নেতার গুণাবলী
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৪ অক্টোবর, ২০১৩, ১২:০৩:৪২ দুপুর
আমি নেতা বেশ, গুণের নেই যে শেষ;
নিজের ঢোল নিজেই বাজাই শুণতে লাগে বেশ।
পাঁচ ওয়াক্ত নামায পড়ি, তসবী রাখি সাথে;
মিথ্যা বলায় অধিক পটু, আড্ডা মারি রাতে।
শিক্ষা ছাড়া ডিগ্রী লাভ, কার ভাগ্যে জোটে;
আমি নেতার জ্ঞানের কলি ইশারায় যে ফোটে।
যেদিক তাকাই সকলেই মোর হুকুমের গোলাম;
ছাগল-পাগল যাই বলি ভাই, ভয়ে মারে ছালাম।
লক্ষ আলেম আধা ঘণ্টায় করতে জানি ফিনিশ;
সারাবিশ্ব জানে, আসলেই আমি একটা জিনিস।
ক্ষমতা আমার আকাশচুম্বী, দিতে পারি মৃত্যুদণ্ড;
আমার কথার নড়চড় হলে, দেশ করি লণ্ডভণ্ড।
বাংলাদেশ আমার বাবার তালুক, আমিই হলাম রাণী;
ডাণ্ডা মেরে ঠাণ্ডা করার মহা ওষুধ দিতে জানি।
যা খুশী তাই করবো আমি, কার বাবার কী;
উপদেশ শুনতে নারাজ, বলে তারা বুদ্ধিহীন বুদ্ধিজীবী।
? ? ?
মাথাভরা বুদ্ধি আমার, আরও আছে বেফাঁস কথার ঝাঝ;
আমার কথাই গণতন্ত্র, নইলে দেশের মাথায় বাজ।
ন্যায়-অন্যায় বুঝিনা ক্ষমতা আমার চাই;
এর অন্যথা হলে, দেশ পুড়িয়ে করবো ছাই।
বিষয়: বিবিধ
২১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন