ছোঁয়ার পরশে.........
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৭ জুন, ২০১৪, ০১:০৯:১৫ রাত
নিশিদিন ছুঁয়ে থাকো হে যাদুকর;
চিরদুঃখ ঘুচে যাক হে মনোমুগ্ধকর।
মধুময় এত সুখ তোমা ছাড়া আর কোথা নাই;
অসীমের কাছে চাই মোরা অনন্ত ঠাই।
নাহি কিছু মোদের বলে, করি আত্মসমর্পণ;
নিয়েছ আপণ করে দিয়েছ জীবন।
দাতা তুমি, দয়াল তুমি, তুমি যে মহান;
মহা বিস্ময়ে ভরা অনিন্দ তোমারি সৃজন।
জানিনা কেমনে করি তোমার গুণগান;
নেয়ামতে পূর্ণ ধরা অবিশ্বাস্য অফুরান।
জ্বল জ্বল করে উঠে আকাশের তারা;
বৃষ্টি বর্ষীয়ে তুমি ঘুচে দাও খরা।
নিশীথে মোরা যখন শোকে পাগল পারা;
বিশাল ভাণ্ডার নিয়ে তুমি দাও সাড়া।
কষ্ট-ক্লেশ মুছে দিয়ে করো জ্যোতিময়;
সুখ নীড় হোক সব, আর স্নিগ্ধ হৃদয়।
শেষ বিদায় মোদের, করো মৃত্যুঞ্জয়;
সেবায় ব্রতী করো, করো অমর অক্ষয়।
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও হৃদয় নিংড়ানো শুভেচ্ছা সুন্দর প্রতি-মন্তব্যের জন্য। ~:>
অনেক ধন্যবাদ।
জ্বল জ্বল করে উঠে আকাশের তারা;
বৃষ্টি বর্ষীয়ে তুমি ঘুচে দাও খরা।
নিশীথে মোরা যখন শোকে পাগল পারা;
বিশাল ভাণ্ডার নিয়ে তুমি দাও সাড়া।
মনের কথাগুলো ++++
দেখি কি করা যায়।
তবে আমি খুউব কম লিখি আপু।()
তবে একটা লিখা শেয়ার করবো ইনশাআল্লাহ।
গাও নব জীবনের গান,
কবিতায় বোদ্ধা পাঠক সবে
খূজে পায় সাহিত্যর প্রাণ।
কবি হে লিখ সত্যকে নিয়ে
ঘুমন্তদের এবার জাগাও,
গগন বিদারী চীৎকারে এবার
অবসাদ কারীদের জাগাও।
লাশের মিছিল নিত্য আজি
ধার্মিকতা যেন বনবাস,
এস হে কবি লিখি এবার
মুক্তি হোক এ রুদ্ধশ্বাস।
ধন্যবাদ। আপনার কবিতা সত্যিই চমৎকার।
নিপীড়িত মানুষ যে, তোমারিই পিয়াসী।
হে কলম সৈনিক, চেতনার বীর সাহসী যোদ্ধা,
দেশের মানুষ তোমাকেই খুঁজছে হে বোদ্ধা।
,... অনেক অনেক ধন্যবাদ প্রবাসী ভাই! আপনার বিদ্রোহী চিন্তা-চেতনা, ন্যায় প্রতিষ্ঠার দুর্বার সংকল্প, রক্ত জাগানিয়া কবিতা এবং বরাবরের মত আকর্ষণীয় মন্তব্যের জন্য। শ্রেষ্ঠ মন্তব্যকারী হিসাবে কোন পুরুস্কার প্রদানের ব্যবস্থা থাকলে নির্ঘাত এটা আপনি ছাড়া আর কারো ভাগ্যে জুটতো না, অন্তত আমার বিচার এবং বিবেচনায় তা আমি হলফ করে বলতে পারি। মহান রাব্বুল আলামিন আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করে দুঃস্থ ও অসহায় মানুষের সেবা করার সুযোগ দিন। আমীন।
মন্তব্য করতে লগইন করুন