জাতীয় বেঈমান
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২০ নভেম্বর, ২০১৩, ০৯:৫১:৫৭ রাত
পাগল চাচা বেসামাল, পায় যদি সিঁড়ি ক্ষমতার;
বলুক না লোকে বিশ্ববেহায়া, চোর এবং স্বৈরাচার।
দেক থুথু, মাড়ুক ঝাঁটা-লাথি, কিছুই যায়-আসে না তাতে;
সুযোগ বুঝে বোকা বানাবে, বাগে পেলে গভীর রাতে।
ন্যায়-নীতি, চক্ষুলজ্জা বোধ নাহি আছে যার;
ক্ষণে ক্ষণে বহুরূপ, বহুরং, আর মিথ্যা কথার বাহার।
জীবনে খেলেছে অনেক সে বড়ই ঝানু খেলোয়াড়;
তাইতো সে দিশেহারা, পথহারা, পথ খুঁজে বার বার।
কলুষিত শরীরে জড়িয়ে আছে ভারতের দালালী সীলমোহর;
গণধিক্কৃত, বিকৃত বিবেক মরেছে আগেই, কালিমালিপ্ত অন্তর।
কপটতা আর দক্ষ অভিনয়ে নজর কেড়েছে সবার;
তামাশা, কুৎসিত দাবাড় চাল, জাতিকে দিল উপহার।
শূন্য মাঠে গোল দিতে প্রস্তুত, জাতি চিনল মীরজাফর;
অভিশপ্ত করেছে যারা পবিত্র রাজনীতির আসর।
বুড়া চাচা এরশাদ লেটেষ্ট ডিজিটাল বেঈমান;
আঁতাত, ভেল্কিবাজি, চাতুরীতে আছে অনেক বিশেষণ।
রাজাকারের দল মন্ত্রী হল, পেল জাতির ঘৃণা, তারা প্রমানিত স্বার্থপর;
পচা চাচার রাজনৈতিক চমক আর ডিগবাজিতে সদা তাই গরম বাজার।
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন