ই’তিকাফ পালনের সময়সূচী
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২০ জুন, ২০১৪, ০৯:৫০:৪৮ রাত
পবিত্র মাহে রমযান নেকী অর্জনের মৌসুমে বাহার। আল্লাহ্র নৈকট্য লাভের আশায় যারা নিবিষ্ট চিত্তে নিরবিচ্ছিন্নভাবে রমযানের শেষ দশ দিনে ই’তিকাফ করার নিয়্যত করেছেন তাঁদের উদ্দেশ্যে একটি নমূনা সময়সূচী দেয়া হল। একজন ইতেকাফকারী যেন তাঁর মূল্যবান সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারেন সেই মানসে। রমযানের যে দশ দিনের মধ্যে লুকিয়ে আছে হাজার মাসের চেয়েও উত্তম এক বরকতময় রজনী লাইলাতুল কদর।
২৪ ঘণ্টার সময়সূচী
তাহাজ্জুদের নামায ২:৪৫ - ৩:৩০
সেহরী ৩:৩০ – ৪:৩০
ফজরের নামায ৪:৩০ – ৫:০০
অর্থসহ কোরআন তেলাওয়াত ৫:০০ – ৬:০০
ইশরাকের নামায ৬:০০ – ৬:৩০
ঘুম ৬:৩০ - ৯:০০
ওযু, গোসল ৯:০০ – ৯:৩০
চাশতের নামায ৯:৩০ – ১০:০০
নফল নামায, সীরাত, সাহাবাদের জীবনী ও ইসলামী বইপত্র পাঠ ১০:০০ – ১:০০
পবিত্র কুরআনের আলোকে সহীহ হাদীস শরীফ পাঠ, যিকর ১:৪৫ – ২:৩০
নফল নামায ২:৩০ – ৩:৩০
বিশ্রাম ৩:৩০ – ৪:৩০
আসরের নামায ৪:৩০ – ৫:০০
হাদীসের অনুবাদ পাঠ, তাসবীহ ৫:০০ – ৫:৩০
ইফতার ও মাগরিবের নামায ৫:৩০ – ৬:৩০
নফল নামায ৬:৩০ – ৭:৩০
এশা ও তারাবীর নামায ৭:৩০ – ৯:৩০
রাতের খাবার ৯:৩০ – ১০:০০
ঘুম ১০:০০ – ২:৩০
অযু ২:৩০ – ২:৪৫
আল্লাহ্ জাল্লাহ শানহু আমাদের সকলের নেক নিয়্যত ও আমলকে কবুল করুণ। আমীন।
বিষয়: বিবিধ
১৫৩১ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করে। এটাও চমৎকার লেখা। আপু, মনে হয়
ইউ কে তে থাকেন। লেখা চালিয়ে যান।
পুরুষের জন্য মসজিদকেন্দ্রিক দাওয়াতী আলোচনা বা কুরআনশিক্ষা থাকতে পারে দিনের সময়গুলোতে, বিশেষতঃ জোহর/আসরের পরে!
@ভিশু : সোনামনিদের জন্য সাদিয়া মুকিম এর প্রস্তাবনাটিও 'রমযান-আলোচনা'য় যোগ হলে ভালো হবে মনে করি!
জাজাকাল্লাহ।
I do always pray for you for raising voice for the sake of Allah
অন্নেক শুকরিয়া।
তবে এখন থেকে তারাতারি আসার চেষ্টা করবো।
জাজাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন