মুক্তির আকাংখায় নেতার প্রতীক্ষায়.....
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৬ মে, ২০১৪, ০৬:৩০:১৩ সন্ধ্যা
গোটা মানবজাতির মুক্তি ও কল্যাণের জন্য আজ একজন বলিষ্ঠ মহান নেতার বিশেষ প্রয়োজন। যিনি মহা নবী (সাঃ) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সর্বশক্তিমান আল্লাহ্র উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে, অসীম ধৈর্য ও অতি উচ্চমানের সবর অবলম্বন করে অকুতোভয় বীরের ন্যায় নিয়মাতান্ত্রিক পন্থায় জাতিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে। মহা দুর্যোগময় কঠিন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরা জাতি আজ মুক্তির আকাংখায় এমন একজন নেতার প্রতীক্ষায় প্রতিটি প্রহর গুনছে যে নিজের মহান আদর্শ ও মূল্যবোধের পাশাপাশি আপোষহীন ক্ষুরধার যুক্তি সম্বলিত শাণিত বক্তব্যের সাথে মানুষের বাস্তব জীবনের ভারসাম্যপূর্ণ সামঞ্জস্যশীল একটি গঠনমূলক কাঠামো পেশ করবে এবং সমস্ত বাঁধা চূর্ণ করে জনগণকে সংগঠিত করে তার চূড়ান্তরূপ দিতে সক্ষম হবে। আর এই নেতৃত্বের যোগ্যতা, সততা, ত্যাগ-তিতিক্ষা, ন্যায়পরায়ণতা কেবলমাত্র আল্লাহ্ প্রদত্ত আল কোরআন তথা ইসলামী ব্যবস্থার মধ্যেই নিহিত। আর তা না হলে অযোগ্য, লোভী ও অদূরদর্শী নেতার বিচ্ছিন্ন আন্দোলন বারবার ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য হবে।
বর্তমানে বিরাজমান ভয়ংকর আতংকিত পরিস্থিতিতে মানুষকে উজ্জীবিত করে তাদের মধ্যে বিশ্বাস স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনতে আল্লাহ্ তা’য়ালা মনোনীত গুণাবলী সম্পন্ন নেতার কোন বিকল্প নেই। এক্ষেত্রে মানুষের মনোনীত বিধান অনুসরণ না করে আল্লাহ্র বিধান অনুযায়ী আন্দোলনের মজবুত ভিত্তি গড়ে তুলতে হবে। আর এ সবের জন্য সর্বাগ্রে চাই জনগণের বিশ্বাসী ও আস্থাভাজন একজন সৎ সাহসী ইসলামী নেতা। এজন্য নেতৃত্বের দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহ তা’য়ালা যেসব গুণাবলীর উপর তাগিদ ও গুরুত্ব দিয়েছেন তা অর্জন অপরিহার্য। ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন বিধান তার বাস্তবমুখী প্রয়োগ ছাড়া গ্লানি ও দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি অসম্ভব।
সৎ গুণাবলী সম্পন্ন নেতা মানবজাতিকে সৎ পথই শুধু দেখাবে না সেই সাথে এনে দিবে শান্তি ও কল্যাণ। একাজ শুধু নেতৃত্বের জন্যই জরুরী নয়, ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যও অতিশয় গুরুত্বপূর্ণ আজ। আর একাজের জন্য মুসলিম বৈশিষ্টপূর্ণ সমাজ গড়া অবশ্যই পূর্বশর্ত হওয়া আবশ্যক। প্রকৃতপক্ষে মুসলমান তারাই যাদের আচার আচরণ, চলন বলন, চিন্তা চেতনা, আইন কানুন এবং মূল্যবোধ সবকিছুই কোরআন ও ইসলাম থেকে উৎসারিত ও মনোনীত। আল্লাহ্ বলেন, “তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণ সাধনের জন্যেই তোমাদের উত্থান। তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ দাও, আর অসৎ কাজ করতে নিষেধ কর, আর নিজেরা আল্লাহ্তে বিশ্বাস কর। (সূরা আল ইমরানঃ ১১০)
দেশ জুড়ে আজ লাশের স্তূপ আর গণ কবর;
মুক্তির আকাংখায় নেতার প্রতীক্ষায় কাটছে প্রহর।
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপু/ভাইয়া আপনার উত্তরগুলো বেশীরভাগ সময় মন্তব্য হয়ে যায়। উপরেও তাই হয়েছে। ভাল লাগলো লেখাটা। ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন