ফী যিলালিল কোরআন এবং আমার অনুভূতি
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৬ এপ্রিল, ২০১৪, ০৮:০৪:৪১ রাত
দীর্ঘ প্রতীক্ষার পর বহু আকাঙ্ক্ষিত “ফী যিলালিল কোরআন” বইটি হাতে পেয়ে অবিশ্বাস্যকর ভালোলাগা আর পরম মমতায় রুদ্ধশ্বাসে পড়তে বসি। এটি ছিল আমার জীবনের একটি অবিস্মরণীয় মুহূর্ত। মনে হচ্ছিল যেন মরুতাপে উত্তপ্ত তৃষ্ণার্ত কোন ব্যক্তির হাতে সারাবান তহুরার পেয়ালা কেউ হাতে তুলে দিয়েছে। ভূমিকায় বইটির প্রকাশক সম্মানিতা খাদিজা আখতার রেজায়ী এবং সম্পাদক সশ্রদ্ধেয় হাফেজ মুনির উদ্দীন আহমেদ সাহেবের অমূল্য অনবদ্য হৃদয়গ্রাহী লেখার সাথে আকর্ষণীয় শব্দচয়ন এবং তাঁদের দু’জনের দৃঢ় ইস্পাতসম মনোবল এবং ঐকান্তিক নিরলস সাধনার ছোঁয়া বইটির প্রতিটি ছত্রে জীবন্ত প্রাণের বিমূর্ত প্রতীক হয়ে উঠেছে। এর সাথে অপূর্ব শব্দের গাঁথুনিতে ‘শহীদ সাইয়েদ কুতুব’-এর প্রাণস্পর্শী ব্যক্তিগত চিন্তা, উপলব্ধি, অভিজ্ঞতার পর্ব এবং সর্বোপরি তাঁর ফাঁসির হৃদয় বিদারক দৃশটি পাঠকের চিন্তার ভীতকে প্রবলভাবে ঝাঁকুনি দিয়েছে।
বইটির গভীরে প্রবেশ করার পূর্বে এই মহান চিন্তানায়ক শহীদ সাইয়েদ কুতুব-এর শাহাদাতের ঘটনা পাঠ করে নিজেকে আর স্থির বা স্বাভাবিক রাখতে পরিনি। সারারাত তীব্র যন্ত্রণায় ছটফট করেছি। দু’চোখের প্রবল বর্ষণও আমার অন্তরকে এতটুকু শীতলতা বা প্রশান্তি দিতে পারেনি। পারেনি কোন সান্ত্বনা জোগাতে। বাকরুদ্ধ হয়ে ফী যিলালিল কোরআনের অন্তহীন গভীর সমুদ্রে কেটেছে কয়েকদিন। তাই প্রিয় পাঠকদের উদ্দেশ্যে নিজের অনুভূতিটুকু প্রকাশের প্রচেষ্টায় আজকের এ লেখা। পাঠক সমাজের প্রতি উদাত্ত আহ্বান যারা এখনো এ জগতে প্রবেশ করেননি তাঁরা যেন আর দেরী না করে মহান ব্যক্তিটির অনুভূতি, অভিজ্ঞতা ও বিশাল জ্ঞানরত্ন সন্ধানে একটিবারের জন্য হলেও ব্রতী হন। রাব্বুল আলামীনের অমরত্ন সেই মহান মানুষটির মহৎ কৃতীর অবিস্মরণীয় সৃষ্টি ও বিস্ময়কর ত্যাগ আমাদের সকলের নিত্যদিনের কর্মের খোরাক হয়ে থাক।
প্রসঙ্গত একটু বলে নেয়া প্রয়োজন যে, জীবনের গোধূলি লগ্নে অনেক দেরীতে হলেও প্রথম “শহীদ সাইয়েদ কুতুব” এই মহান মানুষটির নাম আমার সন্তানের মুখে শুনতে পাই। তারপরে ক্রমেই আমি ব্যাকুল হয়ে পরি তাঁর সম্বন্ধে জানার জন্য। বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যেতে থাকি অবশেষে আমার শুভাকাঙ্ক্ষী “হকভাই” এই বইয়ের ২য় খণ্ডটি একদিন আমার হাতে তুলে দিয়ে বাকী খণ্ডগুলো পাওয়া মাত্রই আমাকে হস্তান্তর করবেন বলে আশ্বাস দেন। আল্লাহ্র অশেষ মেহেরবানী ও শুকরিয়া যে, আরেক ভাই “মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার”-এর অসামান্য চেষ্টায় অতি সহজেই আগ্রহী পাঠকের তৃষ্ণা নিবারণে সহায়ক ভূমিকা পালন করেছে। দু’ভাইয়ের জন্য অনিঃশেষ দোয়া রইল।
যাহোক হযরত মুসার পুণ্য ভূমি মিসরে গড়ে উঠা সংগঠন “ইখওয়ানুল মুসলেমুন” এর বরেণ্য নেতা মুসলিম জাহানের অমর চিন্তা নায়ক সাইয়েদ কুতুবকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে সে দেশেরই ফেরআউনের প্রেতাত্মা জামাল নাসের। এই জগৎ বিখ্যাত চির মহান সংগ্রামী নেতা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষের অন্তরে অনন্তকাল স্মরণীয় হয়ে থাকবে তাঁর অনন্য, অনুপম ও অভূতপূর্ব সৃষ্টি ফী যিলালিল কোরআন এর মাধ্যমে। কোরআনের বাণী মানুষের অন্তরে পৌঁছে দেয়ার মানসে তাঁর সুদীর্ঘ জ্ঞান সাধনার যে অমূল্য রত্ন ভাণ্ডার উজার করে দিয়েছেন তা কোরআন পিপাসু মানুষের মন ভরিয়ে তুলতে সক্ষম। আলহামদুলিল্লাহ্।
আমার মত অতি নগণ্য মানুষের বিশ্বাস এবং প্রার্থনা তাঁর এই বিস্ময়কর সৃষ্টি “ফী যিলালিল কোরআন” বা “কোরআনের ছায়াতলে” গ্রন্থখানি মুসলিম জাহানের লক্ষ লক্ষ জনতাকে অনুপ্রাণিত করবে, উদ্দীপ্ত করবে এবং আশার মশাল জ্বালিয়ে নিয়ে যাবে অন্ধকার জগত থেকে আলোতে। ইনশা’আল্লাহ।
পরিশেষে ভারাক্রান্ত হৃদয়ে “শহীদ সাইয়েদ কুতুব” এর ভাই সুযোগ্য উত্তরসূরি শায়খ মুহাম্মদ কুতুব ৪ঠা এপ্রিল জিদ্দার একটি হাসপাতালে মৃত্যুবরণ করায় বিশ্ব মালিকের দরবারে ফরিয়াদ জানাচ্ছি জীবতাবস্থায় যে পরিবারটি সমস্ত কিছুকে আপনার রাস্তায় ঢেলে দিয়ে তৃপ্ত হয়েছেন আপনিও তাদেরকে জান্নাতুল ফেরদৌসে পরিতৃপ্ত করুণ। আমীন
বিষয়: বিবিধ
২১২৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাফসির ফি জিলালিল কুরআন একটি অন্যতম শ্রেষ্ঠ তাফসির। যদিও এর ভাষা একটু কঠিন।
যারা অনলাইনে ফি যিলালিল কোরআন পড়তে চান বা ডাউনলোড করতে চান, তাদের জন্য ইশারা Tafsir Fi Zilalil Qur'an, Bangla Translation
;
এর পরেও হাফিয মুনিরুদ্দীন সাহেবের ক্ষুরধার সম্পাদনায় সুখপাঠ্য হয়েছে অনুবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর এই পোস্টের জন্য।
মন্তব্য করতে লগইন করুন