতে অন্য আপনাকে খুঁজে পেলাম।
আমি পড়ছি আর ভাবছি অনন্য লেখা এক কথায় অসাধারণ।
হৃদয়ে আলোড়ন সৃস্টি করা লিখা চিন্তায় হারিয়ে যাওয়ার মত লেখা।
মনকে আন্দোলিত করলো অনেক।
জাজাকাল্লাহ খাইরান।
Really this is a outstanding blog...
May ALLAH give more barakah and also Ekhlas in your writing...
Jajakallahu khiran fidduniya wa fi Akhirah.
Please try write this kind more and more...
তা রব্বুল কলমের এহসান।
হায় আল্লাহ আপনি আমাদের কে কলমের সাথে ক্বলবের বন্ধন জুড়িয়ে দিন। আমিন।
আর আপনার এ লিখাটিকে নির্ঘাত মিসবাহ সাহেবের লিখা বলে চালিয়ে দেয়া যায় যে এতটা ভালো লেগেছে।
অাগুন ঝরায় শুধু!
অন্তরেতে ধরায় জ্বালা-
কর্ণে ঢালে মধু!!
অসম্ভব সুন্দর লেখাটার জন্য ধন্যবাদ। লিখে যান। আরও লিখুন এবং ছড়িয়ে দিন।
আপনার লেখার ষ্টাইলটা ভিন্ন ধরনের। একজন সত্যিকারের সাহিত্যিকের যাদুকরী কথা দিয়ে সাজানো পোস্ট। ভাল লেগেছে। ধন্যবাদ।
২১ 241507 ০৪ জুলাই ২০১৪ সকাল ০৫:৪১
সন্ধাতারা লিখেছেন : Thank you very much for your comment. Ramjanul Mubarak to you and your family.
দুইটা প্রশ্ন –
১) অনেক পোষ্টেই খেয়াল করেছি আপনি কমেন্ট করেন ইংরেজিতে, এটার কি কারণ?
২) পোষ্টের একদম উপরে যে ছবিটা দিয়েছেন, সেটা কন জায়গার?
যখন আমি ল্যাপটপ ছাড়া থাকি তখন বাধ্য হয়েই ইংলিশ ব্যবহার করি। কারণ মোবাইলে বাংলা টাইপ একেবারে ভুলে ভরা। এটা আমার একান্ত অনিচ্ছাকৃত অপরাধ। স্বাচ্ছন্দ্যও বোধ করি না। কিন্তু লেখকদের লিখা পড়ে মন্তব্য না করলে অতৃপ্ত থেকে যাই। অস্বস্তিবোধ করি। তাই শেষ অবলম্বন হিসাবে ইংলিশকেই বেঁচে নেয়া আর কি!! আর উপরের ছবিটা নেট থেকে নেয়া ভাইয়া। আশাকরি আমার সমস্যাটুকু হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন। রমজানুল মোবারক।
মন্তব্য করতে লগইন করুন