আল কোরআন পাঠের উপকারিতা

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১০ মার্চ, ২০১৪, ০৬:০৩:৫৬ সন্ধ্যা

কোরআনুল মজীদ সৃষ্টির সেরা মানুষের জন্য পরম করুণাময় মহান দয়ালু আল্লাহ তাআ’লার এক বিশালতম নেয়ামত ও শ্রেষ্ঠতম পবিত্র উপহার। এতে মানব জীবনের যাবতীয় কর্মের পথ নির্দেশনা অত্যন্ত বলিষ্ঠ ও সুচারুরূপে বিশেষ তাৎপর্যপূর্ণ শব্দমালার জোড়ালো গাঁথুনির সুনিপুণ কারিগরি ভঙ্গিমায় বর্ণনা করা হয়েছে। আর এই পাক কালাম তেলওয়াতে দুনো জাহানের সাফল্য, রহমত ও বরকত নিহিত রয়েছে। আসুন নিম্নে বর্ণিত সে জিনিসগুলো অত্যন্ত গুরুত্ব ও মহব্বতের সাথে হৃদয়ে ধারণ এবং প্রতিদিন লালন পালন ও অনুশীলন করি।

১। হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, প্রিয় নবী (সাঃ) এরশাদ করেছেন, কোরআনে পারদর্শী ব্যক্তিগণ হলেন অতি উচ্চ মর্যাদাসম্পন্ন যারা ফেরেশতাগণের সমমর্যাদাসম্পন্ন হবেন। আর যে ব্যক্তি অনেক কষ্ট করে ধীরে ধীরে থেমে থেমে কোরআন তেলওয়াত করবেন তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। বুখারী ও মুসলিম

২। হযরত ওসমান (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাঃ) বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। বুখারী

৩। হযরত আবু ঊমামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি ঊল্লেখ করেন, আমি রসূল (সাঃ) কে বলতে শুনেছি, তোমরা বেশী বেশী করে কোরআন শরীফ তেলওয়াত কর। কেননা কাল হাশরের মাঠে কোরআন তার তেলওয়াতকারীর জন্য সুপারিশ করবে। মুসলিম

৪। হযরত আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) থেকে বর্ণিত, রসূল (সাঃ) বলেছেন, কাল হাশরের ময়দানে তিনটি জিনিস আল্লাহ্‌র আরশের নীচে দাঁড়িয়ে বান্দার পক্ষে ফরিয়াদ করতে থাকবে। এগুলো হলঃ কোরআন, আমানত এবং আত্মীয়তার সূত্র। শরহে সুণ্ণাহ

৫। হযরত ওমর ইবনে খাত্বাব (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) ফরমান নিশ্চয়ই আল্লাহ তা’য়ালা এ কোরআন পাঠের কারণে একদলকে উচ্চ মর্যাদায় আসীন করবেন এবং কোরআন পাঠে বিরত থাকার কারণে অন্য দলকে অধঃপতিত বা লাঞ্ছিত করবেন। অর্থাৎ প্রথম দল কোরআনকে নিজের জীবন বিধান হিসাবে মেনে নেয়ায় উচ্চ মর্যাদা লাভ করবেন এবং অপর দল কোরআনকে জীবন বিধানরূপে না মানার কারণে অপমানিত ও লজ্জিত হবেন।

৬। হযরত ইবনু মাসুউদ (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি কোরআন মজীদ থেকে একটি হরফ পাঠ করবে তার আমলনামায় দশটি নেকী লিখা হবে। আমি বলছি না যে, আলীফ লাম মীম একটি হরফ বরং আলীফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ। তিরমিযী ও দারেমী

৭। হযরত আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) থেকে বর্ণিত, রসূল (সাঃ) ফরমান, কাল হাশরের মাঠে কোরআন পারদর্শী ব্যক্তিকে বলা হবে, তুমি দুনিয়ায় যে তারতীলের সহিত কোরআন পাঠ করেছ, সেই তারতীলের সহিত কোরআন পাঠ করতে করতে উপরের দিকে চলে যাও। যেখানে গিয়ে তোমার পাঠ শেষ হবে, সেখানেই তোমার বেহেশতের মঞ্জিল। আহমদ, তিরমিযী, আবু দাউদ ও নাসাঈ

আল্লাহ্‌ জাল্লাহ শানহূ আমাদের সকলকেই পাক কালাম নিয়মিত পাঠ করার তৌফিক দিন ও আখেরাতের অনন্ত কালের জীবনে প্রত্যেকের আকাঙ্ক্ষিত বেহেশতের মঞ্জিল লাভের পরম সৌভাগ্য নসীব করুন। আমীন, ছূম্মা আমীন।

কোরআনুল মজীদ সৃষ্টির সেরা মানুষের জন্য পরম করুণাময় মহান দয়ালু আল্লাহ তাআ’লার এক বিশালতম নেয়ামত ও শ্রেষ্ঠতম পবিত্র উপহার। এতে মানব জীবনের যাবতীয় কর্মের পথ নির্দেশনা অত্যন্ত বলিষ্ঠ ও সুচারুরূপে বিশেষ তাৎপর্যপূর্ণ শব্দমালার জোড়ালো গাঁথুনির সুনিপুণ কারিগরি ভঙ্গিমায় বর্ণনা করা হয়েছে। আর এই পাক কালাম তেলওয়াতে দুনো জাহানের সাফল্য, রহমত ও বরকত নিহিত রয়েছে। আসুন নিম্নে বর্ণিত সে জিনিসগুলো অত্যন্ত গুরুত্ব ও মহব্বতের সাথে হৃদয়ে ধারণ এবং প্রতিদিন লালন পালন ও অনুশীলন করি।

১। হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, প্রিয় নবী (সাঃ) এরশাদ করেছেন, কোরআনে পারদর্শী ব্যক্তিগণ হলেন অতি উচ্চ মর্যাদাসম্পন্ন যারা ফেরেশতাগণের সমমর্যাদাসম্পন্ন হবেন। আর যে ব্যক্তি অনেক কষ্ট করে ধীরে ধীরে থেমে থেমে কোরআন তেলওয়াত করবেন তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। বুখারী ও মুসলিম

২। হযরত ওসমান (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাঃ) বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। বুখারী

৩। হযরত আবু ঊমামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি ঊল্লেখ করেন, আমি রসূল (সাঃ) কে বলতে শুনেছি, তোমরা বেশী বেশী করে কোরআন শরীফ তেলওয়াত কর। কেননা কাল হাশরের মাঠে কোরআন তার তেলওয়াতকারীর জন্য সুপারিশ করবে। মুসলিম

৪। হযরত আবদুর রহমান ইবনু আউফ (রাঃ) থেকে বর্ণিত, রসূল (সাঃ) বলেছেন, কাল হাশরের ময়দানে তিনটি জিনিস আল্লাহ্‌র আরশের নীচে দাঁড়িয়ে বান্দার পক্ষে ফরিয়াদ করতে থাকবে। এগুলো হলঃ কোরআন, আমানত এবং আত্মীয়তার সূত্র। শরহে সুণ্ণাহ

৫। হযরত ওমর ইবনে খাত্বাব (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) ফরমান নিশ্চয়ই আল্লাহ তা’য়ালা এ কোরআন পাঠের কারণে একদলকে উচ্চ মর্যাদায় আসীন করবেন এবং কোরআন পাঠে বিরত থাকার কারণে অন্য দলকে অধঃপতিত বা লাঞ্ছিত করবেন। অর্থাৎ প্রথম দল কোরআনকে নিজের জীবন বিধান হিসাবে মেনে নেয়ায় উচ্চ মর্যাদা লাভ করবেন এবং অপর দল কোরআনকে জীবন বিধানরূপে না মানার কারণে অপমানিত ও লজ্জিত হবেন।

৬। হযরত ইবনু মাসুউদ (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি কোরআন মজীদ থেকে একটি হরফ পাঠ করবে তার আমলনামায় দশটি নেকী লিখা হবে। আমি বলছি না যে, আলীফ লাম মীম একটি হরফ বরং আলীফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ। তিরমিযী ও দারেমী

৭। হযরত আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) থেকে বর্ণিত, রসূল (সাঃ) ফরমান, কাল হাশরের মাঠে কোরআন পারদর্শী ব্যক্তিকে বলা হবে, তুমি দুনিয়ায় যে তারতীলের সহিত কোরআন পাঠ করেছ, সেই তারতীলের সহিত কোরআন পাঠ করতে করতে উপরের দিকে চলে যাও। যেখানে গিয়ে তোমার পাঠ শেষ হবে, সেখানেই তোমার বেহেশতের মঞ্জিল। আহমদ, তিরমিযী, আবু দাউদ ও নাসাঈ

আল্লাহ্‌ জাল্লাহ শানহূ আমাদের সকলকেই পাক কালাম নিয়মিত পাঠ করার তৌফিক দিন ও আখেরাতের অনন্ত কালের জীবনে প্রত্যেকের আকাঙ্ক্ষিত বেহেশতের মঞ্জিল লাভের পরম সৌভাগ্য নসীব করুন। আমীন, ছূম্মা আমীন।

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190050
১০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২১
রাইয়ান লিখেছেন : আল্লাহ যেন কুরআন থেকে আমাদেরকে যথাযথ ফায়দা হাসিল করার তাওফিক দেন , আমীন। অসংখ্য ধন্যবাদ , সুন্দর পোস্ট টির জন্য !
১১ মার্চ ২০১৪ রাত ০৯:০৫
141719
সন্ধাতারা লিখেছেন : আপনার মহতী মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ খাইরান।
190213
১১ মার্চ ২০১৪ রাত ০২:১৬
মাটিরলাঠি লিখেছেন :
Rose Rose Rose Rose

যাযাকাল্লাহু খাইরান।

১১ মার্চ ২০১৪ রাত ০৯:০৫
141721
সন্ধাতারা লিখেছেন : শুকরান, জাযাকাল্লাহ খাইরান।
190314
১১ মার্চ ২০১৪ সকাল ০৯:২৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের কবুল করে নিন। আমীন।
১১ মার্চ ২০১৪ রাত ০৯:১৩
141734
সন্ধাতারা লিখেছেন : আপনি এবং স্রদ্ধ্যেয়া রাইয়ানসহ বেশ কিছু মহৎপ্রাণ ব্যক্তিগণের লিখনী আমার লিখার অনুপ্রেরণা। আপনার হৃদয় ছোঁয়া মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ খাইরান।
190485
১১ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৪
সজল আহমেদ লিখেছেন : আলহামদুলিল্লাহ।
১১ মার্চ ২০১৪ রাত ০৯:১৩
141737
সন্ধাতারা লিখেছেন : শুকরান, জাযাকাল্লাহ খাইরান।
190721
১১ মার্চ ২০১৪ রাত ০৮:১০
তরিকুল হাসান লিখেছেন : শিক্ষনীয় পোস্ট । ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
190804
১১ মার্চ ২০১৪ রাত ০৯:১৭
সন্ধাতারা লিখেছেন : পরম করুণাময় প্রতিটি মুহূর্তে আমাদেরকে জ্ঞ্যান আহরণের ভাগ্য নসীব করুণ। উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য আল্লাহ্‌ আপনার মঙ্গল করুণ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File