নিরন্তর চাওয়া
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৩ অক্টোবর, ২০১৩, ০৩:৫৯:০১ রাত
চলনে-বলনে, শয়নে-স্বপনে ধরে রাখি প্রাণের খাঁচায়;
শ্বাস-প্রশ্বাস আর রিজিক দিয়ে যে মোরে বাঁচায়।
সুখে-দুঃখে, হাসি-কান্নায় সদা তারে নিয়ে থাকি;
মনিব ছাড়া মনে হয় সবকিছুই শুভঙ্করের ফাঁকি।
অনুপম সৌন্দর্যে বিশ্ব ধরা সৃষ্টি করেছেন আমার মহান রব;
সব সমুদ্রের পানি কালি বানালেও হয়নাতো বলা সব।
ঈমাণী শক্তি দৃঢ় করো, ভক্তির পূর্ণ বাসনায়;
তোমাকে পাবার আশায়, বুকভরে ডাকি নিরালায়।
নিঃস্বকে বাদশা বানিয়েছ অশেষ মমতায়;
জুলুমবাজ হয়েছে মহামানব তোমারি ক্ষমায়।
যুগে যুগে রচিত হয়েছে অসংখ্য বিস্ময়;
পাষাণ হৃদয় গলিত হয়েছে তোমারি ছোঁয়ায়।
তোমার মধুনামে স্বর্গসুখ দিল ভরে যায়;
মহব্বতের দৃষ্টি দিয়ে বেঁধে রাখো তোমারি ছায়ায়।
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন